Raqi johirul islam

Raqi johirul islam জিন,যাদু,বদনজর এবং শারীরিক ও মানসিক সমস্যার কোরআন সুন্নাহ নির্ভর চিকিৎসা।

06/08/2025

দম্পতির কলহ,বিবাদ,মনোমালিন্য দূর করতে,এই আয়াত মিষ্ট দ্রব্য অথবা খেজুরের উপর ৯৯ বার পড়ে ফু দিয়ে উভয়ে খাবেন।টানা তিনদিন।


ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودّة ورحمة

আশ্চর্য ফলাফল পাবেন বি-ইযনিল্লাহ

#জ্বীন #রুকইয়াহ

ছোট ছোট রুকইয়াহ টিপস পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
06/08/2025

ছোট ছোট রুকইয়াহ টিপস পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।

জ্বীন যাদু বদনজরের শরীয়ত সম্মত চিকিৎসা পেতে আমাদের সাথে থাকুন

03/08/2025

১. "الأصول في علاج السحر والعين والمس"

লেখক: ড. ওয়ালিদ আবদুর রহমান
বিষয়: রুকইয়া শারইয়্যাহর মৌলিক বিধান

রেফারেন্স (পৃষ্ঠা 83-84):

> “كثير من النساء يعانين من اضطراب في الدورة الشهرية وعدم الإنجاب نتيجة تسلط الجن العاشق على الرحم.”

অনুবাদ: অনেক নারী মাসিকের অনিয়ম এবং সন্তান না হওয়ার কারণে ভুগে, কারণ তাদের জরায়ুতে আসিক জিন বসে থাকে।

২. "القول المعين في علاج السحر والعين والمس بالقرآن"

লেখক: শায়খ খালিদ আল-হিবশী
বিষয়: সিহর, বদনজর ও জিনের আক্রমণ থেকে কুরআনী চিকিৎসা

রেফারেন্স (পৃষ্ঠা 97):

> “العقد والسحر توضع غالبا في موضع الرحم أو المبايض فتسبب عقمًا أو تكيسًا.”
অনুবাদ: অনেক সময় যাদু ও গাঁট জরায়ু বা ডিম্বাশয়ের উপর স্থাপন করা হয়, যা বন্ধ্যাত্ব বা সিস্ট সৃষ্টি করে।

এই কিতাবে সরাসরি বলা হয় সিহরুল উকাদ (গাঁট যাদু) দিয়ে নারীর ওভারি ব্লক করে রাখা হয়, যাতে PCOS-এর মত উপসর্গ হয়।

৩. "فتح الحق المبين في علاج الصرع والسحر والعين"

লেখক: শায়খ আদেল আল-কিলবানি
বিষয়: জিন, বদনজর, ও যাদুর চিকিৎসা

রেফারেন্স (পৃষ্ঠা 144):

> "بعض الجن يسبب اضطرابا في الدورة الشهرية، وتكيسا في المبايض، ويمنع الحمل."
অনুবাদ: কিছু জিন মাসিকের গোলমাল, ওভারি সিস্ট এবং গর্ভধারণে বাধা সৃষ্টি করে।

৪. "منهج الشرع في علاج السحر والعين"

লেখক: আবু বকর মুহাম্মাদ আস-সায়্যিদ
বিষয়: শারঈ উপায়ে জাদু ও নজর এর চিকিৎসা

রেফারেন্স (পৃষ্ঠা 112):

> “العين تصيب المرأة في رحمها فتمنع الحمل وتؤثر على الهرمونات.”
অনুবাদ: বদনজর নারীর জরায়ুতে আঘাত করে, যাতে সন্তান আসে না এবং হরমোনেও প্রভাব পড়ে।

এই অংশে ‘عين مانعة’ (গর্ভে বাধা দেওয়া বদনজর) -র বিষয়ে সরাসরি উল্লেখ রয়েছে।

৫. "كشف الأسرار في علاج الأرحام بالسحر والأعشاب"

লেখক: আহমদ আল-আকসারি (প্রাচীন হাকিমি কিতাব)
বিষয়: নারীদের বন্ধ্যত্ব, জরায়ু সমস্যায় রূহানী ও ভেষজ চিকিৎসা

রেফারেন্স (পৃষ্ঠা 59-60):

> “يوجد سحر يُعقَد في المبايض للمرأة، ويجعلها لا تحيض أو تُصاب بتكيسات مؤلمة.”
অনুবাদ: এমন যাদু আছে যা নারীর ডিম্বাশয়ে গাঁট বেঁধে দেয়, যার ফলে তার মাসিক বন্ধ হয়ে যায় বা পেইনফুল সিস্ট হয়।

31/07/2025

রেহমের সমস্যার শক্তিশালী আয়াতে কারিমা।

30/07/2025

সুরায়ে ফালাক
বদনজর হাসাদ সেহের
এবং জ্বীন শাইতনকে ধ্বংসের জন্য যথেষ্ট।
তবে শর্ত হলো,প্রচুর পড়তে হবে,এক বৈঠকে ৫০০/১০০০ বার।

27/07/2025

নোংরা জিনিস বা জায়গা স্বপ্ন দেখা জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ। যদি আপনি ঘন ঘন নোংরা জায়গা বা জিনিস স্বপ্ন দেখেন তাইলে মনে করবেন আপনি জাদুগ্রস্থ।

26/07/2025

আইন (বদনজর) হাসাদ (হিংসা) র প্রভাব নষ্টে সুরা সাফফাত এবং সুরা দুখান পড়া পানি দিয়ে গোসল করা উপকারী।

25/07/2025

জ্বীন যাদু বদনজর থেকে মুক্তির সহজ সেল্প রুকইয়াহ

ফজরের নামাজের পর এক বালতি পান করা এবং গোসল করার উপযোগী পানি নিন।

তারপর এভাবে নিয়ত করুন,
আল্লাহ আমার শরীর এবং মানসিকতার উপর জ্বীন যাদু বদনজরের যত প্রভাব আছে সব নষ্ট করে দিন,আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।

তারপর সুরা বাক্বারা তিলাওয়াত শুরু করুন,প্রতি পৃষ্ঠা শেষে পানিতে থু থু মিশ্রিত ফু দিন।এভাবে এক বৈঠকে পুরা সুরা বাক্বারা পড়ুন।

পড়া শেষে ৩/৪ গ্লাস পানি পান করুন।আর বাকি পানি দিয়ে গোসল করেন।
ইনশাআল্লাহ যত কঠিন যাদু হউক নষ্ট হয়ে যাবে,যত শক্তিশালী জ্বীন হউক ধবংস হয়ে যাবে।
যতদিন আপনি পরিপুর্ণ সুস্থ না হন সবরের সাথে চালিয়ে যান।

আর এই সময় সব ধরনের গোনাহ থেকে বেচে থাকুন,এবং বেশি বেশি ইস্তেগফার করুন।

মুল লিখা রাক্বী হাজিম গরীব

অনুবাদ রাক্বী জহিরুল ইসলাম
📞01316475820

24/07/2025

কোন সমস্যাগুলো আপনার সাথে মিলে? যা জীবনকে শেষ করে দিচ্ছে?

রুকইয়াহ কেন্দ্রিক সমস্যা ও অসুস্থতাগুলো ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। মহামারীর ন্যায়....

আমাদের সমাজে পারিবারিক, শারীরিক ও মানসিক অসংখ্য সমস্যার অন্যতম কারণ বদনজর যাদুতে আক্রান্ত হওয়া। দীর্ঘদিন বদনজর যাদুতে আক্রান্ত হলে একজন ব্যক্তি পদে পদে বাঁধা ও অসুস্থতার কারণে জীবনের অধিকাংশ সফলতা ও সুখগুলোকে হারিয়ে ফেলে। এ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা গ্রহণের বিকল্প নেই।

🛑 একজন ব্যক্তি বদনজর যাদুতে আক্রান্ত কিনা তা মৌলিকভাবে কয়েকটি লক্ষণ থেকে প্রাথমিক ধারণা করা যায়–

🎯 মানসিকভাবে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া। যেমনঃ
1. মানসিকভাবে বিভিন্ন প্রকারের তীব্র কষ্ট যন্ত্রণায় ভোগা, যা ব্যখ্যা করেও বুঝানো যায় না।
2. খিটখিটে মেজাজ বা বদমেজাজ।
3. অস্থিরতা কাজ করা, ডিপ্রেশনে ভোগা, দীর্ঘ সময় মন খারাপ থাকা, ভয়, ফোবিয়া বা প্যানিক অ্যাটাকের সমস্যা থাকা, একটুতেই নার্ভাসনেস কাজ করা।
4. শুচিবায়ু বা ওসিডিতে আক্রান্ত হওয়া।
5. ভেতর থেকে প্রায়ই কান্না পাওয়া বা অস্বাভাবিক হাসতে/ চিৎকার করতে মনে চাওয়া।
6. অস্বাভাবিক রাগ, জেদ, অভিমান কাজ করা। একটুতেই কান্না, হতাশা বা আভিমান কাজ করা।
7. মনের ভেতর থেকে গালাগাল, ভাঙচুর বা পাগলামি করতে মনে চাওয়া।
8. বাজে কিছুর প্রতি এমন আসক্তি যা চেষ্টা করেও ছাড়া সম্ভব হচ্ছে না।
9. নামাজ ইবাদতে কোনো স্বাদ না পাওয়া। অন্তরের আবেগ অনুভূতি শক্তি কমে যাওয়া।
10. মানুষ দেখলে বিরক্ত লাগা। সামাজিকতা ও দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানোর প্রবণতা বৃদ্ধি পাওয়া।
11. অন্তরে আনন্দ- খুশি, ভালো লাগা কিছুই কাজ না করা।
12. দুনিয়ার প্রতি বিতৃষ্ণা থেকে কোনো কিছুই ভালো না লাগা।
13. পুরুষের ভেতর পুরুষালি দৃঢ়তা, ব্যক্তিত্ব হ্রাস পাওয়া এবং নারীদের ভেতরে নারীসুলভ কোমলতা, লাজুকতা কমতে শুরু করা।

🎯 বিভিন্ন শারীরিক লক্ষণ দেখা দেওয়া। যেমনঃ
14. সবসময় দুর্বল লাগা, ক্লান্ত, অবসাদ লাগা।
15. বিভিন্ন অস্বাভাবিক কষ্ট যেমন- বুকে চাপ, জ্বালাপোড়া, শ্বাসকষ্ট, প্রায়ই অজ্ঞান হয়ে যাওয়া, মৃগীরোগ, খিঁচুনি ইত্যাদি হওয়া।
16. পেট কেন্দ্রিক সমস্যা যেমন– দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিক, পেট ফোলা, কোষ্ঠ্যকাঠিন্য, ঘন ঘন ঢেঁকুর, পেটে ব্যথা জ্বালাপোড়া, আইবিএস, দীর্ঘমেয়াদি পেট কেন্দ্রিক রোগ বা সমস্যা হওয়া যা সমাধান হচ্ছে না।
17. খাবারের রুচি কমে যাওয়া বা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া।
18. দীর্ঘসময় মনোযোগ দিতে না পারা, কাজ করতে গেলে বা পড়তে গেলে মাথা কাজ না করা, শরীর চলতেই চায় না ইত্যাদি।
19. অকারণে বিভিন্ন ব্যথা যেমন- মাথা ব্যথা, শরীর ব্যথা, মাইগ্রেন ইত্যাদি।
20. শারীরিক জ্বালাপোড়া, অস্থিরতা, জ্বর ভাব, শরীরে অনুভূত অস্বাভাবিক বিভিন্ন অনুভূতি।
21. রাতে ঘুম না হওয়া বা অত্যাধিক ঘুম বেড়ে যাওয়া।
22. গুরুত্বপূর্ণ চিন্তা বা কাজ করতে গেলেই মাথা কাজ না করা বা শরীর চলতে না চাওয়া। কোনো কারণ ছাড়াই কাজে ভুল হওয়া বা কাজ করতে গেলে অসুস্থ/ দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া।

🎯 শরীরের নার্ভগুলো অতি সংবেদনশীল হয়ে যাওয়া বা সংবেদন হারিয়ে ফেলা। ব্যক্তি আক্রান্ত হওয়ার ফলে তা তার ইন্দ্রীয়গুলোকে প্রভাবিত করে। যেমনঃ
23. কাজে অতিমাত্রায় তাড়াহুড়ো প্রবণতা বা অস্বাভাবিক ধীরতা।
24. অল্প কাজ করলে বা দায়িত্ব নিলেই স্ট্রেস লেভেল বেড়ে যাওয়া।
25. সামান্য আঘাতেই প্রচুর ব্যথা যন্ত্রণা হওয়া। স্কিন অতিরিক্ত সেন্সিটিভ বা ভোতা অনুভূতিহীন হয়ে যাওয়া।
26. একটুতেই মেজাজ হারিয়ে ফেলা।
27. উজ্জ্বল আলো সহ্য না হওয়া।
28. উচ্চ শব্দ সহ্য না হওয়া।
29. পরিশ্রম করা ও ধৈর্য্য ধরার শক্তি হারিয়ে ফেলা।
30. ঘ্রাণ/ গন্ধের ক্ষেত্রে অথবা খাবার পছন্দের ক্ষেত্রে সংবেদনশীলতা বৃদ্ধি পাওয়া।

🎯 জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাঁধাগ্রস্থ হওয়া বা স্বাভাবিক প্রক্রিয়া ব্যর্থ হওয়া। যেমনঃ
31. বিয়ে অকারণে বাঁধাগ্রস্থ হওয়া।
32. অস্বাভাবিকভাবে রিযিক/ ইনকাম/ ব্যবসার বরকতে ধ্বস নামা।
33. পড়তে গেলে মাথা কাজ না করা।
34. কাজ করতে গেলে একটুতে শরীর অসুস্থ হয়ে পড়া, কাজে অনীহা ও মন না বসা, অস্থিরতা বেড়ে যাওয়া।
35. গুরুত্বপূর্ণ কাজ, পড়াশুনা বা দায়িত্ব আসলে শারীরিক অসুস্থতা/ বাঁধা, মানসিক অনীহা, অস্থিরতা বেড়ে যাওয়া।
36. স্বাভাবিক চেষ্টার পরও সন্তান না হওয়া বা মিসক্যারেজ হওয়া।
37. অদৃশ্য বলয়ে জীবন আটকে যাওয়া। যেমনঃ যাদু/ বদনজরের প্রভাবে আক্রান্ত ব্যক্তি এক অদৃশ্য লাইফস্টাইলে আটকে যান। ফলে অলসতা উদাসীনতা ও ডিপ্রেশনের সাথেই ব্যক্তির জীবন চলে যায়।

🎯 বিভিন্ন প্রকার আসক্তি। যাদু বদনজরের সমস্যা যেকোনো স্বাভাবিক আসক্তির তীব্রতাকে বাড়িয়ে নিয়ন্ত্রণহীন করে ফেলে। যেমনঃ

38. আসক্তি এত গভীর হওয়া যে চেষ্টা সত্ত্বেও বের হওয়া যাচ্ছে না। এটা হতে পারে কোনো বাজে কাজ– ম|স্ট|রবেশন, পর্ণগ্র|ফি, বিকৃত যৌনত|, সমক|মিত| বা অন্যান্য অশ্লীলতার প্রতি আসক্তি।
39. কোনো হারাম কাজ অথবা ব্যক্তির প্রতি অস্বাভাবিক আসক্তি।
40. শত চেষ্টা এবং পরিকল্পনা করেও, কোনোভাবেই এই অভ্যাসময় আসক্তিগুলো থেকে বের হতে না পারা।

🎯 ব্যক্তিত্ব বা আচরণে পরিবর্তন। যাদু/ বদনজরের প্রভাবে ব্যক্তির আচরণ, রাগ, ধৈর্য্যশক্তি, স্থিরতা, চিন্তাশক্তি ব্যাপকভাবে প্রভাবিত হয়। যেমনঃ
41. ব্যক্তির ভেতর তাড়াহুড়ো প্রবণতা বা অতিরিক্ত ধীরতা বাড়তে পারে।
42. নিয়মিত গোসল করতে না চাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতায় অনীহা।
43. কোনো কিছু গুছিয়ে না রাখা এবং এব্যাপারে জেদ প্রদর্শন করা।
44. কাজে প্রোএক্টিভনেস এবং প্রোডাক্টিভিটি কমে যাওয়া।
45. মানুষের স্বাভাবিক ফিতরাত বিরুদ্ধ আচরণ করা। পুরুষের ভেতর মেয়েলি আচরণ, চিন্তা, ব্যক্তিত্ব চলে আসা। নারীর ভেতর পুরুষালি আচরণ প্রকট হতে থাকা।

🎯 রোগ হওয়া। যাদু/ বদনজরের প্রভাবে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। যেমনঃ
46. এমন অসুস্থতা মেডিকেল টেস্টে যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
47. এলার্জি, থাইরয়েড, PCOS, ক্যান্সার, চর্মরোগ, যৌনবাহিত রোগ, IBS, মেটাবলিক ডিজিজ সহ বিভিন্ন হরমোনাল রোগ যাদু/ বদনজরের প্রভাবে হতে পারে।
48. বিভিন্ন যৌন রোগ ও অক্ষমতা যাদু, বদনজরের প্রভাবে হতে পারে।

🎯 সৌন্দর্য ও ফিটনেসের উপর প্রভাব। যেমনঃ
49. যাদু/ বদনজরের প্রভাবে আক্রান্ত ব্যক্তির চেহারা ক্লান্ত- বিধ্বস্ত, অসুস্থ লাগতে পারে।
50. শরীর অস্বাভাবিকভাবে শুকিয়ে যাওয়া কিংবা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়া।
51. চেহারায় ও আচরণে কনফিডেন্স লেভেল কমতে থাকা।
52. মুখে ব্রণ হওয়া, গোঁটা হওয়া।
53. চেহারায় কালচে দাগ কিংবা আস্তরণ পড়া।
54. অস্বাভাবিকমাত্রায় চুল পড়া।
55. শরীরে তীব্রমাত্রায় দুর্গন্ধ হওয়া।
56. শরীরের তাপমাত্রা প্রায়ই বাড়তি থাকা কিংবা শীতল থাকা।
57. সুষম খাবার খাওয়ার পরও শরীর শুকিয়ে যাওয়া, স্বাস্থ্য না হওয়া। ক্ষেত্রবিশেষে যৌক্তিক কারণ ব্যতীতই অত্যাধিক স্বাস্থ্য বেড়ে যাওয়া।

🎯 যাদু/ বদনজরে আক্রান্ত ব্যক্তি বিভিন্ন স্বপ্ন দেখতে পারেন। যেমনঃ
58. অশ্লীল স্বপ্ন, ঘনিষ্ঠ হওয়ার স্বপ্ন দেখা।
59. ভীতিকর জন্তু আকৃতির কিছু ধাওয়া করার স্বপ্ন দেখা।
60. স্বপ্নে প্রায়ই কিছু না কিছু খেতে দেখা।
61. স্বপ্নে খেতে দেখে ঘুম থেকে উঠার পর মুখের ভিতর বালু, মাটি, চুল ইত্যাদি জিনিস পাওয়া।
62. স্বপ্নে বিভিন্ন প্রাণী বারবার দেখা। যেমন- সাপ, কুকুর, নেকড়ে, চিল, কাক, শকুন, বাজপাখি, টিকটিকি, ইঁদুর, বিচ্ছু, বিষাক্ত পোকা ইত্যাদি।
63. পরিচিত/ অপরিচিত কোনো ব্যক্তিকে স্বপ্নে বারবার দেখা।
64. বিভিন্ন স্থান বা অবস্থা দেখা। যেমন- কবর, লাশ, পানি, জলাভূমি, ভূমিকম্প, ঘরবাড়ি ধ্বসে যাওয়া, নিজেকে উড়তে দেখা ইত্যাদি।

🎯 ঘর কেন্দ্রিক বিভিন্ন সমস্যা দেখা দেওয়া। যেমনঃ
65. ঘরে বিভিন্ন প্রাণীর উপদ্রব বেড়ে যাওয়া। যেমন- মাছি, টিকটিকি, ইঁদুর, বিচ্ছু, বিষাক্ত পোকা, তেলাপোকা, পিঁপড়া, সাপ, কাক ইত্যাদি।
66. ঘর থেকে প্রায়ই বিভিন্ন কিছু চুরি হওয়া। যেমন- জামা-কাপড়, প্রয়োজনীয় কাগজ, চিরুনী, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী ইত্যাদি।
67. ঘর থেকে খাবার গায়েব হয়ে যাওয়া। যেমন- মাছ, মিষ্টি ইত্যাদি।
68. প্রায়ই জামা-কাপড়ের কিছু অংশ কাটা অবস্থায় পাওয়া।
69. ঘরের সদস্যদের এবং ছোট বাচ্চাদের চুল কেটে নেওয়া।
70. ঘরে উৎকট দুর্গন্ধ হওয়া।
71. ঘরের মেঝেতে রক্ত, প্রস্রাব ছিটানো অবস্থায় পাওয়া।
72. ঘরে ঢুকলে শরীর ভারী লাগা, মন অবসাদ লাগা।
73. ঘরের ভিতর পরিবারের সদস্যদের মধ্যে অকারণে ঝগড়াঝাটি হওয়া, কিন্তু বাইরে গেলে ভালো থাকা।
74. ঘরে ঢোকা মাত্র অসুস্থ হয়ে যাওয়া এবং ঘরে অস্বাভাবিক গরম লাগা।
75. ঘরে অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি অনুভব করা, ফিশফিশ আওয়াজ কিংবা অদৃশ্য প্রাণীর ডাক শোনা।
76. ঘরের ছাদ থেকে গভীর রাতে বিভিন্ন আওয়াজ শোনা।
77. ঘরের দরজা বন্ধ করা সত্ত্বেও নিজে থেকে খুলে যাওয়া।
78. ঘরের ভিতর কারণ ছাড়াই জিনিসপত্র পড়ে যাওয়া।
79. ঘরে থাকলেই তীব্র অশান্তি কাজ করা এবং ঘর থেকে বের হয়ে যেতে চাওয়া।

🎯 উদ্দেশ্য কেন্দ্রিক সমস্যা ও লক্ষণ। যেমনঃ কাউকে যদি নির্দিষ্ট উদ্দেশ্যে যাদু করা হয় অথবা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর বদনজর, যাদু কাজ করে তাহলে তার সেই সংক্রান্ত সমস্যাগুলো বেশি হতে পারে।

80. কেউ বিচ্ছেদের যাদুতে আক্রান্ত হলে স্বামী- স্ত্রীর মধ্যকার সম্পর্ক দ্রুত অবনতি ঘটতে পারে। অহেতুক সন্দেহপ্রবণতা, রাগ ঝগড়া বেড়ে যাওয়া, শারীরিক সম্পর্ক কমে যাওয়া বা সম্পর্কের পর যন্ত্রণার ব্যথা অনুভূত হওয়া, সৌন্দর্য কমতে শুরু করা, কোমর ব্যথা বৃদ্ধি পাওয়া ইত্যাদি হতে পারে।

81. কেউ তীব্র নজর বা অসুস্থতার যাদুতে আক্রান্ত হলে তিনি একের পর এক রোগ, জ্বর, ব্যথা ও অসুস্থতায় ভুগতেই থাকেন।

82. কেউ পড়াশোনার উপর যাদুতে আক্রান্ত হলে তিনি পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়বেন, পড়তে গেলে চিন্তা ঘোলা হয়ে যাওয়া, অস্থিরতা বেড়ে যাওয়া, পড়া মাথায় না ঢোকা সহ বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন।

83. কেউ পাগল করার যাদুতে আক্রান্ত হলে তার মানসিক ভারসাম্যহীনতা, বাইপোলার ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া সহ বিভিন্ন মানসিক রোগ বেড়ে যেতে পারে।

84. কেউ সিহরুল কতলে আক্রান্ত হলে তার মাঝে আত্মহত্যা প্রবণতা, নিজের ক্ষতি করা, তীব্র আচরণগত প্রতিক্রিয়া দেখানো, মানসিকভাবে মৃত্যু যন্ত্রণা বেড়ে যাওয়া, ক্যান্সারের মত মরণঘাতি রোগসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।

85. কারো সন্তান না হওয়ার উপর যাদুর সমস্যা থাকলে তার বন্ধ্যাত্বের সমস্যা, গর্ভপাত হওয়া, সহবাসে বাঁধা সৃষ্টি, জরায়ুতে বিভিন্ন রোগ দেখা দিতে পারে।

86. কেউ বাঁধাগ্রস্থ করার যাদুতে আক্রান্ত হলে তার বিয়ে, ইনকামসহ বিভিন্ন কাজে কোনো কারণ ছাড়াই একের পর এক বাঁধা আসতে পারে।

উপরোল্লেখিত কারণগুলো ছাড়াও বিভিন্ন উদ্দেশ্যে যাদু বা নজর বিভিন্ন লক্ষণ সৃষ্টি করে।

রুকইয়াহ শারইয়্যাহর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে এই সমস্যাগুলো থেকে সুস্থতা লাভ করা সম্ভব।

রুকইয়াহ সেবা নিতে যোগাযোগ করুন
📞01316475820 WhatsApp

08/07/2025

যাদের পেটে যাদু আছে,তারা সুরা সাফফাত এবং সুরা দুখান জয়তুন তেলের উপর পড়ে,সেই তেল সকালে খালি পেটে তিন চামচ পান করবেন।টানা তিন দিন।তেল পান করার পর এক ঘন্টা অন্য কিছু খাবেন না।

যত শক্তিশালী যাদু হউক বের হয়ে যাবে বি-ইযনিল্লাহ।
জয়তুন তেল অবশ্য ভালো মানের নিবেন।

07/07/2025

জিন মানুষের উপর যেসব কারণে পজেস হয়-

১. ভালোবাসা (ভালোবাসার কারণে পজেস হওয়া):

এটি সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে ভয়ংকর কারণ।

একজন পুরুষ জিন কোনো নারী মানুষকে ভালোবাসে, বা কোনো নারী জিন কোনো পুরুষ মানুষকে ভালোবাসে — এমনকি কোনো পুরুষ জিন আরেকজন পুরুষ মানুষকে ভালোবাসে।
ভালোবাসা এমন একটি শক্তিশালী বন্ধন, যা ভেঙে ফেলা অত্যন্ত কঠিন।

২. প্রতিশোধ:

“তুমি গরম পানি ঢেলে দিয়েছো আমার সন্তানের উপর,তুমি আমার আত্মীয়কে মেরে ফেলেছো, আমি তার প্রতিশোধ নিচ্ছি।”
রাসূলুল্লাহ ﷺ এই ধরণের পরিস্থিতি মোকাবেলার জন্য নির্দিষ্ট পদ্ধতি ও দোয়া আমাদের শিখিয়েছেন।

৩. কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই

একটি এলোমেলো আক্রমণ।যদি কোনো মানুষ যথাযথ ইসলামী সুরক্ষা গ্রহণ না করে, তবে সে জিনের আক্রমণের জন্য উন্মুক্ত লক্ষ্য হয়ে যেতে পারে।

রাসূলুল্লাহ ﷺ একটি সহিহ হাদীসে বলেছেন (বুখারী ও মুসলিমে সাফিয়্যা (রাঃ) হতে বর্ণিত):

"শয়তান মানুষের দেহে রক্ত চলাচলের মতো ঘুরে বেড়ায়।"

ইমাম আহমাদ ইবনে হাম্বালের (রহ.) পুত্র আবদুল্লাহ বলেন:

“আমি আমার পিতাকে বললাম, কিছু লোক বলে জিন কখনো মানুষের দেহে প্রবেশ করতে পারে না। তিনি বললেন:

‘হে আমার পুত্র! তারা মিথ্যা বলছে। শয়তান এমনকি কোনো মানুষের জিহ্বার মাধ্যমে কথাও বলতে পারে যখন সে তাকে ভর করে।’

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রহ.) বলেন:

“ইমাম আহমাদের এই কথা সুস্পষ্ট প্রমাণ। জিন কারো শরীর ভর করে এমন ভাষায় কথা বলাতে পারে যা সে নিজে জানে না।

ভর-করা ব্যক্তি এমন মার খায় যা একটি উটও সহ্য করতে পারবে না, তবুও সে কিছুমাত্র অনুভব করে না বা সে কী বলছে তাও জানে না।

এমনকি সে অন্য কাউকে টেনে নিয়ে যেতে পারে, বা মাট বা জিনিসপত্র স্থানান্তর করতে পারে — যা দেখে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত হয় যে, এই কাজ মানুষ করছে না বরং অন্য কিছু করছে।”

ইবনে হাযম (রহ.) বলেন:

“জিন বাস্তব এবং তারা আল্লাহর সৃষ্টি। তাদের মধ্যেও কাফের ও মুমিন রয়েছে।

তারা আমাদের দেখতে পায় কিন্তু আমরা তাদের দেখতে পাই না। তারা খায়, সন্তান জন্ম দেয় এবং মারা যায়।”

আল্লাহ বলেন:

“হে জিন ও মানব জাতি!”
(সূরা আন-আম ৬:১৩০)

“আর জিনদের আমি আগেই সৃষ্টি করেছি আগুনের ধোঁয়াহীন শিখা থেকে।”
(সূরা হিজর ১৫:২৭)

জিন থেকে রক্ষা পাওয়ার উপায়:

ধারাবাহিকভাবে এবং ধৈর্যের সাথে যা পালন করতে হবে-

১. আল্লাহর কাছে জিন থেকে আশ্রয় চাওয়া

২. সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা

৩. আয়াতুল কুরসি পাঠ করা

৪. সূরা আল-বাকারা পাঠ করা

৫. সূরা বাকারা’র শেষ আয়াতসমূহ পাঠ করা

৬. “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও হুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদির” পাঠ করা

৭. আল্লাহর জিকিরে লিপ্ত থাকা

৮. আযান দেওয়া

৯. কুরআন তিলাওয়াত করা কারণ কুরআন শয়তানের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে কাজ করে।

Sukunlife

01/07/2025

বিয়ে বন্ধের যাদুতে আক্রান্ত মেয়েদের বিয়ের কথা শুরু হলেই চেহারা নষ্ট হয়ে যায় এবং শরীর খারাপ হতে শুরু করে। বিশেষ করে মাথা ব্যাথা বৃদ্ধি পায়।

Address

Sylhet

Telephone

+8801316475820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi johirul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi johirul islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram