Hijama & Unani Medicine Center

Hijama & Unani Medicine Center চিকিৎসা সেবা কেন্দ্র ।

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা কারণ রাসূল(সাঃ) এর জীবনে এই চিকিৎসা করার ঘটনা বিভিন্ন হাদিসে বর্ণীত আছে।যা...
19/04/2022

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা কারণ রাসূল(সাঃ) এর জীবনে এই চিকিৎসা করার ঘটনা বিভিন্ন হাদিসে বর্ণীত আছে।

যারা হিজামার কথা নতুন নতুন শুনে অভিভূত হয়েছেন- নিজে হিজামা করতে শুরু করেছেন, পরিবারের কাছের মানুষদেরকে হিজামার কথা বলছেন, নিয়েও আসছেন হিজামার জন্যে – তাদের প্রত্যেককে আমরা এই হাদিসগুলো মনে করিয়ে দিতে চাই!

❝তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা। ❞
(সহিহ বুখারী- ৫৬৯৭)

❝নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সকল রোগের শেফা রয়েছে। তোমরা হিজামা পদ্ধতি গ্রহন কর। ❞
(কানযুল উম্মাল-২৮১১২)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
★হিজামা কী?
হিজামা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।

এইটা বিশ্বব্যাপী জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা যা বিভিন্ন রোগের জন্য কার্যকরী এবং যেকোন সুস্থ রোগীর জন্য রোগ প্রতিরোধ হিসেবে ইফেক্টিভ চিকিৎসা ব্যবস্থা। উন্নত বিশ্বে এর ব্যাপক প্রচলন থাকলেও আমাদের দেশে এখন জনপ্রিয় হচ্ছে দিন দিন
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
★যে সকল সমস্যায় হিজামা কাপিং উপকারীঃ
✓১.ব্লাক মেজিক (কালো যাদু যে কোন ধরনের যাদু,
বদ নজর,
✓২.বাত ব্যথা/ Rhumatological Condition.
গেঁটে বাত, কটিবাত,কোমর ব্যথা, মেরুদন্ডের হাড় ক্ষয়, হাত পায়ের আথ্রাইটিস,হাতের ঝিঁঝিঁ ধরা,পা চাবানো, পক্ষাঘাত, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ সকল ধরনের ব্যথায়।
✓৩. নিউরোলজিক্যাল/ Neurological Condition.
মাইগ্রেন, মৃগীরোগ,মানসিক বৈকাল্য,বাকরুদ্ধতা, মাথা ব্যথা,পেরিফেরাল স্নায়ুরোগ,মুখের পক্ষাঘাত, রাতে মুত্রাধিক্য, অতিরিক্ত নিদ্রা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, স্বরণ শক্তির দুর্বলতা।
✓৪. কার্ডিয়াক সমস্যা।
হার্টের অপর্যাপ্ত রক্ত সঞ্চালন/ হার্টের ব্লক।
✓৫.ফুসফুসের সমস্যা।
এ্যাজমা /হাঁপানী, দীর্ঘ মেয়াদি কাশি।
✓৬. পেটের সমস্যা।
গ্রাস্ট্রিক আলসার,কোষ্ঠ্য কাঠিন্য, পেটের সমস্যা, হেপাটাইটিস,পিত্ত দলীল প্রদাহ, পেট ব্যথা।
✓৭.চর্ম রোগ।
ব্রন, চুলপড়া,শ্বেত রোগ,সোরিয়াসিস, একজিমা,
দাউদ।
✓৮. কিডনী সমস্যা।
কিডনীর রোগ।
✓৯. হরমোন সমস্যা।
থাইরয়েড সমস্যা।
✓১০. গাইনী সমস্যা।
মাসিকের সময় ব্যথা, মহিলাদের বন্ধ্যাত্ব, মাসিক না হওয়া।
✓১১. ডায়াবেটিস।
ডায়াবেটিস।
✓১২. অন্যান্য সমস্যা।
জয়েন্ট পেইন, প্রষ্টেটের প্রদাহ,অন্ডকোষে পানি জমা, এনার ফিষ্টুলা,পাইলস,শিরা ফুলে ওঠা,সাইনাসের প্রদাহ, কানে ব্যথা,টনসিলে প্রদাহ,পুরুষত্বহীন, চোখের চাপ বাড়া, এলার্জি/ চর্মরোগ, রক্তের সারকুলেশন, বিষন্নতা স্নায়বিক চাপ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনেকেই বলতে পারেন: "হিজামা কিভাবে এত রোগ ভাল করে?"
হিজামা শরীরের একটি বেসিক মেকানিজম এক্টিভেট করে। তা হচ্ছে এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড পাথওয়েকে বুস্ট করে দেয়। এই নাইট্রিক অক্সাইডকেই বিজ্ঞানীরা মিরাকল মলিকিউল বা হিলিং মলিকিউল নাম দিয়েছেন। যেকোন ডিজিজের নাম এর সাথে effect of nitric oxide লিখে গুগোল সার্চ করলেই আমদের কথা সত্যতা পাবেন।
হিজামাতে যে লাইট স্ক্র‍্যাচ হয় এতে ক্যাপিলারি ইনজুরি হয়, এবং এই ক্যাপিলারির এন্ডোথেলিয়াম থেকেই নাইট্রিক অক্সাইড তৈরি হয়।

হিজামা করার জন্য যোগাযোগ করুন 01714-642529

19/04/2022

হিজামা সুন্নাহ চিকিৎসা!
হিজামা সম্পর্কে শায়েখ আহমাদুল্লাহ দাঃবাঃ এর মূল্যবান বক্তব্য
হিজামা নিন সুস্থ থাকুন

হিজামা এন্ড ইউনানী মেডিসিন সেন্টার এর পক্ষথেকে সম্মানিত পেশেন্ট, শুভাকাঙ্ক্ষী'দের "কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ...
13/05/2021

হিজামা এন্ড ইউনানী মেডিসিন সেন্টার এর পক্ষথেকে সম্মানিত পেশেন্ট, শুভাকাঙ্ক্ষী'দের "কে জানাই
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন!
আপনাদের ঈদ সার্থক হোক।
প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক,প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে প্রতিটি হৃদয় জ্বলে উঠুক ত্যাগের মহিমায়, এ ত্যাগের শিক্ষা জাগরিত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক এই ঈদ দিয়েই।
ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল !

হিজামার কিছু উপকারিতা:★ লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।★ বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।★ হিজামা ট...
01/04/2021

হিজামার কিছু উপকারিতা:

★ লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
★ বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।
★ হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।
★ লিম্ফ্যাটিক গ্রন্থি ও রক্ত নালী পরিষ্কার করে বিশেষ করে পায়ের পাতার, যাহা পরবর্তীতে সারা দেহে ছড়িয়ে পরে, ইহা দেহে থেকে যাওয়া ঔষধের পরিমাণও দেহ থেকে বের করে দেয়।
★ দেহের অভ্যন্তর (রিফ্লেক্স জোন) এর প্রতিক্রিয়ার অবস্থা সক্রিয় ও উদ্দীপ্ত করে, ফলে আক্রান্ত অঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মস্তিস্কের মনোযোগ বৃদ্ধি পায়।
★ দেহের ভিতরে শক্তি চলাচলের পথ পরিষ্কার করে জীবনী শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে-৫০০০ বছর আগে চীন ও জাপানীরা এই পদ্ধতি আবিষ্কার করেছে।
★ চিকিৎসার পরে মানবদেহের ত্বক ও পেশীতে অবশিষ্ট ঔষধ ও বিষ দেহ থেকে শুষে নিতে কাপিং থেরাপি উপকারী। এর ফলে রক্ত থেকে ইউরিক এসিড ও জয়েন্ট থেকে ক্রিস্টাল বের করে দেয়া সহজ হয় ফলে গাউট রোগ ভাল হয়।
★দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে হিজামা করার দরকার হয়।
★দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে।
★ রোগীর মানসিক অবস্থার উন্নতি ঘটায়। ঔষধের প্রতি দেহের দ্রুত সারা নিশ্চিত করে এবং আল্লাহর ইচ্ছায় রোগী দ্রুত সুস্থ্য হয়ে ওঠ

হিজামা করুন,সুস্থ থাকুন! হিজামা সুন্নাহ চিকিৎসা। হিজামার মধ্যে রয়েছে সকল রোগের শেফা,আল হাদিস। সহীহ মুসলিম-২২০৫। বিস্তারি...
24/03/2021

হিজামা করুন,সুস্থ থাকুন! হিজামা সুন্নাহ চিকিৎসা। হিজামার মধ্যে রয়েছে সকল রোগের শেফা,আল হাদিস। সহীহ মুসলিম-২২০৫। বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা- 01717-082395
হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা, হিজামা আরব বিশ্বেসহ বিভিন্ন দেশে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়। হিজামার মাধ্যমে আমরা দূষিত রক্ত(toxin)বের করে ফেলি,ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী। ইহা আরামদায়ক, ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা। হিজামা একটি ভুলে যাওয়া সুন্নাতি চিকিৎসা, ঔষধের বিকল্প বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ফলপ্রসূ একটি সুন্নাহ চিকিৎসা ব্যাবস্থা।

হিজামার দ্বারা যেসব রোগের চিকিৎসা করা হয়-
১। রক্ত দূষণ।
২। দীর্ঘমেয়াদী সাধারন মাথাব্যাথা।
৩। মাইগ্রেন জনিত মাথাব্যাথা।
৪। অস্তি সন্ধির ব্যাথা/গেটেবাত।
৫। উচ্চ রক্তচাপ।
৬। কোমর ব্যাথা।
৭। হাটু ব্যাথা।
৮। মাংস পেশীর ব্যাথা।
৯। ঘাড়ে ব্যাথা।
১০। শরিল ব্যাথা।
১১। শরিলের জয়েন্টে ব্যাথা।
১২। পিঠে ব্যথা।
১৩। পিঠের মেরুদন্ড ব্যথা।
১৪। স্পোর্টস ইনজুরী।
১৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি।
১৬। শরীরের অর্গান সমুহের কার্যকারিতা বৃদ্ধি।
১৭। অনিদ্রা
১৮। থাইরয়েড গ্রন্থীর সমস্যা।
১৯। হাপানি।
২০। হৃদরোগ।(শুরু অবস্থায়)
২১। মুটিয়ে যাওয়া।
২২। রক্তসংবহন তন্ত্রের সংক্রমণ।
২৩। চর্মরোগ।
২৪। ডায়াবেটিস।
২৫। সাইনুসাইটিস।
২৬। চুল পড়া।
২৭। ব্রেইন ডিজেজ।
২৮। কোলেষ্টরেল।
২৯। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিস্কাসন।
৩০। মানসিক সমস্যা।
৩১। পারকিনসন্স ডিজিজ।
৩২। কিডনির সমস্যা।(শুরু অবস্থায়)
৩৩। লিভার ডিজিজ।
৩৪। অনিয়মিত মাসিক ওমেয়েদের অন্যান্য
সমস্যা।
৩৫। মাদকাসক্তি।
৩৬। প্যরালাইসিস।
৩৭। মাথা ঘোরা।
৩৮। যাদু টোনা
৩৯। পাইলস
৪০। হাতে পায়ে জালাপুরা
এবং আরো অনেক রোগের উপকার হয়।

মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয়। সেটা আলাদাভাবে উল্লেখ করা হল
১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।

হিজামা সম্পর্কে কয়েকটা হাদিস:
(১) রাসুল ( সা.) বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

(২) রাসুল ( সা.) বলেছেন, “আমি মেরাজের রাতে ফেরেশতাদের মাঝে.. যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

(৩) রাসুল ( সা.) বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

(৪) রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩

হিজামা' করার দ্বারা বিশেষ কিছু উপকারিতা:
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

বিঃদ্রঃ-হিজামা চিকিৎসার কোন পার্শপ্রতিক্রিয়া নেই।
বিশেষ অফার প্রাইজঃ-
হোম সার্ভিস এর মাধ্যমে চিকিৎসা করা হয়।

মহিলাদের মহিলা দ্বারা পর্দার সহিত হিজামা চিকিৎসা করা হয়।
তাই হিজামা করুন, সুস্থ থাকুন।

হিজামা খরচ
প্রতি কাপ/প্রতি পয়েন্ট ১০০/- টাকা

বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা--
হটলাইনঃ 01717-082395, 01714-642529

 #সায়াটিকা কি কি কারণে হয়ে থাকে?  #এই রোগের লক্ষণগুলো কি কি?  #এর চিকিৎসা পদ্ধতি কি? #'সায়াটিকা'কে আরবীতে "ইরকুন নিসা" ব...
18/12/2020

#সায়াটিকা কি কি কারণে হয়ে থাকে?
#এই রোগের লক্ষণগুলো কি কি? #এর চিকিৎসা পদ্ধতি কি?

#'সায়াটিকা'কে আরবীতে "ইরকুন নিসা" বলে। ঊরুর পেছন দিক থেকে শুরু হয় একটা চিনচিনে বা শিরশিরে অনুভূতি, নেমে যায় পায়ের পেছন দিক দিয়ে নিচে, কখনো একেবারে পায়ের পাতা অবধি। কেবল ব্যথা নয়, মাঝেমধ্যে অবশ হয়ে আসা বা ঝিম ধরে থাকা অনুভূতিও হয়। এই সমস্যার নাম সায়াটিকা।

সায়াটিক স্নায়ুর মূলে কোনো সমস্যা হলে এই রোগ হয়। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে এই ব্যথা বা অস্বাভাবিক অনুভূতি বাড়ে, মেরুদণ্ড ভাঁজ করে কোনো কাজ করলে, যেমন নিচু হয়ে জুতার ফিতে পরতে গেলেও চিনচিন করে উঠতে পারে। আবার হাঁটাহাঁটি করলে কিংবা সটান শুয়ে থাকলে কিন্তু কমে। বেশির ভাগ ক্ষেত্রে মেরুদণ্ডের কশেরুকার মধ্যবর্তী ডিস্ক বা তরুণাস্থির সরে যাওয়া, বাইরের দিকে বেরিয়ে আসা, কোনো কিছুর মাধ্যমে চাপের সম্মুখীন হওয়া ইত্যাদি কারণে সায়াটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।যাঁদের সায়াটিকা আছে, তাঁরা দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকবেন না, বিশেষ করে যদি তা আরামদায়ক না হয়।
কাপিং থেরাপি নিতে-০১৫১৬০৪৫৬০০

#শীতে কোমর ও পায়ের ব্যথা তীব্র আকার ধারণ করে। এ সময় শরীরের রক্ত চলাচল কম হয়। শীতে কোমর বা অন্যান্য জয়েন্টের মাংসপেশিতে ক্র্যাম্প হয় বা টান বেশি লাগে। এতে মেরুদণ্ডের মাংসপেশি ইমব্যালেন্স হয় বা ভারসাম্যতা কমে যায়। ফলে মেরুদণ্ডের ডিস্কের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে ডিস্ক প্রলাপ্স হয়ে ব্যথা পায়ে চলে যায় এবং সায়াটিকার উৎপত্তি হয়।

#সায়াটিকার কারণ :

#মেরুদণ্ডের হাড় সরে (স্পন্ডাইলোসিস) গিয়ে যদি সায়াটিকা নার্ভের চাপ দেয়। পাইরিফরমিস মাংস পেশি শক্ত হয়ে গেলে। ডিস্ক প্রলাপ্সের কারণে কোমর থেকে জেলি বের হয়ে নার্ভের ওপর চাপ দিবে।

ডিজেনেরেশন বা স্পন্ডাইলোসিস হলে (কোমরের হাড় ক্ষয় বা বেড়ে যাওয়া)। গর্ভাবস্থায় সায়াটিকার ব্যথা হতে পারে। আঘাতজনিত কারণে সায়াটিক নার্ভের ব্যথা হতে পারে।

#লক্ষণ : ব্যথা কোমর থেকে নিচ দিকে গেলে। পা ঝিন ঝিন, জ্বালাপোড়া, ভারী ভারী এবং অবশ অবশ হলে। পায়ের ব্যথাটা শিন শিন বা কালাইয়া নিতে পারে। বেশিরভাগ সময়ে হাঁটতে ব্যথা বৃদ্ধি পায়।

এ রোগ হলে হিজামা/কাপিং থেরাপির মাধ্যমে সহজেই সুস্থতা লাভ করা যায়, ইনশা আল্লাহ্।
সূত্রঃ ইন্টারনেট

💮 হিজামার জন্য অামাদের সাথে যোগাযোগ করুন

*হিজামা নিন সুস্থ থাকুন*

হিজামা করুন,সুস্থ থাকুন! হিজামা সুন্নাহ চিকিৎসা। হিজামার মধ্যে রয়েছে সকল রোগের শেফা,আল হাদিস। সহীহ মুসলিম-২২০৫বিস্তারিত ...
11/11/2020

হিজামা করুন,সুস্থ থাকুন! হিজামা সুন্নাহ চিকিৎসা। হিজামার মধ্যে রয়েছে সকল রোগের শেফা,আল হাদিস। সহীহ মুসলিম-২২০৫
বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা- ☎ 01714-642529
হিজামা একটি ভূলে যাওয়া সুন্নাতি চিকিৎসা
ঔষধের বিকল্প বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ফলপ্রসূ একটি সুন্নাহ চিকিৎসা ব্যাবস্থা।

✳️হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,
হিজামা আরব বিশ্বেসহ বিভিন্ন দেশে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
হিজামার মাধ্যমে আমরা দূষিত রক্ত(toxin)বের করে ফেলি,ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।

🔴 হিজামার দ্বারা যেসব রোগের চিকিৎসা করা হয়-
১। রক্ত দূষন।
২। দীর্ঘমেয়াদী সাধারন মাথাব্যাথা।
৩। মাইগ্রেন জনিত মাথাব্যাথা।
৪। অস্তি সন্ধির ব্যাথা / গেটেবাত।
৫। উচ্চ রক্তচাপ।
৬। কোমর ব্যাথা।
৭। হাটু ব্যাথা।
৮। মাংস পেশীর ব্যাথা।
৯। ঘাড়ে ব্যাথা।
১০। শরিল ব্যাথা।
১১। শরিলের জয়েন্টে ব্যাথা।
১২। পিঠে ব্যথা।
১৩। পিঠের মেরুদন্ড ব্যথা।
১৪। স্পোর্টস ইনজুরী।
১৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি।
১৬। শরীরের অর্গান সমুহের কার্যকারিতা বৃদ্ধি।
১৭। অনিদ্রা
১৮। থাইরয়েড গ্রন্থীর সমস্যা।
১৯। হাপানি।
২০। হৃদরোগ।(শুরু অবস্থায়)
২১। মুটিয়ে যাওয়া।
২২। রক্তসংবহন তন্ত্রের সংক্রমণ।
২৩। চর্মরোগ।
২৪। ডায়াবেটিস।
২৫। সাইনুসাইটিস।
২৬। চুল পড়া।
২৭। ব্রেইন ডিজেজ।
২৮। কোলেষ্টরেল।
২৯। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিস্কাসন।
৩০। মানসিক সমস্যা।
৩১। পারকিনসন্স ডিজিজ।
৩২। কিডনির সমস্যা।(শুরু অবস্থায়)
৩৩। লিভার ডিজিজ।
৩৪। অনিয়মিত মাসিক ওমেয়েদের অন্যান্য
সমস্যা।
৩৫। মাদকাসক্তি।
৩৬। প্যরালাইসিস।
৩৭। মাথা ঘোরা।
৩৮। যাদু টোনা
৩৯। পাইলস
৪০। হাতে পায়ে জালাপুরা
এবং আরো অনেক রোগের উপকার হয়।

★★মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হল★
১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।

🔴হিজামা সম্পর্কে কয়েকটা হাদিস:-

(১) রাসুল ( সা.) বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

(২) রাসুল ( সা.) বলেছেন, “আমি মেরাজের রাতে ফেরেশতাদের মাঝে.. যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

(৩) রাসুল ( সা.) বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

(৪) রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩

🔴হিজামা' করার দ্বারা বিশেষ কিছু উপকারিতা:★
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

🔴বিঃদ্রঃ-হিজামা চিকিৎসার কোন পার্শপ্রতিক্রিয়া নেই।
📌বিশেষ অফার_প্রাইজঃ-
হোম সার্ভিস এর মাধ্যমে চিকিৎসা করা হয়।

🔴 মহিলাদের মহিলা দ্বারা পর্দার সহিত হিজামা চিকিৎসা করা হয়।
তাই হিজামা করুন, সুস্থ থাকুন।

➡️➡ িজামা_খরচ # ⬅⬅
প্রতি কাপ/প্রতি পয়েন্ট ১০০/- টাকা

বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা--
হটলাইনঃ☎ 01714-642529
01717-082395

❤️ হিজামা_সমাচার হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি।👩‍⚕️❤️এটা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্ত...
09/11/2020

❤️ হিজামা_সমাচার হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি।👩‍⚕️❤️

এটা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।

হিজামা এক ধরণের চিকিৎসা; যার মাধ্যমে শরীরের সব টক্সিন, ইউরিক এসিড, বদ-রক্ত, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বা ফ্লুইডের সাথে বের করে নিয়ে আসা হয়। এতে একাধিক নিউরোট্রান্সমিটার মুক্ত হয়, নাইট্রিক অক্সাইড, হাইপারমিয়া বা হেমস্টোসিস প্রক্রিয়ায় কাজ করে।

সাধারনত আমরা একটা ওষুধ একটা মাত্র সমস্যার জন্য খেয়ে থাকি। কিন্তু হিজামাতে যে দূষিত প্লাজমা বেরিয়ে আসে তাতে থাকে একাধিক রোগের জীবাণু। যেমন ঠাণ্ডা, কাশি, বিষন্নতা, আরথ্রাইটিস, কোমরের সায়াটিকার ব্যথা, চিন্তা, ঘুমের সমস্যা, মাংসপেশির ব্যথা এবং অন্যান্য সকল রোগের জীবাণু বেড়িয়ে এসে যে কোন রোগের তীব্রতা কমিয়ে দেয়।

হিজামার মাধ্যমে বর্তমানে সংক্রামক অনেক রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগ ও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জৈব-রাসায়নিক বর্জ্য নিষ্কাশন করে।
চিকুনগুণিয়া রোগ থেকে যে ব্যথা হয় তাও হিজামার মাধ্যমে উপশম সম্ভব।

আরব দেশ সমূহ এবং ভারত পাকিস্তানে হিজামার বহুল প্রচলন থাকলেও আমাদের দেশে হিজামা/শিঙ্গা লাগানোর খুব একটা প্রচলন নেই। জাপান, আমেরিকা, চীনেও আধুনিক পদ্ধতিতে হিজামা/শিঙ্গা/cupping চিকিৎসা গ্রহন করা হচ্ছে। রাসূল সাঃ এর যুগে এই চিকিৎসা খুব বেশি প্রচলিত ছিলো। রাসূল সাঃ একদিন ঘোড়া থেকে পড়ে গিয়ে সাথে সাথে আঘাতপ্রাপ্ত স্থানে হিজামা করিয়েছেন। যেহেতু আল্লাহ তায়ালার রাসূল হিজামা নিজে করেছেন এবং অন্যদের করতে উৎসাহ প্রদান করেছেন তাহলে নিশ্চয়ই এরমধ্যে বহু উপকার রয়েছে। যার কিছু নমুনা উপরেও পেশ করা হয়েছে। তাই হিজামা করুন, অন্যকে করতে উৎসাহ দিন। একটা সুন্নাতকে জীবিত করুন। আমি হিজামা করেছি। আমার আমেরিকা প্রবাসী দুলাভাই ও আপুকে করে দিয়েছি। এখন সুস্থতা অনুভব করছেন। আল্লাহ তায়ালা আমাদেরকে এই চিকিৎসা গ্রহন করার এবং ইখলাসের সাথে একটি সুন্নাতকে জীবিত করার তাউফিক দান করুন। আমীন।
হিজামা থেরাপী নেয়ার জন্য যোগাযোগ করুনঃ
-----------------*-------------------

হিজামা করুন,সুস্থ থাকুন! হিজামা সুন্নাহ চিকিৎসা। হিজামার মধ্যে রয়েছে সকল রোগের শেফা,আল হাদিস। সহীহ মুসলিম-২২০৫
বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা- ☎ 01714-642529
হিজামা একটি ভূলে যাওয়া সুন্নাতি চিকিৎসা
ঔষধের বিকল্প বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ফলপ্রসূ একটি সুন্নাহ চিকিৎসা ব্যাবস্থা।

✳️হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,
হিজামা আরব বিশ্বেসহ বিভিন্ন দেশে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
হিজামার মাধ্যমে আমরা দূষিত রক্ত(toxin)বের করে ফেলি,ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।

🔴 হিজামার দ্বারা যেসব রোগের চিকিৎসা করা হয়-
১। রক্ত দূষন।
২। দীর্ঘমেয়াদী সাধারন মাথাব্যাথা।
৩। মাইগ্রেন জনিত মাথাব্যাথা।
৪। অস্তি সন্ধির ব্যাথা / গেটেবাত।
৫। উচ্চ রক্তচাপ।
৬। কোমর ব্যাথা।
৭। হাটু ব্যাথা।
৮। মাংস পেশীর ব্যাথা।
৯। ঘাড়ে ব্যাথা।
১০। শরিল ব্যাথা।
১১। শরিলের জয়েন্টে ব্যাথা।
১২। পিঠে ব্যথা।
১৩। পিঠের মেরুদন্ড ব্যথা।
১৪। স্পোর্টস ইনজুরী।
১৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি।
১৬। শরীরের অর্গান সমুহের কার্যকারিতা বৃদ্ধি।
১৭। অনিদ্রা
১৮। থাইরয়েড গ্রন্থীর সমস্যা।
১৯। হাপানি।
২০। হৃদরোগ।(শুরু অবস্থায়)
২১। মুটিয়ে যাওয়া।
২২। রক্তসংবহন তন্ত্রের সংক্রমণ।
২৩। চর্মরোগ।
২৪। ডায়াবেটিস।
২৫। সাইনুসাইটিস।
২৬। চুল পড়া।
২৭। ব্রেইন ডিজেজ।
২৮। কোলেষ্টরেল।
২৯। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিস্কাসন।
৩০। মানসিক সমস্যা।
৩১। পারকিনসন্স ডিজিজ।
৩২। কিডনির সমস্যা।(শুরু অবস্থায়)
৩৩। লিভার ডিজিজ।
৩৪। অনিয়মিত মাসিক ওমেয়েদের অন্যান্য
সমস্যা।
৩৫। মাদকাসক্তি।
৩৬। প্যরালাইসিস।
৩৭। মাথা ঘোরা।
৩৮। যাদু টোনা
৩৯। পাইলস
৪০। হাতে পায়ে জালাপুরা
এবং আরো অনেক রোগের উপকার হয়।

★★মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হল★
১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।

🔴হিজামা সম্পর্কে কয়েকটা হাদিস:-

(১) রাসুল ( সা.) বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

(২) রাসুল ( সা.) বলেছেন, “আমি মেরাজের রাতে ফেরেশতাদের মাঝে.. যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

(৩) রাসুল ( সা.) বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

(৪) রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩

🔴হিজামা' করার দ্বারা বিশেষ কিছু উপকারিতা:★
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

🔴📌বিঃদ্রঃ-- হিজামা চিকিৎসার কোন পার্শপ্রতিক্রিয়া নেই।
তাই হিজামা করুন, সুস্থ থাকুন।

➡️➡ িজামা_খরচ # ⬅⬅
প্রতি কাপ/প্রতি পয়েন্ট ১০০/- টাকা

📌বিশেষ অফার_প্রাইজঃ-
হোম সার্ভিস এর মাধ্যমে চিকিৎসা করা হয়।

বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা--
হটলাইনঃ☎ 01714-642529
01717-082395

হিজামা করুন,সুস্থ থাকুন! হিজামা সুন্নাহ চিকিৎসা। হিজামার মধ্যে রয়েছে সকল রোগের শেফা,আল হাদিস। সহীহ মুসলিম-২২০৫বিস্তারিত ...
30/09/2020

হিজামা করুন,সুস্থ থাকুন! হিজামা সুন্নাহ চিকিৎসা। হিজামার মধ্যে রয়েছে সকল রোগের শেফা,আল হাদিস। সহীহ মুসলিম-২২০৫
বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা- ☎ 01714-642529
হিজামা একটি ভূলে যাওয়া সুন্নাতি চিকিৎসা
ঔষধের বিকল্প বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ফলপ্রসূ একটি সুন্নাহ চিকিৎসা ব্যাবস্থা।

✳️হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,
হিজামা আরব বিশ্বেসহ বিভিন্ন দেশে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
হিজামার মাধ্যমে আমরা দূষিত রক্ত(toxin)বের করে ফেলি,ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।

🔴 হিজামার দ্বারা যেসব রোগের চিকিৎসা করা হয়-
১। রক্ত দূষন।
২। দীর্ঘমেয়াদী সাধারন মাথাব্যাথা।
৩। মাইগ্রেন জনিত মাথাব্যাথা।
৪। অস্তি সন্ধির ব্যাথা / গেটেবাত।
৫। উচ্চ রক্তচাপ।
৬। কোমর ব্যাথা।
৭। হাটু ব্যাথা।
৮। মাংস পেশীর ব্যাথা।
৯। ঘাড়ে ব্যাথা।
১০। শরিল ব্যাথা।
১১। শরিলের জয়েন্টে ব্যাথা।
১২। পিঠে ব্যথা।
১৩। পিঠের মেরুদন্ড ব্যথা।
১৪। স্পোর্টস ইনজুরী।
১৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি।
১৬। শরীরের অর্গান সমুহের কার্যকারিতা বৃদ্ধি।
১৭। অনিদ্রা
১৮। থাইরয়েড গ্রন্থীর সমস্যা।
১৯। হাপানি।
২০। হৃদরোগ।(শুরু অবস্থায়)
২১। মুটিয়ে যাওয়া।
২২। রক্তসংবহন তন্ত্রের সংক্রমণ।
২৩। চর্মরোগ।
২৪। ডায়াবেটিস।
২৫। সাইনুসাইটিস।
২৬। চুল পড়া।
২৭। ব্রেইন ডিজেজ।
২৮। কোলেষ্টরেল।
২৯। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিস্কাসন।
৩০। মানসিক সমস্যা।
৩১। পারকিনসন্স ডিজিজ।
৩২। কিডনির সমস্যা।(শুরু অবস্থায়)
৩৩। লিভার ডিজিজ।
৩৪। অনিয়মিত মাসিক ওমেয়েদের অন্যান্য
সমস্যা।
৩৫। মাদকাসক্তি।
৩৬। প্যরালাইসিস।
৩৭। মাথা ঘোরা।
৩৮। যাদু টোনা
৩৯। পাইলস
৪০। হাতে পায়ে জালাপুরা
এবং আরো অনেক রোগের উপকার হয়।

★★মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হল★
১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।

🔴হিজামা সম্পর্কে কয়েকটা হাদিস:-

(১) রাসুল ( সা.) বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

(২) রাসুল ( সা.) বলেছেন, “আমি মেরাজের রাতে ফেরেশতাদের মাঝে.. যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

(৩) রাসুল ( সা.) বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

(৪) রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩

🔴হিজামা' করার দ্বারা বিশেষ কিছু উপকারিতা:★
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

🔴📌বিঃদ্রঃ-- হিজামা চিকিৎসার কোন পার্শপ্রতিক্রিয়া নেই।
তাই হিজামা করুন, সুস্থ থাকুন।

➡️➡ িজামা_খরচ # ⬅⬅
প্রতি কাপ/প্রতি পয়েন্ট ১০০/- টাকা

📌বিশেষ অফার_প্রাইজঃ-
হোম সার্ভিস এর মাধ্যমে চিকিৎসা করা হয়।

বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা--
হটলাইনঃ☎ 01714-642529
01717-082395

তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।হিজামা এন্ড ইউনানি মেডিসিন সেন্টার এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। দোয়া করি, দ...
01/08/2020

তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
হিজামা এন্ড ইউনানি মেডিসিন সেন্টার এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। দোয়া করি, দোয়া চাই...

হিজামা করুন,সুস্থ থাকুন! হিজামা সুন্নাহ চিকিৎসা। বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা- ☎ 01717-082395হোম সার্ভিস এর মাধ্যমে চিক...
15/07/2020

হিজামা করুন,সুস্থ থাকুন! হিজামা সুন্নাহ চিকিৎসা।
বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা- ☎ 01717-082395
হোম সার্ভিস এর মাধ্যমে চিকিৎসা করা হয়।
হিজামার মধ্যে রয়েছে সকল রোগের শেফা,আল হাদিস। সহীহ মুসলিম-২২০৫
হিজামা একটি ভূলে যাওয়া সুন্নাতি চিকিৎসা
ঔষধের বিকল্প বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ফলপ্রসূ একটি সুন্নাহ চিকিৎসা ব্যাবস্থা।

✳️হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,
হিজামা আরব বিশ্বেসহ বিভিন্ন দেশে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
হিজামার মাধ্যমে আমরা দূষিত রক্ত(toxin)বের করে ফেলি,ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।

🔴 হিজামার দ্বারা যেসব রোগের চিকিৎসা করা হয়-
১। রক্ত দূষন।
২। দীর্ঘমেয়াদী সাধারন মাথাব্যাথা।
৩। মাইগ্রেন জনিত মাথাব্যাথা।
৪। অস্তি সন্ধির ব্যাথা / গেটেবাত।
৫। উচ্চ রক্তচাপ।
৬। কোমর ব্যাথা।
৭। হাটু ব্যাথা।
৮। মাংস পেশীর ব্যাথা।
৯। ঘাড়ে ব্যাথা।
১০। শরিল ব্যাথা।
১১। শরিলের জয়েন্টে ব্যাথা।
১২। পিঠে ব্যথা।
১৩। পিঠের মেরুদন্ড ব্যথা।
১৪। স্পোর্টস ইনজুরী।
১৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি।
১৬। শরীরের অর্গান সমুহের কার্যকারিতা বৃদ্ধি।
১৭। অনিদ্রা
১৮। থাইরয়েড গ্রন্থীর সমস্যা।
১৯। হাপানি।
২০। হৃদরোগ।(শুরু অবস্থায়)
২১। মুটিয়ে যাওয়া।
২২। রক্তসংবহন তন্ত্রের সংক্রমণ।
২৩। চর্মরোগ।
২৪। ডায়াবেটিস।
২৫। সাইনুসাইটিস।
২৬। চুল পড়া।
২৭। ব্রেইন ডিজেজ।
২৮। কোলেষ্টরেল।
২৯। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিস্কাসন।
৩০। মানসিক সমস্যা।
৩১। পারকিনসন্স ডিজিজ।
৩২। কিডনির সমস্যা।(শুরু অবস্থায়)
৩৩। লিভার ডিজিজ।
৩৪। অনিয়মিত মাসিক ওমেয়েদের অন্যান্য
সমস্যা।
৩৫। মাদকাসক্তি।
৩৬। প্যরালাইসিস।
৩৭। মাথা ঘোরা।
৩৮। যাদু টোনা
৩৯। পাইলস
৪০। হাতে পায়ে জালাপুরা
এবং আরো অনেক রোগের উপকার হয়।

★★মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হল★
১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।

🔴হিজামা সম্পর্কে কয়েকটা হাদিস:-

(১) রাসুল ( সা.) বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

(২) রাসুল ( সা.) বলেছেন, “আমি মেরাজের রাতে ফেরেশতাদের মাঝে.. যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

(৩) রাসুল ( সা.) বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

(৪) রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩

🔴হিজামা' করার দ্বারা বিশেষ কিছু উপকারিতা:★
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

🔴📌বিঃদ্রঃ-- হিজামা চিকিৎসার কোন পার্শপ্রতিক্রিয়া নেই।

🔴হিজামার পুর্বে করনীয় বিষয়সমূহ।
১। হিজামার পুর্বে দুই ঘন্টা পর্যন্ত খাবার থেকে বিরত থাকবেন।
২। গোসল করে নিবেন।

🔴হিজামার পরে করনীয় বিষয়সমূহ।
১। হিজামার পর পেট ভরে খেতে হবে।
২। ২৪ ঘন্টা পর্যন্ত কোন ব্যয়াম এবং স্ত্রী সহবাস না করলে ভাল।
৩। ২৪ ঘন্টা পর্যন্ত লম্বা সফর না করলে ভাল।
৪। ৪৮ ঘন্টা পর্যন্ত কোন গরম সেক ইত্যাদি দেয়া যাবে না।

তাই হিজামা করুন, সুস্থ থাকুন।

➡️➡ িজামা_খরচ # ⬅⬅
প্রতি কাপ/প্রতি পয়েন্ট ১০০/- টাকা

📌বিশেষ অফার_প্রাইজঃ-
হোম সার্ভিস এর মাধ্যমে আলোচনা সাপেক্ষে চিকিৎসা করা হয়।

বিস্তারিত জানতে- ইনবক্সে অথবা--
হটলাইনঃ☎ 01717-082395
01714642529

ল্যাব টেস্টঃ হিজামার বিজ্ঞানভিত্তিক উপকারিতা দামেস্ক বিশ্ববিদ্যালয়ের (Damascus University) সাবেক ডীন প্রফেসর ড. মোহাম্মদ...
02/07/2020

ল্যাব টেস্টঃ হিজামার বিজ্ঞানভিত্তিক উপকারিতা

দামেস্ক বিশ্ববিদ্যালয়ের (Damascus University) সাবেক ডীন প্রফেসর ড. মোহাম্মদ নাবীল আল শরীফ এর অধীনে ২০০১ সালে হিজামার উপকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষাগারে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষাটি ৩০০ জন ব্যক্তির উপর পরিচালিত হয়। পরিচালিত পরীক্ষায় নিম্নোক্ত তথ্যসমূহ বেরিয়ে আসে; যা হিজামার উপকারিতার বৈজ্ঞানিক প্রমাণ বহন করে-

১. উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রক্তচাপ কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

২. নিম্ম রক্তচাপের ক্ষেত্রে রক্তচাপ বেড়ে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

৩. ECG এর পূর্বের গ্রাফের তূলনায় পরের গ্রাফে তাৎপর্যপূর্ণ উন্নতি পরিলক্ষিত হয়েছে।

৪. ESR কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

৫. RBC এর সংখ্যা স্বাভাবিক হয়েছে।

৬. Polycythemia এর ক্ষেত্রে Hemoglobin কমে স্বাভাবিক হয়েছে।

৭. Hemoglobin স্বল্পতার ক্ষত্রে এর পরিমাণ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক হয়েছে। এটি নতুন নতুন স্বাভাবিক RBC উৎপন্ন হওয়ায় ইংগিত প্রদান করে; যা শরীরের কোষ সমূহে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করে থাকে।

৮. হিজামা গ্রহনকারীদের ৬০% ক্ষেত্রে রক্তে Leukocyte বৃদ্ধি পেয়ে স্বাভাবিক মাত্রায় পৌঁছেছে।

৯. সকল Rheumatic রোগাক্রান্ত রোগীদের ক্ষেত্রে Neutrophil বৃদ্ধি পেয়ে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

১০. রক্তের শ্বেতকণিকা (WBC) ৭১.৪% ক্ষেত্রে বেড়েছে। এটি প্রমান করে যে Rheumatic ও অন্যান্য প্রদাহজনিত রোগ হিজামা করার পর সেড়ে গেছে।

১১. হাঁপানি রোগীদের ৮৩.৩% ক্ষেত্রে Neutrophil এর সংখ্যা বেড়েছে।

১২. হিজামা করানোর কারনে Neutrophil এর অস্বাভাবিক বৃদ্ধি কমে গিয়ে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

১৩. হৃদরোগীদের ৭৬.৯% ক্ষেত্রে Neutrophil সংখ্যা কমে স্বাভাবিক হয়েছে।

১৪. রক্তের Thrombocyte ৫০.৬% ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে।

১৫. অনুচক্রিকার স্বল্পতার সকল ক্ষেত্রে তা বৃদ্ধি পেয়ে স্বাভাবিক মাত্রায় পৌঁছেছে।

১৬. Essential Thrombocythemia এর ৫০% ক্ষেত্রে Thrombocytes কমে গিয়ে স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।

১৭. ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রক্তে চিনির পরিমাণ ৯২.৫% ক্ষেত্রে কমেছে।

১৮. রক্তের বৃদ্ধিপ্রাপ্ত Creatinine ৬৬.৬৬ ক্ষেত্রে কমেছে।

১৯. সকল ক্ষেত্রে হিজামার মাধ্যমে বের হওয়া রক্তে Creatinine এর পরিমান খুবই বেশী ছিল।

২০. যেসকল রোগীদের রক্তে Creatinine বেশী ছিল, হিজামার পর তাদের ৫৭% ক্ষেত্রে রক্তে এর মাত্রা কমে গিয়েছিল।

২১. ৬৬.৬৬% ক্ষেত্রে রক্তে Uric acid এর মাত্রা কমে গিয়েছে।

২২. Uric acid বৃদ্ধির ফলে যেসকল অসুবিধা দেখা দিয়েছিল, ৭৩.৬৮% ক্ষেত্রে সেসকল অসুবিধা দূর হয়েছে।

২৩. যাদের রক্তে Urea level বেড়ে গিয়েছিল, তাদের মধ্যে ৮০% ক্ষেত্রে তা নিয়ন্ত্রণে এসেছে।

২৪. যাদের রক্তে SGPT বেড়ে গিয়েছিল, ৮০% ক্ষেত্রে তাদের উক্ত মাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে গিয়েছে। এটি হিজামা করানোর দ্বারা যকৃতের কার্যকারিতা বৃদ্ধির ইংগিত বহন করে।

২৫. হিজামার পর কেন ECG এর উন্নতি হয়েছিল; SGPT এর নিম্নগামীতার মাধ্যমে তার ব্যাখ্যা পাওয়া গেল।

২৬. Alkaline phosphate এর বৃদ্ধিপ্রাপ্ত মাত্রা ৬২.৮২% ক্ষেত্রে কমে স্বাভাবিক পর্যায়ে।

২৭. ৫৪.৯% ক্ষেত্রে Amylase এর মাত্রা কমেছে।

২৮. সকল ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত Albumin কমে স্বাভাবিক হয়েছে।

২৯. রক্তের বর্ধিত Cholesterol এর মাত্রা ৮৩.৬% ক্ষেত্রে কমেছে।

৩০. যাদের রক্তে Triglyceride অধিক ছিল, হিজামা করানোর পর তাদের ৭৫% ক্ষেত্রে তা কমেছে।

৩১. Ca, Na, K আয়নের মাত্রা ৯০% ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

৩২. বর্ধিত CPK ৬৬.৬৬% ক্ষেত্রে কমে স্বাভাবিক হয়েছে।

৩৩. হিজামার মাধ্যমে বের হওয়া রক্তে সকল RBC-ই ছিল অস্বাভাবিক আকৃতির। যেমনঃ Hypochromic, Burr, Target, Crenated, Spherocytes, Poikilocytes, Anisocytes, Schistocytes, Acanthocytes ইত্যাদি।

৩৪. বের হওয়া রক্তে Leukocyte এর সংখ্যা শিরার রক্তের ১০% এরও কম ছিল। এটি শরীরের Immunity রক্ষার জন্য প্রয়োজনীয় উপাদান; যা হিজামার মাধ্যমে বের না হওয়ার ইংগিত বহন করে।

৩৫. ৬৬% ক্ষেত্রে রক্তে লৌহের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে।

৩৬. প্রায় ৯৩% ক্ষেত্রে CPK এবং LDH স্বাভাবিক মাত্রায় ছিল।

৩৭. শিরার রক্তে TIBC এর স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটারে ২৫০-৩৭০ মাইক্রো গ্রাম। কিন্তু হিজামার মাধ্যমে বের হওয়া রক্তে TIBC এর মাত্রা ছিল প্রতি ডেসিলিটারে ৪২২-১০৫৭ মাইক্রো গ্রাম অর্থাৎ খুবই বেশী।
পরীক্ষাটি এই ইংগিত দেয় যে হয়তো এমন বিশেষ কোন কারণ রয়েছে; যার ফলে হিজামার কর্তিত অংশের মাধ্যমে পর্যাপ্ত লৌহ অণু বেরিয়ে আসতে পারেনা। বরং লৌহ অণুগুলো রক্তনালীতে রয়ে যায়; যাতে নতুন নতুন RBC উৎপাদনে ব্যবহৃত হতে পারে।

Courtesy: Hakeem Ruhul Amin Milon স্যার

সুতরাং, উপরোক্ত Laboratory Test থেকে এটা দিবালাকের ন্যায় সুস্পষ্ট যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিজামা গ্রহণের জন্য যে তাগিদ দিয়েছেন; তা সত্যিই আমাদের জন্য অত্যন্ত কল্যানকর।

Address

Zindabazar
Sylhet
3100

Telephone

+8801717082395

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama & Unani Medicine Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram