MAK's Physiotherapy

MAK's Physiotherapy Backpain, Neckpain, Sportsinjury, Arthritis, Stroke/Paralysis, NDD/CP Disability & Fitness Specialist

17/08/2024
কোথায় দৃষ্টি তোমার,উদাস নয়ন মেলে?রঙিন অধরে হাসির ক্ষীণ রেখা,চেয়েছো তো জীবনে কতকিছু,সব পেলে?তাই পাবে,ললাটে যা আছে লেখা।
02/03/2024

কোথায় দৃষ্টি তোমার,
উদাস নয়ন মেলে?
রঙিন অধরে হাসির ক্ষীণ রেখা,
চেয়েছো তো জীবনে কতকিছু,
সব পেলে?
তাই পাবে,
ললাটে যা আছে লেখা।

Join the fun run, "MAK's Half Merathon, Sylhet - 2024.
22/02/2024

Join the fun run, "MAK's Half Merathon, Sylhet - 2024.

ম্যাকস্ ফিজিওথেরাপি সেন্টার, সিলেট যে সকল বিশেষায়িত ক্ষেত্রে চিকিৎসা, পূনর্বাসন ও পরামর্শ দিয়ে থাকে:✅ মেরুদণ্ডের রোগ✅ পে...
23/01/2024

ম্যাকস্ ফিজিওথেরাপি সেন্টার, সিলেট যে সকল বিশেষায়িত ক্ষেত্রে চিকিৎসা, পূনর্বাসন ও পরামর্শ দিয়ে থাকে:
✅ মেরুদণ্ডের রোগ
✅ পেশী, জয়েন্ট ব্যথা
✅ প্যারালাইসিস
✅ এনডিডি
✅ শিশু বিকাশ
✅ প্রতিবন্ধী
✅ বাত রোগ
✅ খেলাধুলার আঘাত
✅ ফিটনেস
✅ ওজন ব্যাবস্থাপনা
✅ স্বাস্থ্যকর জীবন-যাপন (হেলথি লাইফ স্টাইল)

📋 এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুনঃ
🏠 ম্যাকস্ ফিজিওথেরাপি সেন্টার, সিলেট
উর্মি # ৩৬, সোনারপাড়া, পশ্চিম শিবগঞ্জ, তামাবিল রোড, সিলেট - ৩১০০।
☎️ +৮৮০ ১৯৭১ ০০১১১৩ (হোয়াটসঅ্যাপ)
✉️ maksphysiotherapy@gmail.com
🌎
https://www.facebook.com/ePhysioMAK

🕒 রোগী দেখার সময়:
শুক্রবার ও শনিবার: সকাল ০৯.৩০ - দুপুর ১২.০০ এবং বিকাল ০৫.০০ - রাত ০৮.৩০
রবিবার - বৃহস্পতিবার: বিকাল ০৫.০০ - রাত ০৮.৩০

⭕ স্বাক্ষাতের জন্য অগ্রীম এপয়েন্টমেন্ট📆 নিয়ে আসবেন👣।⭕

🔷শিক্ষক 🔸বিচারক 🔸ইমাম 🔸হাফেজ ও 🔸মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে ৫০% ছাড়।🔷

💼 এসেসমেন্টের📋 সুবিধার্থে প্রথম স্বাক্ষাতের দিন পূর্বের সকল প্রেসক্রিপশন📝, রিপোর্ট🗒️, এক্সরে 🩻 ও এমআরআই 🩻 ফিল্ম সাথে নিয়ে আসবেন।

📝 তথ্য, এপয়েন্টমেন্ট, পরামর্শ:
☎️ +৮৮০১৯৭১০০১১১৩ (ইমু, হোয়াটসঅ্যাপ, ভাইবার, সিগন্যাল, লাইন, উইচ্যাট, টেলিগ্রাম, গুগলমিট, জুম)

🛑বিদ্রঃ প্রবাসী 🌍 বা দূরের 🧭রোগীগণ অনলাইনে 🌐🖥️🖱️ পরামর্শ নিতে পারেন।🛑

কিভাবে বুঝবেন আপনার মেরুদণ্ডে সমস্যা আছে?যদি নিচে উল্লেখিত এক বা একাধিক সমস্যা আপনার হয়ে থাকে, তাহলে প্রাথমিক ভাবে ধরে ন...
11/07/2023

কিভাবে বুঝবেন আপনার মেরুদণ্ডে সমস্যা আছে?

যদি নিচে উল্লেখিত এক বা একাধিক সমস্যা আপনার হয়ে থাকে, তাহলে প্রাথমিক ভাবে ধরে নিতে হবে যে আপনার মেরুদণ্ডে সমস্যা আছে:-
✅ মেরুদণ্ডের যে কোন অংশে (ঘাড়, পিঠ, কোমর) ব্যথা; কাঁধের পেশী বা নিতম্বের পেশীতে ব্যথা।
✅ কোন আঘাত বা কারন ছাড়াই হাত বা পায়ে ব্যথা। হাত বা পায়ের ব্যথার স্থানে টিপলে ব্যথা বাড়ে না; মেসেজ করলে আরাম লাগে।
✅ হাত বা পায়ের জয়েন্টে ব্যথা, পেশীতে ব্যথা, ঝিঝি ধরে, সুঁইয়ের খোঁচার মতো অনুভূতি।
✅ হাত বা পায়ের যে কোন রগ টেনে আসে, অবশ ভাব, দুর্বল বা ভাড়ী বোধ হওয়া।
✅ নড়াচড়া বা ব্যায়ামের সাথে হাত বা পায়ের ব্যথার তীব্রতা ও স্থান পরিবর্তন হয়।

চিকিৎসকগণ রোগীর কাছ থেকে সমস্যার বিস্তারিত শুনে, ফিজিক্যাল এসেসমেন্ট করে এবং কিছু ল্যাব ও রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে পারেন যে সমস্যাটার উৎস মেরুদণ্ড। অনেক সময় সব টেস্ট রিপোর্ট নরমাল আসে। তবে ফিজিক্যাল এসেসমেন্টই সবচেয়ে নির্ভরযোগ্য, সমস্যার গভীরে গিয়ে তার কারণ ও উৎস নির্ণয় করা যায়। এমআরআই, পেট সিটি মেরুদণ্ডের একটা স্পষ্ট ছবি সরবরাহ করে ফিজিক্যাল টেস্টের ফলাফলকে সাপোর্ট করে রোগ নির্ণয়ে সহায়তা করে।

মনে রাখবেন, মেরুদণ্ডের যে কোন সমস্যার জন্য চিকিৎসা গ্রহনের পূর্বে সঠিক চিকিৎসকের পরামর্শ
গ্রহন জরুরী। কারন, বেশিরভাগ রোগীই ভুল চিকিৎসার কারনে সমস্যা আরও বাড়িয়ে তুলছেন যা একজন ভালো চিকিৎসকের কাজ কঠিন করে ফেলে।

ঘাড় ব্যথা, কোমর ব্যথা সহ মেরুদন্ডের সকল প্রকার সমস্যার চিকিৎসা ও পূনর্বাসনের জন্য এখন আপনি সিলেটের সর্বাধুনিক ও দ্রুতবর্ধনশীল ফিজিওথেরাপি, শারীরিক পূনর্বাসন ও লাইফস্টাইল ক্লিনিকের পরামর্শ নিতে পারেন সরাসরি বা অনলাইনে।

📋 তথ্য, এপয়েন্টমেন্ট, পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ
🏠 ম্যাকস্ ফিজিওথেরাপি সেন্টার, সিলেট
উর্মি # ৩৬, সোনারপাড়া, পশ্চিম শিবগঞ্জ, তামাবিল রোড, সিলেট

☎️ +৮৮০১৯৭১০০১১১৩
(ইমু, হোয়াটসঅ্যাপ, ভাইবার, সিগন্যাল, উইচ্যাট)

Infront of my today's workstation...
09/07/2023

Infront of my today's workstation...

Address

House# 38, Road# 14, Block# B, , Shahjalal Upashohor
Sylhet
3100

Opening Hours

Monday 17:00 - 20:30
Tuesday 17:00 - 20:30
Wednesday 17:00 - 20:30
Thursday 17:00 - 20:30
Friday 09:00 - 12:00
17:00 - 20:29
Saturday 09:00 - 12:30
17:00 - 20:30
Sunday 17:00 - 20:30

Telephone

+8801971001113

Alerts

Be the first to know and let us send you an email when MAK's Physiotherapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MAK's Physiotherapy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram