Kajolhaor Diabetic Center

Kajolhaor Diabetic Center This is a dedicated center for patient with Diabetes, Diabetic Foot and any other Wounds.

Wound Dehiscence (সিজার বা অন্য কোন অপারেশন পরবর্তী ফেটে যাওয়া ক্ষত) অত্যন্ত দ্রুত নিরাময়ের জন্য NPWT (Negative Pressure...
08/07/2025

Wound Dehiscence (সিজার বা অন্য কোন অপারেশন পরবর্তী ফেটে যাওয়া ক্ষত) অত্যন্ত দ্রুত নিরাময়ের জন্য NPWT (Negative Pressure Wound Therapy) অত্যন্ত কার্যকর ও সফল চিকিৎসা পদ্ধতি।
Wound Dehiscence এর চিকিৎসা NPWT (Negative Pressure Wound Therapy) এর মাধ্যমে করলে ক্ষত অতি দ্রুত শুকায় এবং দ্বিতীয়বার সেলাই করা লাগে না। এটি সম্পূর্ণ ব্যথা মুক্ত। থেরাপি শুরু করলে এক/দুই দিনের মধ্যেই ব্যথা এবং ফুলা কমে যায়।
তাই, আর দেরী না করে Wound Dehiscence, ডায়াবেটিক ফুট, বার্ন ও বেড সোর সহ শরীরের যেকোন ধরণের ক্ষত এবং ডায়াবেটিসের সুচিকিৎসার জন্য আমাদের সেন্টারে চলে আসুন। ধন্যবাদ।
পরিচালকঃ ডাঃ এম. মঞ্জুর আহমেদ, এমবিবিএস; এমএসসি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স - থাইল্যান্ড); পিজিটি (সার্জারী); সিসিডি (বারডেম); ইডিসি (বারডেম)। (ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে ডায়াবেটিক ফুট কেয়ার এবং ক্ষত নিরাময় বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত)

আমাদের ঢাকা সেন্টার (ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার, ১৯৫ গ্রীন রোড) আবার চালু হয়েছে। আমি নিয়মিত প্রতি মাসের ১, ২...
21/10/2024

আমাদের ঢাকা সেন্টার (ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার, ১৯৫ গ্রীন রোড) আবার চালু হয়েছে। আমি নিয়মিত প্রতি মাসের ১, ২ এবং ১৬, ১৭ তারিখ ঢাকার চেম্বারে রোগী দেখছি। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার চেম্বার খোলা থাকে। ডাঃ আবু নাইম আহমদ উক্ত সময়ে নিয়মিত রোগী দেখছেন। এখানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত, এছাড়া শরীরের যেকোন ক্ষত ও স্থুলতার চিকিৎসা করা হয়। এখান থেকে প্রস্থেটিক্স ও অর্থোটিক্স সেবাও পাওয়া যাবে।
ঢাকা ও সিলেট চেম্বারে রিমোট ডেস্কটপ নেটওয়ার্ক ও ক্লাউড বেইজড সফ্টঅয়্যার টার্মিনাল স্থাপন করা হয়েছে। তাই ঢাকা বা সিলেট চেম্বারের যেকোন এক জায়গায় বসে আরেক জায়গার রোগী দেখা, রোগীর সাথে কথা বলা ও প্রেস্ক্রিপশন প্রিন্ট করা এখন খুব সহজ।
সবাই আমন্ত্রিত। ধন্যবাদ।

13/09/2024

কাজলহাওড় ডায়াবেটিক সেন্টারের বহির্বিভাগে দক্ষ এমবিবিএস ডাক্তার নিয়মিত প্রতিদিন সকাল ১০টা - বিকাল ৩টা পর্যন্ত জেনারেল রোগী সহ সব ধরনের রোগী দেখছেন (শুক্রবার বন্ধ)। বহির্বিভাগে রোগী দেখানোর ফী মাত্র ২০০/-(দুই শত টাকা)।
যেকোন রোগীর ক্ষেত্রে প্রথমেই অধিক ফী দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর প্রয়োজন হয়না। বেশীরভাগ রোগীর ক্ষেত্রেই একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার প্রাথমিক পর্যায়ে যেকোন রোগের প্রয়োজনীয় সুচিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করে তুলতে সক্ষম। এরপর প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হওয়া যেতে পারে।
কাজলহাওড় ডায়াবেটিক সেন্টারের বহির্বিভাগে চিকিৎসা নিন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন। ধন্যবাদ।

20/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আঘাতপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে যাঁদের পায়ের বা শরীরের যেকোন ক্ষত ২ সপ্তাহের বেশী সময় পার হয়ে যাওয়ার পরেও শুকাচ্ছে না, তারা দ্রুত কাজলহাওড় ডায়াবেটিক সেন্টারে চলে আসো। আমরা আমাদের অত্যাধুনিক ক্ষত শুকানোর চিকিৎসা দিয়ে সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা করবো ক্ষত বা গ্যাংগ্রীন সারিয়ে তুলতে। এই সেবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আঘাতপ্রাপ্ত সবার জন্য উন্মুক্ত। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং অন্যান্যরা তাঁদের আইডি কার্ড সাথে আনলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ধন্যবাদ।

11/08/2024

সিলেটবাসীর জন্য সুখবর। আগামী ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার কাজলহাওড় ডায়াবেটিক সেন্টারে বহির্বিভাগ/OPD চালু হতে যাচ্ছে।

বহির্বিভাগে স্বল্প খরচে মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, চর্মরোগ, এলারজি, নাক-কান-গলা, বাত-ব্যাথা, জন্ডিস, জলবসন্ত, জ্বর-কাশি-মাথা ব্যাথা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পেটে ব্যথা, চোখ ওঠা, ডায়রিয়া-বমি, ইউরিন ইনফেকশান, কুকুর-বিড়ালের কামড়, দুরবলতা-রক্তশুন্যতা ও যেকোন জেনারেল রোগী সহ সব বয়সের সব ধরণের রোগী দেখানো যাবে এবং জেনারেল হেলথ চেক-আপ করানো যাবে।

বহির্বিভাগের সময়সূচীঃ
প্রতিদিন সকাল ১০টা – বিকাল ৩টা পর্যন্ত
(শুক্রবার বন্ধ)

17/07/2024

ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত (Diabetic Foot) নিরাময়ের জন্য "কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার" সিলেটে অবস্থিত একমাত্র ডেডিকেটেড ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টার (Diabetic Foot Care Center)। বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে এখানে ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত (ডায়াবেটিক ফুট Diabetic Foot), বার্ন (Burn) (জ্বলা) ও বেড সোর (Bed Sore) সহ শরীরের যেকোন ধরণের ক্ষত (Wound) নিরাময়ের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিতে আসুন। পাশাপাশি, অতি উচ্চ মাত্রার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ও অতিরিক্ত ওজন (Obesity) কমাতে আমাদের চিকিৎসা গ্রহণ করুন। পরিচালকঃ ডাঃ এম. মঞ্জুর আহমেদ, এমবিবিএস; এমএসসি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স - থাইল্যান্ড); পিজিটি (সার্জারী); সিসিডি (বারডেম); ইডিসি (বারডেম)। (ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে ডায়াবেটিক ফুট কেয়ার এবং ক্ষত নিরাময় বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত)

This is a dedicated center for patient with Diabetes, Diabetic Foot and any other Wounds.

02/07/2024

কাজলহাওড় ডায়াবেটিক সেন্টারে শীঘ্রই 'আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট' (OPD / বহির্বিভাগ) চালু হতে যাচ্ছে। বহির্বিভাগে মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, চর্মরোগ, নাক কান গলা, চক্ষু, হাড়-জোড়া ও জেনারেল রোগী সহ সব ধরণের রোগী কম খরচে দেখানো যাবে। সবার সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ।

27/06/2024

ডাঃ এম. মঞ্জুর আহমেদ প্রতিদিন দুপুর ১টা - বিকাল ৩টা এবং সন্ধ্যা ৭টা - রাত ১০টা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন "কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার"-এ। শুক্রবার বন্ধ।
ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত নিরাময়ের জন্য "কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার" সিলেটে অবস্থিত একটি ডেডিকেটেড ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টার। বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে এখানে ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত (ডায়াবেটিক ফুট), বার্ন (জ্বলা) ও বেড সোর সহ শরীরের যেকোন ধরণের ক্ষত নিরাময়ের চিকিৎসা নিতে আসুন। পাশাপাশি, অতি উচ্চ মাত্রার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ও অতিরিক্ত ওজন কমাতে আমাদের চিকিৎসা গ্রহণ করুন। পরিচালকঃ ডাঃ এম. মঞ্জুর আহমেদ, এমবিবিএস; এমএসসি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স - থাইল্যান্ড); পিজিটি (সার্জারী); সিসিডি (বারডেম); ইডিসি (বারডেম)। (ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে ডায়াবেটিক ফুট কেয়ার এবং ক্ষত নিরাময় বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত)

This is a dedicated center for patient with Diabetes, Diabetic Foot and any other Wounds.

05/03/2024

ডায়াবেটিস নিয়ন্ত্রন করুন, জীবন বাঁচান। ডায়াবেটিস ও ডায়াবেটিক ফুটের উন্নত চিকিৎসার জন্য আসুন। ডাঃ এম. মঞ্জুর আহমেদ, এমবিবিএস; এমএসসি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স - থাইল্যান্ড); পিজিটি (সার্জারী); সিসিডি (বারডেম); ইডিসি (বারডেম)। (ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে ডায়াবেটিক ফুট বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত)

This is a dedicated center for patient with Diabetes, Diabetic Foot and any other Wounds.

27/01/2024

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার-এ প্যাথলজী বিভাগ খোলা হয়েছে। আপনাদের আস্থা অটুট রাখতে আমরা আপ্রান চেষ্টা চালিয়ে যাবো ইনশা আল্লাহ্‌। সবাই আমন্ত্রিত।

This is a dedicated center for patient with Diabetes, Diabetic Foot and any other Wounds.

17/11/2023

ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত নিরাময়ের জন্য এটি সিলেটে অবস্থিত একটি ডেডিকেটেড ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টার। বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে এখানে ডায়াবেটিক ফুটের চিকিৎসা নিতে আসুন। পাশাপাশি, অতি উচ্চ মাত্রার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ও অতিরিক্ত ওজন কমাতে আমাদের চিকিৎসা গ্রহণ করুন। পরিচালকঃ ডাঃ এম. মঞ্জুর আহমেদ, এমবিবিএস; এমএসসি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স - থাইল্যান্ড); পিজিটি (সার্জারী); সিসিডি (বারডেম); ইডিসি (বারডেম)। (ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে ডায়াবেটিক ফুট বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত)

This is a dedicated center for patient with Diabetes, Diabetic Foot and any other Wounds.

Address

Kajolshah Point (Above Fulkoli), Osmani Medical Road
Sylhet
3100

Telephone

+8801711973291

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kajolhaor Diabetic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kajolhaor Diabetic Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category