22/08/2025
🌿 আলহামদুলিল্লাহ 🌿
অবশেষে আমরা হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ – সিলেট বিভাগীয় শাখা এর কমিটি গঠন করতে পেরেছি।
👉 এক্সিকিউটিভ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাইমুল ইসলাম ভাই
👉 সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমিনুল ইসলাম ভাই
👉 আর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছি আমি, শেখ সিয়াম আহমদ।
আলহামদুলিল্লাহ্, এ আমাদের জন্য এক বিশেষ মুহূর্ত। ✨
📽️ একটু পেছনের গল্প
সিলেটে হিজামা এসোসিয়েশন গঠনের জন্য ইতিপূর্বে অনেকেই চেষ্টা করেছিলেন। যোগ্য মানুষও ছিলেন, উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু মাঝপথে থেমে যেতে হয়েছে। এমনকি আমাদের সভাপতি নাইমুল ইসলাম ভাই এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভাইও আলাদাভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।
❓তাহলে এবার কিভাবে সম্ভব হলো?
👉 সম্ভব হয়েছে যখন আমি অধম তাদের সঙ্গে যুক্ত হলাম।
আমরা তিনজন একসাথে সৎ উদ্দেশ্যে নিজেদের সার্থ্য ভুলে একসাথে কাজ শুরু করলাম। যেমন বনী ইসরাইলের ৩ জন ব্যক্তি একটি গুহায় আটকা পড়েছিলেন, আর প্রত্যেকে নিজেদের সৎকর্মের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দু’আ করেছিলেন — আল্লাহ তাদেরকে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন।
তেমনি আমাদের ৩ জনের সম্মিলিত সৎ উদ্যোগ ও নিয়তের বরকতেই আজ এ কমিটি গড়ে উঠলো, আলহামদুলিল্লাহ্।
মহান আল্লাহ বলেন, “তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধর এবং বিভক্ত হয়ো না।”
(সূরা আলে-ইমরান ৩:১০৩)
📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “যখন তোমরা তিনজন ভ্রমণে বের হবে, তখন তাদের একজনকে নেতা বানাও।”
(আবু দাউদ, হাদীস: ২৬০৮)
📖ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“নিশ্চয়ই নেকড়ে একাকী ভেড়াকে খায়। তাই তোমরা পাহাড়ি গিরিখাতে একা থাকবে না, বরং জামাআতের সাথে থাকবে। নিশ্চয়ই শয়তান একজনের সাথে থাকে, আর সে দুই জন থেকে দূরে থাকে।”
(তিরমিযী, হাদীস: 2165; আহমদ, হাদীস: 5836;)
🤲 সবার কাছে দোয়া চাই, আমরা যেন এ এসোসিয়েশনের মাধ্যমে সুন্নাহসম্মত চিকিৎসা হিজামা সঠিকভাবে ছড়িয়ে দিতে পারি এবং মানুষ যেন আন-স্কিল্ড থেরাপিস্টদের মাধ্যমে প্রতারিত না হয়ে হিজামার সঠিক উপকারিতা পায় তা নিশ্চিত করতে পারি, আমিন ।।
🎤 Shaikh Siam Ahmed