H.S.PhysioCare Home Service

H.S.PhysioCare Home Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H.S.PhysioCare Home Service, Medical and health, Sylhet, Dhaka, Sylhet.

★অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ধারা বাসায় গিয়ে সব ধরনের ফিজিওথেরাপি দেওয়া হয়।
★হিজামা করা হয়।
★আকুপাংচার করা হয়।
★সব ধরনের বাত,ব্যথার জন্য ফিজিওথেরাপি দেওয়া হয়।
★ অল্প খরচে ভালো মানের চিকিৎসা দেওয়া হয়।
★মহিলা দের জন্য মহিলা #ফিজিওথেরাপিস্ট এর ব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ধারা বাসায় গিয়ে সব ধরনের ফিজিওথেরাপি দেওয়া হয়।
★হিজামা করা হয়।
★আকুপাংচার করা হয়।
★সব ধরনের বাত,ব্যথার জন্য ফিজিওথেরাপি দেওয়া হয়।
★ অল্প খরচে ভালো মানের চিকিৎসা দেওয়া হয়।
★মহিলা দের জন্য মহিলা #ফিজিওথেরাপিস্ট এর ব্যবস্থা রয়েছে।

সু খবর সু খবর সু খবর সু খবর #সিলেট এর মধ্যে   #হিজামা হোম সার্ভিস  নিতে যোগাযোগ করুন.. 01790-859373
12/08/2025

সু খবর সু খবর সু খবর সু খবর

#সিলেট এর মধ্যে #হিজামা হোম সার্ভিস নিতে যোগাযোগ করুন..

01790-859373






Back pain is the Most common disease  in this time...
10/08/2025

Back pain is the Most common disease in this time...

👍👍🥰
26/07/2025

👍👍🥰

Tennis elbow injury
25/07/2025

Tennis elbow injury

09/06/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

06/05/2025

মস্তিষ্কের রক্তপ্রবাহ ব্যাহত হলে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে স্ট্রোক হতে পারে। একজন রোগীর স্ট্রোক-পরবর্তী শারীরিক সমস্যা দূর করে স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন। স্ট্রোকের পর যত দ্রুত রোগীর ফিজিওথেরাপি শুরু করা যাবে, রোগীর কার্যক্ষমতা ফিরে আসার সম্ভাবনাও তত বেশি। ত্বরিত চিকিৎসা ও বিভিন্ন ওষুধ রোগীর জীবন বাঁচানোসহ স্থিতিশীল করতে পারলেও তাঁর শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘদিন লেগে যায়। এই ক্ষেত্রেই শুরু ফিজিওথেরাপি। একজন ফিজিওথেরাপিস্টের মূল লক্ষ্যই হলো স্ট্রোক-পরবর্তী সমস্যাগুলো নির্ণয় করে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে নিয়ে আসা। এর জন্য দরকার সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা।
স্ট্রোকের পর রোগির যেসব সমস্যা দেখা দেয়ঃ
১. শরীরের এক পাশ অথবা অনেক সময় দুই পাশ অবশ হয়ে যেতে পারে।

২. মাংসপেশির টান বা স্থিতিস্থাপকতা প্রাথমিক পর্যায়ে কমে যেতে পারে, পরে আস্তে আস্তে বাড়তে থাকে।

৩. হাত-পায়ের নড়াচড়া আংশিক বা সম্পূর্ণ কমে যেতে পারে।

৪. মাংসপেশি শুকিয়ে যেতে পারে, শক্ত হয়ে যেতে পারে।

৫. হাঁটা-চলা, উঠাবসা, বিছানায় নড়াচড়া কমে যেতে পারে। এমনকি প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণজনিত সমস্যাও দেখা দিতে পারে।

৬. অনেক সময় নড়াচড়া কমে যাওয়ার ফলে শুয়ে থাকার জন্য চাপজনিত ঘা দেখা দিতে পারে।

৭. কাঁধের জয়েন্ট সরে যেতে পারে।

৮. পোশার সিনড্রোম দেখা দিতে পারে।

ফিজিওথেরাপি চিকিৎসায় প্রথমে রোগীর রোগ বর্ণনা, শারীরিক পরীক্ষাসহ, বিভিন্ন রেডিওলজিক্যাল ও প্যাথলজিক্যাল পরীক্ষার মাধ্যমে কী ধরনের স্ট্রোক, কী ধরনের শারীরিক সমস্যা আছে তা নির্ণয় করা হয়। এরপর রোগীর সমস্যা অনুযায়ী স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসার পরিকল্পনা করা হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে রোগীর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করা, সঠিক পজিশনিং ও মাংসপেশির স্বাভাবিক দৈর্ঘ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরবর্তীতে মাংসপেশির স্বাভাবিক টান ফিরিয়ে আনা, হাত ও পায়ের শক্তি ফিরিয়ে আনা, শরীরের স্বাভাবিক অ্যালাইনমেন্ট ফিরিয়ে আনা, শরীরের বিভিন্ন জয়েন্ট বা অস্থিসন্ধির নড়াচড়া করার ক্ষমতা ফিরিয়ে আনা, ব্যালেন্স ও কো-অর্ডিনেশন উন্নত করা, স্বাভাবিক হাঁটার ক্ষমতা ফিরিয়ে আনা এবং সর্বোপরি রোগীর কর্মদক্ষতা বাড়ানো হয় ফিজিওথেরাপির মাধ্যমে।

ভুল ফিজিওথেরাপি চিকিৎসা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। বর্তমানে অত্যাধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে স্ট্রোকে আক্রান্ত রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব॥॥

জীবন অনেক মূল্যবান॥ তার থেকেও বেশি মূল্যবান সুস্থ্য জীবন॥ সুস্থতা আল্লাহর বড় নেয়ামত॥
H.S.PhysioCare Home Service প্রধান লক্ষ্য একজন মানুষকে সুস্থ্যভাবে বেচে থাকতে সহায়তা করা॥ বাকিসব তো মহান আল্লাহরাব্বুল আল-আমীনের হাতে॥

যেসব সমস্যায় আমরা আপনাদের ফিজিওথেরাপি সেবা দিচ্ছিঃ🔰হাটু ভাঁজ করতে সমস্যা। 🔰সিঁড়ি দিয়ে উঠা নামা করতে অসুবিধা।     🔰নিচে ...
03/05/2025

যেসব সমস্যায় আমরা আপনাদের ফিজিওথেরাপি সেবা দিচ্ছিঃ

🔰হাটু ভাঁজ করতে সমস্যা।
🔰সিঁড়ি দিয়ে উঠা নামা করতে অসুবিধা।
🔰নিচে বসে কাজ করতে পারছেন না।
🔰নিচে বসে নামাজ পড়তে পরেছেন না।
🔰পায়ের গোড়ালিতে ব্যাথা।
🔰হাড় ক্ষয়।
🔰 অনেকক্ষন দাড়াতে এবং হাটতে আসুবিধা।
🔰তলপেটে ব্যথা।
🔰 কাঁধে ব্যথা।
🔰সায়াটিকা।
🔰 গোড়ালি মচকে যাওয়া।
🔰 পেশী ব্যথা।
🔰সার্ভিকাল সমস্যা।
🔰 খেলাধুলার আঘাত।
🔰 পক্ষাঘাত।
🔰 সেরিব্রাল পালসি (শিশু)।
🔰 হিল ব্যাথা।
🔰 হাটু ব্যথা বা হাঁটু অস্টিওআর্থারাইটিস।
🔰 পোস্ট হাটু প্রতিস্থাপন.
🔰 পোস্ট অপারেটিং পুনর্বাসন।
🔰 ফ্র্যাকচার কেস।
🔰ঘাড় ব্যাথা।
🔰হাটু ব্যাথা।
🔰মুখ বেঁকে যাওয়া।
🔰প্রতিবন্ধী শিশুর হাঁটা চলার থেরাপি।
🔰আঘাত এর ব্যাথা।
🔰গোড়ালীর ব্যাথা।
🔰হাড়ক্ষয় জনিত বেথা।
🔰জয়েন্ট শক্ত হয়ে যাওয়া।
🔰অপারেশন পরবর্তী ব্যাথা বা শক্ত হয়ে যাওয়া।

তাই আর দেরি না করে সিলেট শহরে যেকোন প্রান্তে ফিজিওথেরাপি সেবা নিন শুধুমাত্র একটি ফোন কলে।

যোগাযোগের ঠিকানা:
-------------------

☎ চিকিৎসা ও পরামর্শ : 01790-859373

📱হোয়াটস অ্যাপঃ 01790-859373

#ব্যথা #বাতব্যথা #কোমর #ঘাড় #মেরুদন্ড #প্যারালাইসিস #ব্যথারচিকিৎসা

অল্প খরচে -সব ধরনের বাত/ব্যথা এর জন্য, ফিজিওথেরাপি নিতে যোগাযোগ করুন।01790-859373
03/05/2025

অল্প খরচে -সব ধরনের বাত/ব্যথা এর জন্য, ফিজিওথেরাপি নিতে যোগাযোগ করুন।
01790-859373

27/05/2023
প্রচন্ড মানসিক চাপে অতিষ্ট হয়ে গেলে বডি ম্যাসাজ করিয়ে নিন কোনো এক্সপার্টকে দিয়ে। বডি ম্যাসাজের মাধ্যমে মানসিক চাপ ও দ...
30/08/2022

প্রচন্ড মানসিক চাপে অতিষ্ট হয়ে গেলে বডি ম্যাসাজ করিয়ে নিন কোনো এক্সপার্টকে দিয়ে। বডি ম্যাসাজের মাধ্যমে মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে আনা যায়। প্রচন্ড চাপের পড়ে কিছুক্ষণ আরামদায়ক ম্যাসাজ আপনাকে করে তুলবে ঝরঝরে। বডি ম্যাসাজ করালে শরীরের স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে মানসিক চাপ অনেকটাই দূর হয়ে যায়।
হোম সার্ভিস দেয়া হয় ।
আমার সেবা সমূহঃ
১. ফুল বডি ম্যাসাজ (ডিপ ম্যাসাজ)
২. রিলাক্সিং ম্যাসাজ (লাইট ম্যাসাজ)
৩. সোলডার (কাধ) ম্যাসাজ
৪. বেলি ম্যাসাজ
৫. থাই ম্যাসাজ
৬. ফুট ম্যাসাজ
৭. ব্যাক ম্যাসাজ
৮. স্পেশাল ম্যাসাজ।
আপনি বডি ম্যাসেজ করতে চাইলে সরাসরি ইনবক্স করুন।অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ধারা সব ধরনের
❤️ফিজিওথেরাপী❤️এবং
❤️বডি ম্যাসাজ❤️
হোম সার্ভিস এর জন্য এখনি ইনবক্স করুন !
(পুরুষের জন্য মহিলা থেরাপিস্ট দেওয়া হয় না.!)



কুমোর ব্যাথার জন্য ফিজিওথেরাপি খুব ই গুরুত্ব পূর্ণ চিকিৎসা।     যে কোনো ধরনের       ফিজিওথেরাপি নিতে সরাসরি আমাদের পেজ এ...
24/07/2022

কুমোর ব্যাথার জন্য ফিজিওথেরাপি খুব ই গুরুত্ব পূর্ণ চিকিৎসা।

যে কোনো ধরনের ফিজিওথেরাপি নিতে সরাসরি আমাদের পেজ এ যুগাযুগ করেন।

Address

Sylhet, Dhaka
Sylhet
ALWAYS

Alerts

Be the first to know and let us send you an email when H.S.PhysioCare Home Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to H.S.PhysioCare Home Service:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram