10/11/2024
                                            ডাঃ এম মখলিছুর রহমান 
মা-মনি হোমিও চেম্বার 
শাহী ঈদগাহ (মধ্যপয়েন্ট), সিলেট।
মোবাইলঃ ০১৭১২-০৮২৯৬৫
আসসালামুআলাইকুম। আমি ডাঃ এম মখলিছুর রহমান সুদীর্ঘ ৩৩ বৎসর যাবৎ হোমিও চিকিৎসায় নিয়োজিত আছি। এই দীর্ঘ চিকিৎসা জীবনে বিশ্ববিখ্যাত জার্মানীর "উইলমার সোয়েব" কোম্পানীর হোমিও ঔষধ দ্বারা হাজার হাজার জটিল রোগী আরোগ্য লাভ করেছেন।
বর্তমানে প্রায় ৫ বৎসর যাবৎ আমি হোমিও নতুন গবেষণা মূলক থিওরি "Go back procedure of Real homeopathic therapeutic system" অর্থাৎ (genetical treatment) চিকিৎসা চালিয়ে যাচ্ছি। 
বিগত ২৮ বৎসরের চিকিৎসা জীবনের তুলনায় নতুন পদ্ধতিতে আসার কারনে চলিত ৫ বৎসরের জটিল রোগীর চিকিৎসায় অনেক বেশি সাফল্য লাভ করেছি। তাই যেকোন রোগী চিকিৎসা নিতে আমার homeo new system এ আসার জন্য আন্তরিকতার সহিত আহ্বান জানাচ্ছি।
রোগ সমুহঃ-
অর্শ, রক্তক্ষরণ জনিত অর্শ, গেজ, ফিস্টুলা, যাবতীয় ক্যান্সার, টিউমার, ব্রেইন টিউমার, কিডনীতে ও মূত্রনালীতে পাথর, পিত্তপাথর, টনসিলাইটিস, সাইনোসাইটিস, নাকের পলিপ, এলার্জিক্যাল রাইনাইটিস, প্যারালাইসিস, ডায়াবেটিস, গলগন্ড, হার্নিয়া, হাঁপানি, হৃদরোগ, সোরাইসিস ও সবধরনের চর্মরোগ, পুরাতন একজিমা, গ্যাংরিন, মানসিকরোগ, সবধরনের শিশুরোগ সহ জটিল রোগীর ও অপারেশন সংক্রান্ত রোগের, অপারেশন বিহীন হোমিও সর্বাধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়।                                        
Doctor
 
                                         
   
   
   
   
     
   
   
  