30/09/2023
গতকাল চলে গেল বিশ্ব হার্ট দিবস।
প্রতি প্রতিবছর প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি পালিত হয়।আমাদের দেশে হৃদরোগের কারণে মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে হৃদরোগে মৃত্যুর সংখ্যা হার ১৩.৪০%!
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তের কোলেস্টরেল, কম কায়িক পরিশ্রম, দুশ্চিন্তা, নগরায়নের ফলে হৃদরোগ মৃত্যুর সংখ্যা বা হৃদরোগ আক্রান্তের সংখ্যা বেশি বাড়ছে।
হৃদরোগ প্রতিরোধ কিছু পরামর্শ হৃদরোগী আক্রান্ত সংখ্যা বা মৃত্যু কমাতে পারে
পরামর্শ সমূহ :
শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণ
১.ওজন নিয়ন্ত্রণে রাখুন
২.দীর্ঘ সময় বসে থাকা বর্জন করার চেষ্টা করুন।
৩.উন্মুক্ত পরিবেশে শরীর চর্চা করা।
৪.ভার উত্তোলন করা।
৫.বেশি গঠনমূলক ব্যায়াম করা।
৬.সর্বোপরি ওজন নিয়ন্ত্রণ রাখা.
খাবারও পানীয় :
১.কমপক্ষে পাঁচ জাতের সবজি খেতে হবে।
২.বেশি বেশি চর্বি হীন প্রোটিন খেতে হবে যেমন মাছ বাদাম।
৩.সারাদিনে ১ চা চামচের চেয়ে কম লবণ।
৪.৩.৫ গ্রাম পটাশিয়াম খাওয়া প্রয়োজন।
৪.পরিশোধিত ও প্রক্রিয়াজাত কত খাদ্য পরিহার করা প্রয়োজন।
৬.আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে।
৭.মদ পান ও কোমল পানীয় বর্জন করতে হবে।
৮.দিনে ২-৩ কাপ চিনি মুক্ত চা বা কফি পান করা যেতে পারে।
শরীর ও মন :
১.দুশ্চিন্তা কমানো।
২.মাঝেমধ্যে গান শোনা.
অন্যান্য :
১.ধূমপান পরিহার করা।
২.দূষণমুক্ত এলাকায় চলাফেরা এবং না থাকা।
৩.স্মার্ট ওয়াচ ব্যবহার করে চলাফেরা ও ঘুম ট্র্যাক করা।
আসুন সবাই মিলে চেষ্টা করিও হৃদরোগ প্রতিরোধ করি।
সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।