SUST মনের কথা

SUST মনের কথা মনের কথা; SUSTএর শিক্ষার্থীসহ এই পরিবার?

16/07/2024

"এই ৩টি বৈশিষ্ট্য ছাড়া আপনি বার বার ব্যর্থ হবেন! 😱 | Fazilatun Nessa Shapla | মনোবিজ্ঞানী" এই ভিডিওতে আমরা জানবো কীভাবে জীবনের কঠিন...

16/07/2024

সাহায্য চাইতে দ্বিধা করবেন না | Powerful Message on Seeking Help | Fazilatun Nessa Shapla "🔴 সাহায্য চাইতে লজ্জা করবেন না! এই ভিডিওতে আলোচনা করেছি কেন .....

অফলাইন, অনলাইন যে কোন বুলিং, ট্রোলিং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকির হয়ে উঠতে পারে। তাই বলে কি মানুষ সমালোচনা করব...
09/05/2024

অফলাইন, অনলাইন যে কোন বুলিং, ট্রোলিং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকির হয়ে উঠতে পারে। তাই বলে কি মানুষ সমালোচনা করবে না, মানুষের ভুল ধরিয়ে দেবে না? অবশ্যই দেবে কিন্তু তার জন্য ট্রোলিং হতে হবে মানবিক এবং ইতিবাচক।

ট্রোলিং এর পরিণতি হতে পারে ভয়াবহ !! Trolling can lead to perilous outcomes !!ট্রোলিং বা বুলিইং অফ লাইন, অন লাইন দুই জায়গাতেই মারাত্মক সমস্যা ....

শিক্ষার্থীদেরকে, আমার "শাপলার জোনাক সকাল" ফেইসবুকটি ফলো এবং "শাপলার জোনাক সকাল" ইউটিউব চ্যানেলটি ভিজিট করে, সাবস্ক্রাইব ...
18/12/2023

শিক্ষার্থীদেরকে, আমার "শাপলার জোনাক সকাল" ফেইসবুকটি ফলো এবং "শাপলার জোনাক সকাল" ইউটিউব চ্যানেলটি ভিজিট করে, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি।

আজকাল ঘরে ঘরে কিশোর তরুণ এর ভয়াবহ রাগ একটি মারাত্মক সমস্যা। এই রাগ আপনার সন্তানের ব্যক্তিগত ও সামাজিক জীবন মারাত.....

16/11/2023

ভিডিওটি দেখার অনুরোধ রইলো শিক্ষার্থীদের জন্য

25/07/2023

১. ভালো ও বিশ্বস্ত বন্ধু তৈরি করতে হবে
২. পরিমিত আহার গ্রহণ ও খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে
৩. ইন্টারনেটে কম সময় দিতে হবে

28/03/2023

অক্যথ ভাষা বা অশ্রাব্য কটু কথা কখনই মনের ভাব প্রকাশের ভাষা হতে পারে না।
সুন্দর সম্পর্ক কীভাবে নষ্ট হয়ে যায়....

09/11/2022

পরীক্ষা কি আসলেই বিপদের?

02/11/2022

বিশেষ কোন শারীরিক ও মানসিক সমস্যা ছাড়াই যারা ভুলে যাচ্ছো বা মনোসংযোগ করতে পারছো না তাদের জন্য....

29/10/2022

জীবনেরই কোন মানে খুঁজে পাই না
তার পড়বো কি?!

27/10/2022

কিছুতেই পড়ায় মন বসে না। পড়তে বসে হাজার চিন্তা মাথায়.... ধুম করে পরীক্ষা চলে এসেছে...করণীয় কি?

একজনের জীবন বদলে দেবার জন্য একজন ভালো শিক্ষকই যথেষ্ঠ কিন্তু সিস্টেম যদি খারাপ হয় তাহলে আসলে কোন পরিবর্তন আনাই সম্ভব নয়।আ...
24/10/2022

একজনের জীবন বদলে দেবার জন্য একজন ভালো শিক্ষকই যথেষ্ঠ কিন্তু সিস্টেম যদি খারাপ হয় তাহলে আসলে কোন পরিবর্তন আনাই সম্ভব নয়।

আমরা সিস্টেম বদলানোর কথা ২০২২ সালে এসেও ভাবতে পারিনা। ইন্ডিয়া সিস্যেম বদলাতে না পারুক অন্তত সেসব নিয়ে ভাবে।

সময়টা ২০০২ এর শুরুর দিকের ঘটনা। ব্যক্তিগত ও শারীরিক কারণে আমি এনজিওর জবটা ছেড়ে দেই। আমার প্রথম বেবিটা মিস ক্যারেজ হবার পর বেশ ডিপ্রেসনে পড়ে যাই...
তখন বাসা থেকে আমার মন ভালোর জন্য বলা হলো আমি যেন কোন স্বল্প সময় এবং অল্প কাজ করতে হয়, এরকম একটা কাজ করি...
তখনকার একটা নামকরা ইংরেজি মিডিয়াম স্কুলে কিছুদিনের জন্য ঢুকেছিলাম। মাস ছয়েক কাজ করেছি।
শিক্ষক হিসেবে নয়, ঢুকেছিলাম এডমিনিস্ট্রেশনে। পড়ানোটা আমার কাছে খুব বেশি দায়িত্বের মনে হয়। তার চেয়েও বেশি দায়িত্বের মনে হয় খাতা দেখা, আমি ঐ শরীরে করতে চাইনি।
আমার সেই স্কুলের ছয়টা শাখা। আমি যে শাখায় কাজ করি, সেই শাখার প্রিন্সিপাল একজন ডিগ্রি পাশ ভদ্রলোক ছিলেন। তারা কয়েককজন মিলে এই স্কুল খুলেছেন। তার দাপট ছিলো অন্য রকম।

তিনি তার অধস্তন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা ছাড়া কথা বলতেন না।

পুরোদস্তর ব্যবসায়ী ছিলেন। শিক্ষার শ' ও তার মধ্যে ছিলো না। এক বর্ণ ইংরেজি বলতে পারতেন না। একজন লিবিয়া ফেরত তরুণী শিক্ষিকা তার স্ক্রিপ্ট লিখে দিলে তিনি মুখস্থ করে দেখে দেখে রিডিং পড়তেন পেরেন্টস সামনে।

একবার এক আয়াকে মানবিক কারণ এবং হরতালের জন্য ছুটি দেওয়াতে দাঁত মুখ খিঁচিয়ে এসে আমাকে বলেছিলেন, আজকের চা-টা আপনিই বানিয়ে সবাইকে খাওয়াবেন।

সেই স্কুলে এক ছোট্ট ক্লাস ওয়ানের একটা বাচ্চাকে শিক্ষক তার গলায় "I'm a bad boy.'' লিখে ঝুলিয়ে তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন কারণ যাতে সব ক্লাসের শিক্ষার্থীরা সেটা দেখতে পায়।

ক্লাস সেভেনের এক মেধাবী ছাত্রকে সামলাতে না পেরর তাকে মেরে টিসি দেওয়া হয়েছিলো। সেই ছাত্রের মা ছিলেন একজন অতিরিক্ত সচিব।

তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার ছেলের কী সমস্যা একটু বলবেন।
বাচ্চাটি অতিরিক্ত মেধাবী। তার ক্লাসের পড়া এক ঘেঁয়ে লাগতো...তার তখন আগ্রহ জিওপলিটিক্স নিয়ে। ইরাক ইরানের যুদ্ধ নিয়ে তার বিস্তর আগ্রহ!! সে পরীক্ষায় হায়েস্ট মার্কস পেতো কিন্তু ক্লাসে ছিলো চূড়ান্ত অমনোযোগী এং প্রচণ্ড দুষ্টুমি করতো কারণ তার সাথে কথা বলার মতো শিক্ষক বা শিক্ষার্থী কেউ ছিলো না। এবং তাকে এনগেইজ বা ম্যানেজ করার মতো কেউ ছিলো না।

হঠাৎ কিছু কিছু ছবি সামনে চলে আসে। সেরকম একটা ছবি দেখলাম, chalk N duster.
২০১৬ সালে তৈরি। সত্যিই ছবিটিতে বেশ ভালো কিছু মেসেজ আছে। ইন্ডিয়ার একটা সুবিধা ওরা যা চিন্তা করে সেটা সিনেমায় রুপ দিতে পারে।

Address

Shahjalal University Of Science And Technology
Sylhet
ZIP3100

Telephone

+8801777661808

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUST মনের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SUST মনের কথা:

Share