16/01/2022
রসুন খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হল কাঁচা রসুন খাওয়া
রসুনে প্রচুর পরিমাণে অ্যালাইন থাকে। যখন রসুনের লবঙ্গ কাটা বা চূর্ণ করা হয়, তখন অ্যালাইনেজ নামক একটি এনজাইম সক্রিয় হয়, যা অ্যালাইনকে অ্যালিসিনে রূপান্তর করতে পারে।
অ্যালিসিন হল একটি প্রাকৃতিক উদ্ভিদের ব্রড-স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যার শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব রয়েছে এবং বিভিন্ন রোগজীবাণু ব্যাকটেরিয়ায় এর সুস্পষ্ট বাধা ও হত্যার প্রভাব রয়েছে।
অ্যালিসিন রক্তচাপ কমাতে পারে, রক্তের লিপিড কমাতে পারে, রক্ত সঞ্চালন উন্নত করতে পারে, আর্টেরিওস্ক্লেরোসিস প্রতিরোধ করতে পারে এবং কার্ডিওভাসকুলার এবং সেরিব্রোভাসকুলার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
সবচেয়ে বড় কথা, কাঁচা রসুন খাওয়া মানবদেহের বার্ধক্যকে বিলম্বিত করার প্রভাব ফেলে।
জার্মানি বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী দেশগুলির মধ্যে একটি। WHO রিপোর্ট দেখায় যে জার্মানিতে গড় আয়ু ৮৩ বছর।
জার্মানির প্রায় সবাই বিশেষ করে কাঁচা রসুন খেতে পছন্দ করে। পরিসংখ্যান অনুসারে, জার্মানিতে রসুনের বার্ষিক ব্যবহার ৮,000 টনেরও বেশি।
জার্মান বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে রসুন দীর্ঘায়ুর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং কাঁচা রসুন খাওয়া জীবনকে দীর্ঘায়িত করতে পারে।
জার্মান রসুন গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের মতে: রসুনে ৪০০ টিরও বেশি পদার্থ রয়েছে যা স্বাস্থ্য এবং দীর্ঘায়ু জন্য ভাল। আপনি যদি ৯0 বছর বয়স পর্যন্ত বাঁচতে চান তবে রসুন আপনার খাবারের একটি মৌলিক অংশ হওয়া উচিত।
কাঁচা রসুন খাওয়ার সঠিক সময় ও নিয়ম
এখন আমরা রসুন কিভাবে খেতে হয় সে সম্পর্কে জেনে নেবো, সাধারণত ভালো ফল পেতে হলে সকালে খালি পেটে রসুন খাওয়া দরকার, তবে সকলের শরীরের প্রকৃতি এক রকম নয়, তাই আপনি রসুন কি কারণে সেবন করতে চাইছেন তার উপরেও রসুন খাওয়ার সময় ও নিয়ম নির্ভর করে,
রসুন গরম জাতীয় খাবার তাই যদি সকালে খালি পেটে রসুন খেলে কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে রসুন কুচি কুচি করে কেটে নিয়ে রাতে ঘুমানোর আগে রসুন গুলকে ভিজিয়ে রেখে সকালে খতে পারেন, এটি করা ফলে রসুনের যে গরম ভাব সেটা কমে যাবে,
যদি রাতে রসুন খাবার প্রয়োজন পড়ে তাহলে সরাসরি কাঁচা রসুন না খেয়ে দুটি কোষা নিয়ে ঘী এর সাথে মিশিয়ে ভাল করে রসুন গুলকে ভাজা করে নিয়েও খেতে পারেন, এতে রসুনের যে গন্ধ তা কম হবে, এবং এটি ঔষধ এর মতো কাজ করবে,
ঠাণ্ডা কলে যদি এক পুঁথি রসুন খেয়ে সোয়া যায় তাহলে ঠাণ্ডা কম অনুভূত হবে,
কেউ কেউ এমন আছেন যাদের কাঁচা রসুন খাওয়ার ফলে পেটে জ্বালা হতে থাকে, এরকম হলে কাঁচা রসুন সেবন না করে, ২০০ গ্রাম রসুন নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ১০০ গ্রাম মধু মিশিয়ে একটি কাঁচের পাত্রে রেখে দিন, আর প্রতিদিন সকালে এই কাঁচা রসুন ও মধু মিশ্রণটি ভালো করে চিবিয়ে খেতে পারেন, এই রসুন আর মধু খালি পেটে ১ সপ্তাহ খেলে আপনি এর উপকারিতা নিজে থেকেই বুঝতে পারবে।
সারাদিনে কতো গুলো রসুন খাওয়া দরকার
একদিনে ২ থেকে ৩ টির বেশি রসুনের কলি খাওয়া উচিৎ নয়, রসুন বেশি খেলে শরীরের জন্য ক্ষতিকর হতে পরে কিছু মানুষ মনে করেন রসুন একটি গরম জাতীয় খাবার তাই এটি গরম কালে খাওয়া ঠিক নয়, তবে এটি গরম এবং শীত কাল দুই সময়েই খাওয়া যাবে, কেবল গরম কালে এটি কম মাত্রায় সেবন করতে হবে, যদি শীতের সময় দুটি কলি সেবন করেন তাহলে গরম কালে একটি কলি সেবন করা যাবে।
রসুন খাওয়ার অপকারিতা
আমরা সবাই জানি সবার স্বাস্থ্যের ধরণ এক রকম হয় না, তাই সব খবর সবার জন্য সমান ফল দায়ক নয়, সুতরাং এখন আমরা জানবো কাদের ক্ষেত্রে রসুন খাওয়া প্রযোজ্য নয়,
যাদের লিভার কমজোর এবং লিভারে কোনো রকম সমস্যা আছে তাদের কাঁচা রসুন খাওয়া বন্ধ রাখতে হবে।
লো ব্লাড প্রেসার প্রেসেন্ট দের রসুন খাওয়া পরিত্যাগ করতে হবে।
গর্ভাবস্থায় বা প্রেগনেন্ট মহিলাদের কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে।
তথ্যঃ বিভিন্ন জার্নাল এবং ওয়েবসাইট
কাওছার আহমেদ
নিউট্রিশনিষ্ট(পুষ্টিবিদ)
ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স (অনার্স ও মাস্টার্স)
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ক্লিনিক্যাল নিউট্রিশন এন্ড ডায়েটিক্স(বিইউএইচএস)
থেরাপেটিক ডায়েট,ঢাকা।
থেরাপেটিক নিউট্রিশন এন্ড ডায়েটিক্স,ঢাকা।
চেম্বার :ল্যাবএইড লিঃ ( ডায়াগনষ্টিক )
মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট ।
নুরজাহান হাসপাতাল, সিলেট।
দরগা গেইট,সিলেট।
রোগী দেখার সময় : বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।