Institute of Nuclear Medicine and Allied Sciences - INMAS , Sylhet

Institute of Nuclear Medicine and Allied Sciences - INMAS , Sylhet INMAS Sylhet is an ideal government service organization. It is a part of the Bangladesh Atomic Ener

Nuclear Medicine, Ultrasound imaging, Duplex study and Radioiodine therapy

বনভোজন ২০২৪, ইনমাস, সিলেট।
09/02/2024

বনভোজন ২০২৪, ইনমাস, সিলেট।

শীতের সকালে ইনমাস সিলেট এর ছাদ বাগানের আম 👌
23/01/2024

শীতের সকালে ইনমাস সিলেট এর ছাদ বাগানের আম 👌

গতকাল ছিল উদ্যমী তরুণ কর্মচারীদের দ্বারা ইনমাস সিলেটের ইফতার আয়োজন।
17/04/2023

গতকাল ছিল উদ্যমী তরুণ কর্মচারীদের দ্বারা ইনমাস সিলেটের ইফতার আয়োজন।

Completed training on Dual head SPECT-CT at INMAS, Sylhet from 29th January to 2nd February 2023. A successful training ...
02/02/2023

Completed training on Dual head SPECT-CT at INMAS, Sylhet from 29th January to 2nd February 2023. A successful training indeed.

সেবা সপ্তাহে ইনমাস সিলেটের র‍্যালি। অনুপ্রেরণায় ছিলো প্রতিষ্ঠানের সব কর্মচারী।
11/01/2023

সেবা সপ্তাহে ইনমাস সিলেটের র‍্যালি।
অনুপ্রেরণায় ছিলো প্রতিষ্ঠানের সব কর্মচারী।

গত ৩০/১২/২০২২ তারিখ ইনমাস সিলেট পরিবার  মাধবকুণ্ড জলপ্রপাতে বার্ষিক বনভোজনে অংশ নেয়। এ  যেন  ক্লান্তি ভুলে নতুন ভাবে জেগ...
01/01/2023

গত ৩০/১২/২০২২ তারিখ ইনমাস সিলেট পরিবার মাধবকুণ্ড জলপ্রপাতে বার্ষিক বনভোজনে অংশ নেয়। এ যেন ক্লান্তি ভুলে নতুন ভাবে জেগে উঠা। ❣️

🏆বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে আরও একটা ফুটবল ফাইনাল হয়ে গেলো ইনমাস, সিলেট পরিবারে। এ শুধু খেলা নয় এ যেন আনন্দের এক মহা মি...
18/12/2022

🏆বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে আরও একটা ফুটবল ফাইনাল হয়ে গেলো ইনমাস, সিলেট পরিবারে। এ শুধু খেলা নয় এ যেন আনন্দের এক মহা মিলন মেলা।
ধন্যবাদ ইনমাস পরিবারের সকল সদস্যকে।

মহান বিজয় দিবসের প্রথম প্রহর, ২০২২ইনমাস সিলেট।
16/12/2022

মহান বিজয় দিবসের প্রথম প্রহর, ২০২২
ইনমাস সিলেট।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোঃ আজিজুল হক ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সেস(...
06/12/2022

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোঃ আজিজুল হক ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সেস( ইনমাস), সিলেট এর চিকিৎসা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে ৫/১২/২০২২ ইং তারিখে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে স্থির চিত্রে অংশগ্রহণ করেন..

ইনমাস সিলেটের অভ্যর্থনায় আরও একটা কাউন্টার এর উদ্ভোদন হলো। সেবাগ্রহীতাদের সেবা সহজীকরনের জন্য আরও একটা প্রচেষ্টা।
25/11/2022

ইনমাস সিলেটের অভ্যর্থনায় আরও একটা কাউন্টার এর উদ্ভোদন হলো।

সেবাগ্রহীতাদের সেবা সহজীকরনের জন্য আরও একটা প্রচেষ্টা।

গত ১৬-১১-২০২২ খ্রিঃ তারিখে ইনমাস,  সিলেটের কনফারেন্স কক্ষে অত্র কেন্দ্রের শ্রদ্ধেয় পরিচালক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হ...
17/11/2022

গত ১৬-১১-২০২২ খ্রিঃ তারিখে ইনমাস, সিলেটের কনফারেন্স কক্ষে অত্র কেন্দ্রের শ্রদ্ধেয় পরিচালক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এপিএ কার্যক্রমের অংশ হিসেবে শুদ্ধাচার নৈতিকতার সাথে সম্পর্কিত " উদ্ভাবনী ধারণা শীর্ষক পুরষ্কার বিতরণী সভা"। এতে প্রথম স্থান অর্জন করেন অত্র প্রতিষ্ঠানের গবেষণাগার সহকারী মোবারক হোসেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ.....

" পরমাণু চিকিৎসা সেবা নিন-সুস্থ থাকুন " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়...
24/09/2022

" পরমাণু চিকিৎসা সেবা নিন-সুস্থ থাকুন " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সেস, সিলেটের শ্রদ্ধেয় পরিচালক মহোদয়ের নেতৃত্বে সেবা প্রদান প্রতিশ্রুতি ও সেবা সপ্তাহ উপলক্ষে ১৯-০৯-২০২২ খ্রি. তারিখে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে র‍্যালি.....

এবার বিরিয়ানি ভোজ।উপলক্ষঃ ইনমাস পরিবারের সদস্যদের সন্তুষ্টি।
01/09/2022

এবার বিরিয়ানি ভোজ।
উপলক্ষঃ ইনমাস পরিবারের সদস্যদের সন্তুষ্টি।

নতুন নিয়োগপ্রাপ্ত উদ্যমী কর্মচারীদের হাতে জব আইডি কার্ড তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়। সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসন...
24/08/2022

নতুন নিয়োগপ্রাপ্ত উদ্যমী কর্মচারীদের হাতে জব আইডি কার্ড তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়। সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আহসান হাবীব, তত্ত্বাবধায়ক জনাবা কৈনাহান দেবী, জনাব মোঃ শাহজাহান ও আরো অনেকে।

বিগত ৩১ শে জুলাই সর্বাধিক রোগীকে সেবা দেওয়া হয়েছে।  আনন্দে বিভোর তাই  ইনমাস, সিলেট পরিবার।  চলছে জিলাপি উৎসব।
02/08/2022

বিগত ৩১ শে জুলাই সর্বাধিক রোগীকে সেবা দেওয়া হয়েছে। আনন্দে বিভোর তাই ইনমাস, সিলেট পরিবার।
চলছে জিলাপি উৎসব।

বিগত ২০/০৭/২০২২ ইং তারিখে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ইনমাস, সিলেটের সার্বিক কার্যক্রম ও যন্ত্রপাতি সমূহের সার্বিক অবস...
26/07/2022

বিগত ২০/০৭/২০২২ ইং তারিখে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ইনমাস, সিলেটের সার্বিক কার্যক্রম ও যন্ত্রপাতি সমূহের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন সম্মানিত বাপশক- এর সদস্য, জীববিজ্ঞান, অধ্যাপক ডাঃ অশোক কুমার পাল মহোদয় ও পরিচালক, জীববিজ্ঞান, অধ্যাপক ডাঃ ফারিয়া নাসরিন মহোদয়। উক্ত পরিদর্শনে তাঁরা অত্র ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম ও ব্যাবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করেন এবং উদ্ভূত সমস্যাসমূহের সমাধানের ব্যাপারে গুরুত্বপূর্ণ মতামত দান করেন। এছাড়াও তাঁরা ইনস্টিটিউটের সকল চিকিৎসক, কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইনস্টিটিউট তথা কমিশনের উত্তরোত্তর উন্নতির জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। ইনস্টিটিউটের পক্ষ হতে সম্মানিত পরিচালক, ডাঃ কামরুম নাহার তাঁদের ফুল দিয়ে সাদর অভ্যর্থনা জানান এবং পরবর্তীতে ইনস্টিটিউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

গত ০৫ জুন, ২০২২ তারিখ সাভারে   মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় 'বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন' - এর তিন জন মেধাবী বিজ্ঞানীসহ মোট ...
07/06/2022

গত ০৫ জুন, ২০২২ তারিখ সাভারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় 'বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন' - এর তিন জন মেধাবী বিজ্ঞানীসহ মোট চার জন নিহত হওয়ায় আমরা ইনমাস, সিলেট পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সংকটাপন্ন আহতদের আশু আরোগ্য কামনা করছি।

Address

Institute Of Nuclear Medicine And Allied Sciences
Sylhet
3100

Telephone

+8801798047022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Institute of Nuclear Medicine and Allied Sciences - INMAS , Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Institute of Nuclear Medicine and Allied Sciences - INMAS , Sylhet:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category