Shaikh Siam Ahmed

Shaikh Siam Ahmed Counsellor | Ruqyah Consultant | Parenting Instructor

As a dedicated counselor and Ruqyah consultant, I am here to guide you through emotional challenges and provide spiritual solutions rooted in compassion and wisdom. Let’s work together for a balanced, peaceful, and empowered life. 💫

📩 Message me to begin your journey toward healing and clarity!

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:«بَلِّغُوا عَنِّى وَلَوْ آيَة»“একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও”সাধারণত ...
03/09/2025

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:

«بَلِّغُوا عَنِّى وَلَوْ آيَة»

“একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও”

সাধারণত আমি সভা সেমিনার ইত্যাদি যেতে চাই না,
কিন্তু মনে হচ্ছে, এগুলো আমার পিছু ছাড়বে না।

01/09/2025

আলহামদুলিল্লাহ্‌, ইদানীং সাইকোলোজিকাল পেশেন্টদের রুক্বইয়াহ করছি। দেখতে পাচ্ছি, রুক্বইয়াহ সাথে কাউন্সেলিং পেশেন্টদের খুব ইম্প্রুভ হচ্ছে, আলহামদুলিল্লাহ্‌।

🌿 আলহামদুলিল্লাহ 🌿অবশেষে আমরা হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ – সিলেট বিভাগীয় শাখা এর কমিটি গঠন করতে পেরেছি।👉 এক্সিকিউটিভ ক...
22/08/2025

🌿 আলহামদুলিল্লাহ 🌿
অবশেষে আমরা হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ – সিলেট বিভাগীয় শাখা এর কমিটি গঠন করতে পেরেছি।

👉 এক্সিকিউটিভ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাইমুল ইসলাম ভাই
👉 সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমিনুল ইসলাম ভাই
👉 আর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছি আমি, শেখ সিয়াম আহমদ।

আলহামদুলিল্লাহ্‌, এ আমাদের জন্য এক বিশেষ মুহূর্ত। ✨

📽️ একটু পেছনের গল্প
সিলেটে হিজামা এসোসিয়েশন গঠনের জন্য ইতিপূর্বে অনেকেই চেষ্টা করেছিলেন। যোগ্য মানুষও ছিলেন, উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু মাঝপথে থেমে যেতে হয়েছে। এমনকি আমাদের সভাপতি নাইমুল ইসলাম ভাই এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভাইও আলাদাভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।

❓তাহলে এবার কিভাবে সম্ভব হলো?
👉 সম্ভব হয়েছে যখন আমি অধম তাদের সঙ্গে যুক্ত হলাম।
আমরা তিনজন একসাথে সৎ উদ্দেশ্যে নিজেদের সার্থ্য ভুলে একসাথে কাজ শুরু করলাম। যেমন বনী ইসরাইলের ৩ জন ব্যক্তি একটি গুহায় আটকা পড়েছিলেন, আর প্রত্যেকে নিজেদের সৎকর্মের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দু’আ করেছিলেন — আল্লাহ তাদেরকে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন।

তেমনি আমাদের ৩ জনের সম্মিলিত সৎ উদ্যোগ ও নিয়তের বরকতেই আজ এ কমিটি গড়ে উঠলো, আলহামদুলিল্লাহ্‌।

মহান আল্লাহ বলেন, “তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধর এবং বিভক্ত হয়ো না।”
(সূরা আলে-ইমরান ৩:১০৩)

📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “যখন তোমরা তিনজন ভ্রমণে বের হবে, তখন তাদের একজনকে নেতা বানাও।”
(আবু দাউদ, হাদীস: ২৬০৮)

📖ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“নিশ্চয়ই নেকড়ে একাকী ভেড়াকে খায়। তাই তোমরা পাহাড়ি গিরিখাতে একা থাকবে না, বরং জামাআতের সাথে থাকবে। নিশ্চয়ই শয়তান একজনের সাথে থাকে, আর সে দুই জন থেকে দূরে থাকে।”
(তিরমিযী, হাদীস: 2165; আহমদ, হাদীস: 5836;)

🤲 সবার কাছে দোয়া চাই, আমরা যেন এ এসোসিয়েশনের মাধ্যমে সুন্নাহসম্মত চিকিৎসা হিজামা সঠিকভাবে ছড়িয়ে দিতে পারি এবং মানুষ যেন আন-স্কিল্ড থেরাপিস্টদের মাধ্যমে প্রতারিত না হয়ে হিজামার সঠিক উপকারিতা পায় তা নিশ্চিত করতে পারি, আমিন ।।

🎤 Shaikh Siam Ahmed

17/08/2025

আমার মাধ্যমে কি কেউ বাচ্চা ফিরে পেয়েছিলেন?

কিছুক্ষন আগে দুই দুইটা কল আসছে। আমি নাকি ৩ দিনের মধ্যে বাচ্চার খোজ দিয়েছি। এখন তাদের বাচ্চার খোজ মিলিয়ে দিলে আমাকে যেভাবে হোক খুশি করবে।

উনাদের ১৭/১৮ বছরের মেয়ে হারিয়েছে। এলাকা বলল জগন্নাথপুর কোন হাওড় এলাকা।

একি কল না আলাদা কল জানিনা। বলল মদিনা মার্কেট থেকে নাম্বার দেয়া হয়েছে।

👨‍⚕সুন্নাহ এবং মেডিকেল টার্মে হিজামা শিখুন ডাক্তারগনের তত্ত্বাবধানে।💥সাথে ফ্রি আকুপ্রেশার থেরাপি প্রশিক্ষণ💥✍হাতে কলমে প্...
14/08/2025

👨‍⚕সুন্নাহ এবং মেডিকেল টার্মে হিজামা শিখুন ডাক্তারগনের তত্ত্বাবধানে।
💥সাথে ফ্রি আকুপ্রেশার থেরাপি প্রশিক্ষণ💥
✍হাতে কলমে প্রাক্টিকাল শিখানো হবে...
✅হিজামা (ওয়েট কাপিং)
✅আকুপ্রেশার
✅ফায়ার কাপিং
✅মাসাজ কাপিং
✅ফেসিয়াল কাপিং
✅অর্গানভিত্তিক হিজামা
✅রোগভিত্তিক হিজামা
✅বেসিক এনাটমি
✅বেসিক ফিজিওলজি
✅বেসিক প্যাথলজি
✅বেসিক রুক্বইয়াহ
📞আসন নিশ্চিত করতে কল/হোয়াটসঅ্যাপ করুন- 01760-090607
🗓ক্লাস শুরুঃ ২১ আগস্ট ২০২৫
⏰ক্লাস টাইমঃ দুপুর ২.৩০টা থেকে
📑টোটাল ৭টি ক্লাস।
✍ক্লাস শেষে পরীক্ষা নেয়া হবে।
✨ট্রেইনিং শেষে থাকছেঃ
🎉সার্টিফিকেট
🎉সর্বোচ্চ নম্বর প্রাপ্তকে সম্মানজনক পুরষ্কার
🎉হিজামার গাইড (PDF)
🎉ইন্টার্ন থেরাপিস্ট হিসেবে কাজ করার সুযোগ
🎉লাইফটাইম সাপোর্ট
🎉ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ
✨ট্রেইনিং ফিঃ
🔹রেজিষ্ট্রেশন ফিঃ ১০০০ টাকা
🔹টিউশন ফিঃ ৬০০০ টাকা
💥১ম ৫ জন শিক্ষার্থী পাবেন ১০০০ টাকা ছাড়💥
আয়োজনেঃ
Al-Fatiha Wellness Centre
সিল ট্র্যাক (২য় তলা), ইলেক্ট্রিক সাপ্লাই মেইন রোড, আম্বরখানা, সিলেট-৩১০০
📞01760-090607, 01760-090602
#হিজামা_প্রশিক্ষণ #হিজামা_সিলেট

11/08/2025

আমি কি বলে দিব না, ভালো স্বামী পাওয়ার সবচেয়ে সহজ এবং কার্যকরি আমল?

10/08/2025

আলহামদুলিল্লাহ
একটি সন্তান, দীর্ঘ অপেক্ষা, এক্বিন, সবর ও মেহনত আর রুক্বইয়াহ, অবশেষে সফল।

🔴প্রশ্ন: কোনো রুগীর মৃত্যুর পর কি তার শরীর থেকে জ্বিন বের হয়ে যায়উত্তর: অবশ্যই জ্বিন বের হয়ে যায়।উত্তর প্রদানে.........
06/08/2025

🔴প্রশ্ন: কোনো রুগীর মৃত্যুর পর কি তার শরীর থেকে জ্বিন বের হয়ে যায়
উত্তর: অবশ্যই জ্বিন বের হয়ে যায়।

উত্তর প্রদানে........

শায়খ খালিদ আল-হাবাশি
জন্ম: সৌদি আরব

🚩"আল-ফাতিহা ওয়েলনেস সেন্টার"
সিল ট্র্যাক (২য় তলা), ইলেক্ট্রিক সাপ্লাই মেইন রোড, আম্বরখানা, সিলেট
Call/WhatsApp: 01760-090607

🔴প্রশ্ন: আপনার ঝাঁড়ফুঁকের পদ্ধতিতে কি কোনো পরিবর্তন এসেছে❓উত্তর: না। আমি কী করি, সেটা বলছি....প্রথমে ১ গ্লাস পানি নিই, প...
04/08/2025

🔴প্রশ্ন: আপনার ঝাঁড়ফুঁকের পদ্ধতিতে কি কোনো পরিবর্তন এসেছে❓
উত্তর: না। আমি কী করি, সেটা বলছি....
প্রথমে ১ গ্লাস পানি নিই, পানিতে আয়াতুল কুরসি এবং চার কুল পড়ে ফুঁক দিই। রোগীকে পানি খেতে দিই, খাওয়ার পর কী হয় আল্লাহই ভালো জানেন! জিনটার অবস্থা খারাপ হয়ে যায়। রোগী প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। এরপর আমি আল্লাহর কাছে সাহায্য চাই, যাতে তিনি তাকে সাহায্য করেন এবং জিনটাকে তাড়িয়ে দেন। দুআ শেষে আমি রোগীর মাধ্যমে জিনটার সাথে কথা বলি এবং তাকে আদেশ করি চলে যেতে এবং আলহামদুলিল্লাহ, এভাবে কাজ হয়।

উত্তর প্রদানে........
শাইখ ফয়সাল বোয়াদি
জন্ম: ঘানা
পড়াশোনা: মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব

🚩"আল-ফাতিহা ওয়েলনেস সেন্টার"
সিল ট্র্যাক (২য় তলা), ইলেক্ট্রিক সাপ্লাই মেইন রোড, আম্বরখানা, সিলেট
📞Call/WhatsApp: 01760-090607

অসুস্থতায় বেশ কিছুদিন রুক্বইয়াহ করতে পারিনি। তাই আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার। আগস্টের ১০ তারিখ পর্যন্ত পাবেন রুক্বইয়...
03/08/2025

অসুস্থতায় বেশ কিছুদিন রুক্বইয়াহ করতে পারিনি। তাই আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার। আগস্টের ১০ তারিখ পর্যন্ত পাবেন রুক্বইয়াহ ফিতে ৫০% ডিস্কাউন্ট। এবং হিজামাতেও ৫০% ডিস্কাউন্ট অফারটি পাবেন।

অফারটি পেতে দ্রুত সেন্টারে যোগাযোগ করুনঃ
📱Call/WhatsApp: 01760-090607

🚩"আল-ফাতিহা ওয়েলনেস সেন্টার"
সিল ট্র্যাক (২য় তলা), ইলেক্ট্রিক সাপ্লাই মেইন রোড, আম্বরখানা, সিলেট

#2025 #রুকিয়াহ #হিজামা

03/08/2025

#আকুপাংচার #আকুপাংচারথেরাপি #ডিস্কস্লিপ #পিঠেরব্যথা

Address

Sylhet

Telephone

+8801737912781

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaikh Siam Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shaikh Siam Ahmed:

Share