09/04/2024
√√√ গ্রোয়িং পেইন কি? √√√
গ্রোয়িং পেইন বাচ্চাদের একটি সাধারন সমস্যা। একটি শিশু বড় হওয়ার সময় যখন তার পায়ে যে দীর্ঘস্থায়ী ব্যথা এবং কম্পন অনুভব করে সেটাকেই গ্রোইং পেইন বলে। তিন বছর বয়স থেকে সাধারণত এটি শুরু হয়ে থাকে এবং গ্রোয়িং পেইন ১০-১২ বছর বয়সে নিজে থেকেই সেরে যায়। তবে ৩ থেকে ৬ বছর বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
√√√ গ্রোয়িং পেইন এর উপসর্গ √√√
➤ ঊরু ও পায়ের মাংসপেশিতে বেশি হয়। হাতেও হতে পারে ব্যথা।
➤ সন্ধ্যা বা রাতের শুরুতে শিশু পায়ে ব্যথার কথা বলে।
➤ কখনো কখনো ব্যথার তীব্রতা এত বেশি থাকে যে রাতের ঘুম ভেঙে যায়।
➤ সকালে ঘুম থেকে ওঠার পর আর কোনো ব্যথা থাকে না।
➤ প্রতিদিন ব্যথার তীব্রতা একই রকম থাকে না।
➤ এই ব্যথার জন্য শিশুর হাঁটা-চলা বা দৈনন্দিন কাজে কোনো সমস্যা হয় না।
√√√ শিশুর গ্রোয়িং পেইন এর কারণ √√√
➤ বাচ্চার পায়ে গঠনগত ত্রুটি থাকলে।
➤ পারিবারিক ইতিহাস ও মানসিক চাপ ।
➤ ভিটামিন ডি এর ঘাটতি হলে।
√√√ ঘরোয়া উপায়ে গ্রোয়িং পেইন এর ব্যথা উপশমের উপায় √√√
➤ হালকা ম্যাসাজ করা।
➤ কাপড় কুসুম গরম পানিতে দিয়ে সেঁক দেয়া।
➤ ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল-জাতীয় ওষুধ ব্যবহার করা।
➤ শিশুকে পুষ্টিকর খাবার, দুধ ও দুধের তৈরি খাবার বেশি দিতে হবে।
√√√ চিকিৎসা √√√
গ্রোয়িং পেইন ১০-১২ বছর বয়সে নিজে থেকেই সেরে যায়। ব্যথা কমাতে প্যারাসিটামল–জাতীয় ওষুধ খাওয়ানো যেতে পারে। তবে ব্যথা গুরুতর হলে, গিরা ফুলে গেলে বা লাল হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
* ♦****♦ **
বিশেষজ্ঞ তত্ত্বাবধায়নে "গ্রোয়িং পেইন"-এর চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন সিলেটের প্রখ্যাত বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পাইন রিহ্যাব ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ফজলুল হক (সোহাইল) স্যারের সাথে।
√√চেম্বার-১ঃ (কক্ষ নং ৩১৯, ৩য় তলা)
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ সোবহানীঘাট, সিলেট।
সময় :
শনি, রবি, মঙ্গল ও বুধবার
বিকাল ৩টা – সন্ধ্যা ৬টা
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা – রাত ৯টা
সিরিয়ালের জন্যঃ
০১৬০১-৬৩১৭৩৬
০৯৬৩৬৩০০৩০০
(সোম ও শুক্রবার বন্ধ)
√√চেম্বার-২ঃ (কক্ষ নং ৪০৭, ৪র্থ তলা)
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার,
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোড, রিকাবী বাজার, মধুশহীদ, সিলেট
সময় :
শনি, রবি, মঙ্গল ও বুধবার
সন্ধ্যা ৭টা – রাত ৮টা
সিরিয়ালের জন্যঃ
০১৮৪২-৪০৬০৬৮,
০১৭০৮-৩৯৯৩০৫
----------------------------------------