New Central Pharma

New Central Pharma Pharmacy and Chamber we provide information about medicine also make home delivery for customers living beside Housing estate, Amberkhana, Sylhet.

★what is myopia? 🥸🤓😎 ★মায়োপিয়া কী?উত্তর: যদি কোন মানুষ কাছের বস্তু ঠিকঠাক মতো দেখতে পারেন। কিন্তু দূরের জিনিস ঝাপসা দে...
11/06/2025

★what is myopia? 🥸🤓😎
★মায়োপিয়া কী?
উত্তর: যদি কোন মানুষ কাছের বস্তু ঠিকঠাক মতো দেখতে পারেন। কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখেন তাহাকে মাইয়োপিয়া বলে।

★প্রশ্ন: মায়োপিয়ার প্রধান কারণ কি?
উত্তর: চোখের তারারন্ধ্রের দিয়ে আগত আলোক রশ্মি অক্ষিগোলকের ভেতর দিয়ে রেটিনায় অপঠিত না হয়ে তার সামনেই কোন স্থানে কোন একটি বিন্দু সৃষ্টি করে। ফলে চোখের নিকট দূরত্ব ২৫সেন্টিমিটারের দূরত্বের কোন বস্তুকে সঠিকভাবে দেখতে পাই না। জন্য মাইয়োপিয়াকে ক্ষীণদৃষ্টি বলা হয়।

★চোখের লেন্সের ফোকাস দুরত্ব কমে গেলে তথা অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা যায়।

★দৃষ্টিক্ষীণতা বিকাশের প্রবণতা বংশগত হতে পারে,

★পড়াশোনা বিষয়ক চাপ যা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ কাজ করার ফলে হয়।

★ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বদল হওয়ার কারণে তা দৃষ্টিতে প্রভাব ফেলে।

★পরিবেশগত পরিবর্তনের ফলে দৃষ্টিতে প্রভাবের কারণে হতে পরে।

★অন্ধকারে বা কম আলোতে কাজ করাও মায়োপিয়া হওয়ার অন্যতম কারণ।

★দীর্ঘদিন মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করার ফলে মায়োপিয়া হতে পারে।

★★প্রশ্ন :মায়োপিয়া থেকে উত্তরণের উপায় কি?

উত্তর: মায়োপিয়া থেকে উত্তরণের উপায় হিসেবে অপটোমেট্রিস্টরা চশমার পাশাপাশি ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন।

পরামর্শ

★বিরতি নিন

★একটানা পড়া, টিভি দেখা বা কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করার ফলে অল্প দূরত্বে চোখের ফোকাস করার প্রয়োজন পড়ে ফলে মায়োপিয়া হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই এই কাজগুলো করার সময় মায়োপিয়া হওয়া এড়াতে বা এর তীব্রতা কমানোর জন্য কিছুক্ষণ পর পর বিরতি নেয়া উচিৎ।

★পর্যাপ্ত আলোতে কাজ করা
( Bright Indirect Illumination during near work)

★কম আলোতে কাজ করলে দৃষ্টিশক্তির উপর মারাত্মক প্রভাব পড়ে। কারণ কম আলোতে কাজ করার সময় চোখের উপর বেশি চাপ পড়ে। ফলে চোখের পেশীতে টান পড়ে এবং মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টির সমস্যা সৃষ্টি হয়।

★ভিটামিন, মিনারেলস ও অমেগা থী ফ্যাটি এসিড গ্রহণ করুন
★মায়োপিয়া প্রতিকারের একটি প্রধান উপায় হচ্ছে ভিটামিন গ্রহণ করা। ভিটামিন এ, বি, ই, ডি এবং ভিটামিন সি এর সাথে ভালো দৃষ্টিশক্তির সম্পর্ক খুবই গভীর। এই ভিটামিনগুলোর উৎস হচ্ছে- গাজর, টমাটো, আপেল, মরিচ, মাছ, সবুজ শাকসবজি, শুষ্কফল এবং বাদাম। ভিটামিন সমৃদ্ধ এই খাবারগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করুন।

★সূর্যোদয় দেখুন।

★প্রতিদিন সকালে ৩-৫ মিনিট সূর্যোদয় দেখা মায়োপিয়া নিরাময়ের জন্য উপকারী। সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে পড়ুন। হাঁটা আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী আর সূর্যোদয় দেখা আপনার চোখের জন্য বিশেষ করে মায়োপিয়ার জন্য খুবই উপকারী ভূমিকা রাখে।

★চক্ষু মানুষের অপরিহার্য একটি অঙ্গ। এই চোখের দৃষ্টি আল্লাহর পক্ষ হতে অনেক বড় নেয়ামত। সবাই এই নেয়ামত এর গুরুত্ব উপলব্ধি করতে পারে না। একমাত্র অন্ধ দৃষ্টিহীন মানুষ এই নেয়ামত এর গুরুত্ব উপলব্ধি করতে পারে। এর পরিচর্যা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। চোখের ক্ষতি যত্নবান হোন।

★প্রতি ৬ মাস পর পর একজন দক্ষ গ্র‍্যাজুয়েট অপটোমেট্রিস্ট এর মাধ্যমে চোখের দৃষ্টি পরীক্ষা করবেন এবং প্রেস্ক্রাইব করা চশমা ব্যবহার করবেন।

খালেদ আল রকিব
অপটোমেট্রিস্ট
(ব্যাচেলর ইন অপটোমেট্রি, ফ্যাকাল্টি অব মেডিসিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
অপটোমেট্রিস্ট, জালালাবাদ চক্ষু হাসপাতাল, সিলেট
এক্স অপটোমেট্রিস্ট, চক্ষু বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পি জি হাসপাতাল, ঢাকা)

#মায়োপিয়া #দৃষ্টি #অপটোম্যাট্রিস্ট #সিলেট

যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’প্রিয় সমপদ দা আপনার জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা। দীর্ঘ ১৫ ...
04/02/2025

যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’
প্রিয় সমপদ দা আপনার জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা। দীর্ঘ ১৫ বছর এই প্রতিষ্ঠানের প্রতি আপনার আন্তরিকতা এবং পরিবারের ভালোবাসা আমাদের চির ঋণী রাখবে।

  #ফার্মেসির জন্য একজন দক্ষ সেলসম্যান আবশ্যক। বেতন :আলোচনা সাপেক্ষে. ডিউটি : ফুলটাইম কর্মস্থল : হাউজিং এষ্টেট গেইট, আম্ব...
25/12/2024


#ফার্মেসির জন্য একজন দক্ষ সেলসম্যান আবশ্যক।
বেতন :আলোচনা সাপেক্ষে.
ডিউটি : ফুলটাইম
কর্মস্থল : হাউজিং এষ্টেট গেইট, আম্বরখানা, সিলেট।
যোগাযোগ - 01711954996
01718038487

25/12/2024

ফার্মাসিতে কাজ করার জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক লাগবে। যোগাযোগ করুণ 01718038487/01711954996

চোখ পরীক্ষাতেই ধরা পড়বে প্রাণঘাতী ১০ রোগ :--------------------------------------------------------শুধু চোখের রোগ শনাক্তে...
28/04/2024

চোখ পরীক্ষাতেই ধরা পড়বে প্রাণঘাতী ১০ রোগ :
--------------------------------------------------------

শুধু চোখের রোগ শনাক্তের জন্য চোখ পরীক্ষা করা হয় না, এর মাধ্যমে অন্যান্য রোগও শনাক্ত করা যায়। এ কারণেই চিকিৎসকরা নিয়মিত চোখ পরীক্ষার পরামর্শ দেন। তবে বেশিরভাগ মানুষই চোখে কোনো সমস্যা দেখা না দিলে চোখ পরীক্ষা করেন না।

খেয়াল করলে দেখবেন, যে কোনো চিকিৎসকের কাছে গেলেই কিন্তু তিনি প্রথমে রোগীর চোখ পরীক্ষা করেন। কারণ চোখ দেখেও বিভিন্ন রোগ শনাক্ত করা যায়।

চোখ খুব প্রাথমিক পর্যায়েই শরীরের বড় রোগ প্রকাশ করতে পারে। কিছু প্রাণঘাতী রোগ আছে, যা চোখ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যেতে পারে।

উচ্চ রক্তচাপ :

চোখে অব্যক্ত রক্তপাত উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। একে বলা হয় সাবকনজাংটিভাল হেমোরেজ, যেখানে চোখের পৃষ্ঠের কাছাকাছি একটি ছোট রক্তনালি ফেটে যায়।

কাশি ও হাঁচির সময় চোখ চাপা পড়া, মাথায় বা চোখে আঘাত, চোখ ঘষা কিংবা বেশিক্ষণ কন্টাক্ট লেন্স পরার কারণেও এটি হতে পারে।

চিকিৎসা না করলে উচ্চ রক্তচাপ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির কারণ হতে পারে। এক্ষেত্রে রেটিনার রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়।

ডায়াবেটিস :

ডায়াবেটিস চোখের উপর সবচেয়ে খারাপ প্রভাব ফেলে। তাই যাদের ডায়াবেটিস আছে বা যাদের এই বিপাকীয় ব্যাধির ঝুঁকি আছে ,তাদের রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।

নিয়মিত চোখের চেকআপ দ্রুত ডায়াবেটিস শানাক্তে সাহায্য করতে পারে। ডায়াবেটিসের কারণে রোগী চোখের সামনে কালো ও ভাসমান দাগ দেখতে পায়।

এমনকি দৃষ্টি ঝাপসা হয়ে যায় ও কখনো কখনো ব্যক্তির রং শনাক্ত করতে অসুবিধা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে ও চোখের সঠিক চিকিৎসা করা না হলে একজন ব্যক্তি সম্পূর্ণভাবে অন্ধ হয়েও যেতে পারেন।

কার্ডিওভাসকুলার ঝুঁকি :

কখনো চোখের স্ট্রোক শুনেছেন? চিকিৎসার ভাষায় একে বলা হয়, ইস্কেমিক অপটিক নিউরোপ্যাথি। এটি একটি গুরুতর অবস্থা, যা চোখের অপটিক নার্ভের টিস্যুতে রক্ত প্রবাহের অভাবের কারণে ঘটে।

এর লক্ষণ হিসেবে চোখের সামনে কালো দাগ, ঝাপসা দৃষ্টি ও চোখের ব্যথা দেখা দিতে পারে। যদিও এর বিভিন্ন কারণ আছে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, কার্ডিওভাসকুলার রোগে আক্রান্তদের চোখের স্ট্রোকের শতাংশ বেশি।

রিউমাটয়েড আর্থ্রাইটিস :

বাতজ্বরের একটি সাধারণ লক্ষণ হল শুকনো চোখ। যদিও শুষ্ক চোখ অনেক অন্যান্য জটি

ডিজিটাল আই স্ট্রেইন অথবা স্ট্রেস কমানোর উপায় ---------------------------------------------ডিজিটাল আই স্ট্রেইন সাধারণত চ...
20/02/2024

ডিজিটাল আই স্ট্রেইন অথবা স্ট্রেস কমানোর উপায়
---------------------------------------------

ডিজিটাল আই স্ট্রেইন সাধারণত চোখ ও দৃষ্টি শক্তির সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার একটি সমষ্টি, যা দীর্ঘদিন ধরে কম্পিউটার, ট্যাবলেট, সেলফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস অতি মাত্রায় ব্যবহারের কারণে দেখা দিয়ে থাকে।

ডিজিটাল আই স্ট্রেইন কমানোর জন্য নিচে উল্লেখিত পরামর্শগুলো মেনে চলতে পারেনঃ

১। নিয়মিত চোখের চেকআপ করান- ওয়ার্ক ফ্রম হোম বা অনলাইল কেন্দ্রিক ক্লাসের কারণে সবারই Digital Screen time বৃদ্ধি পেয়েছে যার কারণে অনেকেরই মাথা ব্যাথা, চোখ ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি আবছা হয়ে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। তাই নির্দিষ্ট সময় পরপর (অন্তত ৬ মাস পর পর) চোখের চেকআপ করানো উচিত।

২। মনে করে Blink করুন- একটানা অনেকক্ষণ মনোযোগ দিয়ে স্ক্রিনে কিছু দেখার সময় আমরা চোখের পলক ফেলতে ভুলে যাই যার ফলে আমাদের টিয়ার সেল গুলো পুনরায় পরিপূর্ণ হয় না এবং এতে চোখে শুষ্কতা দেখা দিতে এবং ব্যাথা বাড়তে পারে। এ ছাড়াও অকারণে চোখে পানি আসা ও আবছা দৃষ্টির সমস্যাও হতে পারে।

৩। Viewing Angle ঠিক করুন- যেকোনো স্ক্রিন চোখ থেকে কমপক্ষে এক হাত বা ২০ থেকে ২৮ ইঞ্চি দূরে এবং আই লেভেল থেকে ৪ ইঞ্চি নীচে রাখা উচিত। অনেকে আছেন যারা ল্যাপটপ বা প্যাডজাতীয় ডিভাইসগুলো নিজের কোলের ওপর রেখে ঘাড় কাত করে তা দেখতে থাকেন। এর ফলেও অনেক ধরণের দৃষ্টি জনিত সমস্যা দেখা দিতে পারে।

৪। স্ক্রিনের Brightness adjust করুন- আপনি যে জায়গাটায় বসে কাজ করেন, সেখানকার আলোর সাথে আপনার স্ক্রিনের উজ্জ্বলতা অ্যাডজাস্ট করে নিন। আলোর মাত্রা অতিরিক্ত বেশি বা কম হলে তা চোখে বেশি চাপ সৃষ্টি করে এবং দৃষ্টিগত সমস্যা তৈরি করতে পারে। তাই যে জায়গায় বসে কাজ করবেন সেখানে যথাযথ পরিমাণ আলোর ব্যবস্থা করে রাখুন। কখনোই কম বা বেশি আলোতে কাজ করবেন না।

৫। Dark Room এ Screen ব্যবহার এড়িয়ে চলুন- ঘর একদম অন্ধকার করে শুধু স্ক্রিনের আলোয় কাজ করবেন না। এছাড়াও ঘরের আলো থাকা উচিত আপনার মাথার উপরে। আলো সরাসরি স্ক্রিনের ওপর বা আপনার চোখে না পড়ে সেদিকে খেয়াল রাখুন।

৬। স্ক্রিনের ক্ষতিকর ব্লু লাইট থেকে নিরাপদে থাকুন- যাদেরকে দীর্ঘসময় স্ক্রিনের সামনে থাকতে হয়, বিশেষ করে রাতের বেলায়; তারা স্ক্রিনের ব্লু লাইট থেকে চোখকে বাঁচাতে Anti Reflective Lenses চশমা ব্যবহার করুন। এই চশমা চোখের স্ট্রেস কমাতে, ঝাপসা ভাব, মাথা ব্যাথা ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে।

৭। ২০-২০-২০ নিয়ম মেনে চলুন- এই নিয়ম অনুযায়ী প্রতি ২০ মিনিট স্ক্রিন টাইমের পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের যেকোনো জিনিস দেখতে বলা হয়। এ ক্ষেত্রে জানালার বাইরে কোনও পাখি, ফুল বা গাছ দেখতে পারেন। আবার ২ মিনিটের বিরতি দিয়ে আবার কাজ শুরু করতে পারেন। এর ফলে ক্রমাগত চাপের মুখে পড়া পেশীগুলি স্বস্তি পাবে।

৮। পরিমিত Natural Ultra violet rayগ্রহণ করুন- আজকাল অধিকাংশ বাচ্চাই বেশিরভাগ সময় ঘরের ভেতরে থাকে। ফলে তারা সূর্যরশ্মির সংস্পর্শে কম আসে। এছাড়া এখন বড়রাও সূর্যের আলোতে অনেক কম আসেন। পরিমিত সূর্যের আলো চোখের মণির বিকাশের জন্য অত্যন্ত জরুরি। বর্তমানে স্ক্রিন টাইম বেড়ে যাওয়া ও সূর্যের আলোর সংস্পর্শে কম আসার ফলে অধিকাংশ বাচ্চার চোখেই চশমা দেখা যায়। সব মিলিয়ে ছোট-বড় সবার জন্যই কিছুটা সময় সূর্যের আলোয় আসা জরুরি।

৯। অ্যান্টি গ্লেয়ার চশমা ব্যবহার করুন- চশমার অ্যান্টি গ্লেয়ার কোটিং কম্পিউটার, ল্যাপটপসহ যেকোনো ডিভাইসের অতিরিক্ত আলোকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এতে চোখের স্ট্রেস কমে এবং চোখ সুস্থ থাকে।

১০। পুষ্টিকর খাবার খান- চোখের স্বাস্থ্যকে ঠিক রাখতে এবং চোখের ক্লান্তি দূর করতে রোজ ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। সবুজ ও অন্যান্য রঙ্গিন শাকসবজি, পেঁপে, খেজুর, ছোটমাছ ইত্যাদি চোখের জন্য খুবই উপকারি। চোখকে হাইড্রেটেড রাখতে ওমেগা-থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পূরণে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ খেতে পারেন।

Digital Eye Strain এর ব্যাপারে অধিকতর পরামর্শ এর প্রয়োজন হলে
যোগাযোগ করতে পারেন

খালেদ আল রকিব

(বি.অপটম; আই.সি.ও, সি.ইউ)
অপটোমেট্রিস্ট
(লো-ভিশন, কন্টাক্ট লেন্স এবং শিশুদের ট্যারা নির্ধারণ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত)

জালালাবাদ চক্ষু হাসপাতাল, সিলেট
এক্স অপটোমেট্রিস্ট, চক্ষু বিজ্ঞান বিভাগ, বঙবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা

( চেম্বারের সময়সূচী: প্রতি দিন বিকেল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত
ঠিকানা: নিউ সেন্ট্রাল ফার্মা, হাউজিং এস্টেট গেইট, আম্বরখানা, সিলেট)

#চশমার_পাওয়ার_জনিত_যেকোনো
#নিউসেন্ট্রালফার্মা
#অপটোমেট্রিস্ট
#হাউজিংএস্টেট
#বিশেষ_দ্রষ্টব্য
#চশমা


#চক্ষু #চোখ #দৃষ্টি #ক্ষীণ_দৃষ্টি #সিলেট

15/12/2023

রোগীর প্রশ্ন:

আমার চোখের পাওয়ার ক্রমাগত কমে যাচ্ছে। এক চোখে -৫ আর এক চোখে -৩.৭৫। স্থায়ী কোনো সমাধান আছে কি? বয়স ২৮ বছর।

চিকিৎসক:
আপনি কি সারদিন চশমা পড়ে থাকেন?

উত্তর যদি হ্যা হয়। তবে নিচে হচ্ছে সমাধানঃ

আপনি মোডারেট লেভেল এর মায়পিয়া রোগে আক্রান্ত।
নিকটবর্তী কাজ বেশি করতে করতে চোখে মায়োপিয়া নামক রোগ হয়। এতে করে দূরে দেখতে বেশি ঝাপসা লাগে। তাই মাইনাস পাওয়ার এর চশমা ব্যবহার করতে হয়। মাইনাস পাওয়ার এর লেন্স (Bi-Concave Lens) প্রতিসরনের মাধ্যমে দূরবর্তী বস্তুকে নিকটে আনে এবং আপনি দূরে পরিষ্কার দেখতে পারেন। কিন্ত চশমা সবসময় চোখে থাকার ফলে ফোন এবং ট্যাব ব্যবহার এর সময় ও আমাদের চোখে চশমা থাকে যার কারণে দ্বিতীয় দফা মায়োপিয়া হয়৷

এমনিতেই নিকট বিন্দুতে কাজ করে মায়োপিয়া। সেখানে মাইনাস গ্লাসেরও কাজ নিকটে আনা।
ফলাফলঃ দ্বিতীয় দফা মায়োপিয়া। মানে যার -০.৫ ছিল। ছয় মাস গ্লাস ব্যবহার করার পর পাওয়ার ও বেড়ে যায়৷ তখন পাওয়ার হয়ে উঠে -০.৭৫।

চিকিৎসাঃ

চশমার মাধ্যম মোবাইল মায়োপিয়া বাড়তে পারে। চশমা অনেকটা হাতের লাঠির মতো। লাঠিতে ভর করে দীর্ঘদিন হাটলে পরে লাঠি ছাড়া হাটা কষ্ট হয়ে যায়।
তেমনি মায়োপিয়া রোগ হলো নিকট বিন্দুতে ফোকাস করতে করতে অতি অভ্যস্ত হয়ে যাওয়া।

তাই, কাছের জিনিস দেখার সময় চশমা ব্যবহার করবেন না। এটাই মায়োপিয়া ভালো হবে। আর বাড়বে না।

মায়োপিয়া রোগীরা কাছের জিনিস এমনিতেই চশমা ছাড়া ভালো দেখতে পায়। এমতাবস্থায় চশমা পড়া মানে জ্বর না থাকলে ঔষুধ খাওয়া৷।

আমরা জানি প্রত্যকে কিছুরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। জ্বর না থাকলে যেমন আপনার কোন ধরনের ঔষুধ খাওয়া উচিত হবে না৷ তেমনি মায়োপিয়ার ক্ষেত্রে মোবাইল ব্যবহারের সময় চশমা ব্যবহার করা উচিত হবে না।

কেননা তখন তো আপনি এমনিতেই ভালো দেখতে পাবেন। তখন কেন আপনি চশমা পড়ে সাইড ইফেক্টের জটিলতায় পড়তে যাবেন।

মায়োপিয়া রোগের প্রাথমিক চিকিৎসা করাতে চাইলে
যোগাযোগ করতে পারেন

খালেদ আল রকিব

(বি.অপটম; আই.সি.ও, সি.ইউ)
অপটোমেট্রিস্ট
(লো-ভিশন, কন্টাক্ট লেন্স এবং শিশুদের ট্যারা নির্ধারণ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত)

জালালাবাদ চক্ষু হাসপাতাল, সিলেট
এক্স অপটোমেট্রিস্ট, চক্ষু বিজ্ঞান বিভাগ, বঙবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা

( চেম্বারের সময়সূচী: প্রতি দিন বিকেল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত
ঠিকানা: নিউ সেন্ট্রাল ফার্মা, হাউজিং এস্টেট গেইট, আম্বরখানা, সিলেট))

#চশমার_পাওয়ার_জনিত_যেকোনো
#নিউসেন্ট্রালফার্মা
#অপটোমেট্রিস্ট
#হাউজিংএস্টেট
#বিশেষ_দ্রষ্টব্য
#চশমা


#চক্ষু #চোখ #দৃষ্টি #ক্ষীণ_দৃষ্টি #সিলেট

আপনার পছন্দ অনুযায়ী চশমা অর্ডার করতে পারেন।পাওয়ার প্রেসক্রিপশন আমাদের inbox এ পাঠাতে  পারেন।দাম: ফ্রেম+পাওয়ার সহ ১২৯৯ টা...
13/12/2023

আপনার পছন্দ অনুযায়ী চশমা অর্ডার করতে পারেন।
পাওয়ার প্রেসক্রিপশন আমাদের inbox এ পাঠাতে পারেন।
দাম: ফ্রেম+পাওয়ার সহ ১২৯৯ টাকা।

লেন্স: Original Blue cut lens

#চশমার_পাওয়ার_জনিত_যেকোনো সমস্যায় আমাদেরকে ইনবক্স করুন।
দক্ষ অপটোমেট্রিস্ট দ্বারা আপনার সমস্যা পর্যবেক্ষণ করে সমাধান করা যাবে।

#আমাদের আছে দক্ষ দৃষ্টি বিশেষজ্ঞ। যা আপনার যে কোন সমস্যা দ্রুত সমাধান করে দিতে প্রস্তুত।

#বিশেষ_দ্রষ্টব্য :আমরা সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করতে নিজস্ব ল্যাব এ দক্ষ কারিগর দিয়ে নির্ভুল ভাবে নির্দিষ্ট axis সহ চশমা বানিয়ে রোগীর comfort নিশ্চিত করি।

#নিউসেন্ট্রালফার্মা #হাউজিংএস্টেট #চশমা #অপটোমেট্রিস্ট #বাংলাদেশ #সিলেট

সঠিক পাওয়ারের চশমা  ব্যবহার না করলে চোখের মারাত্বক ক্ষতি হতে পারে। সামান্য ভুলের জন্য দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে। তাই য...
08/12/2023

সঠিক পাওয়ারের চশমা ব্যবহার না করলে চোখের মারাত্বক ক্ষতি হতে পারে। সামান্য ভুলের জন্য দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে। তাই যেখানে সেখানে চশমা না বানিয়ে চলে আসুন নিউ সেন্ট্রাল ফার্মায়।

অত্যাধুনিক ল্যাবের মাধ্যমে প্রগ্রেসিভ, ব্লু-কাট, ফটোক্রমাটিক আবরণ সহ বিভিন্ন পাওয়ারের চশমা বানিয়ে কাস্টমারকে ডেলিভারি দেয়া হয়।

#চক্ষু #অপটোমেট্রিস্ট #বাংলাদেশ #সিলেট #চশমা

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি???ডায়াবেটিক রেটিনোপ্যথি অন্ধ হওয়ার জন্য অন্যতম প্রধান কারন। কিন্তু আমরা এই বিষয়ে ডায়াবেটিক আক্...
08/12/2023

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি???

ডায়াবেটিক রেটিনোপ্যথি অন্ধ হওয়ার জন্য অন্যতম প্রধান কারন। কিন্তু আমরা এই বিষয়ে ডায়াবেটিক আক্রান্ত রোগীরা খুব একটা সচেতন নই। জেনারেল প্র‍্যাক্টিশনার থেকে সব স্পেশালিষ্টরাই ডায়াবেটিক রোগীদের চিকিৎসা করেন। ডায়াবেটিক রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রনের পাশাপাশি এর জটিলতা নির্নয় ও এর চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ন। আমরা সাধারণত হৃদযন্ত্র, কিডনি, কোলেস্টেরল ও ব্রেনের ব্যপারে যতটা সচেতন থাকার চেষ্টা করি, চোখ বা অন্ধত্ব নিয়ে ততটা ভাবিনা।

ডায়াবেটিস এর কারণে চোখে প্রধান জটিলতা হল ছানি ও ডায়াবেটিক রেটিনোপ্যথি। ছানি অপারেশন করলে অন্য কোন জটিলতা না থাকলে পূর্বের দৃষ্টি ফিরে আসে। কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যথির ক্ষেত্রে ব্যপারটা সম্পুর্ন ব্যতিক্রম। ভালো চিকিৎসা করেও হারানো দৃষ্টি ফিরে পাওয়া যায় না। এ রোগের চিকিৎসা বেশ জটিল ও ব্যয়বহুল। সুতরাং প্রতিরোধই একমাত্র উপায়।

প্রতি চার জন ডায়াবেটিক রোগীর এক জন এ জটিলতায় ভোগেন। বর্তমানে দেশে প্রায় এক কোটির ও বেশী রেজিস্টারড ডায়াবেটিক রোগী আছে। আসল সংখ্যা আরো বেশী। সুতরাং ডায়াবেটিক রেটিনোপ্যথির প্রাদুর্ভাব বেশ প্রকট।
ডায়াবেটিক রেটিনোপ্যথির ঝুকি সমুহ হলোঃ

১.ডায়াবেটিস পাচ বছরের বেশী
২.অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
৩.হাইপারটেনশন
৪. ডিসলিপিডিমিয়া
৫.এনিমিয়া
৬.নেফরোপ্যথি
ডায়াবেটিস রোগীদের বৎসরে একবার রেটিনা পরীক্ষা করা উচিত। তাহলে অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।

……………….
খালেদ আল রকিব

ব্যাচেলর ইন অপটোমেট্রী
(আই.সি.ও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

অপটোমেট্রিস্ট
জালালাবাদ চক্ষু হাসপাতাল, সিলেট

#নিউসেন্ট্রালফার্মা #অপটোমেট্রিস্ট #বাংলাদেশ #সিলেট #চক্ষু

👓  #ভিশন_থেরাপি কি❓ "ভিশন থেরাপি" একটি চিকিৎসা পদ্ধতি যা  অপ্টোমেট্রিস্ট দ্বারা ব্যবহৃত হয়। ভিশন থেরাপিষ্ট ও অপ্টোমেট্র...
05/12/2023

👓 #ভিশন_থেরাপি কি❓

"ভিশন থেরাপি" একটি চিকিৎসা পদ্ধতি যা অপ্টোমেট্রিস্ট দ্বারা ব্যবহৃত হয়। ভিশন থেরাপিষ্ট ও অপ্টোমেট্রিস্টরা ভিশন থেরাপিকে দৃষ্টি সংক্রান্ত দক্ষতা এবং ভালো ভাবে দেখার ক্ষমতা উন্নত করার প্রচেষ্টা হিসাবে সংজ্ঞায়িত করেন, ভালো দৃষ্টি শক্তি তৈরি করা, দেখার ভিতর স্বাচ্ছন্দ্যবোদ ( Visual Comfort) , এবং দক্ষতা ও সক্ষমতা ( Visual efficiency/ Visual skills উন্নতি করা, মস্তিষ্কের সাথে দৃষ্টি শক্তির সমন্বয় তৈরি করে একটি আরামদায়ক ভালো দৃষ্টি শক্তি স্থাপন করা।

#ভিশন_থেরাপি হলো একটা স্বতন্ত্র চিকিৎসা যার মাধ্যমে, অলস চোখ, বাঁকা চোখ, ফোকাসিং সমস্যা, চোখের পেশীর কর্মহীনতা ( Ocular Muscle dysfunction) , পড়াশোনা প্রতি অনিহা ( Learning related vision disorders), মাথা ব্যাথা, বাইনোকুলার ভিশন( Binocular Vision) ইত্যাদি সমস্যা সমাধানে চিকিৎসা দেওয়া হয়।

🔯✔️যে সব লক্ষণ / সমস্যা দেখা দিলে ভিশন থেরাপির প্রয়োজন হয়⤵️

# পড়তে বসলে শব্দ অথবা লাইন এড়িয়ে যাওয়া।
# পড়াশোনা বা নিকটে কোন কাজ করার সময় চোখে হাত দেওয়া অথবা এক চোখ বন্ধ রাখতে ভালো লাগা।
# পড়ার সময় মাথা ব্যাথা বা অতিরিক্ত চোখে ব্যাথা করা।
# ভালো বলতে পারা কিন্তুু দেখে পড়তে অসুবিধা ইত্যাদি।

💠 #ভিশন_থেরাপির সুবিধা সমূহঃ - 🔽

# ভিশন থেরাপির মাধ্যমে দুই চোখের দৃষ্টি শক্তি সমন্বয় এবং একসাথে সমান দেখা, সেইসাথে ফোকাসিং (Focusing) এ নির্ভুলতা এবং দক্ষতা বিকাশে সহায়তা করা যখন দুটি চোখের একসাথে কাজ করতে ব্যর্থ হয়।
# অলস চোখ (Amblyopia)/ বাঁকা( Strabismus) চোখ চিকিৎসা
# 3D ( Depth perception) ভিশন উন্নতি করা
# চোখের ক্লান্তি দুর হয়।
# হাত ও চোখের সমন্বয় তৈরি করা।
# চোখের ট্রাকিং( Tracking) ও ডাবল দেখা
দুর করা
# Visualization সমস্যা সমাধান করা।
# চোখের পেশী ( Muscle) এবং accomodation সমস্যার সমাধান ইত্যাদি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন

খালেদ আল রকিব
অপটোমেট্রিস্ট
ব্যাচেলর ইন অপটোমেট্রি
(ইন্সটিটিউট অব কমিউনিটি অফথালমোলজি, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়)
বর্তমানে কর্মরত
জালালাবাদ চক্ষু হাসপাতাল, ইসলামপুর, সিলেট।

#অপটোমেট্রিস্ট #চক্ষু #সিলেট #বাংলাদেশ #নিউসেন্ট্রালফার্মা

Address

Housing Estate
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801718038487

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Central Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to New Central Pharma:

Share