05/09/2025                                                                            
                                    
                                                                            
                                            বিসমিল্লাহির রাহমানির রাহিম
  *আমরাই বিশ বছর ধরে সাফল্যের শীর্ষে*
🔴 সিলেট মেডিকেল ইনস্টিটিউট, কর্তৃক বিভিন্ন প্রশিক্ষন কোর্সের ছাত্রছাত্রীদের শেখানো হবে যেসব বিষয়গুলো নিম্নে ব্যবহারিক ক্লাস এর বিষয় সমূহ প্রধান করা হলোঃ-
       ★(প্রেক্টিক্যাল ক্লাস)★
 🔺 ৪০-৭০ টি রোগের লক্ষণ ও কারণ, রোগ নির্নয় ও রোগের পূর্ন চিকিৎসা। 
🔺 ২০ টি রোগের পরীক্ষা(প্যাথলোজিক্যাল) ও রিপোর্ট বুঝা। 
🔺 বিভিন্ন কোম্পানির ঔষধ এর পরিচিতি ও মূল্য তালিকা প্রকাশ। 
🔺 জটিল রোগ নির্বাচন করে সঠিক চিকিৎসার স্বার্থে রেফার্ড করার নিয়ম। 
🔺 মহিলা রোগীদের  এম.আর, ডিএন্ডসি, ইপিসি ও টমি, স্বাভাবিক ডেলিভারি বিষয়ক প্রশিক্ষণ ইত্যাদি। 
🔺 ব্যবস্থা পত্র তৈরি। 
🔺 জরুরি সার্জারি সংক্রান্ত বিষয়ক প্রেক্টিক্যাল। 
🔺 তাপমাত্রা নির্ণয়, সেলাই দেওয়া, ইনজেকশন দেওয়া, ড্রেসিং করা, ব্যান্ডেজ করা ইত্যাদি শেখানো হয়। 
🔺স্যালাইন দেওয়া, ডায়াবেটিস মাপা, ব্লাড প্রেসার মাপা শেখানো হয়। 
🔺 রোগীর শারিরীক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেখানো হয়। 
🔺 ইনসুলিন দেওয়া, নেবুলাইজেশন প্রদান, টিকা প্রদান ও বিভিন্ন ভেকসিন প্রদান। 
🔺 রাইস টিউব, ক্যাথেটার ও অক্সিজেন মাস্কসহ মুমূর্ষু  রোগীর সেবা প্রদান। 
🔺খৎনা শেখানো হয়। 
🔺 ছোট খাটো টিউমার কাটার নিয়ম ও এনেছথেসিয়া(অবশ করা) বিষয়ক প্রশিক্ষণ।
🔺 সার্জিক্যাল যন্ত্রপাতি রোগীর বিভিন্ন ইকুইপমেন্ট ও চিকিৎসকের চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির পরিচিতি প্রদান করা হবে। 
বিঃদ্রঃ `ছাত্রছাত্রীদের বিশেষ অভিজ্ঞতার  স্বর্থে বিশেষ কিছু ব্যবহারিক ক্লাস প্রদান করা হয়`।
❇️ *একমাত্র সিলেট বিভাগের মধ্যে আমরা অধ্যাপক দ্বারা বিশেষ ক্লাস প্রদান করি* ❇️
       🏥যোগাযোগের ঠিকানাঃ-
🔸সিলেট মেডিকেল ইনস্টিটিউট। (পদক্ষেপ অনুশীলনী একাডেমিক কোচিং এর সাথে),
কুইন্স টাওয়ার (২য় তলা),জকিগঞ্জ রোড(বান্দ),কদমতলী,সিলেট।
📞মোবাইল:- 01724074073 
 _এই নাম্বারে Whatsapp বা সরাসরি কল করে যোগাযোগ করতে পারবেন।_