08/07/2025
Wound Dehiscence (সিজার বা অন্য কোন অপারেশন পরবর্তী ফেটে যাওয়া ক্ষত) অত্যন্ত দ্রুত নিরাময়ের জন্য NPWT (Negative Pressure Wound Therapy) অত্যন্ত কার্যকর ও সফল চিকিৎসা পদ্ধতি।
Wound Dehiscence এর চিকিৎসা NPWT (Negative Pressure Wound Therapy) এর মাধ্যমে করলে ক্ষত অতি দ্রুত শুকায় এবং দ্বিতীয়বার সেলাই করা লাগে না। এটি সম্পূর্ণ ব্যথা মুক্ত। থেরাপি শুরু করলে এক/দুই দিনের মধ্যেই ব্যথা এবং ফুলা কমে যায়।
তাই, আর দেরী না করে Wound Dehiscence, ডায়াবেটিক ফুট, বার্ন ও বেড সোর সহ শরীরের যেকোন ধরণের ক্ষত এবং ডায়াবেটিসের সুচিকিৎসার জন্য আমাদের সেন্টারে চলে আসুন। ধন্যবাদ।
পরিচালকঃ ডাঃ এম. মঞ্জুর আহমেদ, এমবিবিএস; এমএসসি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স - থাইল্যান্ড); পিজিটি (সার্জারী); সিসিডি (বারডেম); ইডিসি (বারডেম)। (ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে ডায়াবেটিক ফুট কেয়ার এবং ক্ষত নিরাময় বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত)