Newlife Medical Services

Newlife Medical Services The Newlife clinic is the first and only specialist eye clinic in Bishwanath, Sylhet providing consultation and surgeries.

We operate under the supervision of British Optometrists and doctors to provide you a world class service.

06/05/2025

ছানি (Cataract) কেন হয়? এর ধরন ও চিকিৎসা জানুন!

ছানি কী?
ছানি হলো চোখের ভেতরের স্বচ্ছ লেন্সটি ধীরে ধীরে ঘোলা হয়ে যাওয়া, যার ফলে চোখে ঝাপসা দেখা দেয়।

---
ছানি হওয়ার প্রধান কারণগুলোঃ

★বয়সজনিত পরিবর্তন (সাধারণত ৫০ বছরের পর বেশি দেখা যায়)
★ডায়াবেটিস
★চোখে আঘাত
★দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন
★অতিরিক্ত সূর্যের আলোতে কাজ করা
★জন্মগত কারণে (Congenital cataract)।

---
ছানির ধরনঃ

1. নিউক্লিয়ার ক্যাটারাক্ট: চোখের লেন্সের কেন্দ্রভাগে হয়, সাধারণত বয়সজনিত।
2. কর্টিকাল ক্যাটারাক্ট: লেন্সের চারপাশে সাদা দাগ বা রেখার মতো দেখা যায়।
3. পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট: লেন্সের পেছনের দিকে, যা আলোতে বেশি সমস্যা করে।
4. কনজেনিটাল ক্যাটারাক্ট: শিশুর জন্মের সময় থেকেই বিদ্যমান থাকতে পারে।

---
চিকিৎসা কী?

ছানির একমাত্র কার্যকর চিকিৎসা হলো অপারেশন।
আধুনিক প্রযুক্তিতে এখন ছানি অপারেশন খুবই নিরাপদ ও ব্যথাহীন।
অপারেশনের পর আবারও চোখে স্পষ্ট দেখা সম্ভব হয়।
---

আপনার চোখের যত্ন নিন। দৃষ্টিশক্তি হারাবেন না দেরিতে এসে!
বিস্তারিত জানুন বা সময় নির্ধারণ করুন আজই।

----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----

🇧🇩🧿 Mohammad Shohel Rana
Consultant Optometrist & Ocularist
Bachelor of Optometry (Eye) Punjab, India
Master's in Public Health Opthalmology, University of South Asia.
Fellowship in Vision Therapy, Contact Lens, Myopia control, Squint & Strabismus Management, Low vision, Rehabilitation. Dr. Nihar Munsi Eye Foundation, India
Internship in L V Prasad Eye Institute (LVPEI) - Shirin, Etian & Tara Brown Eye Centre, Kismatpur, India.
----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----
Newlife Eye Hospital, Bishwanath
Husain Complex, 2nd Floor, Jogonnathpur Road, Sylhet 3130
☎️ যোগাযোগঃ +880 1324-449520
যেকোনো প্রয়োজনে (অফিস)
☎️ +880 1641-281791

আমাদের হাসপাতালে চোখের চিকিৎসা ও চোখের যেকোনো অপারেশন কম খরচে করা হয়, যা সবার সাধ্যের মধ্যে ধন্যবাদ।

09/02/2025

💠💠 #ভিশন_থেরাপি কি 🔹🔹❓

"ভিশন থেরাপি" একটি শব্দ যা চক্ষু বিশেষজ্ঞ ও ভিশন থেরাপিষ্ট দ্বারা ব্যবহৃত হয়,
ভিশন থেরাপিষ্টরা ভিশন থেরাপিকে দৃষ্টি সংক্রান্ত দক্ষতা এবং ভালো দেখার ক্ষমতা বিকাশ বা উন্নত করার প্রচেষ্টা হিসাবে সংজ্ঞায়িত করেন, ভালো দৃষ্টি শক্তি তৈরি করা, দেখার ভিতর স্বাচ্ছন্দ্যবোদ ( Visual Comfort) , এবং দক্ষতা ও সক্ষমতা ( Visual efficiency/ Visual skills উন্নতি করা, মস্তিষ্কের সাথে দৃষ্টি শক্তির সমন্বয় তৈরি করে একটি আরামদায়ক ভালো দৃষ্টি শক্তি স্থাপন করা।

➡️ভিশন থেরাপি হলো একটা স্বতন্ত্র চিকিৎসা যার মাধ্যমে, অলস চোখ, বাঁকা চোখ, ফোকাসিং সমস্যা, চোখের পেশীর কর্মহীনতা ( Ocular Muscle dysfunction) , পড়াশোনা প্রতি অনিহা ( Learning related vision disorders), মাথা ব্যাথা, বাইনোকুলার ভিশন( Binocular Vision) ইত্যাদি সমস্যা সমাধানে চিকিৎসা দেওয়া হয়।

🔯✔️যে সব লক্ষণ / সমস্যা দেখা দিলে ভিশন থেরাপির প্রয়োজন হয়⤵️

# চশমা ব্যবহারের পরেও কম দেখা ( Amblyopia / অলস চোখ)।
# পড়তে বসলে শব্দ বা লাইন এড়িয়ে যাওয়া।
# পড়ার সময় অথবা নিকটে কোন কাজ করার সময় চোখে হাত দেওয়া অথবা এক চোখ বন্ধ রাখতে ভালো লাগা।
# পড়ার সময় মাথা ব্যাথা বা অতিরিক্ত চোখে ব্যাথা করা।
# ভালো বলতে পারা কিন্তুু দেখে পড়তে অসুবিধা ইত্যাদি।
# মাথা ব্যাথা, বাঁকা দেখা ইত্যাদি...।

💠 #ভিশন_থেরাপির সুবিধা সমূহঃ - 🔽

# ভিশন থেরাপির মাধ্যমে দুই চোখের দৃষ্টি শক্তি সমন্বয় এবং একসাথে সমান দেখা, সেইসাথে ফোকাসিং (Focusing) এ নির্ভুলতা এবং দক্ষতা বিকাশে সহায়তা করা যখন দুটি চোখের একসাথে কাজ করতে ব্যর্থ হয়।
# অলস চোখ (Amblyopia)/ বাঁকা( Strabismus) চোখ চিকিৎসা
# 3D ( Depth perception) ভিশন উন্নতি করা
# চোখের ক্লান্তি দুর হয়।
# হাত ও চোখের সমন্বয় তৈরি করা।
# চোখের Fixation, ট্রাকিং( Tracking) ও ডাবল দেখা
দুর করা
# Visualization সমস্যা সমাধান করা।
# চোখের পেশী ( Muscle) সমস্যা সমাধান ইত্যাদি ইত্যাদি।

🇧🇩🧿🪬 Mohammad Shohel Rana
Consultant Optometrist
Bachelor of Optometry (Eye) Punjab, India
Master's in Public Health Opthalmology, University of South Asia.
Fellowship in Vision Therapy, Contact Lens, Myopia control, Squint & Strabismus Management, Low vision, Rehabilitation. Dr. Nihar Munsi Eye Foundation, India
Internship in L V Prasad Eye Institute (LVPEI) - Shirin, Etian & Tara Brown Eye Centre, Kismatpur, India.
----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----
Newlife Medical Services, Newlife Eye Hospital
Husain Complex, 2nd Floor, Jogonnathpur Road, Sylhet 3130
☎️ যোগাযোগঃ +880 1324-449520
যেকোনো প্রয়োজনে (অফিস)
☎️ +880 1641-281791

আমাদের হাসপাতালে চোখের চিকিৎসা ও চোখের যেকোনো অপারেশন কম খরচে করা হয়, যা সবার সাধ্যের মধ্যে ধন্যবাদ।

05/02/2025

আসুন জেনে নেওয়া যাক চোখ ভালো রাখতে খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন।
১) ছোট মাছ চোখের উপকার করে। ছোট মাছ খেলে চোখ ভালো থাকে। সঙ্গে সামুদ্রিক মাছও খাওয়া যেতে পারে। এতে ফ্যাটি অ্যসিড থাকে। যার ফলে চোখ ভালো থাকে।
২) শাক তেমন একটা পছন্দ করে না ছোটরা। কিন্তু শাক সবজি থেকেই মেলে চোখের দৃষ্টির জোর। তাই প্রতিদিন সুবজ সবজি ও শাক খাওয়া জরুরী।
৩) যেকোনও লেবুই চোখের পক্ষে ভালো। লেবুতে ভিটামিন সি থাকে। যা চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে থাকে। তাই লেবু খেলে চোখ ভালো থাকে।
৪) দৃষ্টিশক্তি ভালো করতে ভুট্টায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি১২, ভিটামিন এ, সি ও লাইকোপিন; যা দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে৷আধ-কাপ রান্না ভুট্টায় একজন মানুষের চোখের জন্য প্রয়োজনীয় সব উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে।
৫) বাদামে থাকা উপস্থিত ভিটামিন চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই যদি চশমা ব্যবহার করতে না চান, তাহলে আজ থেকেই রোজের ডায়েটে বাদামকে অন্তর্ভুক্ত করুন। দেখবেন উপকার পাবেন।
৬) চোখের ছানি পড়া ও অন্য অসুখ রোধ করতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। পালং শাক, বাদাম, চিংড়ি, অলিভ অয়েলে ভিটামিন ই আছে।
৭) লুটিন ও জিয়াজেনথিন : এ দুটো হলো ক্যারোটিনোয়েড, এদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে। সেই অ্যান্টিঅক্সিডেন্ট চোখের অপটিক নার্ভ ক্ষতি হওয়া প্রতিরোধ করে। এসব উপাদান পাওয়া যায় গাঢ় সবুজ শাক, শিমসহ কিছু সবজিতে।
৮) ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড : ডিএইচএ, ইপিএ এই দুটি গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি চোখের জন্য জরুরি। ফ্ল্যাক্স সিড অয়েল, সয়াবিন তেল, পালং শাক, স্যামনসহ সামুদ্রিক মাছে এটি পাওয়া যায়।
৯) গাজরে আছে, বিটা ক্যারোটিন, যা আমাদের লিভারে গিয়ে ভিটামিন-এ তে বদলে যায়। পরে সেটি চোখের রেটিনায় গিয়ে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, সেই সাথে রাতের বেলায় অন্ধকারেও চোখে ভাল দেখার জন্য দরকারি এমন এক ধরনের বেগুনি পিগমেন্টের সংখ্যা বাড়িয়ে দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে।
১০)ডিম চোখের জন্য উপকারী। ভিটামিন এ-এর প্রায় সব রকমের অ্যান্টিঅক্সিডেন্টই রাতকানা রোগ প্রতিরোধে সক্ষম। আর ডিমে এর সব অ্যান্টিঅক্সিডেন্টই কমবেশি থাকায় ডিমকেও ধরা যায় চোখের কার্যকারিতা বৃদ্ধির অন্যতম উপাদান হিসেবে।

ছানি (ইংরেজি: Cataract) হলো চোখের এমন একটি সমস্যা বা অসুখ যেখানে চোখের লেন্স অস্বচ্ছ বা ঘোলা (Opaque) হয়ে যায়, ফলে দেখ...
01/02/2025

ছানি (ইংরেজি: Cataract) হলো চোখের এমন একটি সমস্যা বা অসুখ যেখানে চোখের লেন্স অস্বচ্ছ বা ঘোলা (Opaque) হয়ে যায়, ফলে দেখতে অসুবিধা হয়।

চোখে ছানি প্রধানত চারটি কারণে হতে পারে :

১. বার্ধক্যজনিত কারণে (Age related cataract)

২. চোখ ব্যতীত শরীরের অন্য অসুখের কারণে
(Cataract in systemic disease)

৩. চোখের কোন অসুখের জটিলতার ফলে (Secondary or Complicated cataract)

৪. আঘাতজনিত কারণে
(Traumatic cataract)

১. বার্ধক্য জনিত ছানি (Age related cataract)
বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন জটিল জৈব-রাসায়নিক পরিবর্তন হতে থাকে। এর প্রভাবে চোখের লেন্স আস্তে আস্তে অস্বচ্ছ হয়ে দৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দৃষ্টি শক্তির এই অসুবিধা যদি স্বল্প পরিমানে থাকে, তবে চশমা ব্যবহারের মাধ্যমে কিছুদিন চালিয়ে নেয়া যেতে পারে। ছানি ধীরে ধীরে পরিপক্ক হতে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর অপারেশনের মাধ্যমে ছানি অপসারন করতে হয়। ছানি কতটা পরিপক্ক তার উপর ভিত্তি করে একে তিনভাগে ভাগ করা হয় :

Immature cataract-ছানির রং সাধারনত ধূসর হয়ে থাকে
Mature cataract-ছানির রং হয় মুক্তার মত সাদা
Hypermature cataract-ছানির রং হয় দুধের মত সাদা

২. চোখ ব্যতীত শরীরের অন্য অসুখের কারণে (Cataract in systemic disease)

শরীরের যেসব অসুখের প্রভাবে চোখে ছানি পড়তে পারে :

Diabetes mellitus- ডায়াবেটিস
Myotonic dystrophy- এটা মাংশপেশীর এক ধরনের অসুখ
Atopic dermatitis- এটা চর্মরোগ

৩. চোখের কোন অসুখের জটিলতার ফলে (Secondary or Complicated cataract)
মূল অসুখটাও চোখে, যার প্রভাবে পরবর্তীতে ছানি পড়তে শুরু করে :

Acute congestive angle-closure
High myopia- অতিমাত্রার নিকটদৃষ্টি জনিত ত্রুটি
Hereditary fundus dystrophy

৪. আঘাতজনিত কারণে (Traumatic cataract)
যে চোখে আঘত লেগেছে, সেই চোখেই ছানি পড়ার সম্ভাবনা থাকে। তাই একচোখে ছানি পড়ার এটা অন্যতম কারণ। চোখের ভেতরে কিছু ঢুকে গেলে, ভারী কোন বস্তুর দ্বারা আঘাত পেলে, অবলোহিত রশ্মি (Infrared radiation-IR) বা অন্য কোন বিকিরনের (X-ray) ফলে এধরনের ছানি পড়তে পারে।

চিকিৎসা
ছানি পড়ার কারণ যাই থাকুক, চশমা দিয়ে যদি দৈনন্দিন কাজ করা না যায় তাহলে অপারেশন করে ছানি অপসারন করতে হবে। প্রধানত তিন ধরনের অপারেশন করা হয়ে থাকে :

১. ফ্যাকো (Phacoemulsification)
এটা সর্বাধুনিক প্রযুক্তি, এখানে খুবই ছোট ছিদ্রের মাধ্যমে ছানি অপসারন করা হয়। এরপর কৃত্রিম লেন্স (Foldable Intra-Ocular Lens) সংযোজন করা হয়। এই পদ্ধতির সুবিধা হল : চোখে সেলাই দেবার প্রয়োজন সাধারনত পড়ে না, রোগী দ্রুত আরোগ্য লাভ করে এবং অপারেশন পরবর্তী জটিলতা হওয়ার সম্ভাবনা খুবই কম। অত্যন্ত দামী ফ্যাকো মেশিন এবং এটা চালানোর জন্য প্রশিক্ষন ও দক্ষতা প্রয়োজন, তাই এই অপারেশন কিছুটা ব্যয়বহুল।

২. SICS (Small Incision Cataract Surgery)
এই পদ্ধতিতে চোখের সাদা অংশে বিশেষভাবে কেটে সেই পথে ছানি বের করে আনা হয়। তারপর কৃত্রিম লেন্স (Foldable or Rigid Intra-Ocular Lens) সংযোজন করা হয়। কাটা স্থানটি খুবই ছোট হওয়ায় এবং কাটার সময় বিশেষভাবে ভালবের মত ব্যবস্তা রাখা হয় বলে কাটা স্থানে সেলাই দেয়ার প্রয়োজন পড়ে না।

ECCE (Extra Capsular Cataract Extraction)
এক্ষেত্রে চোখের স্বচ্ছ কর্নিয়া ও সাদা অংশ (Sclera) এর মাঝ বরাবর কেটে ছানি বের করে আনা হয়। তারপর কৃত্রিম লেন্স (Foldable or Rigid Intra-Ocular Lens) সংযোজন করা হয়। কাটা স্থানটি সেলােই দিয়ে আটকে দেয়া হয়।
----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----
Newlife Medical Services, Newlife Eye Hospital
Husain Complex, 2nd Floor, Jogonnathpur Road, Sylhet 3130
☎️ যোগাযোগঃ +880 1324-449520
যেকোনো প্রয়োজনে (অফিস)
☎️ +880 1641-281791

আমাদের হাসপাতালে চোখের চিকিৎসা ও চোখের যেকোনো অপারেশন কম খরচে করা হয়, যা সবার সাধ্যের মধ্যে ধন্যবাদ।

26/01/2025

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সিঙ্গাপুরের ১. সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, ২. সিংগাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ৩. ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এন্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আগত বিশেষজ্ঞ রেটিনা, কর্ণিয়া, নিউরো অফথ্যালমোলজী এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দান করবেন।

তারিখঃ ১-২ ফেব্রুয়ারী ২০২৫

সময়ঃ সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত
স্থানঃ ১. জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা।
২. বাংলাদেশ আই হসপিটাল, ধানমন্ডি, ঢাকা

যোগাযোগঃ ০১৩৩৭৩৪৩৩৮৯ (এনআইও এন্ড এইচ)
Hot line: ১০৬২০ (বাংলাদেশ আই হসপিটাল)

26/01/2025

মেক আপ এবং চোখের সুরক্ষা

চোখ একটি অত্যন্ত স্পর্শকাতর অঙ্গ ।
চোখের মেক আপ করার সময় কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

👉চোখে মেক আপ করার সময় হাত stable হওয়া উচিত । মেকআপ করার সময় হাত কাঁপলে চোখে আঘাত লাগতে পারে ।

👉এই কারণে চলন্ত গাড়িতে কখনোই চোখে মেক আপ করা উচিত নয় ।

👉কারোর সঙ্গে কখনো মেক আপ ব্রাশ share করা উচিত নয় । আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু হলেও কখনো মেক আপ ব্রাশ share করবেন না।অনেক সময় বিউটিপার্লারে বা প্রফেশনাল মেক আপ আর্টিস্টরা একই ব্রাশ দিয়ে অনেকের মেক আপ করেন, এভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ে । একই কারণে দোকানে টেস্টার পরখ করে দেখার সময় ব্রাশ ব্যবহার করলেও সংক্রমণ হতে পারে ।

👉মেক আপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করা উচিত ।

👉আই লাইনার, আই স্যাডো ,মাস্কারা তিন মাস ব্যবহার করে পাল্টানো উচিত । তিন মাস ব্যবহারের পরে প্রোডাক্টগুলিতে জীবাণু সংক্রমিত হয় ।

👉 চোখের ল্যাশের গোড়ায় কখনো মেক আপ করা উচিত নয় । এই অংশে মেক আপ করলে গ্রন্থির মুখগুলি বন্ধ হয়ে সংক্রমণ হতে পারে ।

👉 রাতে শোয়ার আগে সব মেক আপ তুলে ফেলতে হবে ।

👉নতুন প্রোডাক্ট ব্যবহার করার আগে অ্যালার্জি সম্বন্ধে সতর্কতা অবলম্বন করতে হবে ।

👉অনেক সময় হেয়ার কালার থেকে ও চোখে অ্যালার্জি হতে পারে ।

👉 গ্লিটার আইশ্যাডো যেন চোখের ভেতরে না পড়ে, পড়লে চোখে বারবার পানির ঝাপটা দিতে হবে।ধুয়ে ফেলতে হবে।

👉আর্টিফিশিয়াল ল্যাশ লাগানোর সময় গ্লু যেন চোখে না যায় অথবা চোখে যেন আঘাত না লাগে ।

👉যাঁরা কালার কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাঁদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে । অপরিচ্ছন্নতা থেকে কর্ণিয়ায় আলসার পর্যন্ত হতে পারে । কর্ণিয়ায় আলসার একটি অত্যন্ত জটিল অসুখ, এর থেকে অন্ধত্ব পর্যন্ত হতে পারে।
----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----
Newlife Medical Services, Newlife Eye Hospital
Husain Complex, 2nd Floor, Jogonnathpur Road, Sylhet 3130
☎️ যোগাযোগঃ +880 1324-449520
যেকোনো প্রয়োজনে (অফিস)
☎️ +880 1641-281791

আমাদের হাসপাতালে চোখের চিকিৎসা ও চোখের যেকোনো অপারেশন কম খরচে করা হয়, যা সবার সাধ্যের মধ্যে।

----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----Newlife Medical Services, Newlife Eye Hospital Husain Complex, 2nd Floor, Jogonna...
25/01/2025

----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----
Newlife Medical Services, Newlife Eye Hospital
Husain Complex, 2nd Floor, Jogonnathpur Road, Sylhet 3130
☎️ যোগাযোগঃ +880 1324-449520
যেকোনো প্রয়োজনে (অফিস)
☎️ +880 1641-281791

আমাদের হাসপাতালে চোখের চিকিৎসা ও চোখের যেকোনো অপারেশন কম খরচে করা হয়, যা সবার সাধ্যের মধ্যে ধন্যবাদ।

24/01/2025

চোখের পানি কমে গেছে কি?

আজকাল আমরা অনেকই একটানা অনেকক্ষণ স্মার্টফোন বা ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকি বা তাকিয়ে থাকতে হয়। আর এটি ড্রাই আইজ বা শুষ্ক চোখের সমস্যার একাধিক কারণের মধ্যে প্রধান কারণ। এখানে শুষ্ক চোখের লক্ষণগুলো দেয়া হলোঃ
-চোখ চুলকানি
- জ্বালাপোড়া
- লালতা
- আলোক সংবেদনশীলতা
- অস্পষ্ট দৃষ্টি
- ব্যথা
- কিছু পড়েছে অনুভূতি
- চোখ থেকে পানি পড়া

সচেতনতাই সুস্থ চোখের পূর্বশর্ত,তাই চোখ নিয়ে অবহেলা নয়। এই সমস্যা গুলো আপনার হলে চক্ষু চিকিৎসক এর পরামর্শ নিন।
----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----
Newlife Medical Services, Newlife Eye Hospital
Husain Complex, 2nd Floor, Jogonnathpur Road, Sylhet 3130
☎️ যোগাযোগঃ +880 1324-449520
যেকোনো প্রয়োজনে (অফিস)
☎️ +880 1641-281791

আমাদের হাসপাতালে চোখের চিকিৎসা ও চোখের যেকোনো অপারেশন কম খরচে করা হয়, যা সবার সাধ্যের মধ্যে ধন্যবাদ।

22/01/2025

নেত্রনালি বন্ধ হয়ে গেলে চিকিৎসা কীভাবে করা হয়?
👉 শিশুদের ক্ষেত্রে নেত্রনালির সমস্যার কারণে চোখ থেকে পানি পড়লে চিকিৎসকের পরামর্শে চোখের কোণে মালিশ এবং অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহারে বেশিরভাগ ক্ষেত্রে পানি পড়া বন্ধ হয়।

👉কিছু কিছু ক্ষেত্রে প্রোবিং সার্জারির মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হয়।

👉তরুণ বয়সে নেত্রনালির সমস্যার কারণে চোখ থেকে পানি পড়লে নিয়মিত চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ড্রপ, কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও স্টেরয়েডের মিশ্রণ ব্যবহার করলে এ সমস্যা চলে যায়।

👉চোখে জমে থাকা পূঁজ চোখের কোণে চাপ দিয়ে নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। ওষুধে ভালো না হলে ডিসিআর অপারেশনের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে এ সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব।

👉তবে অনেক বয়স্কের ক্ষেত্রে ডিসিআর করা সম্ভব হয় না। তখন ডিসিটি অপারেশন করার প্রয়োজন হয়।

----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----
Newlife Medical Services

আমাদের হাসপাতালে চোখের চিকিৎসা ও চোখের যেকোনো অপারেশন রিজনেবল খরচে করা হয়, যা সবার সাধ্যের মধ্যে ধন্যবাদ।

21/01/2025

𝗕𝗹𝘂𝗲 𝗟𝗶𝗴𝗵𝘁 বা নীল আলো: আপনার চোখের যত্নে বাধা কেন?

আজকের প্রযুক্তিনির্ভর জীবনে আমরা প্রায় প্রতিদিন নীল আলো (Blue Light)-এর সংস্পর্শে আসি। কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট এবং LED আলো থেকে নির্গত এই নীল আলো আমাদের চোখের উপর দৈনন্দিন নেতিবাচক প্রভাব ফেলে। আসুন জানি নীল আলো বা Blue Light সম্পর্কে বিস্তারিত এবং এর থেকে রক্ষা পেতে করণীয়।

𝗪𝗵𝗮𝘁 𝗶𝘀 𝗕𝗹𝘂𝗲 𝗹𝗶𝗴𝗵𝘁? (নীল আলো কী?)
নীল আলো একটি দৃশ্যমান আলো, যার তরঙ্গদৈর্ঘ্য ৩৮০ থেকে ৫০০ ন্যানোমিটার। এটি সূর্যের আলো এবং বিভিন্ন ডিজিটাল ডিভাইস থেকে নির্গত হয়। যদিও নীল আলো আমাদের জাগ্রত থাকতে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত সংস্পর্শে আসা আমাদের চোখের জন্য ক্ষতিকারক হতে পারে।

নীল আলো চোখের জন্য ক্ষতিকর কেন?
১. ডিজিটাল আই স্ট্রেন:
ডিভাইস ব্যবহারের সময় দীর্ঘক্ষণ নীল আলোর সংস্পর্শে থাকলে চোখ শুষ্ক হয়ে যেতে পারে, চোখে ব্যথা ও ঝাপসা দেখার মতো সমস্যা হতে পারে।

২. স্লিপ ডিজঅর্ডার:
নীল আলো মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা সৃষ্টি করে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়।

৩. ম্যাকুলার ডিজেনারেশন:
দীর্ঘমেয়াদী নীল আলো চোখের ম্যাকুলায় ক্ষতি করে, যা দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

নীল আলোর প্রভাব থেকে কেন আপনি সতর্ক হবেন?
আমাদের প্রতিদিনের জীবনে প্রযুক্তি অপরিহার্য। তাই ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার এড়ানো বেশ কঠিন। তবে, চোখের সুরক্ষার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি।

কীভাবে নীল আলোর ক্ষতি প্রতিরোধ করবেন?
১. নীল আলো প্রতিরোধী লেন্স:
নীল আলোর প্রভাব কমাতে বিশেষ 𝗕𝗹𝘂𝗲 𝗖𝘂𝘁 বা 𝗕𝗹𝘂𝗲 𝗣𝗿𝗼𝘁𝗲𝗰𝘁 লেন্স ব্যবহার করুন।

২. ২০-২০-২০ নিয়ম:
প্রতি ২০ মিনিট পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনও বস্তুর দিকে তাকান।

৩. ডিভাইসের আলো নিয়ন্ত্রণ করুন:
ডিভাইসের ব্রাইটনেস কমিয়ে নিন এবং নাইট মোড ব্যবহার করুন।

৪. সঠিক আলোতে কাজ করুন:
ডিভাইস ব্যবহারের সময় চারপাশে পর্যাপ্ত আলো নিশ্চিত করুন।

৫. চোখের নিয়মিত পরীক্ষা:
অপটোমেট্রিস্ট বা চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করান।

*Blue Light বা নীল আলো থেকে চোখ সুরক্ষায় Newlife Medical Services -তে আসুন!
আমাদের 𝗕𝗹𝘂𝗲 𝗖𝘂𝘁/𝗕𝗹𝘂𝗲 𝗣𝗿𝗼𝘁𝗲𝗰𝘁 লেন্স এবং চক্ষু পরীক্ষার আধুনিক সুবিধা আপনার চোখকে সুরক্ষিত করতে সাহায্য করবে। চোখের সুরক্ষায় সঠিক পণ্য এবং পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন।
"আপনার চোখের যত্নে, আমরা আছি আপনার পাশে।"

19/01/2025

আজকাল ছোটরা চোখের নানা সমস্যায় ভুগছে! দীর্ঘক্ষণ ফোন, টিভি, ল্যাপটপ দেখার কারণেই শিশুদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া প্রাকৃতিক আলোর থেকে বাচ্চারা এখন বেশির ভাগ সময় কৃত্রিম আলোতেই কাটায়, সেটাও দৃষ্টিশক্তির উপর কুপ্রভাব ফেলে। দৃষ্টিশক্তি খারাপ হলে তার কুপ্রভাব কিন্তু শিশুদের লেখাপড়ার উপরেও পড়ে।
তাই নিয়মিত চোখ পরীক্ষা করা এবং যত্ন নেওয়া ভীষণ জরুরি।
আপনার সন্তানের দৃষ্টিশক্তি ও চোখের সুস্থতা নিশ্চিত করতে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে চলে
আসুন আপনাদের সুপরিচিত

Newlife Medical Services
আপনার চোখের যত্ন, আমাদের দায়িত্ব।

14/01/2025

🔥🔥চোখ সুস্থ্য রাখার ১০টি টিপস🔥🔥

👁️পর্যাপ্ত বিশ্রাম নিন: বিশ্রামের সবথেকে ভালো উপায় হলো ঘুম। আপনি প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুম নিশ্চিত করুন।

👁️স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: চোখ ভালো রাখতে হলে স্বাস্থ্যকর খাবারের জুড়ি জুড়ি নেই। ভিটামিন এ জাতীয় খাবার বেশি খেতে হবে। ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার সমূহ চোখের জন্য খুবই প্রয়োজনীয়। তাই আপনাকে চোখ সুরক্ষার জন্য স্বাস্থ্যকর খাবার খেতে হবে।

👁️পর্যাপ্ত পানি: চোখকে হাইড্রেটেড রাখতে এবং শুষ্কতা রোধ করতে প্রতিদিন পর্যান্ত পানি পান করতে হবে এবং পরিষ্কার পানি দিয়ে ৪-৫ বার চোখ ধুতে হবে।

👁️নিয়মিত চোখ পরীক্ষা: বছরে একবার চোখ পরীক্ষা করান, বিশেষত যদি আপনি চশমা বা কন্টাক্ট লেন্স ব্যবহার করেন।

👁️ ব্লু লাইট থেকে সুরক্ষা: ব্লু লাইট থেকে সুরক্ষা থাকার জন্য নিয়ম মেনে ডিজিটাল ডিভাইস গুলো ব্যবহার করুন।

👁️স্ক্রিনের দূরত্ব ঠিক রাখুন: স্ক্রিন থেকে অন্তত ২০-২৪ ইঞ্চি দূরে বসুন।

👁️পর্যাপ্ত আলোর ব্যবস্থা: পড়া লেখা বা কাজ করার জন্য সরাসরি চোখের উপর আলো না ব্যবহার করে আশে পাশের থেকে আলো ব্যবহার করুন।

👁️চোখের ব্যায়াম: নিয়মিত চোখের ব্যয়াম করুন। শরীর সুস্থ্য রাখার জন্য যেমন শারীরিক ব্যয়াম করার প্রয়োজন হয়। মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য যেমন ব্রেনের ব্যায়াম করার প্রয়োজন হয় তেমনি চোখ স্বাস্থ্য ঠিক রাখার জন্য চোখের ব্যায়াম করতে হবে।

👁️সূর্যের আলো থেকে সুরক্ষা: বাইরে বের হলে UV রশ্মি প্রতিরোধী সানগ্লাস ব্যবহার করুন। সূর্যের UV রশ্মি চোখের জন্য ক্ষতিকারক হতে পারে।

👁️ধূমপান থেকে বিরত থাকুন: ধূমপান চোখের ম্যাকুলার ডিজেনারেশন এবং ছানি পড়ার ঝুঁকি বাড়ায়। তাই ধূমপান এড়িয়ে চলুন।

🔥চক্ষু সংক্রান্ত টিপস পেতে ফলো ও শেয়ার দিয়ে সাথে থাকুন।

সৌজন্যঃ Newlife Medical Services

Address

Puran Bazar, Bishwanath
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Newlife Medical Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Newlife Medical Services:

Share