13/07/2025
⚠️ জন্মের সময় বাচ্চার ওজন আড়াই কেজির কম হলে অনেক জটিলতা দেখা দিতে পারে!
আমরা প্রায়ই দেখি জন্মের পর বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে। এগুলোর পেছনে অনেক কারণ থাকতে পারে। তারমধ্যে অন্যতম কারণ হলো—জন্মের সময় বাচ্চার ওজন ২.৫ কেজির কম থাকা।
👉 এই অবস্থায় শিশুকে বলা হয় LBWB (Low Birth Weight Baby)।
এধরনের শিশুরা সাধারণত দুর্বল হয়ে জন্মায়।
❌ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
❌ সহজেই ঠান্ডা, জ্বর বা ইনফেকশন হয়।
❌ ভবিষ্যতে শারীরিক ও মানসিক বিকাশে সমস্যা হতে পারে।
আজকে এমনই একটি শিশুর গল্প বলছি:
👶 নাম: নুরা আক্তার
📉 জন্মের সময় ওজন: ২.৪ কেজি
📈 বর্তমান ওজন: ৪ কেজি ৪০০ গ্রাম (১ মাসে গ্রোথ!)
শিশুটি জন্মের পর মায়ের বুকের দুধ ঠিকমতো পাচ্ছিলো না।
তাই প্রথমেই মায়ের জন্য বিশেষ ডায়েট চার্ট ও সাপ্লিমেন্ট দেয়া হয়— যেন দুধের মান ও পরিমাণ বাড়ে।
📌 এই একটি পরিবর্তনের মাধ্যমেই শিশুর ওজন দ্রুত বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ।
অনেকে ভাবেন শুধু গর্ভকালীন সময়ে খেয়াল রাখতে হয়।
কিন্তু বাস্তবে, প্রসবের পরও মায়ের জন্য আলাদা নিউট্রিশন গাইডলাইন থাকা জরুরি।
✅ তাই যদি আপনার সন্তানের জন্মের ওজন কম হয়,
✅ অথবা শিশুর গ্রোথ নিয়ে সন্দেহ থাকে
📌 তাহলে সময়মতো একজন পুষ্টিবিদের পরামর্শ নিন।
✍️ পুষ্টিবিদ কাওছার আহমদ
ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স (অনার্স ও মাস্টার্স) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওবেসিটি ম্যানেজম্যান্ট (ইন্ডিয়া), কার্ডিওভাস্কুলার নিউট্রিশন (ইন্ডিয়া) ক্লিনিক্যাল নিউট্রিশন এন্ড ডায়েটিক্স (বিইউএইচএস)। রেনাল নিউট্রিশন (বি.এ.ডি.এন), থেরাপিউটিক নিউট্রিশন এন্ড ডায়েটিক্স, ঢাকা।
📌 চেম্বার সময়:
ইবনে সিনা হাসপাতাল সিলেট লি: সোবহানীঘাট পয়েন্ট, সিলেট
প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ থেকে ১০.৩০ পযন্ত (শুক্রবার বন্ধ)
সিরিয়ালের জন্য : ০৯৬-১০০০-৯৬৪০, ০১৭৪২৮৭৩৩৮২
মডার্ন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার • শ্রীমঙ্গল রোড, বেরীরপাড়, মৌলভীবাজার।
রোগী দেখার সময় : প্রতি শুক্রবার সকাল ১০ টা – সন্ধ্যা ৬টা সিরিয়ালের জন্যঃ
০১৭৪১-৮৫৫৯৮০, ০১৩২১-২৩০৫২০