ডাঃ নিদুল দাস

ডাঃ নিদুল দাস মেডিসিন, ডায়াবেটিস, শিশু ও চর্মরোগের চিকিৎসক

25/06/2025
মোটা হওয়ার ঔষধ খাওয়ার কুফল!সাভার থেকে চেম্বারে একজন রোগি এসেছেন , সমস্যা হচ্ছে সারা শরীরের বড় বড় ফোড়া হয়, তীব্র ব্যথা এব...
02/06/2025

মোটা হওয়ার ঔষধ খাওয়ার কুফল!

সাভার থেকে চেম্বারে একজন রোগি এসেছেন , সমস্যা হচ্ছে সারা শরীরের বড় বড় ফোড়া হয়, তীব্র ব্যথা এবং পুজ , পুজে এত বাজে গন্ধ হয় , ভদ্রলোক নিজেই সহ্য করতে পারেন না।
এই সমস্যা দীর্ঘ ১০ বছর যাবৎ।
তার মতে সমস্যার উৎপত্তি যেভাবে হয়েছে তা হলো।
তিনি ১০ বছর আগে মোটা হবার আশায় স্থানীয় ফার্মেসীর এক ফার্মেসীম্যান এর কাছ থেকে রুচি বাড়ানোর জন্য এবং মোটা হবার আশায় দার্মাসিন নামক একটি ইউনানী মেডিসিন খাওয়া শুরু করেন।
কিছুদিনের মধ্যে তার স্বাস্থ্যের বেশ উন্নতি হলো।
কিন্তু হঠাৎ তার গায়ে ফোড়া শুরু হলো।
তীব্র ব্যথা পুজ এবং গন্ধ।
নানা প্রকার এন্টিবায়োটিক খাওয়ার পর ও কমে না।
অপর দিকে দার্মাসিনে তিনি এমন ভাবে এডাপ্ট হয়ে পড়েন যে , মেডিসিন বন্ধ করার সাথে সাথে তার নানা রকম উপসর্গ দেখা দেয়।
তার ফোড়া গুলো একপর্যায়ে SUPPORATIVE বা পুজ হয়ে স্কিন এবং মার্সেল পযন্ত ছড়িয়ে পড়ে
শরীরের বিভিন্ন স্থান থেকে মাংশ খসে পড়ে।
ছবিতে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যাচ্ছে।
এটি মুলত ফোড়া ভালো হবার পর স্কার বা ক্ষত দাগ।

দীর্ঘ ১০ বছর তিনি এই দার্মাসিন খেয়ে যাচ্ছেন , এলোপ্যাথি ডাক্তারের মতে এর ভিতর স্টেরয়েড আছে,
যা তার ইমিউন সিস্টেম নষ্ট করে ফেলেছে।
ফলে এই মেডিসিনে থাকা স্টেরয়েড তাকে সাময়িক রিলিফ দিচ্ছে ( এবং এই মেডিসিন এর স্টেরয়েড এর কারনে তার রোগ তৈরী হয়েছে)
এই মেডিসিন খেলে কিছুটা কমে বন্ধ করলে মারাত্মক অবস্থা ধারন করে।

আমি জানি না মেডিসিন টিতে স্টেরয়েড আছে কিনা।
তবে কাশির মেডিসিন কেনো একজন ফার্মাসিস্ট ওজন বাড়ানোর জন্য ব্যবহার করলেন?
যদি সত্যি ওজন বেড়ে থাকে তাহলে অবশ্যই স্টেরয়েড থাকার পসিবিলিটি আছে।

উনার মূল রোগের নাম

Hidradenitis Suppurativa , আমি মনে করি।

এটি মূলত শরীরের ঘামগ্রন্থি ও চুলের ফলিকলকে আক্রান্ত করে এবং সাধারণত বগল, কুঁচকি, নিতম্ব, স্তনের নিচে এবং পিঠে ফোসকা, গুটি, পুঁজ ও স্কার তৈরি করে।
বায়োস্পি করতে দিয়েছি।

দেখাযাক কি আসে।

হুট হাট মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন।
হোক সেটা, হোমিওপ্যাথি ,ইউনানী আয়ূরবেদ অথবা এলোপ্যাথি বা হার্বাল

© ডাঃ মোঃ জাকির হোসাইন
সবাইকে সতর্ক করার জন্য পোস্টটি শেয়ার করতে পারেন।

শিশু  জন্মের সাথে সাথেই অনেকে শিশুর মুখে মধু নামক বিষ দিয়ে দিচ্ছেন। শিশুকে মধু খাওয়ানোর পর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম টক...
01/06/2025

শিশু জন্মের সাথে সাথেই অনেকে শিশুর মুখে মধু নামক বিষ দিয়ে দিচ্ছেন।

শিশুকে মধু খাওয়ানোর পর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন বিষক্রিয়ায় শিশুর কি অবস্থা হয়েছে দেখুন!

Infant Botulism (শিশু বোটুলিজম) একটি বিরল কিন্তু গুরুতর নিউরোলোজিক্যাল রোগ, যা Clostridium botulinum নামক ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন টক্সিনের কারণে হয়ে থাকে। এটি সাধারণত ১ বছর বয়সের নিচের শিশুরা আক্রান্ত হয়।

🦠 Infant Botulism এর কারণ:

Clostridium botulinum ব্যাকটেরিয়ার spores (বীজাণু) শিশুর অন্ত্রে প্রবেশ করে এবং সেখানে বৃদ্ধি পেয়ে botulinum toxin উৎপাদন করে। এই টক্সিন acetylcholine নামক স্নায়ুবিষয়ক রাসায়নিকের নিঃসরণ বন্ধ করে দেয়, যার ফলে শিশুর পেশিগুলো দুর্বল হয়ে পড়ে।

#সংক্রমণের_উৎস:

মাটি বা ধুলাবালি। প্রাকৃতিক পরিবেশ (বাগান, কৃষিক্ষেত্র) গিয়ে সেগুলো মুখে খাওয়া।

মধু (হানি) — ১ বছরের নিচে শিশুদের কখনোই মধু খাওয়ানো উচিত নয়

ঘরের ধুলোবালি (spore-দূষিত হতে পারে)

#লক্ষণসমূহঃ

জীবাণু মুখ দিয়ে পেটে প্রবেশের পর সাধারণত ৩ থেকে ৩০ দিনের মধ্যে এই রোগটির লক্ষণ দেখা যায়। লক্ষণগুলো ধীরে ধীরে শুরু হয় এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে:

১. শিশুর অতিরিক্ত নিস্তেজতা (floppiness) – “floppy baby syndrome”

২. শিশু সঠিকভাবে মাথা ধরে রাখতে পারে না

৩. শিশুর চুষে খাওয়ার ক্ষমতা কমে যায় – খাওয়ায় সমস্যা

৪. শিশুর কাঁদার শব্দ দুর্বল হয়ে পড়া

৫. শিশুর কোষ্ঠকাঠিন্য (constipation) দেখা দেয়– প্রাথমিক লক্ষণ

৬. শিশুর শ্বাসপ্রশ্বাসের জটিলতা দেখা যায়

৭. শিশুর রক্তচাপ কমে যায় এবং অবচেতনতা দেখা যায় (চরম ক্ষেত্রে)

#উপরোক্ত_সমস্যা_গুলো_দেখা_দিলে_অবশ্যই #ডাক্তারের_পরামর্শ_নিবেন

পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী। একটি শেয়ার হয়তো একটি শিশুর জীবন রক্ষা করবে।

আমার এক রোগীর পার্টির ভালোবাসায় সিক্ত হলাম 🥰🥰। সবাই আশির্বাদ /দোয়া  করবেন এভাবে যেন কাজ করে যেতে পারি।
25/05/2025

আমার এক রোগীর পার্টির ভালোবাসায় সিক্ত হলাম 🥰🥰। সবাই আশির্বাদ /দোয়া করবেন এভাবে যেন কাজ করে যেতে পারি।

গত ৩-৪ মাসের মধ্যে চেম্বারে প্রচুর স্ক্যাবিসের রোগী পাইতেছি। স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। এখন আসি স্ক্যাবিস কি...
21/05/2025

গত ৩-৪ মাসের মধ্যে চেম্বারে প্রচুর স্ক্যাবিসের রোগী পাইতেছি। স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে।

এখন আসি স্ক্যাবিস কি?

স্ক্যাবিস (Scabies)/ খোঁচ পাচড়া রোগ হলো একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।



বিদ্র:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত আপনারা সবাই অতি দ্রুত চিকিৎসা নিন।

এখন থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত রোগী দেখবো মা মনি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্ট...
19/05/2025

এখন থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার
সকাল ১১টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত রোগী দেখবো
মা মনি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, হাসপাতাল রোড, কানাইঘাট।
সিরিয়ালের জন্যঃ ০১৭৯৩-১২৩৮৩৯, ০১৭৯৫-২০৪৮৫
এবং
প্রতি মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখবো
সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল রোড,বিয়ানীবাজার।
সিরিয়ালের জন্যঃ০১৭৫২৭৮৬৮৬৬

গতকাল আমার চেম্বারে একজন রোগী আসছিলেন বয়স ৩০ বছর, নতুন বিবাহ করেছেন। উনি অনলাইন থেকে এই প্রোডাক্টটি কিনে ৪-৫ দিন সেবন কর...
15/05/2025

গতকাল আমার চেম্বারে একজন রোগী আসছিলেন বয়স ৩০ বছর, নতুন বিবাহ করেছেন। উনি অনলাইন থেকে এই প্রোডাক্টটি কিনে ৪-৫ দিন সেবন করেছেন। এটা সেবন করার পর থেকে দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারেন কিন্তু উনার বীর্য বের হয়না এটাকে বলে।
সুতরাং যেকোনো ধরনের যৌন সমস্যা থাকলে এভাবে অনলাইন থেকে প্রোডাক্ট না কিনে,
#একজনযৌনরোগবিশেষজ্ঞডাক্তারেরপরামর্শনিন।

বি.দ্রঃ নিজে সতর্ক হোন অন্যকে সতর্ক করুন।

বাংলাদেশের মুরগির দোকানে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির মাংসে Escherichia albertii নামক এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গিয়ে...
19/04/2025

বাংলাদেশের মুরগির দোকানে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির মাংসে Escherichia albertii নামক এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। নামটি নতুন মনে হলেও এটি E. coli-এর ঘনিষ্ঠ আত্মীয়, আর এর প্রভাব মোটেই কম নয়।

জাপানে ইতিমধ্যেই এই জীবাণুর কারণে একাধিক খাদ্য বিষক্রিয়ার ঘটনা ঘটেছে, যেখানে শতাধিক মানুষ একসাথে আক্রান্ত হয়েছে। যদিও আধসিদ্ধ মুরগির মাংসকে এর সংক্রমণের সম্ভাব্য উৎস হিসেবে ধরা হয়। তবে এবার বাংলাদেশের মুরগির মাংসেও এই ব্যাকটেরিয়া শনাক্ত করেছেন জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির গবেষকেরা।

গবেষকেরা দেশের চারটি জেলার ১৭টি খুচরা ব্রয়লার মুরগির দোকান থেকে নমুনা নিয়ে পরীক্ষা করেছেন। দেখা গেছে, এই ব্যাকটেরিয়া শুধু মাংসেই নয়, কর্মীদের হাত এবং প্রক্রিয়াজনিত যন্ত্রপাতি (যেমন ব্লেড, ব্লিডিং কন)-তেও পাওয়া গিয়েছে। অর্থাৎ সংক্রমণের একটি বড় অংশ ঘটছে প্রসেসিং এর সময়েই।

আরও আশঙ্কাজনক তথ্য হলো—এই জীবাণুর ৯৪% নমুনা অন্তত একটি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী, এবং প্রায় ৫০% নমুনা ছিল মাল্টিড্রাগ-প্রতিরোধী। অর্থাৎ, বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধও এই ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে পারছে না।

তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য করণীয় হলো—দোকান থেকে জ*বাই করে কাটা মাংস না আনা এবং জীবাণু নিষ্ক্রিয় করার জন্য মুরগির মাংস অবশ্যই ভালোভাবে রান্না করা, অন্তত ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

তাছাড়া গবেষকেরা বলেছেন—এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই জীবাণু ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই পরিচ্ছন্নতা বজায় রাখা, অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা, এবং নিয়মিত মনিটরিং চালুর ওপর জোর দিয়েছেন তাঁরা।

এই গবেষণা প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড মাইক্রোবায়োলজি-তে। Info: Science&Experiment

এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবী লিখতে পারবেন না: হাইকোর্ট; আগামীকাল থেকে অন্যরা ডাক...
12/03/2025

এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবী লিখতে পারবেন না: হাইকোর্ট; আগামীকাল থেকে অন্যরা ডাক্তার পদবী ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ।
তাদের ক্ষেত্রে কোন প্রিফিক্স দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। "
-বিচারপতি রাজিক আল জলিল

        ◾◾অপারেশন করার সময় হাতেনাতে আটক স্যাকমো ফিরোজ কবির : দীর্ঘদিন ধরে সার্জারি করে আসার পর অবশেষে পেলেন দুই মাসের ক...
02/02/2025


◾◾অপারেশন করার সময় হাতেনাতে আটক স্যাকমো ফিরোজ কবির : দীর্ঘদিন ধরে সার্জারি করে আসার পর অবশেষে পেলেন দুই মাসের কারাদণ্ড◾◾
প্ল্যাটফর্ম নিউজ,২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
ফিরোজ কবির একজন চিকিৎসা সহকারী (মেডিকেল এসিস্টেন্ট) হিসেবে যশোরের সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদে কর্মরত আছেন। পেশায় একজন স্যাকমো হলেও ফিরোজ নিয়মিত প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার পাশাপাশি নানা প্রকারের সার্জারিও করতেন।
সম্প্রতি যশোরের কেশবপুরের কপোতাক্ষ ক্লিনিকে হার্নিয়া অপারেশন করা অবস্থায় ধরা পড়েন তিনি। অপারেশন করার সময় সেখানে কোন এনেস্থেসিওলজিস্ট বা অন্য কোনো ডাক্তার ছিলেন না। এমনকি ওটির পোশাকও গায়ে ছিলনা অপারেশন করা‌ ব্যক্তিদের গায়ে।
ফিরোজ কবিরকে হাতে নাতে ধরেছেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনেস্থেশিয়া কনসাল্টেন্ট ডা. মো: জহিরুল হক ওয়াসিম ও সহকারী সার্জন ডা. সালাউদ্দীন কোরেশী ডালিম অভিযুক্ত স্যাকমোকে হাতেনাতে ধরার পর ম্যাজিস্ট্রেটকে ডাকেন। তারা বেশ কিছু প্রমাণ দেখানোর পর ম্যাজিস্ট্রেট স্যাকমো ফিরোজকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
-নিজস্ব প্রতিবেদক,
জার্নালিজম ডিপার্টমেন্ট, প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন।

Address

Sylhet

Telephone

+8801785833482

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ নিদুল দাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ নিদুল দাস:

Share

Category