 
                                                                                                    28/10/2025
                                            Basic Patient Assessment — Head to Toe Observation
 ১. Assessment মানে কী
Assessment মানে হলো রোগীকে পর্যবেক্ষণ, প্রশ্ন করা, স্পর্শ করা, মাপা এবং তথ্য সংগ্রহ করা—যাতে রোগীর শারীরিক, মানসিক ও সামাজিক অবস্থার একটি পূর্ণ ছবি পাওয়া যায়।
তুমি যেন একজন গোয়েন্দা—লক্ষ্য: “রোগীর সমস্যাটা কোথায়, আর এখন তার কী দরকার।”
 ২. Assessment-এর চারটি ধাপ
Inspection (দেখা) — চোখ দিয়ে ভালো করে দেখা
Palpation (স্পর্শ করা) — হাত দিয়ে অনুভব করা
Auscultation (শোনা) — স্টেথোস্কোপে শোনা
Percussion (ঠোকা) — আঙুল দিয়ে হালকা টোকা মেরে শব্দ শোনা (advanced skill)
 ৩. Head to Toe Assessment Steps
1. General Appearance
রোগী সচেতন কিনা (conscious, drowsy, unconscious)
মুখের রঙ, অবস্থান, শ্বাসপ্রশ্বাসের কষ্ট আছে কিনা
posture, movement, behavior
2. Head & Scalp
মাথায় আঘাত বা ফোলা আছে কিনা
চুল পরিষ্কার আছে কিনা, চুল পড়ছে কি না
scalp infection বা dandruff
3. Eyes
চোখের পাতা ফোলা কিনা
চোখ লাল, শুকনো বা হলুদ দেখাচ্ছে কিনা (jaundice)
Pupils equal and reactive to light কিনা (PERRLA test)
4. Ears
discharge বা infection আছে কিনা
শুনতে পাচ্ছে কিনা
5. Nose
blockage বা bleeding আছে কিনা
nasal discharge বা congestion
6. Mouth & Throat
ঠোঁট শুকনো বা নীলচে কিনা (cyanosis)
মুখে ulcer বা ঘা
গলায় লালভাব, tonsil বড় কিনা
7. Neck
lymph node ফোলা কিনা
JVD (jugular vein distension) আছে কিনা (heart failure এ দেখা যায়)
trachea সোজা আছে কিনা
8. Chest
শ্বাসের গতি, rate, pattern
chest movement দুই পাশেই সমান কিনা
শ্বাসে wheezing, crackles, বা abnormal sound আছে কিনা (auscultate both sides)
9. Heart
Apical pulse rate, rhythm
murmur বা irregular heartbeat শোনা যায় কিনা
radial pulse palpate করে rate ও strength বোঝা
10. Abdomen
shape (flat, distended)
bowel sound আছে কিনা (auscultate before palpation!)
pain, tenderness, lump
urinary bladder distension
11. Extremities (Hands & Legs)
edema আছে কিনা
nail color (pale, cyanosed)
capillary refill time (                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  