08/09/2022
"হিজামা" আধুনিক পরিভাষায় যাকে "কাপিং থেরাপি" (Cupping Therapy) ও বলা হয়।
বিশ্বের প্রাচীনতম, বিজ্ঞান ও সুন্নাহ্ ভিত্তিক একটি চিকিৎসা পদ্ধতি।
▶️ হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।”
(সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬)
এ পদ্ধতি, যা নবী (সা:)নিজেও নিয়েছেন এবং অন্যদেরকে এটার প্রতি উৎসাহিত করেছেন।
হিজামার উপকারিতা:
♦ হিজামার সূক্ষ্ম আচর/স্ক্র্যাচের ফলে সাব এপিথেলিয়াল ক্যাপিলারি ইনজুরি হয়, ফলে এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, এই নাইট্রিক অক্সাইডের কারণেই-
⭕ হিজামা যে যে রোগের জন্য করাতে পারেন-
হিজামা ইমিউনিটি বুস্ট করে করোনা ইনফেকশান প্রতিরোধে সাহায্য করে।
হিজামা নাইট্রিক অক্সাইড বুস্ট করে, এর ফলে করোনা রোগীরঃ
♦ করোনা ভাইরাসের বিরুদ্ধে ডিরেক্ট এন্টি ভাইরাল ইফেক্ট দেয়।
♦ "হিজামা সমস্ত রোগের জন্য উপকার করে"
♦সুস্থ মানুষের জন্যেও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
♦ অক্সিডেটিভ স্ট্রেস এর নিয়ন্ত্রন করে।
♦ ফুসফুসের শ্বাস প্রশ্বাস এর সাথে রক্তের অক্সিজেনের মাত্রা সমন্বয় করে।
♦ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে
♦নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রসারিত রাখে।
♦ নাইট্রিক অক্সাইড অনাকাংক্ষিত ব্লাড ক্লট প্রিভেন্ট করে।
♦শরীরকে ডিটক্সিফাই করে।
♦রক্ত সঞ্চালন সক্রিয় করে।
♦হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে।
♦সৃতিশক্তি বৃদ্ধি করে।
♦দেহের জীবনীশক্তি ও যৌনশক্তি বৃদ্ধি করে।
♦রক্ত, ত্বক, কিডনি, লিভার ও হার্ট পরিষ্কার করে।
♦দেহের সব ধরণের ব্যাথা দূর করে।
♦উচ্চরক্তচাপ (High Blood Pressure)
♦সব ধরনের বাতের ব্যাথা।
♦ডায়াবেটিস ও মুটিয়ে যাওয়া।
♦কোমরের ব্যাথা ও হাটুর ব্যাথা।
♦ঘাড়ের ও মাংসপেসির ব্যাথার স্থায়ী নিরাময়।
♦চুল পড়া ও মাইগ্রেন জনীত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা।
♦ব্রন,মেসতা,ও রক্তদূষন।
♦খেলোয়ার,আর্মি ও পোলিশ
বাহিনীর স্পোর্টিস ইন্জুরি।
♦হরমোন ও মেয়েদের অন্যান্য সমস্যা। ♦কোলস্টোরলের সমস্যা।
♦হৃদ রোগ ও প্যারালাইসিস।
♦ঘুম জনিত সমস্যা (insomnia)
♦যে কোন রকমের চর্মরোগ Skin Diseases)
♦জয়েন্টের ব্যথা (Gout Pain)
♦রক্ত জমাট বাধা বা অবস ভাব।
♦ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
♦কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
♦স্মৃতিহীনতা (Parkinson's disease)
♦️থাইরয়েডের সমস্যা (Thyroid Problem) ♦সাইনুসাইটিস (Sinuses problem)
এ সকল সমস্যার স্থায়ী নিরাময় হয়, ইনশা-আল্লাহ।
⭕একজন সুস্থ মানুষও সুন্নাহ হিসেবে হিজামা করানোর মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন।
#বিভিন্ন_রিসার্চ_থেকে_জানা_যায় যে, কোন সুস্থ মানুষ যদি বছরে 2-3 বার হিজামা থেরাপি নেন, তবে তিনি 80--90 ভাগ রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকবেন। তাই,সুস্থ্য-অসুস্থ্য যে কেউ এই চিকিৎসা অনায়াসেই নিতে পারে। তাছাড়া, একটি সুন্নাতকে জিন্দা করার জন্য হলেও আমাদের প্রত্যেকেরই মাঝে মাঝে হিজামা থেরাপি নেওয়া উচিৎ।
শুধু তাই নয়, হিজামার উপকারিতা পেয়ে মুসলিম অমুসলিম নির্বিশেষে বিশ্বসেরা অনেক সেলিব্রেটি নিয়মিত হিজামা করান। কিন্তুু আমরা মুসলিমরা আজ এই সুন্নাহ চিকিৎসা হারিয়ে ফেলেছি। এখনো আরবদেশ গুলোতে এই চিকিৎসা বিদ্যমান আছে। তাই আসুন রাসূল (সাঃ) এর মৃতুপ্রায় সুন্নাহ চিকিৎসা পুনরুজ্জীবিত করি। আসুন আমরা হিজামার মাধ্যমে চিকিৎসা গ্রহন করে সুন্নাতকে জিন্দা করি ।
#হিজামা_সংক্রান্ত_কয়েকটি_সহিহ_সমূহ:🤍
🛑মহানবী (সা.) বলেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)
🛑 রাসূল (সা.)বলেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’ (তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
🛑 মহানবী (সা.) বলেন, ‘গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৮২)
🛑 রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘হিজামাকারী কতই না উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে।’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
🛑 হযরত জাবির (রাদি.) থেকে বর্ণিত : রাসূলুল্লাহ (সা.) বলেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।”
সহীহ মুসলিম, হাদীস : ২২০৫)
#প্রতিটি সুস্থ্য মানুষের জন্যেও হিজামা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও রোগপ্রতিষেধক হিসাবে কাজ করে ও শরীরের দূষিত্ব বর্জ্য (Toxin) বের করে আনে যার ফলে রক্ত সঞ্চালন ভালো ভাবে করতে পারে।
বছরে ৩-৪ বার হিজামা করানো উত্তম। কারণ হিজামা মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
দেহের জীবনী শক্তি ও যৌনশক্তি বৃদ্ধি করে ও সৃতিশক্তি বৃদ্ধি করে এবং শরীরের রক্ত পরিষ্কার , ত্বক সৌন্দর্য বৃদ্ধি পায়, কিডনি, লিভার ও হার্ট পরিষ্কার করে
দেহের সব ধরণের ব্যাথা দূর
হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে
সুস্থ্য-অসুস্থ্য যে কেউ এই চিকিৎসা অনায়াসেই নিতে পারে। তাছাড়া, একটি সুন্নাতকে জিন্দা করার জন্য হলেও আমাদের প্রত্যেকেরই মাঝে মাঝে হিজামা থেরাপি নেওয়া উচিৎ।
এক. এতে সুন্নাহ পালন হবে দুই. নিয়মিত সুন্নাহ হিজামা করালে চুল বৃদ্ধি পায়, চুল পড়া কমে, স্মরণশক্তি বৃদ্ধি পায়,। অলসতা, অবসাদগ্রস্ততা বিদূরিত হয়, রোগজীবাণু সহজেই আক্রান্ত করতে পারে না, রক্ত পরিশুদ্ধ হয়, শরীর রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠে অনেকটা disease-proof এর মত।
★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★
তাই সুস্থ মানুষ হিজামা করালে, হিজামা কাপিং এর উপকারিতা রয়েছে।
=========================
👉 লিভারকে পরিস্কার করে ,
👉 শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
👉 ঘুমের উন্নতি করে,
👉 শারীরিক শক্তি বৃদ্ধি করে,
👉 রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
👉 পায়ের দুর্গন্ধ দূর করে,
👉 কিডনি পরিষ্কার করে,
👉 বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
👉 ত্বক পরিষ্কার করে।
👉 যৌন দুর্বলতা দূর করে।
👉 শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন দূর করতে সাহায্য করে।
হাড় মচকানো, কঠিন ব্যাথা, জয়েন্ট, মাথা, ঘার, পেট,
পিঠ, কোমর, হাটু, বাত,
স্পোর্টস ইনজুরি ও মাংসপেশীর ব্যাথা সহ অন্যান্য অঙ্গের ব্যাথা) হিজামা নিন সুস্থ থাকুন।
♦ ডায়বেটিস, মাইগ্রেন, টনসিল, ব্রন, গ্যাস্ট্রিক, অবস/ প্যারালাসিস মুটিয়ে যাওয়া, চর্মরোগ, চুলপড়া, উচ্চরক্তচাপ, ঘুমের ব্যাঘাত, ফোঁড়া-পাঁচড়া, চোখ-কানের সমস্যা ও মাদকাসক্তি সহ বিভিন্ন রোগ নিরাময়ে হিজামা একটি সফল চিকিৎসা ব্যবস্থা।
#সুন্নাহ_হিজামা বা ওয়েট কাপিংঃ হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র নেচারাল পদ্ধতি। এই পদ্ধতিতে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ন Organs কে হিজামার মাধ্যমে স্টিমুলেশন করে blood circulation বাড়ানোর মাধ্যমে শরীর কে সতেজ ও অধিক কর্মক্ষম করে।
★হিজামা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুনঃ
https://www.facebook.com/AlHijamaTherapyClinic
আল হিজামা থেরাপি ক্লিনিক।
এপয়েন্টমেন্ট নিতে কল করুন,
☎️ Helpline : 01720605998, 01725913355
♌যেহেতু মাথায় হিজামা করার বিশেষ কিছু উপকারিতা আছে এইজন্য সেটা আলাদা ভাবে উল্লেখ করা হল।**
▶️ আব্দুল্লাহ বিন আব্বাস (রা:) বর্ণনা করেন ।রাসুলূল্লাহ সা: যখন ইহরাম অবস্থায় তখন একগুঁয়ে মাথাব্যথার জন্য হিজামা ব্যবহার করেন।
(সহীহ বুখারী /৫৭০১)
☪️সালমা (রা:) বলেন. যখন কেউ রাসুলুল্লাহ (সা:) এর নিকট এসে মাথাব্যথার কথা বলতেন,
তিনি তাদেরকে হিজামা লাগানোর কথা বলতেন ।
(আবু দাউদ ৩৮৫৮)
⚕️ কালো যাদু বা কুফরী বিনষ্ট করার উদ্দেশ্য **
ইবনুল কাইয়ুম (রহ:) মন্তব্য করেন রাসুলুল্লাহ (সা:) যখন যাদু দ্বারা পীড়িত হোন তখন তিনি মাথায় শিঙ্গা লাগান। এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিক ভাবে করা হয়। ( যাদুল মায়াদ ৪/১২৫-১২৬)
**মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হল।**
১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।
⭕হিজামা সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা এবং এর সাথে কোন মেডিসিন গ্রহণ করতে হয় না।
⭕ব্যাথার ঔষধ খেলে কিডনি, লিভার ড্যামেজ হবার প্রবল আশংকা থাকে। অথচ হিজামা সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসা।
✳️ সুতরাং চিকিৎসাক্ষেত্রে হিজামার গুরুত্ব যে কত বেশি তা আর বলার অপেক্ষা রাখে না।
♻️ হিজামার আগে করনীয় বিষয় সমূহ
১। হিজামার পুর্বে দুই ঘন্টা পর্যন্ত খাবার থেকে বিরত থাকবেন।
২। গোসল করে নিবেন।
৩। পুরুষরা মাথা মুন্ডিয়ে আসলে ভাল। যেহেতু মাথায় হিজামা করলে বিশেষ কিছু উপকারিতা পাওয়া যায়।
🔰 #হিজামার পরে করনীয় বিষয় সমূহ # #
১। ২৪ ঘন্টা পর্যন্ত গোসল করা যাবে না এবং হিজামার জায়গায় পানি লাগানো যাবে না।
২। ২৪ ঘন্টা পর্যন্ত কোন ব্যয়াম এবং স্ত্রী সহবাস করা যাবে না।
৩। ২৪ ঘন্টা পর্যন্ত লম্বা সফর করা যাবে না।
৪। ৪৮ ঘন্টা পর্যন্ত কোন গরম সেক ইত্যাদি দেয়া যাবে না।।
নিচে আমার পেইজের লিংক দিলাম আরো জানার জন্য ঘুরে আসতে পরেন
https://www.facebook.com/AlHijamaTherapyClinic
অথবা কল করে বিস্তারিত জেনে নিন ।
☎️ Phone: 01720605998,
📱-01716749474 (whatsapp & Cellular)
সুন্নাতি এই চিকিৎসা টি শেয়ার করে অন্যকে জানিয়ে দিতে পারেন..🤍
🌀you can share with others...💖