মেসার্স সোহাগ মেডিকেল হল

মেসার্স সোহাগ মেডিকেল হল Thanks For Visiting Our page..

Hello,,,,,
আমাদের ফেইসবুক পেজটি ভিজিট করার জন্য ধন্যবাদ।

(মেসার্স সোহাগ মেডিকেল হল) একটি প্রাথমিক চিকিৎসা সেবার নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে খুব যত্ন সহকারে নানা ধরনের রোগের চিকিৎসা করা হয় এবং সকল ধরনের ঔষধ বিক্রয় করা হয়।

আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা : সাদিপুর দোকান ঘাট, সোনাতলা, সদর সিলেট।

23/03/2025
30/12/2024

ওরস্যালাইন-এন সঠিক নিয়মে না বানালে স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। তাই, ওরস্যালাইন-এন বানাতে সতর্ক থাকুন। ১ প্যকেট ওরস্যালাইন-এন ৫০০ মি.লি.পানিতে বানান।

ডিসক্লেইমার: শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক অ্যান্টিবায়োটিক বিক্রয়, সেবন বা গ্রহণ করেন হবে। ঔষধ ক্রয়ের সময় মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিন। মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন।

সিজারে বা’চ্চা নেওয়ার অপর নাম নীরব মৃ”ত্যু (মিস করবেন না স্বা’মী স্ত্রী দুজনেই পড়ুন)এক নার্স (সেবীকা)হলি ক্র’স মেডিক্যা...
28/10/2024

সিজারে বা’চ্চা নেওয়ার অপর নাম নীরব মৃ”ত্যু (মিস করবেন না স্বা’মী স্ত্রী দুজনেই পড়ুন)

এক নার্স (সেবীকা)হলি ক্র’স মেডিক্যালএর চি’কিৎসক হিসেবে কাজ করছেন ! গত মাসে তার ফুটফুটে পুত্র সন্তান হয় ।আমি তাকে প্রশ্ন করেছিলাম সিজারে অনেক বা’চ্চা ই তো পৃথিবীতে নিয়ে আসলি অ’পা’রেশন করে, এখন তোর সিজার কোন চি’কিৎসক করবে ?

উত্তরে জানায়, নরমাল ডে’লিভা’রির জন্য প্রিপারেসন নেওয়া হয়েছে । কারন ! সি’জারে বাচ্চা হলে একজন না’রী ২য় ,৩য় বার পুনরায় মা ‘’হতে গেলে ঝুকি থাকে ৯০.৭ % ।অনেক সময়েই বাচ্চার শরীর ছু’রি , কাচি লেগে শরীরের বিভিন্ন অ’’ঙ্গ ক্ষ’তি হয় যা আমা’দের দেশের চিকিৎসক গন কাউকেই বলেন না !অর্থের লো’ভে প্রত্যেক গ’র্ভ’বতী মা কে মেডিক্যাল চেকাপ এর আগে থেকে ই বলে রাখা হয় সি’জারে বাচ্চা নিতে হবে অন্যথায় !

মৃ’’ত্যু ঝুঁকির ভয় দেখানো হয়। জাতিসং’ঘের স্বাস্থ্য বিসয়ক সংস্থা WHO জানিয়েছে একটি দেশের ১৫% মেয়ে যদি একান্তে ই না পারে স্বাভা’বিক প্রক্রিয়া তে বাচ্চা নিতে, সে ক্ষেত্রে সিজার করাতে হবে। আমার দেশে বর্তমান সিজা’রে বাচ্চা হচ্ছে সে অনুপাতে ৯৭.৩% যা না’রী স্বাস্থ্যর জন্য ঝুঁ’কিপূর্ণ । এই সিজারে বাচ্চা নিতে গেলে যেমন মা মা’রা যায় বেশীরভাগ সময় তেমনি ক্ষতি হয় নব জ’ন্ম নেওয়া শি’শুটির ।

সিজারে হওয়া বাচ্চা অনেক বেশী অ’সুস্থ থাকে একটু খেয়াল করে দেখবেন,যা নরমালে হওয়া বা’চ্চাদের হয় না খুব একটা । প্রতি বছর সিজা’রে বাচ্চা হতে গিয়ে মা’রা যায় আমাদের দেশে ২৭.৯% মা ,শিশু ।এই ছারাও সিজার অ’পা’রেশনে রোগীর জন্য রক্ত চাওয়া হয় অনেক সময় ই ১০-১৫ ব্যাগ , যার মধ্যে বড় জোর ২ ব্যাগ র’ক্ত কাজে লাগিয়ে অন্যগুলো বিক্রি করা হয় ।সামাজিক স্ট্যাটাস হয়ে গেছে এখন সি’জারে বাচ্চা নেওয়া!

যা বর্তমান নারী দেহ কে ধ্বং’স করে দিচ্ছে নীরবে, চিকিৎসকরা সবই জানেন , বুঝেন কিন্তু হাঁসপাতালের মালিক দের খুশী রাখতে এবং নিজেদের অর্থনীতি কে শক্তিশালী করতে তারা করেন না’রীর পেট কাঁটা বিজনেস। এক লোকের চারজন স্ত্রী’ ছিল। একদিন লোকটা অসুস্থ হয়ে পড়লো এবং জানতে পারলো যে সে আর বেশী দিন বাঁ’চবেনা। লোকটা ইচ্ছা করলো যে… এক লোকের চারজন স্ত্রী ছিল।

লোকটা তার ৪র্থ স্ত্রী’কেই বেশী ভালোবাসতো এবং যত্ন করতো। সে তার ৩য় স্ত্রী’কেও অনেক ভালোবাসতো এবং বন্ধু বান্ধবদের সামনে স্ত্রী’র প্রশংসা করতো। তার ভয় ছিলো যে এই স্ত্রী হয়তো কোনদিন অন্য কারো সাথে পালিয়ে যেতে পারে.! সে তার ২য় স্ত্রী’কেও ভালোবাসতো। লোকটা যখনি কোন বিপদে পড়তো, তখনি সে তার এই স্ত্রী’র কাছে সমাধান চাইতো এবং তার স্ত্রী’ তাকে সমাধান দিয়ে সাহায্য করতো। কিন্তু, লোকটা তার ১ম স্ত্রী’কে একদম ভালোবাসতো না এবং

যত্নও করতোনা। এই স্ত্রী’ লোকটাকে অত্যন্ত ভালোবাসতো, তার অনুগত থাকতো এবং তার যত্ন নিতে চাইতো। লোকটা তা পছন্দ করতোনা। একদিন লোকটা অসুস্থ হয়ে পড়লো এবং জানতে পারলো যে সে আর বেশী দিন বাঁচবেনা।লোকটা ইচ্ছা করলো যে সে যখন মারা যাব’’ে, তার কোন একটা স্ত্রী’কেও নিয়ে যাব’ে তার সাথে করে, যাতে করে সে পেতে পারে এই ভেবে যে মৃ’’ত্যুর পর সে একা নয়, তার একজন স’ঙ্গীও সাথে আছে।

লোকটা তিনজন স্ত্রী’কে ডেকে এনে তার সাথে মৃ’’ত্যুবরণ করার ইচ্ছাটা বললো এবং কে যেতে চায় তা জিজ্ঞেস করলো।“এটা ‘’হতেই পারেনা”, বলেই তার ৪র্থ স্ত্রী’ সাথে সাথে ঐ জায়গা থেকে চলে গেলো লোকটার ইচ্ছাকে প্রত্যাখ্যান করে।৩য় স্ত্রী বললো, “জীবন এখানে খুবই সুন্দর। তোমার মৃ’’ত্যুর পর আমি অন্য কাউকে বিয়ে করে নেবো.!” বলে সেও চলে গেল। ২য় স্ত্রী’ বললো, “তুমি আমার কাছে সমাধান চাইতে। কিন্তু এই ব্যাপারে আমা’র কোন সমাধান নেই।

দুঃখিত তোমাকে সাহায্য করতে না পেরে। তবে তোমার মৃ’’ত্যুর আগে পর্যন্ত আমি তোমার পাশে সর্বদা আছি.! স্ত্রীদের কথা শুনে লোকটা অত্যন্ত কষ্ট পেলো এবং বি’ম’র’্ষ হয়ে পড়লো……: “আমি তোমা’র সাথে যাব’’, তুমি যেখানেই যাওনা কেন,আমি তোমাকে অনুসরণ করবো.!” হঠাৎ একটা কন্ঠ বলে উঠলো.! লোকটা তাকিয়ে দেখলো যে কন্ঠটা তার ১ম স্ত্রী’র।ভালোবাসা এবং যত্নের অভাবে তার এই স্ত্রী’র চেহারা মলিন, দেহ ক’ঙ্কালসার, অপুষ্টির চিহ্ন সারা শরীরে।

লোকটা অশ্রুসিক্ত নয়নে বললো, “হায় কি আফসোস.! তোমাকে কখনো ভালোবাসিনি, যত্ন করিনি। আজ তুমি আমার সাথে যেতে চাইছে। এতদিন কি ভুলটাই না করেছি তোমার কথা না ভেবে.! আজ শেষ সময়ে ভুলটা বুঝতে পারলাম.!”আসলে, আমা’দের প্রত্যেকের জীবনে এই চারজন স্ত্রীর মত ব্যাপারটি আছে।

শুভ সন্ধ্যা 🥀🥀
17/06/2024

শুভ সন্ধ্যা 🥀🥀

◽সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা @রক্তচাপ নিয়ন্ত্রণ করে @রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় @ক্যানসার রোধে সহয়তা ...
15/05/2024

◽সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

@রক্তচাপ নিয়ন্ত্রণ করে
@রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়
@ক্যানসার রোধে সহয়তা করে
@যৌন শক্তি বৃদ্ধি করে
@হজম শক্তি বাড়ায়
@ত্বক ভালো রাখে
@হৃদরোগের ঝুঁকি কমে
@বয়সের চাপ দুর করে
@ভিটামিন ডি এর অভাব পুরণে সহায়তা করে
@চুল ভালো রাখে
@ রক্তের চর্বি কমায়
@কোষ্ঠকাঠিন্য দুর করে

◽আমরা যারা ফার্মেসিতে কাজ করি, আমরা ওষুধ বিক্রির পাশাপাশি   বিভিন্ন প্যাকটিকাল কাজ ও করে থাকি, যেমন ইনজেকশন পুশ করা।  আম...
01/05/2024

◽আমরা যারা ফার্মেসিতে কাজ করি, আমরা ওষুধ বিক্রির পাশাপাশি বিভিন্ন প্যাকটিকাল কাজ ও করে থাকি, যেমন ইনজেকশন পুশ করা। আমরা প্রতিনিয়ত গ্রাহককে ইনজেকশন পুশ করি কিন্তু কোন ইনজেকশন কত ডিগ্রি এনগেলে পুশ করতে হয় তা আমরা জানিনা, যার ফলে গ্রাহকের ইনফেকশন সহ নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, ঠিক তেমনি আমাদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমরা কোন ইনজেকশন কত ডিগ্রি এনগেলে দিতে হয় তা জানবো

◽IM - Intramuscular (ইন্ট্রামাসকুলার) IM ইনজেকশন মাংস পেশিতে দিতে হয়। IM ইনজেকশন ঠিক 90 ডিগ্র এনগেলে মাংস পেশিতে দিতে হয়।যেমন, Diclofenac injection

◽IV - Intravenous (ইন্ট্রাভেনাস) IV ইনজেকশন শিরায় দিতে হয়। IV ইনজেকশন ঠিক 25 ডিগ্রি এনগেলে শিরায় দিতে হয়

◽SC -Sub cutaneous (সাবকিউটেনাস) SC ইনজেকশন চমডার নিচে দিতে হয়। সাবকিউটেনাস ইনজেকশন 45 ডিগ্রি এনগেলে চামড়ার নিচে দিতে হয়। যেমন, ইনসুলিন

ID - Intra dermal (ইন্ট্রাডারমাল ) ID ইনজেকশন চামড়ার মধ্যে দিতে হয়। ইন্ট্রাডারমাল ইনজেকশন 10- 15 ডিগ্রি এনগেলে দিতে হয় । যেমন, বিসিজি টিকা ( যক্ষা রোগের)

ধন্যবাদ সাথে থাকার জন্য

09/04/2024
ঈদ মোবারক 🥀🥀মেসার্স সোহাগ মেডিকেল হল সাদিপুর ,দোকান ঘাট ,সোনাতলা ,সদর সিলেট।
09/04/2024

ঈদ মোবারক 🥀🥀
মেসার্স সোহাগ মেডিকেল হল
সাদিপুর ,দোকান ঘাট ,সোনাতলা ,সদর সিলেট।

দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যেসব ক্ষতি হয়"‼️📌দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন? বিজ্ঞান কি বলে?চিকিৎসা বিজ্ঞানের গবেষণা...
12/02/2024

দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যেসব ক্ষতি হয়"‼️📌
দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন? বিজ্ঞান কি বলে?
চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সব মারাত্মক ক্ষতি হয় :
(১) দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোন চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু বের হতে পারে না। বরং তা উপর দিকে উঠে যায়। ফলে অস্থিরতা বাড়ে, রক্ত চাপ বাড়ে, হৃদযন্ত্রে স্পন্দন বাড়ে, খাদ্যনালী দিয়ে বার বার হিক্কা আসতে থাকে।
(২) দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে ফলে সহজেই ওসব দূষিত পদার্থ বের হয়ে যায়।
(৩) দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয়।
(৪) দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে।
(৫) যারা নিয়মিত দাড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস, কিডনী রোগ হবেই।
(৬) দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌন শক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গ নরম ও তেনা তেনা হয়ে যায় এবং সহজে সোজা ও শক্ত হতে চায় না। উত্তেজনার সময় যদিও শক্ত হয় কিছুক্ষন পর কিছু বের না হতেই তা আবার ছোট ও নরম হয়ে যায়।
(৭) দাঁড়িয়ে প্রস্রাব করলে পরিবেশ দূষিত হয়। সেই দূষিত বায়ু আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে।
(৮) দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিটা দেহে ও কাপড়ে লাগে ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে।
স্বাস্থ্য বিজ্ঞান বলে উপরোক্ত দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রস্রাব করা উচিত।
অথচ সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) চৌদ্দশত বছর আগেই দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্রাব করার আদেশ দিয়েছেন।
“ওমর (রা:) বলেন- নবী(স:) কোন একদিন আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন, হে ওমর তুমি কখনই দাঁড়িয়ে প্রস্রাব করবে না। এরপর আমি আর কখনই দাঁড়িয়ে প্রস্রাব করিনি”। (তিরমীযি হাদীস/১২)।

Happy new year -2024🌹🌺মেসার্স সোহাগ মেডিকেল হল সাদিপুর দোকান ঘাট সোনাতলা সদর সিলেট
01/01/2024

Happy new year -2024🌹🌺
মেসার্স সোহাগ মেডিকেল হল
সাদিপুর দোকান ঘাট সোনাতলা সদর সিলেট

Address

সাদিপুর দোকান ঘাট, সোনাতলা, সদর সিলেট
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when মেসার্স সোহাগ মেডিকেল হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেসার্স সোহাগ মেডিকেল হল:

Share