06/05/2025
ছানি (Cataract) কেন হয়? এর ধরন ও চিকিৎসা জানুন!
ছানি কী?
ছানি হলো চোখের ভেতরের স্বচ্ছ লেন্সটি ধীরে ধীরে ঘোলা হয়ে যাওয়া, যার ফলে চোখে ঝাপসা দেখা দেয়।
---
ছানি হওয়ার প্রধান কারণগুলোঃ
★বয়সজনিত পরিবর্তন (সাধারণত ৫০ বছরের পর বেশি দেখা যায়)
★ডায়াবেটিস
★চোখে আঘাত
★দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন
★অতিরিক্ত সূর্যের আলোতে কাজ করা
★জন্মগত কারণে (Congenital cataract)।
---
ছানির ধরনঃ
1. নিউক্লিয়ার ক্যাটারাক্ট: চোখের লেন্সের কেন্দ্রভাগে হয়, সাধারণত বয়সজনিত।
2. কর্টিকাল ক্যাটারাক্ট: লেন্সের চারপাশে সাদা দাগ বা রেখার মতো দেখা যায়।
3. পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট: লেন্সের পেছনের দিকে, যা আলোতে বেশি সমস্যা করে।
4. কনজেনিটাল ক্যাটারাক্ট: শিশুর জন্মের সময় থেকেই বিদ্যমান থাকতে পারে।
---
চিকিৎসা কী?
ছানির একমাত্র কার্যকর চিকিৎসা হলো অপারেশন।
আধুনিক প্রযুক্তিতে এখন ছানি অপারেশন খুবই নিরাপদ ও ব্যথাহীন।
অপারেশনের পর আবারও চোখে স্পষ্ট দেখা সম্ভব হয়।
---
আপনার চোখের যত্ন নিন। দৃষ্টিশক্তি হারাবেন না দেরিতে এসে!
বিস্তারিত জানুন বা সময় নির্ধারণ করুন আজই।
----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----
🇧🇩🧿 Mohammad Shohel Rana
Consultant Optometrist & Ocularist
Bachelor of Optometry (Eye) Punjab, India
Master's in Public Health Opthalmology, University of South Asia.
Fellowship in Vision Therapy, Contact Lens, Myopia control, Squint & Strabismus Management, Low vision, Rehabilitation. Dr. Nihar Munsi Eye Foundation, India
Internship in L V Prasad Eye Institute (LVPEI) - Shirin, Etian & Tara Brown Eye Centre, Kismatpur, India.
----চোখের যেকোনো সমস্যায় আপনার পাশে----
Newlife Eye Hospital, Bishwanath
Husain Complex, 2nd Floor, Jogonnathpur Road, Sylhet 3130
☎️ যোগাযোগঃ +880 1324-449520
যেকোনো প্রয়োজনে (অফিস)
☎️ +880 1641-281791
আমাদের হাসপাতালে চোখের চিকিৎসা ও চোখের যেকোনো অপারেশন কম খরচে করা হয়, যা সবার সাধ্যের মধ্যে ধন্যবাদ।