04/02/2024
We treat children and infants with all kind of congenital Physical and mental dysfunctions and disabilities such as ...
*Autism *Cerebral Pulsy *Down Syndrome * Erbs Pulsy * Spina Bifida *Congenital Deformities * Inability to Seat, Stand, Walk, physical balance problems, unable to move hands and legs, delayed Speech, mental retardation different types of Othopediics and Neurological disorders etc. If your family members and love ones suffering from from these kinds of medical problems please feel free to contact us the below mentioned Address. Thank You.
*******************
পৃথিবীতে সব শিশুরাই যে ১০০% জন্মগতভাবে শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় জন্ম গ্রহণ করবে তা কিন্তু নয়। অনেক বাচ্চারা জন্মের সময় বিভিন্ন ধরনের ইনজুরির শিকার হতে পারে যেমন ট্রমাটিক বার্থ ইনজুরি, অবস্ট্রাক্টিভ বার্থ ডেলিভারি ইত্যাদি। এসব ক্ষেত্রে শিশুদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন হাত পায়ের দুর্বলতা, মাথা এবং ঘাড় সোজা করে রাখতে না পারা, (ক্রোনোলজিক্যাল এইজ) বা নির্দিষ্ট বয়সে বসতে না পারা, হাটতে না পারা, কথা বলতে না পারা, ছোট ছোট খেলার জিনিস ধরতে না পারা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই সমস্যাগুলো মা-বাবা পরিবার-পরিজন বিশেষজ্ঞ চিকিৎসকের (মেডিকেল রিহ্যাবিলিটেশন টিম) শরণাপন্ন হন না। এতে করে এসব শিশুরা দিনে দিনে বড় হতে থাকে এবং তাদের ব্রেইন, শরীরের হাড়, মাংসপেশী সবকিছুই ম্যাচিউরড হতে থাকে। জন্মের ঠিক পরেই এসব সমস্যা গুলো নিরূপণ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তা না হলে দিনে দিনে শিশুদের শারীরিক/ মানসিক অবস্থা জটিল হতে থাকে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ব্রেইনটা অনেকটা ব্ল্যাঙ্ক slate এর মত থাকে। অর্থাৎ তাকে যা শিখানো হবে সেটাই সে শিখতে থাকবে এবং ব্রেইন এর ব্ল্যাংক Slate সেভাবেই fill up বা পূর্ণ হতে থাকবে। যত কম বয়সে শিশুর চিকিৎসা শুরু হবে ততই একটা শিশুর প্রতিবন্ধী হওয়ার পারসেন্টেজ কমতে থাকবে। এসব ক্ষেত্রে ঠিক জন্মের পরে রিহ্যাবিলিটেশন চিকিৎসা শুরু হয়ে গেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং শারীরিক/ কথা বলার সামর্থ্য/ সুন্দর এবং সঠিক মানসিক বিকাশ দিন দিন উন্নতি হতে থাকে। আমাদের দেশে রাস্তাঘাটে পঙ্গু মানুষের সংখ্যা ইউরোপ আমেরিকার চেয়ে অনেক বেশি। তার একমাত্র কারণ আমাদের দেশে অত্যাধুনিক রিহাবিলিটিশন চিকিৎসার বড়ই অভাব। বাংলাদেশ সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব শিশুদের বিকলাঙ্গতা ছোট-বড় সব মানুষের বিভিন্ন ধরনের প্যারালাইসিস যেমন স্ট্রোক, মেরুদন্ডের ইনজুরী, ব্রেইন ইঞ্জুরি, রোড ট্রাফিক এক্সিডেন্ট ইত্যাদি রোগের চিকিৎসা সেবা ইউরোপ- আমেরিকার রোল মডেল ফলো করা এবং প্রিভেন্টিভ সব টেকনিক ব্যবহার করা। এর ফলে, আমাদের দেশে প্রতি বৎসর পঙ্গুত্ব এবং প্রতিবন্ধীদের সংখ্যা কমিয়ানা সম্ভব। সৌজন্যে: ডা: সৈয়দ তোওফিক আহমেদ, জনাব ইয়াসির আরাফাত ♡♡♡থেরা কেয়ার বাত-ব্যথা, প্যারালাইসিস নিরাময় কেন্দ্র, ৪৬/বি, লেক সার্কাস রোড, কলাবাগান, ঢাকা, ফোন নাম্বার 01301-976-831