
04/07/2025
১ম ও ২য় ছবি একই সূত্রে গাথা।
সহজ মেডিকেল ভিসা প্রাপ্তি দেশের উত্তরাঞ্চলে। আর উত্তরাঞ্চলের দেশের মানুষের কিডনি পাচার ইন্ডিয়ায়।
এভাবেই ইন্ডিয়ার হাতে পুরো দেশটাকে তুলে দিচ্ছিল পতিত স্বৈরাচার।
একদিকে দেশের সার্বভৌম নষ্ট করা,অন্যকে দেশের মানুষকে মেডিকেল ভিসার নামে দেশের তুলনামূলক গরীব অঞ্চলের মানুষের অঙ্গগুলো বিদেশীদের হাতে তুলে দেওয়া।
একদিকে দেশের স্বাস্থ্যব্যবস্থায় আধুনিক যন্ত্রপাতি ও লোকবল নিয়োগ না দিয়েই শুধু জেলায় জেলায় মেডিকেল কলেজের নামে দেশের মানুষের সাথে প্রতারণা ও জালিয়াতি। চিকিৎসা সেবা মানেই শুধু মেডিকেল কলেজ। এইসব ধারনা থেকে বেরিয়ে না আসলে দেশের মানুষ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে।শক্তিশালী হবে স্বাস্থ্য মাফিয়ারা। মুনাফা লাভ করবে এইসব মাফিয়ারা।
মুদ্রা এপিঠ-ওপিঠ।