15/02/2025
রিজিকে বাধার জাদুর লক্ষণ:
জাদু বর্তমান সমাজে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। জাদু মূলত হিংসুকরাই করে থাকে। বিভিন্ন ক্ষতি করার নিমিত্বে করা হয়ে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে আই উন্নতি বা রিজিকের মধ্যে বাধাগ্রস্ত করা ।এর জন্য যাদু ।
আজকে এর কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
১. যেকোনো কাজ শুরু করতে গেলে বারবার বাধা আসা বা ব্যর্থ হওয়া।
২. হঠাৎ করে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আর্থিক অবস্থার অবনতি হওয়া।
৩. রিজিক রিলেটেড যেকোনো কাজের আগে অসুস্থ হয়ে যাওয়া।
৪. যেকোনো কাজে কোন কারণ ছাড়াই প্রচুর নেগেটিভ ওয়াসওয়াসা আসা।
৫. অভিজ্ঞতা আছে এমন কাজ করতে গেলেও ভুল হওয়া।
৬. কোন কাজ করতে ভাল না লাগা বা মন না চাওয়া।
৭. আলসেমি বেড়ে যাওয়া, কাজ করতে গেলে অলসতা বোধ করা।
৮. কোনো কাজ শুরু করতে চাইলেও শুরু করতে না পারা, অহেতুক অন্য কাজে সময় নষ্ট করা।
৯. কোনো কাজ শুরু করলে হাত-পা ব্যথা করা, হাত মচকে যাওয়া।
১০. যোগ্যতা থাকা সত্তেও চাকরির ক্ষেত্রে বারবার রিজেক্ট হওয়া।
১১. চাকরির আবেদনের সকল শর্ত পূরণ করলেও কাগজপত্র প্রত্যাখ্যান করা।
১২. চাকরীর ইন্টারভিউ এর আগে আপনার কার্ড বা ছবি হারানো।
১৩. চাকরির ইন্টারভিউ বা পরীক্ষা দিতে গেলে ঠিকঠাক উত্তর দিতে না পারা।
১৪. পার্টনার, সহকর্মী বা বসের সাথে মতানৈক্য তৈরি হওয়া।
১৫. সবজায়গাতেই শত্রু তৈরি হওয়া, সকলেই পছন্দ করা ও হিংসা করা।
১৬. চাকরি বা ব্যবসার প্রস্তাব আসলেই রাগ হওয়া অথবা এগোতে চাইলে রাগ হওয়া।
১৭. বারবার চাকরি চলে যাওয়া বা নিজেই বারবার চাকরি ছেড়ে দেওয়া।
১৮. কোন কারণ ছাড়াই ব্যবসার সেলস বন্ধ হয়ে যাওয়া।
১৯. টাকা ইনকাম করলেও বারাকাহ না পাওয়া। টাকা ধরে রাখতে না পারা।
২০. আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া, অনেক বেশি ঋণ হয়ে যাওয়া। দিনদিনই ঋণ বেড়ে যাওয়া।
২১. কোনো কাজেই সফল না হওয়া, যেকোনো কাজ শেষ পর্যন্ত গিয়ে না হওয়া।
২২. যেখানেই ইনভেস্ট করা হয় সেখানেই লস হওয়া।
২৩. হাত-পা অবশ অবশ লাগা সবসময়।
২৪. ছোট কোন কাজ করতেও অনেক দীর্ঘ সময় লেগে যাওয়া।
২৫. কর্মক্ষেত্রে প্রবেশ করার সময় মানসিক চাপ, অস্তিরতা অনুভব করা।
২৬. বাধাগ্রস্ত হওয়ার স্বপ্ন দেখা। যেমন: কেউ ধাওয়া করছে কিন্তু এগোতে না পারা, কোন ট্র্যাপে পড়ে যাওয়া ইত্যাদি।
২৭. স্বপ্নে সাপ,কুকুর,বিড়াল,গরু ইত্যাদি দেখা।
২৮. স্বপ্নে মৃত মানুষ,কবর ও মৃত্যু সম্পর্কিত কিছু দেখা।
২৯. স্বপ্নে অচেনা জায়গা, উড়া, জলাশয়, নদী ইত্যাদি দেখা।
৩০. স্বপ্নে উনেক উপড় থেকে পড়া, মারামারি, যুদ্ধ দেখা।
৩১. কোনো কিছু হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার স্বপ্ন দেখা।
৩২. ফজরে ঘুম থেকে উঠতে না পারা। এলার্ম বাজলে বা ডাকাডাকি করেও ঘুম না ভাঙ্গা।
৩৩. মাথা রিলেটেড বিভিন্ন সমস্যা থাকা। যেমন: মাইগ্রেন, পড়াশোনা করতে না পারা, পরীক্ষার আগে অসুস্থ হয়ে যাওয়া, প্রচুর পরিমাণে ভুলে যাওয়া, মাথা সবসময় ভার হয়ে থাকা। সংযোজিত।