MAHIN Pharmacy

MAHIN Pharmacy ঔষধ ও সেবার সমন্বয়ে আধুনিক প্রতিষ্ঠা?

22/08/2023
22/08/2023

আবারো চলে এলো এয়ার এশিয়া এয়ারলাইন্স এর অবিশ্বাস্য মূল্যের ঢাকা - ব্যাংকক - ঢাকা রুটের এয়ার টিকেট !!!
মাত্র ২৪৪৪৯ টাকার এই অফারটি লুফে নিতে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।

বিঃদ্রঃ টিকেট সংখ্যা সীমিত।

--------------------------------------------------------------------------

টিকিটের জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন :

ধানমণ্ডি : [Phone &Whatsapp]
+8801708808364
--------------------------------------------------------------------------

>>>>দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে সর্বনিম্ন মূল্যে টিকেট কিনুন শুধু মাত্র কসমস হলিডে থেকে।
>>>>বিমান ভাড়া যেকোন সময় সিটের প্রাপ্যতা এবং এয়ারলাইন্স নীতি অনুযায়ী পরিবর্তন হতে পারে।
--------------------------------------------------------------------------

হেড অফিস (ধানমণ্ডি)
প্লাজা এ.আর (৫মতলা),
সোবহানবাগ মসজিদের পাশে,
ধানমণ্ডি, ঢাকা, বাংলাদেশ।
--------------------------------------------------------------------------

ব্রাঞ্চ অফিস( বানানী )
আহসান টাওয়ার (৬ষ্ঠতলা),
হোটেল সুইট ড্রিমস সংলগ্ন, ৫৬/১/২,
কামাল আতারতুক এভিনিউ বানানী, ঢাকা।
--------------------------------------------------------------------------

www.cosmosholiday.com.bd
HOTLINE: 09678 34 34 34

10/07/2023

শিখে রাখুন, সুখী হউন

21/06/2023
11/05/2023
নিজেকে নিয়ন্ত্রণের মাঝেই রোগ মুক্তি
24/04/2023

নিজেকে নিয়ন্ত্রণের মাঝেই রোগ মুক্তি

24/04/2023

এক কোটিপতি ব্যবসায়ী ভদ্রলোক দামী গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখেন ফুটপাতের এক কোণে ইটের ওপর মাথা রেখে একটা লোক অঘোরে ঘুমোচ্ছে। তিনি অবাক, এই চৈত্রের চড়া গরম, গাড়ির আওয়াজ, ধুলো বালির মধ্যে লোকটার ঘুম আসে কিভাবে?
তিনি গাড়ি দাঁড় করিয়ে লোকটির কাছে গিয়ে ডাকলেন
—এই যে শুনছেন?
লোকটি ধড়মর করে উঠে বলে বললো,
— অ্যা, কি হলো?
—কিছু হয়নি। জিজ্ঞেস করছি আপনি এখানে ঘুমোচ্ছেন কেন? ঘর বাড়ি নেই আপনার?
— অ্যা! ঘুম পেয়েছিলো স্যার। বাড়ি আছে, গ্রামে।ভোরে উঠে পেন বিক্রি করতে শহরে আসি। বিকেলে আবার চলে যাই।
ব্যবসায়ী ভদ্রলোক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন
— তা আজ কতো টাকার বিক্রি হলো?
— দেড়শো টাকার।
— এতে সংসার চলে?
— হ্যাঁ, চালালেই চলে। সন্ধ্যেতে পাড়ার কানাইদার গ্যারাজে সাইকেল সারাই করি তো। কিছু টাকা হাতে আসে। তবে কি জানেন, আমার মেয়েটার শরীরটা ভালো যাচ্ছে না। কদিন থেকে জ্বরে ভুগছে।
ব্যবসায়ী ভদ্রলোক পাঁচশো টাকা বের করে বললেন
—এই নাও। মেয়ের জন্য ফল কিনে নিয়ে যেও।
লোকটি অবাক হয়ে তাকিয়ে বললো
— আমার কাছে টাকা আছে স্যার। এমনি এমনি নেবো কেন? আপনি আমার থেকে বিশ টাকার পেন কিনুন। দেখুন কালিতে কেমন সুন্দর গন্ধ ছাড়ে।
ব্যবসায়ী ভদ্রলোক কিছুক্ষন চিন্তা করে বললেন
—না। শোনো তুমি সৎ। তাই আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই। তবে এমনি এমনি নয়। আমার একটা কাপড়ের হোলসেলের দোকান আছে। সেখান থেকে তুমি কাপড় কিনে বিক্রি করবে। যদি দেখি তুমি সত্যি সত্যি পরিশ্রম করছো তাহলে তিন মাস পর আরও পঞ্চাশ হাজার দেবো। তা দিয়ে তুমি দোকান ভাড়া করবে।
লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো
— কিন্তু আমাকে বিশ্বাস করে এতো টাকা দেবেন কেন স্যার? আপনি তো আমাকে চেনেনও না!
ভদ্রলোক মৃদু হেসে বললেন
— আমি এই শহরের সব থেকে বড়ো ব্যবসায়ী। এই টাকা আমার কাছে সামান্য। আমার সামান্য টাকা দিয়ে তোমার যদি অনেকটা উপকার হয় তাহলে আমি দেবো না কেন?
এরপর কয়েক বছর কেটে গেছে। সেই পেনওয়ালার এখন শহরে তিনটে কাপড়ের দোকান। আরও অন্যান্য ব্যবসা। দুটো, চার চাকার গাড়ি। তিন চারটে ফ্ল্যাট, বাড়ি।
একদিন সেই উপকারী ভদ্রলোক ডাক্তারের চেম্বারে গেছেন ডাক্তার দেখাতে, দেখেন সেই পেনওয়ালা লোকটিও বসে। তিনি ডাকলেন
— এই যে ভাই। ব্যাপার কি? তুমি এখানে?
পেনওয়ালা লোকটি ভদ্রলোকের পা ছুঁয়ে প্রণাম করে বললো
— স্যার, চেক আপের জন্য এসেছি। প্রতি মাসেই আসি। সুগার,প্রেসার সবই ধরেছে। ইদানিং ঘুম একদম হয়না।
উপকারী ভদ্রলোক মুচকি হেসে বললেন
— সেকি! সেদিন তো দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে রাস্তায়। আর আজ ACর নিচে নরম বিছানাতেও তোমার ঘুম আসছে না!
— আসলে স্যার তখন আমার হারানোর ভয় ছিলো দেড়শো টাকা। এখন সেটা কোটিতে দাঁড়িয়েছে। এখন আছে স্ট্যাটাস হারানোর ভয়। আগে নিজের বলতে ছিলো বউ আর মেয়ে। এখন অনেক আত্মীয় বন্ধু বান্ধব জুটেছে। তাদের সঙ্গে টেক্কা দিয়ে চলতে হয়। আগে ডাল ভাত হলেই চলতো, এখন বাসমতি চাল লাগে, মাছ লাগে, মাংস লাগে। যে বউ সুতির শাড়ি পেলেই খুশি হতো সে এখন হীরের গয়না পেলেও খুশি হয়না। মেয়েটা সুস্থ হয়েছে ঠিকই কিন্তু এখন তার চাহিদা অনেক। না পেলে ডিপ্রেশনে চলে যায়। এ কেমন অসুখ বলুন দেখি? এতো চিন্তা নিয়ে ঘুম হয়?
উপকারী ভদ্রলোক বললেন
— তোমার সমস্যায় আমিও ভুগতাম। তখন আমার গুরুদেব বললেন, "কোনো গরিব সৎ নিশ্চিন্ত মনের লোককে অনেক টাকা দিয়ে উপকার কর, তাহলেই দেখবি তোর মনে শান্তি আসবে। ভালো ঘুম হবে। শরীর সুস্থ হবে।"
পেনওয়ালা অবাক হয়ে বললেন
— সেই জন্যই কি আপনি...
ব্যবসায়ী ভদ্রলোক মৃদু হাসলেন কেবল।
"পেনওয়ালা" ঝটপট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো রাস্তায়। তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে...

#সংগৃহীত

ছোট্ট ছোট্ট গল্পে হাজারো অনুভূতি পেতে এই পেজ টা ফলো করে দিবেন সবাই 🥰

Address

Sylhet Sader
Sylhet
3100

Telephone

+8801615029601

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAHIN Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MAHIN Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram