বাংলাদেশের সব থেকে বড় স্বেচ্ছায় রক্ত দান কেন্দ্র বলতে পারেন ই-ব্লাড ব্যাংক।
এখানে প্রতিটি মেম্বার আপনার পাশে আছেন স্বেচ্ছায় সাহায্যের জন্য।
#আমাদের_উদ্দেশ্য_ও_লক্ষঃ
মূল উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে যোগাযোগ করিয়ে দেয়া। আমরা নিজেরা কোন রক্ত সংগ্রহ করিনা অথবা রক্তদানের বিণিময়ে কোনো প্রকার আর্থিক লেনদেন করিনা।
#রক্তস্নাত এই বাংলার মাটিতে একটি মানুষ ও যেন রক্তের অভাবে মৃত্যু বরণ ন
া, করে।
#রক্তের প্রয়োজনে আপনাকে যা, করতে হবে।
সব কিছুর একটি সুন্দর নিয়ম আছে নিয়ম মাফিক যেকোনো কাজই সহজ হয়ে থাকে।রক্ত নিয়ে অনেক দূর্নীতি হয় বলে আমরা আমারদের ফেসবুক পেইজ এ বিস্তারিত তথ্য ছারা পোস্ট করিনা তাই যেকোনো মুহূর্তে রক্ত দরকার পরলে অবশ্যই নিচের প্রতিটা বিষয় স্পষ্ট ভাবে লিখে মেসেজ এ ওয়াটআপ এ নক দিবেন পোস্ট করবো।
১। রোগীর নাম ও সমস্যা।
২। রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে।
৩। হাসপাতালের নাম ও টিকানা।
৪। কেবিন/ওয়ার্ড নং।
৫। রোগী ভর্তি না থাকলে তা উল্লেখ করবেন।
৬। কোন সময়ের মধ্যে লাগবে।
৭। রক্ত চেয়ে যিনি আবেদন করবেন তার সঠিক নাম, ও মোবাইল নাম্বার।
৮। রক্তের ব্যবস্হা হলে অবশ্যই আমাদের জানাবেন।
#স্বেচ্ছায় রক্ত দানে আপনাকে যা, করতে হবে।
নিয়মিত আমার এই ফেসবুক একাউন্ট ও গ্রুপের পোস্ট গুলো দেখে স্বেচ্ছায় এগিয়ে আসবেন। রক্তের গ্রুপ মিলে গেলে সরাসরি পোস্টে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং অবশ্যই রোগী দেখে রক্ত দান করবেন। আপনার স্বেচ্ছায় দান করা রক্ত যেন অসৎ ভাবে ব্যাবহার না, হয়।
এছারাও আপনি রক্তের গ্রুপে যদি যোগদান করেন তাহলে যোগদান করার পর আপনার রক্তের গ্রুপ, নাম, ঠিকানা, মোবাইল, নাম্বার, ইমেইল, গ্রুপে পোস্ট করবেন। এ ক্ষেত্রে কারো প্রাইভেসি দরকার হলে গ্রুপে পেজে না, দিয়েও আমাদের যেকোনো অ্যাডমিন কে, মেসেজ করতে পারেন। আপনার দেয়া তথ্যের যথেষ্ট গোপনীয়তা রক্ষা করা হবে। এবং শুধু মাত্র জরুরী অবস্থায় আপনার সাথে যোগাযোগ করা হবে।
#নীতিমালাঃ
১। উপরের বিস্তারিত তথ্য ছাড়া রক্তের প্রয়োজনে আপনার পোস্ট এপ্রুভ করা হবেনা। যদিও হয় কিন্তু কমেন্টে বিস্তারিত দিতে না, পারলে পোস্ট মুছে ফেলা হবে।
২। ভুল তথ্য দিয়ে পোস্ট করলে নোটিস ছাড়া ব্লক, ব্যান করা হবে।
৩। এছারা রক্তের গ্রুপে পেজ এ রক্তদান ছাড়া অন্য কিছুর পোস্ট করলে এপ্রুভ করা হবে না।
৪। রাজনীতি,কটাক্ষ/অপমানমূলক পোস্ট বা, কমেন্ট করলে নোটিস ছাড়া আনফ্রেন্ড, পেজ গ্রুপ থেকে ব্যান, ও ব্লক, করা হবে।
৫। রক্ত নিয়ে যেসব একাউন্ট ব্যাবহার করে আমরা কাজ করি তাদের সাতে এবং রক্তের গ্রুপের/পেজের অ্যাডমিনদের সাথে ভালো ব্যাবহার করুন।না,বুঝে অযথা তর্ক করবেন না।
#কিছু কথাঃ
নিজে রক্ত দিতে না, পারলে অনুগ্রহ করে পোস্ট গুলো শেয়ার করবেন। কারণ আপনার পক্ষে রক্ত দেয়া সম্ভব না, হলেও অন্য কেউ হয়ত পোস্টটি দেখে রক্ত দিতে এগিয়ে আসবে। এছারা নিয়মিত পোস্টে লাইক/কমেন্ট/শেয়ার করে সঙ্গে থাকবেন।কারণ পোস্ট গুলো আপনারা দেখতে না, পেলে প্রয়োজনীয় রক্ত জোগাড় করা অসম্ভব হয়ে যাবে।
#আমাদের পেজ সমূহঃ
আপনি যখন বিস্তারিত দিয়ে রক্তের জন্যে সাহায্য চাইবেন তখন আপনার রক্তের অনুরোধটি সরাসরি নিচের একাউন্ট/গ্রুপ/পেইজ গুলো থেকে প্রকাশ হবে এবং আশা করি আপনি রক্ত খোঁজে পেতে সক্ষম হবেন।
১।https://www.facebook.com/SylhetOnlineBloodDonorSociety2021/
২।https://www.facebook.com/mdsulaman.chowdhury.54
৩।https://www.facebook.com/groups/ourlifestyles/?ref=share
৪।https://www.facebook.com/groups/538435260689651/?ref=share
৫।
https://www.facebook.com/groups/roktodaner.opekkhay.bangladesh/?ref=share
এছাড়াও ফেসবুকের সকল রক্ত দান গ্রুপে/পেজে আপনার পোস্ট দেয়ার চেষ্টা করা হবে।
#সবশেষে আমরাঃ
আমরা স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবী, গ্রুপ অ্যাডমিনরা স্বেচ্ছায় ২৪,ঘন্টা আছি আপনাদের পাশে। রক্ত নিয়ে যেকোনো প্রয়োজনে বা, অভিযোগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্রুপে,পেজে,মেসেজে,অথবা মোবাইলে।
#আমাদের আর্থিক লেনদেন কোনো উৎস নয় একদম স্বেচ্ছায়।
পোস্ট দেয়ার পর রক্ত যোগাড় হলে অথবা না, হলেও আমাদের কে, জানাবেন অবশ্যই। কেননা আপনারা কনফার্ম না, করা পযন্ত আমরা আপনার রোগীকে নিয়ে আপনার মতোই চিন্তায় থাকি।
এবং অনেক ডোনার রক্ত দিতে গিয়ে ফিরে আসেন।
যিনি আপনাকে রক্ত দিয়ে সাহায্য করবেন অর্থাৎ ডোনারের সাতে যোগাযোগ রাখবেন। তার একফোঁটা রক্তই আপনার কাছে অনেক মূল্যবান ছিল। অনন্ত কৃতজ্ঞতা বোধ থেকে হলেও।
আমাদের একাউন্ট, গ্রুপ, এবং পেজের সকল মেম্বারের প্রতি আমরা কৃতজ্ঞ এমন একটা কাজে সাথে থাকছেন বলে। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ডোনার এবং সকল রক্তের গ্রুপের, ও পেজের সাথী (অ্যাডমিন) ভাইদের প্রতি।
েইজ থেকে আপনার রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় সব সময় সাথে আছি।
ধন্যবাদ।