Dr .Masud Rana

Dr .Masud Rana নাক,কান, গলা ও হেড - নেক সার্জারি বিষয়ক সমস্যার জন্য পেজটি ফলো করতে পারেন।

১ম ও ২য় ছবি একই সূত্রে গাথা।সহজ মেডিকেল ভিসা প্রাপ্তি দেশের উত্তরাঞ্চলে। আর উত্তরাঞ্চলের দেশের মানুষের কিডনি পাচার ইন্ডি...
04/07/2025

১ম ও ২য় ছবি একই সূত্রে গাথা।

সহজ মেডিকেল ভিসা প্রাপ্তি দেশের উত্তরাঞ্চলে। আর উত্তরাঞ্চলের দেশের মানুষের কিডনি পাচার ইন্ডিয়ায়।

এভাবেই ইন্ডিয়ার হাতে পুরো দেশটাকে তুলে দিচ্ছিল পতিত স্বৈরাচার।

একদিকে দেশের সার্বভৌম নষ্ট করা,অন্যকে দেশের মানুষকে মেডিকেল ভিসার নামে দেশের তুলনামূলক গরীব অঞ্চলের মানুষের অঙ্গগুলো বিদেশীদের হাতে তুলে দেওয়া।

একদিকে দেশের স্বাস্থ্যব্যবস্থায় আধুনিক যন্ত্রপাতি ও লোকবল নিয়োগ না দিয়েই শুধু জেলায় জেলায় মেডিকেল কলেজের নামে দেশের মানুষের সাথে প্রতারণা ও জালিয়াতি। চিকিৎসা সেবা মানেই শুধু মেডিকেল কলেজ। এইসব ধারনা থেকে বেরিয়ে না আসলে দেশের মানুষ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে।শক্তিশালী হবে স্বাস্থ্য মাফিয়ারা। মুনাফা লাভ করবে এইসব মাফিয়ারা।

মুদ্রা এপিঠ-ওপিঠ।

চিকিৎসক হিসাবে নিজের পরিবারের চিকিৎসা বা অপারেশন করার মতো কনফিডেন্স থাকাটা অনেক বড় পাওয়া।কুরবানির ঈদের ছুটিতে ঈদের আগের ...
27/06/2025

চিকিৎসক হিসাবে নিজের পরিবারের চিকিৎসা বা অপারেশন করার মতো কনফিডেন্স থাকাটা অনেক বড় পাওয়া।

কুরবানির ঈদের ছুটিতে ঈদের আগের দিন আমার ভাতিজার কসমেটিক সারকামসেশন (আঞ্চলিক মুসলমানি) করেছিলাম।যা একদম কাটাছেঁড়া বা কোনো ধরনের রক্তপাত ছাড়াই। অপারেশনের পরের দিনই ঈদের নামাজ পরেছে।
আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ ডাক্তার হিসাবে এইটাই বড় প্রাপ্তি।।

26/06/2025

চোর চুরি কইরা নিয়া যাইতেছে এখন ও-ই মুহুর্তে আপনি কি করবেন?

সাধারণ পাবলিক: চোর ধরবো,এরপরে পুলিশে দিব
খালেদ মহিউদ্দিন: যথাযত কর্তৃপক্ষকে জানাব....
কেন ধরতে পারবেন না?
কারণ বিসিএস নাই আপনার।
চোর ধরার যোগ্যতা হচ্ছে বিসিএস পাশ করতে হবে😪😪😪

আলোচনার সারমর্ম এটাই ছিল 🤣🤣🤣🤣
কি লজিক দিলো অতিসুশীল লজিক🤣🤣🤣

সচেতন থাকুন, সুস্থ্য থাকুন। কিভাবে সংক্রমণ বাড়তেছে না জানি আবারও আউটব্রেক হয়ে যায়।
11/06/2025

সচেতন থাকুন, সুস্থ্য থাকুন।
কিভাবে সংক্রমণ বাড়তেছে না জানি আবারও আউটব্রেক হয়ে যায়।



প্রথম সারির একটা টিভি চ্যানেলের ফেসবুক পেজ। অথচ হেড লাইন দিয়েছে থাইরয়েডে ভুগছেন। অথচ থাইরয়েড থাকাটাই স্বাভাবিক। প্রত্যেক...
11/06/2025

প্রথম সারির একটা টিভি চ্যানেলের ফেসবুক পেজ। অথচ হেড লাইন দিয়েছে থাইরয়েডে ভুগছেন। অথচ থাইরয়েড থাকাটাই স্বাভাবিক। প্রত্যেকটা মানুষেরই থাইরয়েড নামক গ্রন্থি থাকে। সাংবাদিকরা হচ্ছে সবজান্তা শমসের। তাদের কোনো ভুল নাই। সব ভুল ডাক্তারের, কিছুদিন আগে সমকালের এক সাংবাদিক পুরো দেশে ভুল নিউজ ছড়াইলো। মিথ্যায় ভেসে গেল পুরো দেশ। এরপরেও তাদের বিরুদ্ধে কোনো কথা নাই,কোনো আইনি প্রক্রিয়া নাই।

Channel 24 না জানলে সেটা সঠিক জানতে হয়।
সঠিক হচ্ছে থাইরয়েডের রোগে বা সমস্যায় ভুগছে কোটি মানুষ!

❤️
31/05/2025

❤️

সার্জন হিসাবে নিজেকে উপযুক্ত করতে বিসিপিএস Bangladesh College of Physicians and surgeons  এ Basic Surgical Skills ট্রেনি...
29/05/2025

সার্জন হিসাবে নিজেকে উপযুক্ত করতে বিসিপিএস Bangladesh College of Physicians and surgeons এ Basic Surgical Skills ট্রেনিং এর লাস্ট দিন ছিল। ট্রেনিং শেষে আজকের ট্রেইনার স্যার ও ম্যামের সাথে।❤️

৩ দিনের ট্রেনিং এ হাতে কলমে সার্জনকে যেসব জিনিস নিয়মিত অপারেশনে ফেস করতে হয় ওইসব কিছু নিয়ে কাজ করলাম।

আলহামদুলিল্লাহ বিশেষজ্ঞ হওয়ার যাত্রাটা ভালোই যাচ্ছে। আল্লাহ তা'লা যেন সব আশা পূর্ণ করেন। নিজেকে এফসিপিএস বিশেষজ্ঞ হিসাবে গড়ে তুলতে প্রয়াস চলমান। আমার দেশের মানুষের স্বাস্থ্যসেবায় যেন ভালো অবদান রাখতে পারি। দোয়া প্রার্থী।

❤️

🔹 টনসিল কী?গলার দুই পাশে অবস্থিত ছোট দুটি লিম্ফ গ্রন্থি।শিশুকালে শরীরের রোগপ্রতিরোধে সহায়তা করে।---🔹 টনসিলাইটিস কী?টনসি...
20/05/2025

🔹 টনসিল কী?

গলার দুই পাশে অবস্থিত ছোট দুটি লিম্ফ গ্রন্থি।

শিশুকালে শরীরের রোগপ্রতিরোধে সহায়তা করে।

---

🔹 টনসিলাইটিস কী?

টনসিলের সংক্রমণ, যা ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হয়।

লক্ষণসমূহ:

গলা ব্যথা ও জ্বালাপোড়া

গিলতে কষ্ট

জ্বর

মুখে দুর্গন্ধ

গলা ফুলে যাওয়া

এধরনের সমস্যা হলে দেরী না করে এমবিবিএস অথবা উন্নত চিকিৎসার জন্য নাক,কান,গলা ও হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন

🔹 টনসিলেকটমি (টনসিল অপারেশন) কবে করা হয়?
বারবার সংক্রমণ হলে।
বছরে ৪-৫ বার বা তার বেশি টনসিলের সংক্রমণ হলে।
ওষুধে আরাম না পেলে।

টনসিল অতিরিক্ত বড় হয়ে গেলে।

টনসিল এত বড় হলে যে ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে আসে (স্লিপ অ্যাপনিয়া)।

---

🔹 টনসিল কাটলে কি সমস্যা হয়?

এটি একটি নিরাপদ অপারেশন।

শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা তেমন কমে না।

---

✅ পরামর্শ:

গলা ব্যথা বা টনসিলের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজে ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।

---

আপনার সুস্থতা আমাদের কাম্য।

গরমে করণীয় ❤️মেনে চলুন, নিজেকে সুস্থ্য রাখুন। নিজের প্রতি খেয়াল রাখুন❤️
12/05/2025

গরমে করণীয় ❤️
মেনে চলুন, নিজেকে সুস্থ্য রাখুন। নিজের প্রতি খেয়াল রাখুন❤️

এই দিনটা স্বরণীয় হয়ে থাকবে।  নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের ট্রেইনি হিসাবে প্রধান সার্জন হিসাবে অপারেশন করলাম।...
15/01/2025

এই দিনটা স্বরণীয় হয়ে থাকবে। নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের ট্রেইনি হিসাবে প্রধান সার্জন হিসাবে অপারেশন করলাম। আজকের অপারেশনে গাইড করেছেন প্রিয় স্যার, এসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান (ইএনটি) ডা. আবু নাসের মোঃ জামিল স্যার, সব সময় প্রত্যেকটা জায়গায় শিখিয়েছেন ডা. সামসুল আরেফিন ভাই,এনেস্থিসিয়া দিয়েছেন প্রফেসর ডা. সিরাজুল ইসলাম স্যার।

1st operation as FCPS Final part trainee.

Student and teacher politics should be stoped.   ট্রাডিশনাল পলিটিক্স একদম অফ করে দেওয়া উচিত। যারা ক্ষমতার রাজনীতির সাথে ...
10/10/2024

Student and teacher politics should be stoped.


ট্রাডিশনাল পলিটিক্স একদম অফ করে দেওয়া উচিত। যারা ক্ষমতার রাজনীতির সাথে সম্পৃক্ত এধরনের ছাত্ররাজনীতি একদম নিষিদ্ধ করা সময়ের দাবী। যেসব ছাত্ররাজনীতি লেজুড়বৃত্তিক কর্মকান্ডের দিকে উৎসাহ দেয় তাদেরকে ক্যাম্পাসগুলোতে অবৈধ ঘোষনা করা উচিত।
কোনো ধরনের সহমত ভাই এসব গ্রুপ ক্যাম্পাসগুলোতে যাতে রাজনীতি করতে না পারে সেদিকে খেয়াল রাখা উচিত।

আগামীকাল যদি যদি বলে ড. ইউনুস  শিবিরের প্রবাসী শাখার সভাপতি অবিশ্বাস করবো না।শিবিরকে ধন্যবাদ একটা পেতেই পারে,এত এত অত্যা...
22/09/2024

আগামীকাল যদি যদি বলে ড. ইউনুস শিবিরের প্রবাসী শাখার সভাপতি অবিশ্বাস করবো না।

শিবিরকে ধন্যবাদ একটা পেতেই পারে,এত এত অত্যাচার,এত গুম, খুন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির দিকে আনানোর প্লান করেছে। যে বাক স্বাধীনতা ছিল না সেটা আমরা এখন নির্দ্ধিধায় লিখতে পারছি।

ভাই সে পরিচয় লুকানো হোক,আর যাই হোক। ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছি এর চেয়ে আনন্দের কি আর কিছু হতে পারে? হতে পারে না।
এত এত প্লান করে নিজেকে হাইড করে যে সাধারণ মানুষকে আন্দোলনে আনছে সেটাই অনেক ভাই।

এই বিজয় সবার।কারো একার না।

Address

Sylhet

Telephone

+8801581653771

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr .Masud Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr .Masud Rana:

Share