Jalali birds &pets

Jalali birds &pets কিছু অনুভুতি আর আবেগ,, ��

প্রানি/পাখি কেনো পালি??কি আছে পাখিতে?? ভাবুন আপনি একাকিত্বে ভুগছেন ,কোনো এক অজানা যন্ত্রনা আপনাকে চেপে ধরে আছে।এমন কেউ ন...
22/07/2025

প্রানি/পাখি কেনো পালি??
কি আছে পাখিতে??

ভাবুন আপনি একাকিত্বে ভুগছেন ,কোনো এক অজানা যন্ত্রনা আপনাকে চেপে ধরে আছে।এমন কেউ নেই যে আপনাকে একটু সান্তনা দিবে,একটু জরিয়ে ধরে বলবে ভেবোনা সব ঠিক হয়ে যাবে।

হয়তো ভাষায় তারা অনেক কিছুই প্রকাশ করতে পারেনা কিন্তু এরা সব বুঝে,এদের চাহনির মাঝে রয়েছে অন্য রকম এক আবেগ।চোখে তাকালে সব বুঝে যাবেন আপনি।

এমন অনেক কথা বা খারাপ সময় থাকে যা পরিবার বা পরিজনের কাছে বলা যায়না।ঠিক সেই সময় এক অন্যরকম ভালোবাসা পাই এদের মাঝে।কিছু সময়ের জন্য ভুলিয়ে দেয় সকল যন্ত্রনা বা দুশ্চিন্তা।

জীবনের এক অন্যরকম আপনজন এই পাখি।যা আমাকে বেচে থাকার ইচ্ছা বাড়িয়ে দেয় শতগুণ।

আমার পাখি পালনের কারন হয়তো এটাই আপনি কেনো পাখি পালন করছেন?? আপনার মতামত কি???

Follow for more Jalali birds &pets

★★গাভী ডেলিভারি:ডেলিভারির সময় হয়েছে কিনা, তা বোঝার জন্য বেশ কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনি স...
16/07/2025

★★গাভী ডেলিভারি:
ডেলিভারির সময় হয়েছে কিনা, তা বোঝার জন্য বেশ কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার গাভী বাচ্চা প্রসবের জন্য প্রস্তুত হচ্ছে।

★শারীরিক লক্ষণসমূহ
১/ ওলান বড় হওয়া ও দুধ আসা:
গাভীর ওলান (বাট) বড় হয়ে যাবে এবং শক্ত হয়ে উঠবে। অনেক সময় বাট থেকে দুধ বা দুধের মতো আঠালো তরল পদার্থ বের হতে দেখা যায়। বিশেষ করে প্রথমবার মা হওয়া গাভীর ক্ষেত্রে ওলান অনেক আগে থেকেই বড় হতে পারে, তবে ডেলিভারির কাছাকাছি সময়ে এটি আরও দ্রুত বড় ও পূর্ণ দেখাবে।

২/ যোনিমুখের পরিবর্তন:
যোনিমুখ ফোলা, নরম এবং শিথিল হয়ে যাবে। অনেক সময় যোনিমুখ থেকে স্বচ্ছ বা হালকা রক্তমিশ্রিত আঠালো স্রাব বের হতে দেখা যায়। এটি প্রসবের ১২-২৪ ঘণ্টা আগে দেখা যেতে পারে।

৩/পেট ঝুলে পড়া:
গাভীর পেট নিচের দিকে আরও বেশি ঝুলে পড়বে এবং পেছনের দিকটা কিছুটা সরু দেখাবে।

৪/ লেজের গোড়ার পরিবর্তন:
লেজের গোড়ার দুই পাশের হাড় বা রগগুলো শিথিল হয়ে যাবে এবং গর্তের মতো দেখাবে। এটি প্রসবের খুব কাছাকাছি সময়ে (বিশেষ করে ১২-২৪ ঘণ্টার মধ্যে) স্পষ্ট বোঝা যায়।

★আচরণগত লক্ষণসমূহ
১/ অস্থিরতা ও ছটফট করা:
গাভী অস্থির হয়ে উঠবে, ঘন ঘন উঠবে-বসবে এবং ঘষটাঘষি করতে পারে।

২/ দল থেকে আলাদা হওয়া:
অনেক গাভী অন্য গরু থেকে আলাদা হয়ে নিরিবিলি জায়গায় যেতে চায়। এটি নিরাপদ স্থানে প্রসব করার একটি প্রাকৃতিক প্রবৃত্তি।

৩/ ব্যথা ও অস্বস্তি:
গাভী তার পেটে ব্যথা অনুভব করতে পারে, যেমন মাসিকের ব্যথার মতো টান বা চাপ। এটি হলে গাভী তার পেটের দিকে তাকাবে বা লাথি মারবে।

৪/খাবার কমে যাওয়া:
প্রসবের কাছাকাছি সময়ে গাভীর খাবার রুচি কমে যেতে পারে বা খাওয়া বন্ধ করে দিতে পারে।

৫/ ঘন ঘন প্রস্রাব:
গাভী ঘন ঘন প্রস্রাব করার চেষ্টা করতে পারে।

৬/ দম নেওয়া ও হাম্বা হাম্বা ডাকা:
গাভী ঘন ঘন লম্বা শ্বাস নিতে পারে এবং অস্থিরভাবে হাম্বা হাম্বা ডাকতে পারে।

★চূড়ান্ত পর্যায়ের লক্ষণ (প্রসব বেদনা শুরু হলে)

১/ জরায়ুর সংকোচন: নিয়মিত বিরতিতে গাভীর পেট শক্ত হবে এবং জরায়ুর সংকোচন দেখা যাবে।

২/ পানির থলি দেখা যাওয়া:
যোনিমুখ দিয়ে পানির থলি (ওয়াটার ব্যাগ) বেরিয়ে আসতে দেখা যাবে। এটি দেখা গেলে সাধারণত ২-৪ ঘণ্টার মধ্যে বাছুর প্রসব হওয়ার কথা।

৩/ বাছুরের পা ও নাক দেখা যাওয়া:
স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে প্রথমে বাছুরের সামনের দুটি পা এবং তার ওপরে নাক দেখা যাবে।

যদি এই লক্ষণগুলো দেখতে পান, তাহলে প্রস্তুতি নিন এবং প্রয়োজনে একজন পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। প্রসবের সময় কিছু ব্যতিক্রম দেখা গেলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

খামারিদের কিছু প্রয়োজনীয় ঔষধ ✅১। মাইক্রোনিড: ঠান্ডার কাজ করে। (অ্যান্টিবায়োটিক ) ২। রেনামাইসিন : ব্যাকটেরিয়া সংক্রমণ প্...
15/07/2025

খামারিদের কিছু প্রয়োজনীয় ঔষধ ✅
১। মাইক্রোনিড: ঠান্ডার কাজ করে। (অ্যান্টিবায়োটিক )

২। রেনামাইসিন : ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়।( অ্যান্টিবায়োটিক)

৩। থায়াবিন বি১ বি২ : হাঁস মুরগির পা প্যারালাইসিস এবং ঘার বেকে যাওয়া থেকে রক্ষা করে এবং ভিটামিন এর অভাব পুরন করে।

৪। ডক্সি এ ভেট : ঠান্ডার কাজ করে বিশেষ করে হাঁস মুরগির বাচ্চাদের ঠান্ডার জন্য ভালো কাজ করে ( অ্যান্টিবায়োটিক)

৫। ফাস্ট ভেট : হাঁস মুরগির জর এবং বেথা হলে এই মেডিসিন ভালো কাজ করে।

এইখানে যত গুলো মেডিসিন আছে ব্যবহার এর নিয়ম হচ্চে এক লিটার পানিতে ১ গ্রাম পরিমান পাউডার ব্যবহার করে খাওয়াবেন ৩-৪ দিন।

সুস্থ হাঁস মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো থেকে বিরত থাকুন।

ধন্যবাদ

13/07/2025
04/04/2023

WAITING FOR UNEXPECTED FUTURE ❤️🖤

29/03/2023

ইসলাম সুন্দর 🖤❤️

28/03/2023

ভিডিও টা দেখে অজান্তে আমার চোখে পানি চলে আসছে 🙂🙂

03/10/2022

তুমরা ধর্ম পালন কর নেচে-গেয়ে,উৎসব অনুষ্ঠানে,অপবিত্র হয়ে 😥😥
আর আমরা ধর্ম পালন করি,পবিত্রতা ও শালিনতার সাথে।তাদেরকে পূজা করিনা যাদের নিজ হাতে তৈরি ও ধংস করি 😑

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalali birds &pets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share