
21/01/2025
বিদায়ী সংবর্ধনা: মোহাম্মদ হাবিব
Unique Nursing Home Care Service -এর পক্ষ থেকে আমাদের সম্মানিত সহকর্মী মোহাম্মদ হাবিবকে বিদায় জানাতে পেরে আমরা গর্বিত। তিনি একসময় আমাদের টিমের একজন নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং Parkview Nursing College-এ Nursing Instructor হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
আগামী ২ তারিখ তিনি জার্মানিতে একজন পেশাদার নার্স হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। এটি আমাদের জন্য আনন্দের, কারণ তাঁর যোগ্যতা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে।
তাঁর অবদান এবং স্মৃতিগুলো আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য Unique Nursing Home Care Service-এর পক্ষ থেকে একটি সম্মাননাপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং পেশাগত জীবনের অগ্রগতির জন্য শুভকামনা জানাই। মোহাম্মদ হাবিব, আপনার এই নতুন যাত্রা সাফল্যমণ্ডিত হোক।
Unique Nursing Home Care Service, Sylhet