04/05/2022
রক্তদান নিশ্চই ভালো একটি কাজ যেটি অনেকেই করতে পারেন না। এই সামান্য সাহস আমাদের নেই। অথচ ডাক্তার রা বলে থাকেন যে রক্তদান করা শরীরের জন্য ভালো। ৪ মাস পর পর আপনি নির্দিধায় রক্ত দান করতে পারেন। তাই আসুন এখান থেকে একটি উক্তি শেয়ার এর মাধ্যমে সবাইকে রক্ত দানে উৎসাহ দেই।