Annur Ryqyah center Moulvibazar মৌলভীবাজার রুকইয়াহ সেন্টার

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Annur Ryqyah center Moulvibazar মৌলভীবাজার রুকইয়াহ সেন্টার

Annur Ryqyah center Moulvibazar মৌলভীবাজার রুকইয়াহ সেন্টার রুকইয়াহ আশশারিয়া হচ্ছে জীন যাদুর এক মাত্র কার্যকর স্থায়ী চিকিৎসা।

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
08/08/2025

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

আমাদের এক পেসেন্ট এর ছেলে জন্ম গ্রহণ করেছে।সকল প্রশংসা আল্লাহর।আল্লাহ তাআলা তাকে তার মা বাবার চোখের ঠান্ডক বানান।নেক হায...
08/08/2025

আমাদের এক পেসেন্ট এর ছেলে জন্ম গ্রহণ করেছে।
সকল প্রশংসা আল্লাহর।
আল্লাহ তাআলা তাকে তার মা বাবার চোখের ঠান্ডক বানান।
নেক হায়াত দান করুন!
উল্লেখ্য উনাদের বাচ্চা কন্সিভ না হওয়া , এর সমস্যা ছিল।
আবার মিসকেরেজ ও হয়েছে।
দীর্ঘ দিন যাবৎ সরাসরি রুকইয়াহ ও সেলফ রুকইয়া চালিয়েছেন।
আল্লাহ তাআলা তাদের চেষ্টা ব্যর্থ করেন নি।
তাদের সবর এর ফল দিয়েছেন!

11/07/2025

শয়তান সবচেয়ে অনেক শক্তিশালী হয় যখন ওকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়। তাই রুকইয়াহর সময় ব্যতীত আর বাকি সময় জীন শয়তান যাদু ইত্যাদি কে ঘিরে বেশি চিন্তা করা যাবেনা।

যাদু, জীন শয়তানের প্রতি আমাদের মনোযোগ গুরুত্ব ততটুকুই, যতটুকু শরীরে একটি মশা বসলে সেটাকে থাপ্পড় দিয়ে মেরে ফেলার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে থাকি।
পরিমার্জিত।

Prophetic Cure

আলহামদুলিল্লাহ! আজকে আমাদের এক পেটেন্টের বিয়ে সম্পন্ন হয়েছে।বারাকাল্লাহু লা হুমা ওয়া জামা বাইনা হুমা বি খাইর!
11/07/2025

আলহামদুলিল্লাহ! আজকে আমাদের এক পেটেন্টের বিয়ে সম্পন্ন হয়েছে।
বারাকাল্লাহু লা হুমা ওয়া জামা বাইনা হুমা বি খাইর!

04/07/2025

আলহামদুলিল্লাহ!আজকে সারাদিন আমাদের সেন্টারে সিলেট এর জনপ্রিয় রাকী সাইদ আমিন মিলাদ ভাই সারা দিন অবস্থান করছেন।

🔶 এই মাসের হিজামার সুন্নাহ ডেইট:১৩, ১৫ ও ১৭ জুলাই ২০২৫ (রবিবার, সোমবার ও বুধবার)
04/07/2025

🔶 এই মাসের হিজামার সুন্নাহ ডেইট:
১৩, ১৫ ও ১৭ জুলাই ২০২৫ (রবিবার, সোমবার ও বুধবার)

এ মাসের হিজামার সুন্নাহ ডেইট ১৪,(শনিবার)১৬, (সোমবার)১৮, (বুধবার)জুন,২০২৫ ঈসায়ী
12/06/2025

এ মাসের হিজামার সুন্নাহ ডেইট ১৪,(শনিবার)১৬, (সোমবার)১৮, (বুধবার)জুন,২০২৫ ঈসায়ী

28/05/2025

বর্তমানে জিন ও যাদুর প্রভাব ভয়ঙ্কর হারে বেড়ে চলেছে। এর থেকে মুক্ত রয়েছেন- এমন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর :

রুকইয়াহ করার সুবাদে আমরা প্রতিনিয়ত দেখি যে, প্রায় প্রতিটি পরিবারে এক বা একাধিক জিন ও যাদুগ্রস্ত রোগী রয়েছেন। গতদিন তেমনই একটি পরিবারে রুকইয়াহ করতে গিয়েছিলাম। পেশেন্ট মূলত একজনই ছিলেন।

উনাদের সাথে আনুষঙ্গিক আলাপচারিতা শেষে রুকইয়াহ শুরু করি। সাধারণত সাউন্ডবক্স দিয়ে রুকইয়াহ করি যার কারণে রুকইয়াহ শুরু করার পর রুকইয়াহর শব্দ আশেপাশের রুমগুলোতেও যায়।

যাইহোক, রুকইয়াহ শুরুর কিছুক্ষণের মধ্যে-ই পাশের রুমে থাকা পেশেন্টের সুস্থ, স্বাভাবিক মেয়ে একজনের রিয়েক্ট করা শুরু হয় এবং অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। অতঃপর উনাকে রুকইয়াহ'র রুমে নিয়ে আসা হয়।
একইভাবে আরও কিছুক্ষণ রুকইয়াহ করার পর মূল পেশেন্টের স্ত্রী-র রিয়েকশন শুরু হয়ে জিন কন্ট্রোল নিয়ে নেয়। তিনিও অন্যরুমে ছিলেন। পরবর্তীতে উনাকেও জোরজবরদস্তি করে রুকইয়াহর রুমে নিয়ে আসা হয়।

এভাবে একে একে মূল পেশেন্টের বাহিরে অতিরিক্ত আরও তিন/চার জনের সমস্যা ধরা পড়ে। সব শেষে তাদের পরিবারের সবাইকে বসিয়েই রুকইয়াহ শুরু করি। উনাদের রুকইয়াহ শেষ করে বুঝতে পারলাম তাদের পুরো পরিবারই জিন ও যাদুতে আক্রান্ত।

আমাদের সাথে এমন'টা শুধু এই একবারই ঘটে নি। আরও অনেকবার এমনটা হয়েছে যে, একজনের রুকইয়াহ করতে গিয়ে একই পরিবারের আরও চার/পাঁচজন রোগীর সমস্যা ধরা পড়ে গেছে। অথচ, তাদের কল্পনায়ও ছিল না যে, তারা এসবে আক্রান্ত হবেন।

বিঃদ্রঃ আমাদের অভিজ্ঞতা এবং ধারণা হল, অধিকাংশ পরিবারেরই হালত এমন। এমন অনেকে'ই আছেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানান সমস্যায় জর্জরিত হয়ে দিনের পর দিন ডাক্তারের পেছনে দৌড়াচ্ছেন অথচ কোন উন্নতি হচ্ছে না উনাদের। উন্নতি হবে-ই বা কীভাবে! মূল সমস্যারই তো চিকিৎসা হচ্ছে না।

আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাই'কে হেফাজতে রাখুন এবং সঠিক বুঝ দান করুন।
annur ruqyah center
Moulvinazar
Contact : 01310616305

18/05/2025

বাচ্চাদের অতিরিক্ত কান্নার কারণ কি? এর প্রতিকার কি?
بسم الله الرحمن الرحيم

রাতে ছোট বাচ্চা অতিরিক্ত কান্না করা এটি অনেক পিতা-মাতার জন্য চিন্তার বিষয়। সাধারণভাবে প্রতিটি শিশুই রাতে কাঁদে। তাই এতে বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তবে যদি শিশু অত্যাধিক কাঁদে এবং তাতে কোনো অসুস্থতার আশঙ্কা হয়, তাহলে কোনো ভালো চিকিৎসককে দেখিয়ে চিকিৎসা করানো উচিত।

বাচ্চা অতিরিক্ত কেন কাঁদে?

এই সমস্যার আধুনিক কারণ যেমন আলোচিত হয়েছে, তেমনি কোরআন হাদিসেও এর অদৃশ্যগত দিক আলোচিত হয়েছে।

এর সম্ভবনাময় কারণসমূহ:

১. দেহগত কারণ:

• ক্ষুধা বা বুকের দুধ না পাওয়া

• পেটব্যথা / গ্যাস / কোষ্ঠকাঠিন্য

• গরম বা ঠান্ডা লাগা

• পিপাসা লাগা

• ডায়াপার ভেজা থাকা

• দাত উঠার ব্যথা

• অস্বস্তি লাগা

এই সব দেহগত কারণের দিকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। এরপর যদি কোনো দৃশ্যমান কারণ না পাওয়া যায়, তাহলে অদৃশ্যগত দিক বিবেচনা করা যেতে পারে।

২. অদৃশ্যগত কারণ:

ভয় পাওয়া। জ্বিন ও শয়তানী কুপ্রভাবের কারণে, রাসূলুল্লাহ ﷺ বলেন,

سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ، أَوْ أَمْسَيْتُمْ، فَكُفُّوا صِبْيَانَكُمْ، فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ، فَإِذَا ذَهَبَتْ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَخَلُّوهُمْ، وَأَغْلِقُوا الأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا»

জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘যখন রাতের আধার নেমে আসবে অথবা বলেছেন, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদেরকে (ঘরে) আটকিয়ে রাখবে। কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাবে তখন তাদেরকে ছেড়ে দিতে পার। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।

(সহীহ বুখারী, হাদীস: ৩৩০৪)

নোট: সন্ধ্যার সময় থেকে কিছু সময় পর্যন্ত জ্বিনেরা ছড়িয়ে পড়ে এবং তারা ছোট বাচ্চাদের বেশি ক্ষতি করতে পারে। এজন্য সন্ধার সময় আজানের পরপর কিছু সময়ের জন্য দরজা বন্ধ করে রাখা এবং শিশুদেরকে বাইরে বের হতে না দেয়া।

অপর হাদীসে, রাসূলুল্লাহ ﷺ বলেন,

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلاَّ نَخَسَهُ الشَّيْطَانُ فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ نَخْسَةِ الشَّيْطَانِ إِلاَّ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ " . ثُمَّ قَالَ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ ( وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ)

আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এমন কোন নবজাতক নেই যাকে শয়তান খোঁচা না দেয়। যাতে শয়তানের খোঁচায় সে চিৎকার করতে শুরু করে। শুধু মরিয়ম তনয় এবং তাঁর মাতা ছাড়া। এরপর আবু হুরায়রা (রাযিঃ) বলেন, তোমাদের ইচ্ছে হলে পড়ঃ ″নিশ্চয়ই আমি অভিশপ্ত শয়তান হতে তাঁর ও তাঁর বংশধরদের জন্য তোমার শরণ নিচ্ছি″ (৩ঃ ৩৬)।

(সহীহ মুসলিম, হাদীস: ২৮৫৮)

ইবনে কাইয়্যিম (রহ.) বলেন:

وقد تكون بكاءه من تألم الروح بالحس المفرط الذي في بدنه، وأيضا فللشيطان به تعلق من حين مفارقة روحه لبدن أمه، فإن للشيطان نزغة حينئذٍ، ولذلك يشتد صراخه.

শিশুর কান্না অনেক সময় তার আত্মার কষ্ট বা শরীরের অতিরিক্ত অনুভূতির কারণেও হতে পারে। এছাড়া, যখন শিশুটি জন্ম নিয়ে মায়ের গর্ভ থেকে আলাদা হয়, তখনই শয়তান তার সঙ্গে সংযোগ স্থাপন করে এবং একটি কষ্টদায়ক প্রভাব ফেলে। এই কারণেই নবজাত শিশুর কান্না খুব জোরে ও তীব্র হয়ে থাকে।” তুহফাতুল মাওদূদ, পৃষ্ঠা: ১০২-১০৩ (দারুল কুতুব ইলমিয়াহ সংস্করণ)

করণীয় আমল:

১. সন্ধ্যার আগে দরজা-জানালা বন্ধ করা। ২. সন্ধ্যার সময় (মাগরিব) শিশুকে বাইরে না নেওয়া। ৩. রাতে ঘুমানোর সময় কিছু দো‘আ ও আমল করা:

ক. আয়াতুল কুরসী (সূরা বাকারা: ২৫৫)

প্রতিদিন রাতে, বিশেষ করে শিশুকে ঘুম পাড়ানোর আগে পড়ুন এবং তার গায়ে ফুঁ দিন।

খ. রাসূল ﷺ নিজের নাতি হাসান ও হুসাইনকে এই দুআটি ফুঁ দিতেন,

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

উচ্চারণ: উয়িজু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন, ওয়ামিন কুল্লি আইনিন লাম্মাতিন

গ- সূরা ফালাক ও সূরা নাস (المعوذتين) পড়ে বাচ্চাকে ফুঁ দিতে পারেন।

ঘ. এই দুআটি পড়েও বাচ্চাকে ফু দিতে পারেন।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ ‏.

উচ্চারণঃ আ‘ঊযু বিকালিমাা তিল্লা হিত্তাাম্মাাতি মিন গযাবিহি ওয়া ‘ইক্বাা বিহি ওয়া শাররি ‘ইবাা দিহি ওয়া মিন হামাযাা তিশ শায়াা ত্বীনি ওয়া আন।
আল্লাহ তায়ালা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।

18/04/2025

অনেকে মনে করেন, জ্বীন-যাদু আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে এলে অন্যরাও আক্রান্ত হতে পারে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। জ্বীন-যাদু কোনো সংক্রামক রোগ নয়, যা এক শরীর থেকে আরেক শরীরে ছড়িয়ে পড়বে। একসাথে থাকা, চলাফেরা, খাওয়া-দাওয়া কিংবা স্পর্শ করার মাধ্যমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই।

তবে জ্বীন অনেক সময় বদ নজর দিতে পারে। এজন্য পরিবারের সকল সদস্য যেন নিয়মিত মাসনুন আমল ও দোয়া-দরুদ পড়ে, তাহলে আল্লাহর হেফাজত করবেন ইন শা আল্লাহ।

রিজিকে বাধার জাদুর লক্ষণ:জাদু বর্তমান সমাজে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। জাদু মূলত হিংসুকরাই করে থাকে। বিভিন্ন ক্ষতি করার ন...
15/02/2025

রিজিকে বাধার জাদুর লক্ষণ:
জাদু বর্তমান সমাজে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। জাদু মূলত হিংসুকরাই করে থাকে। বিভিন্ন ক্ষতি করার নিমিত্বে করা হয়ে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে আই উন্নতি বা রিজিকের মধ্যে বাধাগ্রস্ত করা ।এর জন্য যাদু ।
আজকে এর কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
১. যেকোনো কাজ শুরু করতে গেলে বারবার বাধা আসা বা ব্যর্থ হওয়া।
২. হঠাৎ করে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আর্থিক অবস্থার অবনতি হওয়া।
৩. রিজিক রিলেটেড যেকোনো কাজের আগে অসুস্থ হয়ে যাওয়া।
৪. যেকোনো কাজে কোন কারণ ছাড়াই প্রচুর নেগেটিভ ওয়াসওয়াসা আসা।
৫. অভিজ্ঞতা আছে এমন কাজ করতে গেলেও ভুল হওয়া।
৬. কোন কাজ করতে ভাল না লাগা বা মন না চাওয়া।
৭. আলসেমি বেড়ে যাওয়া, কাজ করতে গেলে অলসতা বোধ করা।
৮. কোনো কাজ শুরু করতে চাইলেও শুরু করতে না পারা, অহেতুক অন্য কাজে সময় নষ্ট করা।
৯. কোনো কাজ শুরু করলে হাত-পা ব্যথা করা, হাত মচকে যাওয়া।
১০. যোগ্যতা থাকা সত্তেও চাকরির ক্ষেত্রে বারবার রিজেক্ট হওয়া।
১১. চাকরির আবেদনের সকল শর্ত পূরণ করলেও কাগজপত্র প্রত্যাখ্যান করা।
১২. চাকরীর ইন্টারভিউ এর আগে আপনার কার্ড বা ছবি হারানো।
১৩. চাকরির ইন্টারভিউ বা পরীক্ষা দিতে গেলে ঠিকঠাক উত্তর দিতে না পারা।
১৪. পার্টনার, সহকর্মী বা বসের সাথে মতানৈক্য তৈরি হওয়া।
১৫. সবজায়গাতেই শত্রু তৈরি হওয়া, সকলেই পছন্দ করা ও হিংসা করা।
১৬. চাকরি বা ব্যবসার প্রস্তাব আসলেই রাগ হওয়া অথবা এগোতে চাইলে রাগ হওয়া।
১৭. বারবার চাকরি চলে যাওয়া বা নিজেই বারবার চাকরি ছেড়ে দেওয়া।
১৮. কোন কারণ ছাড়াই ব্যবসার সেলস বন্ধ হয়ে যাওয়া।
১৯. টাকা ইনকাম করলেও বারাকাহ না পাওয়া। টাকা ধরে রাখতে না পারা।
২০. আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া, অনেক বেশি ঋণ হয়ে যাওয়া। দিনদিনই ঋণ বেড়ে যাওয়া।
২১. কোনো কাজেই সফল না হওয়া, যেকোনো কাজ শেষ পর্যন্ত গিয়ে না হওয়া।
২২. যেখানেই ইনভেস্ট করা হয় সেখানেই লস হওয়া।
২৩. হাত-পা অবশ অবশ লাগা সবসময়।
২৪. ছোট কোন কাজ করতেও অনেক দীর্ঘ সময় লেগে যাওয়া।
২৫. কর্মক্ষেত্রে প্রবেশ করার সময় মানসিক চাপ, অস্তিরতা অনুভব করা।
২৬. বাধাগ্রস্ত হওয়ার স্বপ্ন দেখা। যেমন: কেউ ধাওয়া করছে কিন্তু এগোতে না পারা, কোন ট্র‍্যাপে পড়ে যাওয়া ইত্যাদি।
২৭. স্বপ্নে সাপ,কুকুর,বিড়াল,গরু ইত্যাদি দেখা।
২৮. স্বপ্নে মৃত মানুষ,কবর ও মৃত্যু সম্পর্কিত কিছু দেখা।
২৯. স্বপ্নে অচেনা জায়গা, উড়া, জলাশয়, নদী ইত্যাদি দেখা।
৩০. স্বপ্নে উনেক উপড় থেকে পড়া, মারামারি, যুদ্ধ দেখা।
৩১. কোনো কিছু হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার স্বপ্ন দেখা।
৩২. ফজরে ঘুম থেকে উঠতে না পারা। এলার্ম বাজলে বা ডাকাডাকি করেও ঘুম না ভাঙ্গা।
৩৩. মাথা রিলেটেড বিভিন্ন সমস্যা থাকা। যেমন: মাইগ্রেন, পড়াশোনা করতে না পারা, পরীক্ষার আগে অসুস্থ হয়ে যাওয়া, প্রচুর পরিমাণে ভুলে যাওয়া, মাথা সবসময় ভার হয়ে থাকা। সংযোজিত।

07/02/2025

আলহামদুলিল্লাহ আমাদের এক পেশেন্টের আজকে বিবাহ সম্পন্ন হয়েছে।
বারাকাল্লাহু লাহুমা ওয়া জামা বাইনাহুমা বি খাইর

Address

Sylhet

Opening Hours

Monday 13:00 - 21:00
Tuesday 12:00 - 21:00
Wednesday 01:00 - 21:00
Thursday 13:00 - 17:00
Friday 20:30 - 22:00
Saturday 01:50 - 20:00
Sunday 01:50 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annur Ryqyah center Moulvibazar মৌলভীবাজার রুকইয়াহ সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram