Raqi Hijbullah

Raqi Hijbullah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Hijbullah, Alternative & holistic health service, Airport road, Sylhet.

রুকইয়াহ বিশেষজ্ঞ রাক্বী হিজবুল্লাহর ব্যক্তিগত পেইজ। যেখানে তিনি সরাসরি রুকইয়াহ্ সেশন এবং গবেষণা মূলক লেখা প্রকাশ করেন।

➡️ সেন্টার:
Salaf Cure

FB Group:
জ্বীন, যাদু ও বদ নজরের চিকিৎসায় Salaf Cure

01/10/2025

জাদুগ্রস্ত পেশেন্টর পেট যাদুর ভান্ডার হয়। পেটের সমস্যায় অনেক ভুগেন। সকালে খালি পেটে প্রচুর রুকইয়াহ পানি পান করুন এবং পরিবর্তন লক্ষ্য করুন।

29/09/2025

একটি সাধারণ ভুল:
অনেক রোগী বছরের পর বছর সেল্ফ রুকইয়াহ’র নামে শুধু অডিও শুনতে থাকেন।
ফলাফল?
➡️ সুস্থতার কোনো অগ্রগতি নেই।
➡️ বরং মনে হয় অডিওতেই আক্রান্ত হয়ে গেছেন।
➡️ অডিও না শুনলে অসুস্থ লাগতে শুরু করে।
এ অবস্থার শেষ কোথায়? ❓
তাই এসব খপ্পরে না পড়ে সুনির্দিষ্ট ও সঠিক চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।


28/09/2025

বাধা, বদ নজর, যাদুর মূল ধ্বংসের রুকইয়াহ,,,,

🔴 লাইভ রুকইয়াহ সেশন শুনার নিয়ম:

✅ দিনে ২ বার—সকাল ও বিকেল
✅ অজু করে শুনবেন (পবিত্র অবস্থায়)
✅ চেয়ারে বসে হেডফোনে শুনা উত্তম (শুয়ে নয়)
✅ চোখ বন্ধ করে গভীর মনোযোগে শুনবেন
✅ শুনার সময় কথা বলা বন্ধ রাখুন—মনোযোগ নষ্ট হয়
✅ নিয়ত করুন:

“হে আল্লাহ! আমার শরীরে যেসব শয়তানি শক্তি, জাদু, বদনজর বা অসুস্থতা লুকিয়ে আছে, তাদের কষ্ট দিয়ে বের করে দাও এবং আমাকে সম্পূর্ণ শিফা দান করো।”

✅ লক্ষ্য করুন কোন আয়াত বা শব্দে:

- শরীরে গরম লাগে
- হাই উঠে, কাঁপুনি দেয়
- বমির অনুভূতি, কান্না আসে
- অস্বস্তি বা চাপ পড়ে

(এগুলো রুকইয়াহর প্রভাবের লক্ষণ)

📞 ফিডব্যাক ও পরামর্শের জন্য যোগাযোগ করুন:

✍️ Raqi Hijbullah
Ruqyah Specialist &
Prophetic Healing Expert
📱 Mobile: 01770-028119

📲 WhatsApp লিংক:
https://goto.now/gkrkc

আল্লাহ আপনার সকল দুঃখ-কষ্ট দূর করে পূর্ণ শিফা দান করুন, আমিন। নিজে শুনুন, পরিবারকে শুনান, সুস্থ থাকুন।

📢 গুরুত্বপূর্ণ সতর্কতা 🚫সম্প্রতি অনেক জাদুকর ও কবিরাজদের কুদৃষ্টি আমাদের পেইজে পড়েছে। তারা আমাদের সদস্যদেরকে বিভিন্নভাব...
27/09/2025

📢 গুরুত্বপূর্ণ সতর্কতা 🚫

সম্প্রতি অনেক জাদুকর ও কবিরাজদের কুদৃষ্টি আমাদের পেইজে পড়েছে। তারা আমাদের সদস্যদেরকে বিভিন্নভাবে মেসেজ করছে।

⚠️ সতর্ক থাকুন!
আমাদের অফিসিয়াল সার্ভিস এবং সঠিক তথ্য জানতে কমেন্ট বক্সে বিস্তারিত দেখুন 🔽

25/09/2025

স্বপ্নে বার বার ওয়াশরুম, নাপাক বস্তু, রক্ত, মারামারি দেখা জাদুতে আক্রান্ত হওয়ার একটি শক্তিশালী লক্ষণ!
এই স্বপ্ন দেখলে কমেন্টে লিখুন 🔽

24/09/2025

💢 হাসাদ বা হিংসা: অদৃশ্য এক আগুন, যা নীরবে সবকিছু জ্বালিয়ে দেয়!
হাসাদের সকল লক্ষণ জানুন এই ভিডিওতে,,, ইনশাআল্লাহ!

(পর্ব ১)

🎤 Raqi Hijbullah

YouTube: https://youtube.com/?feature=shared

 #ভয়_পেও_না🔴 কল্পিত ভয়গুলো থেকে বেরিয়ে আসো, যেগুলো শয়তানরা সৃষ্টি করেছে এবং অনেক রাক্বী তোমাকে সেগুলো বিশ্বাস করিয়ে...
24/09/2025

#ভয়_পেও_না

🔴 কল্পিত ভয়গুলো থেকে বেরিয়ে আসো, যেগুলো শয়তানরা সৃষ্টি করেছে এবং অনেক রাক্বী তোমাকে সেগুলো বিশ্বাস করিয়েছে।
🔴 শয়তান, জিন, রাজা বা আফারিতদের ভয় পেও না।
💪 মানুষই আল্লাহর সৃষ্ট সবচেয়ে শক্তিশালী সৃষ্টি।

✅ ভয় না পেয়ে মুখোমুখি হও, পালিয়ে যেয়ো না।
✅ সবার থেকে আলাদা হয়ে থেকো না।
✅ বের হও, সামনে দাঁড়াও এবং জীবনকে উপভোগ করো।

🤩 জাদু গ্রস্থ বলে দুঃখ পেয় না, আনন্দ করো।
💍 বিয়ে বন্ধ বলে থামবে না, বিয়ে করো।
💪 কাজে বাধা বলে বসে থেকে না, কাজ করো।

🔴 হতাশার কাছে আত্মসমর্পণ করো না।
➡ আল্লাহর সাহায্য নাও।
➡ তকদিরের উপর সন্তুষ্ট থাকো।
➡ শক্তিশালী হও, ভয় পেও না

💡 শয়তানদের পরিকল্পনা ধ্বংস করার জন্য শক্তিশালী কথা শিখো, দোয়া শিখো।
এগুলোকে তোমার জীবনের পথ বানাও, বদনজর ও হিংসা দূর করো এবং জীবনের স্বাদ উপভোগ করো।

জানো❓

আনন্দ, খুশি ও সন্তুষ্টি হওয়া 🔽
দুঃখের, হতাশার, কুমন্ত্রনার গিট খুলে দেয়।
যা শয়তান তোমার জন্য বেঁধে রেখে ছিল।

✍️ Raqi Hijbullah

23/09/2025

হিংসুক হিংসার আগুনে জ্বলে। কিন্তু যার উপর হিংসা পতিত হয় তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। হাসাদ বা হিংসার লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা আসছে ইনশাআল্লাহ্,,,,

বাচ্চাদের অসুস্থতা ও বদ নজরের সমাধান পেতে এখনই গ্রুপে যোগ দিন!📌 আপনার বাচ্চার বয়স যদি ১ থেকে ৭ বছর হয়📌 যদি সে অসুস্থতা...
22/09/2025

বাচ্চাদের অসুস্থতা ও বদ নজরের সমাধান পেতে এখনই গ্রুপে যোগ দিন!

📌 আপনার বাচ্চার বয়স যদি ১ থেকে ৭ বছর হয়
📌 যদি সে অসুস্থতা, বদ নজর বা অজানা সমস্যায় ভুগে থাকে

তাহলে নিচের WhatsApp গ্রুপ লিংকে যোগ দিন ⬇️

রাকি হিযবুল্লাহ বাচ্চাদের জন্য বিশেষ রুকইয়াহ প্রেসক্রিপশন এবং পরামর্শ দেবেন ইনশাআল্লাহ।

✅ গ্রুপে যোগ দেওয়ার পর:
আপনার নাম, বাচ্চার বয়স ও সমস্যার বিবরণ ম্যাসেজ করে রাখুন।

📌 গ্রুপ লিংক: https://chat.whatsapp.com/KkxbQMtTkLm7e9LruKZWhR?mode=ems_copy_c

22/09/2025

শরীরে থাকা জ্বীন, যাদু , বদ নজরের সমস্যা বের করার রুকইয়াহ,,,,

🔴 লাইভ রুকইয়াহ সেশন শুনার নিয়ম:

✅ দিনে ২ বার—সকাল ও বিকেল
✅ অজু করে শুনবেন (পবিত্র অবস্থায়)
✅ চেয়ারে বসে হেডফোনে শুনা উত্তম (শুয়ে নয়)
✅ চোখ বন্ধ করে গভীর মনোযোগে শুনবেন
✅ শুনার সময় কথা বলা বন্ধ রাখুন—মনোযোগ নষ্ট হয়
✅ নিয়ত করুন:

“হে আল্লাহ! আমার শরীরে যেসব শয়তানি শক্তি, জাদু, বদনজর বা অসুস্থতা লুকিয়ে আছে, তাদের কষ্ট দিয়ে বের করে দাও এবং আমাকে সম্পূর্ণ শিফা দান করো।”

✅ লক্ষ্য করুন কোন আয়াত বা শব্দে:

- শরীরে গরম লাগে
- হাই উঠে, কাঁপুনি দেয়
- বমির অনুভূতি, কান্না আসে
- অস্বস্তি বা চাপ পড়ে

(এগুলো রুকইয়াহর প্রভাবের লক্ষণ)

📞 ফিডব্যাক ও পরামর্শের জন্য যোগাযোগ করুন:

✍️ Raqi Hijbullah
Ruqyah Specialist &
Prophetic Healing Expert
📱 Mobile: 01770-028119

📲 WhatsApp লিংক:
https://goto.now/gkrkc

আল্লাহ আপনার সকল দুঃখ-কষ্ট দূর করে পূর্ণ শিফা দান করুন, আমিন। নিজে শুনুন, পরিবারকে শুনান, সুস্থ থাকুন।

🛁 রুকইয়াহ বিশেষ গোসলের নিয়ম🔽প্রয়োজনীয় সামগ্রী:অর্ধেক বালতি পানি (৩–৫ লিটার)৭ টি বড়ই পাতা পিষে পেষ্ট তৈরি করে নেওয়াগোলা...
21/09/2025

🛁 রুকইয়াহ বিশেষ গোসলের নিয়ম🔽

প্রয়োজনীয় সামগ্রী:

অর্ধেক বালতি পানি (৩–৫ লিটার)
৭ টি বড়ই পাতা পিষে পেষ্ট তৈরি করে নেওয়া
গোলাপজল ১ গ্লাস
শরীরে ব্যথা বেশি হলে ২/৩ চামচ পিংক সল্ট

পানি প্রস্তুত করা:

1. একটি পরিষ্কার বালতিতে ৩–৫ লিটার পানি নিন।

2. উল্লেখিত সাপ্লিমেন্ট ভালোভাবে সেই পানিতে মিশিয়ে নিন।

3. পানি যেন রুকইয়াহ বা দোয়ার মাধ্যমে প্রস্তুত থাকে, সেটিও নিশ্চিত করুন (প্রয়োজনে পূর্বে পড়ে নেওয়া আয়াত/দোয়া ব্যবহার করুন)

গোসলের পদ্ধতি:

1. মগে পানি নিয়ে মাথার পিছনের অংশে একটু জোরে ঢালুন এবং হাত দিয়ে মালিশ করুন।

2. শরীরের যে স্থানে ব্যথা বা অস্বস্তি আছে, সেখানে জোরে পানি ঢালুন এবং মেসেজ (মালিশ) করার চেষ্টা করুন।

3. গোসল চলাকালীন মনে মনে ইস্তেগফার করুন এবং শয়তান, যাদু ও বদ নজরের প্রতি ক্ষোভ রাখুন।

4. বিশেষ গোসল শেষ হওয়ার পর, আপনার স্বাভাবিক গোসল করুন (সাবান, শ্যাম্পু ইত্যাদি দিয়ে পরিষ্কারভাবে)।

অতিরিক্ত নির্দেশনা:

ঠান্ডাজনিত সমস্যায় হালকা গরম পানি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আগে আমার সঙ্গে পরামর্শ করবেন।

গোসলের সময় মনোযোগ ও নিয়ত পরিষ্কার রাখুন—শুধু আল্লাহর সাহায্যই প্রকৃত শিফা দান করে এই বিশ্বাস রাখুন।

গোসল শেষে পরিস্কার কাপড় পরুন এবং শরীর ভালোভাবে শুকিয়ে নিন।

গোসলের পর কিছুক্ষণ আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজেকে ঢেকে রাখুন।

সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করুন।

✍️ Raqi Hijbullah
Ruqyah Specialist &
Prophetic Healing Expert

21/09/2025

ধরাবাহিক ভাবে আমাদের পেইজে জ্বিন, যাদু, বদ নজরের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা হবে এবং ট্রিটমেন্ট সেশন লাইভ হবে,, ইনশাআল্লাহ!

Address

Airport Road
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Hijbullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Hijbullah:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram