01/01/2024                                                                            
                                    
                                                                            
                                            একটি সুস্থ নবজাতক আমাদের সবার প্রত্যাশা। কিন্তু কখনো কখনো সেই প্রত্যাশার ব্যত্যয় ঘটে, প্রয়োজন হয় চিকিৎসা। নবজাতকের চিকিৎসায়  NICU (এনআইসিউ) শব্দটি আমাদের সকলের খুব পরিচিত। 
আজকের এই পোস্ট এ মূলত কোন কোন ক্ষেত্রে  নবজাতকের এনআইসিউ ( ) প্রয়োজন সেই বিষয় নিয়ে লিখবো। 
 ১. অপরিণত নবজাতক (Premature baby) যার জন্ম ৩৪ সপ্তাহের পূর্বে হয়।
২. জন্মের সময় ওজন যদি ১৮০০ গ্রাম এর নিচে হয় 
৩. জন্মের সময় শিশু যদি না কান্না করে বা শ্বাস না নেয় (  Perinatal Asphyxia) 
৪. শ্বাস কষ্ট জনিত সমস্যা (e.g. RDS, TTN)
৫.  শিশু যদি বড় ধরনের কোন জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে।
৬. ডায়াবেটিক মায়ের বেবি যার গ্লুকোজ কমে গিয়ে স্যালাইন দেয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।
৭. নবজাতকের জন্ডিস যেখানে ফটোথেরাপি বা রক্ত বদল করা প্রয়োজন হয়।
৮. নবজাতকের ইনফেকশন বা সেপসিস
৯. অপারেশন পরবর্তী এনআইসিউ সেবা।
ডা. সুলতানা জাহান 
এমবিবিএস (সিওমেক), বিসিএস (স্বাস্থ্য)
এমডি (নিওনেটোলজী), বিএসএমএমইউ
এনআইসিউ, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ 
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল 
সিলেট 
চেম্বার : পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল 
সোবহানীঘাট, সিলেট