
21/10/2024
আমাদের ঢাকা সেন্টার (ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার, ১৯৫ গ্রীন রোড) আবার চালু হয়েছে। আমি নিয়মিত প্রতি মাসের ১, ২ এবং ১৬, ১৭ তারিখ ঢাকার চেম্বারে রোগী দেখছি। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার চেম্বার খোলা থাকে। ডাঃ আবু নাইম আহমদ উক্ত সময়ে নিয়মিত রোগী দেখছেন। এখানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত, এছাড়া শরীরের যেকোন ক্ষত ও স্থুলতার চিকিৎসা করা হয়। এখান থেকে প্রস্থেটিক্স ও অর্থোটিক্স সেবাও পাওয়া যাবে।
ঢাকা ও সিলেট চেম্বারে রিমোট ডেস্কটপ নেটওয়ার্ক ও ক্লাউড বেইজড সফ্টঅয়্যার টার্মিনাল স্থাপন করা হয়েছে। তাই ঢাকা বা সিলেট চেম্বারের যেকোন এক জায়গায় বসে আরেক জায়গার রোগী দেখা, রোগীর সাথে কথা বলা ও প্রেস্ক্রিপশন প্রিন্ট করা এখন খুব সহজ।
সবাই আমন্ত্রিত। ধন্যবাদ।