Thera Care Pain And Paralysis Center

Thera Care Pain And Paralysis Center Dr. Syed Tawfiq Ahmed

ডাঃ সৈয়দ তোওফিক আহমদ।

এমডি (এ.এম) আমেরিকা; বি.এস.পি.টি (ভারত); ওটিএল (আমেরিকা) পিজিটি (আমেরিকা)
( ফিজিকেল থেরাপি এন্ড রিহাবিলিটেশন প্র্যাকটিশনার)

নর্থ সউর হাসপাতাল, নিউইয়র্ক।
মাউন্ট সাইনাই হাসপাতাল, নিউইয়র্ক।
কিংস কাউন্টি হাসপাতাল, নিউইয়র্ক।


ক্রীড়া ও দূর্ঘটনাজনিত আঘাত।
নার্ভ ইঞ্জুরী ও পেশী দূর্বলতা।
ব্রেইন স্ট্রোক ও সবধরনের প্যারালাইসিস।
ঘাড়, কোমর, কাঁধের ও হাটুর জয়েন্টের ব্যথা।
শিশুদের বিকলঙ

্গতা (প্যারালাইসিস, মেরুদন্ড ও হাত পায়ের জন্মগত সমস্যা)।
মাংসপেশী শুকিয়ে যাওয়া, হাত পায়ের অনুভ‚তি কমে যাওয়া ও দূর্বলতা।
হাত-পায়ের ব্যথা, জ্বালা যন্ত্রনা ও অবসন্নতা আর্থ্রাইটিজ ও পেশীর ব্যথা।
ফিজিওথেরাপী।

শুক্রবার বন্ধ
রোগী দেখার সময় ঃ
প্রতিদিন সকাল ১০টা- রাত ৯টা প্রর্যন্ত।
মোবা: নংঃ ০১৩০১-৯৭৬৮৩১
৩৬/বি, লেইক সার্কাস রোড, ডলফিন গলি ( স্কয়ার হাসপাতালের দক্ষিনে) কলাবাগান, ঢাকা, বাংলাদেশ

We are sorry to inform that Thera Care Pain And Paralysis Center is not serving any patients at 46/B Dolphin Goli, Kolab...
21/12/2024

We are sorry to inform that Thera Care Pain And Paralysis Center is not serving any patients at 46/B Dolphin Goli, Kolabagan, Dhaka, Bangladesh.

Our new location at:
Mission Tila, Post office road, Fenchugonj, Sylhet, Bangladesh.
We are extremely sorry for your Inconvenience. If you need any help Plesse contact us the below address and the telephone number. Thank You and best regards. (Long live USA and Bangladesh Friendship)

Students who are interested to go to USA to study  please contact us the below number. Minimum 4 years degree is require...
18/11/2024

Students who are interested to go to USA to study please contact us the below number. Minimum 4 years degree is required.
Phone: 01301976831
WhatsApp: 01301976831

11/07/2024

থেরা কেয়ার ফিজিক্যাল থেরাপি সেন্টার
কাস্টমস টিলা, পোস্ট অফিস রোড,ফেঞ্চুগঞ্জ, সিলেট, বাংলাদেশ

01301976831
আমরা অত্যাধুনিক আমেরিকান তৈরি যন্ত্রপাতি দ্বারা ব্রেইন স্ট্রোক ও সব ধরনের প্যারালাইসিস, ঘাড় ব্যাথা ও শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা, হাত -পায়ের ব্যাথা, জ্বালা যন্ত্রণা অবসন্নতা আর্থ্রাইটিজ, পেশির ব্যথার চিকিৎসা অত্যন্ত যত্নসহকারে করা হয়।আমরা শিশুদের সব ধরনের বিকলাঙ্গতা যেমন প্যারালাইসিস বসতে সমস্যা দাঁড়াতে সমস্যা হাটতে সমস্যা অটিজম,সেরিব্রাল পালসি, হাত-পায়ের বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটির চিকিৎসা করে থাকি । শিশুদের শারীরিক ও মানষিক প্রতিবন্ধীর চিকিৎসা অত্যন্ত যত্নসহকারে করে থাকি।
এপয়েন্টমেন্ট এর জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন: থেরা কেয়ার ফিজিওথেরাপি সেন্টার ফেঞ্চুগঞ্জ, সিলেট, বাংলাদেশ

01301976831

থেরাকেয়ার  ফিজিওথেরাপি সেন্টার এ চিকিৎসা কালীন সময়ে একজন রোগীর  মেরুদন্ডের কিছু জটিল সমস্যার জন্য অত্যাধুনিক চিকিৎসা প...
25/06/2024

থেরাকেয়ার ফিজিওথেরাপি সেন্টার এ চিকিৎসা কালীন সময়ে একজন রোগীর মেরুদন্ডের কিছু জটিল সমস্যার জন্য অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে স্প।ইন অ্যালাইনমেন্ট এর একটি ছবি।

25/05/2024

থেরা কেয়ার ফিজিক্যাল থেরাপি সেন্টার
01301976831
আমরা অত্যাধুনিক আমেরিকান তৈরি যন্ত্রপাতি দ্বারা ব্রেইন স্ট্রোক ও সব ধরনের প্যারালাইসিস, ঘাড় ব্যাথা ও শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা, হাত -পায়ের ব্যাথা, জ্বালা যন্ত্রণা অবসন্নতা আর্থ্রাইটিজ, পেশির ব্যথার চিকিৎসা অত্যন্ত যত্নসহকারে করা হয়।আমরা শিশুদের সব ধরনের বিকলাঙ্গতা যেমন প্যারালাইসিস বসতে সমস্যা দাঁড়াতে সমস্যা হাটতে সমস্যা অটিজম,সেরিব্রাল পালসি, হাত-পায়ের বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটির চিকিৎসা করে থাকি । শিশুদের শারীরিক ও মানষিক প্রতিবন্ধীর চিকিৎসা অত্যন্ত যত্নসহকারে করে থাকি।
এপয়েন্টমেন্ট এর জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন: থেরা কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। কাস্টমস টিলা, পোস্ট অফিস রোড, ফেঞ্চুগঞ্জ, সিলেট

01301976831

18/05/2024
হাইকোর্টের মাননীয় সিনিয়র বিচারপতি এ. এস. এম. মুবিন সাহেবের চিকিৎসা শেষে উনার সাথে ছবি উঠালাম। থেরাকেয়ার  বাত -ব্যথা -...
30/03/2024

হাইকোর্টের মাননীয় সিনিয়র বিচারপতি এ. এস. এম. মুবিন সাহেবের চিকিৎসা শেষে উনার সাথে ছবি উঠালাম। থেরাকেয়ার বাত -ব্যথা -প্যারালাইসিস নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে দোয়া করি আল্লাহ যেন এই মহান ব্যক্তি কে সব সময় সুস্থ রাখেন। আমিন।

হার্ট ব্লকেজ, কি? কারণ? সমাধান :-****************************হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম।কাজ :-*********পুরো শরীরে ব্লা...
02/03/2024

হার্ট ব্লকেজ, কি? কারণ? সমাধান :-
****************************
হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম।

কাজ :-
*********
পুরো শরীরে ব্লাড পাম্প করা।
হার্ট ১ মিনিটে প্রায় 72 বার পাম্প করে।
হার্ট, প্রতিদিন প্রায় 1 লক্ষ বার পাম্প করে থাকে।
হার্ট একবার পাম্প করলো মানে পুরো বডি তে ব্লাড পৌঁছে গেলো।

হার্ট এর অসুখ কি :-
*******************
হার্ট এর অসুখ মানে আর্টারি তে চর্বি জমে যাওয়া, কোলেষ্টেরোল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া।
এমন পরিস্থিতি তৈরি হলে ধীরে ধীরে হার্ট এর ব্লাড সাপ্লাই ক্ষমতা কমে যায়।
এটাকেই বলা হয় হার্টের অসুখ।
বর্তমানে হার্টের অসুখ টি বিশ্বের সব চেয়ে বড় অসুখ।
যেদিন হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেদিন হার্ট টাও বন্ধ হয়ে যাবে, মানে হার্ট এট্যাক হয়ে যাবে।
হার্ট এর আর্টারি গুলো 3-4 mm মোটা হয়।

হার্ট এ ব্লকেজ হতে কত সময় লাগে?
**********************************
বছরের পর বছর ধরে ধীরে ধীরে হার্ট ব্লকেজ তৈরী হয়।
মানুষ জন্মের পর পর ই ব্লকেজ তৈরী শুরু হয় না।
18-20 বছর বয়স থেকে এই ব্লকেজ তৈরী হতে শুরু করে।
70%,80%,90% ব্লকেজ তৈরী হতে কম করে 30-40 বছর সময় লাগে।
50% ব্লকেজ হয়ে গেলেও মানুষ কোনো কষ্ট অনুভব করে না।
কারণ ব্লাড সাপ্লাই এর জন্য আরও 50% বাকি থাকে।

ব্লাড সাপ্লাই এর জন্য হার্ট এর প্রয়োজন 10%,20%,30% জায়গা।
10% প্রয়োজন যখন মানুষ বসে থাকে।
20% প্রয়োজন যখন হাঁটা চলা করে।
30% প্রয়োজন যখন মানুষ দৌড়ায়।
যেদিন মানুষের ব্লকেজ 70% এর বেশি হয়ে যায় সেদিন থেকে মানুষ হার্ট এর সমস্যা অনুভব করতে থাকে। সেদিন থেকে কষ্ট শুরু হয়ে যায়।

* যদি দৌড়ালে বুকে ব্যাথা অনুভব হয় তবে বুঝতে হবে ব্লকেজ 70% ক্রস করেছে।

যদি হাঁটতে গিয়ে ব্যাথা হয় তাহলে বুঝতে হবে ব্লকেজ 80%।

যদি সামান্য 10 ধাপ হাঁটলেই ব্যাথা হয় তবে বুঝতে হবে ব্লকেজ 90%।

*** এখানে বোঝা গেলো হার্ট এর পেশেন্ট 70% ব্লকেজ না হওয়া পর্যন্ত কোনো সমস্যা সাধারণত বুঝতে পারে না।

হাঁটতে গিয়ে ব্যাথা হলে এই পর্যায় কে বলা হয় "এনজাইনা "
2%/year ব্লকেজ তৈরী হতে শুরু করে 20 বছর বয়সের পর থেকে।

*** আমার লিখা পড়ে হার্ট এর অসুখ সম্পর্কে বুঝতে সময় লাগলো মাত্র কয়েক মিনিট, কিন্তু আপনি যদি কোন হাসপাতাল কিংবা ক্লিনিক যান তাহলে উনারা আপনাকে এতো বিস্তারিত বোঝাবে না, শুধু বলবে আপনার "করোনারী আর্টারি ডিজিজ "এ আক্রান্ত।

আধুনিক উপায়ে ব্লকেজ পরীক্ষা,যেটা ও সঠিক নয় :-
***************************************
আধুনিক যুগের ক্যার্ডিওলোজিস্ট রা ব্লকেজ এর পার্সেন্টেজ বোঝার জন্য তার ঢুকিয়ে এনজিওগ্রাফিক করেন, যেটাতে রেজাল্ট আসে রাউন্ড ফিগার যেমন 70%,80%,90%।
আমাদের মতে যেটা সঠিক নয়। কারণ সঠিক হলে রাউন্ড ফিগার না হয়ে হতো 70.25%,80.03%,90.৮১%।

হার্ট এট্যাক মানে কি?
***********************
70% ব্লকেজ এর পর ধীরে ধীরে ব্লকেজ বাড়তে থাকে।এই ব্লকেজ এর উপর একটা পর্দা থাকে এবং ব্লকেজ বাড়ার সাথে সাথে পর্দা টির উপরেও চাপ তৈরী হতে থাকে।
এই চাপ বাড়তে বাড়তে একদিন হঠাৎ পর্দা টা ছিঁড়ে যায়।
পর্দা ছিঁড়ার সাথে সাথে পর্দার নিচে থাকা কেমিক্যাল রক্তে গিয়ে মিশে যার ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায়।
রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় "ক্লট"।
এটি আর্টারির রাস্তা পুরো পুরি ব্লক করে দেয়,
ব্লক 100% হয়ে যায়, হার্ট এ রক্ত পৌঁছতে পারে না তখন এটাকেই বলা হয় "হার্ট অ্যাটাক"।

হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায়:-
**********************************
ব্লকেজ 70%,80%,90% হয়ে গেলেও চেষ্টা করতে হবে ব্লকেজ কে রুখে দেয়া।
ব্লকেজ না বাড়লে পর্দা টা ছিঁড়বে না, হার্ট অ্যাটাক ও হবে না।

আরও ভালো হয় পর্দার নিচে জমে থাকা কিছু চর্বি যদি ধীরে ধীরে বের করে দেয়া যায়। (Collected)

থেরাকেয়ার বাত ব্যাথা এবং প্যারালাইসিস নিরাময় কেন্দ্র।  Mob: 01301976831আমরা সব ধরনের বাত ব্যথা এবং প্যারালাইসিসের চিকি...
23/02/2024

থেরাকেয়ার বাত ব্যাথা এবং প্যারালাইসিস নিরাময় কেন্দ্র। Mob: 01301976831
আমরা সব ধরনের বাত ব্যথা এবং প্যারালাইসিসের চিকিৎসা করে থাকি এবং অটিজম, সেরিব্রাল পালসি, শিশুদের জন্মগত হাত পায়ের হাড় এবং জয়েন্টের বিভিন্ন ধরনের সমস্যা, শিশুদের মাথা সোজা না রাখতে পারা, বসতে না পারা,হাঁটতে না পারা, স্পিচ প্রবলেম ....

We treat children and infants with all kind of congenital Physical and mental dysfunctions and disabilities such as ... ...
04/02/2024

We treat children and infants with all kind of congenital Physical and mental dysfunctions and disabilities such as ...
*Autism *Cerebral Pulsy *Down Syndrome * Erbs Pulsy * Spina Bifida *Congenital Deformities * Inability to Seat, Stand, Walk, physical balance problems, unable to move hands and legs, delayed Speech, mental retardation different types of Othopediics and Neurological disorders etc. If your family members and love ones suffering from from these kinds of medical problems please feel free to contact us the below mentioned Address. Thank You.
*******************

পৃথিবীতে সব শিশুরাই যে ১০০% জন্মগতভাবে শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় জন্ম গ্রহণ করবে তা কিন্তু নয়। অনেক বাচ্চারা জন্মের সময় বিভিন্ন ধরনের ইনজুরির শিকার হতে পারে যেমন ট্রমাটিক বার্থ ইনজুরি, অবস্ট্রাক্টিভ বার্থ ডেলিভারি ইত্যাদি। এসব ক্ষেত্রে শিশুদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন হাত পায়ের দুর্বলতা, মাথা এবং ঘাড় সোজা করে রাখতে না পারা, (ক্রোনোলজিক্যাল এইজ) বা নির্দিষ্ট বয়সে বসতে না পারা, হাটতে না পারা, কথা বলতে না পারা, ছোট ছোট খেলার জিনিস ধরতে না পারা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই সমস্যাগুলো মা-বাবা পরিবার-পরিজন বিশেষজ্ঞ চিকিৎসকের (মেডিকেল রিহ্যাবিলিটেশন টিম) শরণাপন্ন হন না। এতে করে এসব শিশুরা দিনে দিনে বড় হতে থাকে এবং তাদের ব্রেইন, শরীরের হাড়, মাংসপেশী সবকিছুই ম্যাচিউরড হতে থাকে। জন্মের ঠিক পরেই এসব সমস্যা গুলো নিরূপণ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তা না হলে দিনে দিনে শিশুদের শারীরিক/ মানসিক অবস্থা জটিল হতে থাকে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ব্রেইনটা অনেকটা ব্ল্যাঙ্ক slate এর মত থাকে। অর্থাৎ তাকে যা শিখানো হবে সেটাই সে শিখতে থাকবে এবং ব্রেইন এর ব্ল্যাংক Slate সেভাবেই fill up বা পূর্ণ হতে থাকবে। যত কম বয়সে শিশুর চিকিৎসা শুরু হবে ততই একটা শিশুর প্রতিবন্ধী হওয়ার পারসেন্টেজ কমতে থাকবে। এসব ক্ষেত্রে ঠিক জন্মের পরে রিহ্যাবিলিটেশন চিকিৎসা শুরু হয়ে গেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং শারীরিক/ কথা বলার সামর্থ্য/ সুন্দর এবং সঠিক মানসিক বিকাশ দিন দিন উন্নতি হতে থাকে। আমাদের দেশে রাস্তাঘাটে পঙ্গু মানুষের সংখ্যা ইউরোপ আমেরিকার চেয়ে অনেক বেশি। তার একমাত্র কারণ আমাদের দেশে অত্যাধুনিক রিহাবিলিটিশন চিকিৎসার বড়ই অভাব। বাংলাদেশ সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব শিশুদের বিকলাঙ্গতা ছোট-বড় সব মানুষের বিভিন্ন ধরনের প্যারালাইসিস যেমন স্ট্রোক, মেরুদন্ডের ইনজুরী, ব্রেইন ইঞ্জুরি, রোড ট্রাফিক এক্সিডেন্ট ইত্যাদি রোগের চিকিৎসা সেবা ইউরোপ- আমেরিকার রোল মডেল ফলো করা এবং প্রিভেন্টিভ সব টেকনিক ব্যবহার করা। এর ফলে, আমাদের দেশে প্রতি বৎসর পঙ্গুত্ব এবং প্রতিবন্ধীদের সংখ্যা কমিয়ানা সম্ভব। সৌজন্যে: ডা: সৈয়দ তোওফিক আহমেদ, জনাব ইয়াসির আরাফাত ♡♡♡থেরা কেয়ার বাত-ব্যথা, প্যারালাইসিস নিরাময় কেন্দ্র, ৪৬/বি, লেক সার্কাস রোড, কলাবাগান, ঢাকা, ফোন নাম্বার 01301-976-831

পৃথিবীতে সব শিশুরাই যে ১০০% জন্মগতভাবে শারীরিক এবং মানসিকভাবে  সম্পূর্ণ সুস্থ অবস্থায় জন্ম গ্রহণ করবে তা কিন্তু নয়। অন...
09/08/2023

পৃথিবীতে সব শিশুরাই যে ১০০% জন্মগতভাবে শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় জন্ম গ্রহণ করবে তা কিন্তু নয়। অনেক বাচ্চারা জন্মের সময় বিভিন্ন ধরনের ইনজুরির শিকার হতে পারে যেমন ট্রমাটিক বার্থ ইনজুরি, অবস্ট্রাক্টিভ বার্থ ডেলিভারি ইত্যাদি। এসব ক্ষেত্রে শিশুদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন হাত পায়ের দুর্বলতা, মাথা এবং ঘাড় সোজা করে রাখতে না পারা, (ক্রোনোলজিক্যাল এইজ) বা নির্দিষ্ট বয়সে বসতে না পারা, হাটতে না পারা, কথা বলতে না পারা, ছোট ছোট খেলার জিনিস ধরতে না পারা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই সমস্যাগুলো মা-বাবা পরিবার-পরিজন বিশেষজ্ঞ চিকিৎসকের (মেডিকেল রিহ্যাবিলিটেশন টিম) শরণাপন্ন হন না। এতে করে এসব শিশুরা দিনে দিনে বড় হতে থাকে এবং তাদের ব্রেইন, শরীরের হাড়, মাংসপেশী সবকিছুই ম্যাচিউরড হতে থাকে। জন্মের ঠিক পরেই এসব সমস্যা গুলো নিরূপণ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তা না হলে দিনে দিনে শিশুদের শারীরিক/ মানসিক অবস্থা জটিল হতে থাকে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ব্রেইনটা অনেকটা ব্ল্যাঙ্ক slate এর মত থাকে। অর্থাৎ তাকে যা শিখানো হবে সেটাই সে শিখতে থাকবে এবং ব্রেইন এর ব্ল্যাংক Slate সেভাবেই fill up বা পূর্ণ হতে থাকবে। যত কম বয়সে শিশুর চিকিৎসা শুরু হবে ততই একটা শিশুর প্রতিবন্ধী হওয়ার পারসেন্টেজ কমতে থাকবে। এসব ক্ষেত্রে ঠিক জন্মের পরে রিহ্যাবিলিটেশন চিকিৎসা শুরু হয়ে গেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং শারীরিক/ কথা বলার সামর্থ্য/ সুন্দর এবং সঠিক মানসিক বিকাশ দিন দিন উন্নতি হতে থাকে। আমাদের দেশে রাস্তাঘাটে পঙ্গু মানুষের সংখ্যা ইউরোপ আমেরিকার চেয়ে অনেক বেশি। তার একমাত্র কারণ আমাদের দেশে অত্যাধুনিক রিহাবিলিটিশন চিকিৎসার বড়ই অভাব। বাংলাদেশ সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব শিশুদের বিকলাঙ্গতা ছোট-বড় সব মানুষের বিভিন্ন ধরনের প্যারালাইসিস যেমন স্ট্রোক, মেরুদন্ডের ইনজুরী, ব্রেইন ইঞ্জুরি, রোড ট্রাফিক এক্সিডেন্ট ইত্যাদি রোগের চিকিৎসা সেবা ইউরোপ- আমেরিকার রোল মডেল ফলো করা এবং প্রিভেন্টিভ সব টেকনিক ব্যবহার করা। এর ফলে, আমাদের দেশে প্রতি বৎসর পঙ্গুত্ব এবং প্রতিবন্ধীদের সংখ্যা কমিয়ানা সম্ভব। সৌজন্যে: ডা: সৈয়দ তোওফিক আহমেদ, জনাব ইয়াসির আরাফাত ♡♡♡থেরা কেয়ার বাত-ব্যথা, প্যারালাইসিস নিরাময় কেন্দ্র, কাস্টমস টিলা, পোস্ট অফিস রোড, ফেঞ্চুগঞ্জ, সিলেট , ফোন নাম্বার 01301-976-831

থেরা কেয়ার বাত ব্যথা  এবং প্যারালাইসিস নিরাময় কেন্দ্রের  পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক  শুভেচ্ছা।  আমাদের ফিজিওথের...
02/07/2023

থেরা কেয়ার বাত ব্যথা এবং প্যারালাইসিস নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের ফিজিওথেরাপিস্ট ডা: সৈয়দ তোওফিক আহমদ আমেরিকায় বিভিন্ন হাসপাতালে ক্লিনিকেল থেরাপিস্ট হিসেবে প্রায় ২০ বৎসরের অভিজ্ঞতা রয়েছে। আমরা নন সার্জিকাল ইন্টারভেনশন অর্থাৎ বিনা অপারেশনে ঘাড়-কোমর- মেরুদন্ড- হাঁটুর ব্যাথা- সোল্ডারের ব্যথা- হাতের ব্যাথা- পায়ের ব্যথা, হাত-পায়ের জ্বালা- যন্ত্রণা-অবসন্নতা সহ সব ধরনের জটিল প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি। তাছাড়া শিশুদের জন্মগত প্যারালাইসিস- হাত পায়ের বিভিন্ন জটিল সমস্যার জন্য আন্তর্জাতিক মানের রিহাবিলিটেশন চিকিৎসা সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। আপনাদের কোন প্রশ্ন থাকলে কিংবা এপয়েন্টমেন্ট এর জন্য আমাদেরকে ডায়রেক্ট ফোন দিতে পারেন এবং মেসেঞ্জারে ও যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে ধন্যবাদ।
ডা: সৈয়দ তোওফিক আহমেদ
01301-976-831

Address

Customs Tila, Post Office Road Fenchugonj
Sylhet

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801301976831

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thera Care Pain And Paralysis Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Thera Care Pain And Paralysis Center:

Share