08/01/2025
🎉 প্রিয় সিলেটবাসী!!!
📣 এবার আপনাদের জন্য আমেরিকা এবং ইউরোপে উচ্চশিক্ষা ও কাজের সুযোগ-সুবিধা বিষয়ক একটি ফ্রি অনলাইন সেমিনার নিয়ে এসেছে McDreamer USA
📆 তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৫, শুক্রবার।
🕖সময়ঃ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা (বাংলাদেশ সময়)
✅ কেনো এই সেমিনারে যোগ দেবেন❓
এই ফ্রি সেমিনারে আপনি পাচ্ছেন-
১. আমেরিকা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, হাঙ্গেরি, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, বুলগেরিয়া সহ আরও অনেক ইউরোপীয় দেশে উচ্চশিক্ষার সুযোগ সুবিধা বিষয়ক বিস্তর আলোচনা।
২. ইউরোপরের সেনজেন দেশ ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, চেক রিপাবলিক, লিথুয়ানিয়া এবং ইউরোপের নন-সেনজেন দেশ সার্বিয়া তে টাইপ-ডি ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার বিস্তর আলোচনা।
৩. ভিসা আবেদনের নিয়ম-কানুন, প্রক্রিয়া ও প্রয়োজনীয় টিপস।
৪. আপনার উচ্চশিক্ষা এবং বাহিরে যাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা।
সেমিনারে আপনাদের চাঁদপুরের যেসব গর্বিত স্পিকাররা আলোচনা করবেনঃ
১. Md Sharif Hossain
CEO, McDreamer USA
PhD Fellow, Medical College of Wisconsin, USA
২. Dr. Md Saif Mahabub
Senior Education Consultant, McDreamer USA
PhD Fellow, University of Cincinnati, USA
৩. Shahriar Hossain
Assistant Manager, McDreamer USA
Master's Student, Lab University of Applied Sciences, Finland.
৪. Tanvir Ahmed
Consultant, McDreamer USA
R&D Engineer, Illinois Tool Works, Chicago, USA
এছাড়াও থাকছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বঃ
সেমিনারে আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিবেন আমাদের স্পিকাররা। ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম বাছাই করা, স্কলারশিপ কিংবা ক্যারিয়ার প্ল্যানিং এবং জব ভিসা সম্পর্কিত সব কিছুতেই পাবেন পরিষ্কার নির্দেশনা।
তাহলে আর দেরি কেনো? এই সুবর্ণ সুযোগ হাতছাডা করতে না চাইলে নিচের দেয়া লিংকে ক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশন করুন এখনই!
https://bit.ly/49repO0
আপনার স্বপ্নগুলো সত্যি হোক McDreamer USA-এর সাথে ✨