05/09/2025
সাফল্যের গল্প!!কুইন্স হসপিটাল,সুবিদবাজার,সিলেট।
কুইন্স হসপিটালে প্রথম বারের মতো Brachio-Basilic Transposition Fistula অপারেশন সফলভাবে সম্পন্ন করা হলো।
কিডনী বিকল রোগীদের জন্য এটি একটি জটিল ধরণের এভি ফিস্টুলা, যা সাধারণত অভিজ্ঞ ভাস্কুলার সার্জনের হাতেই সম্ভব।
এখন থেকে সিলেটের রোগীদের আর ঢাকা বা বিদেশে ছুটতে হবে না।
ডায়ালাইসিসের রোগীদের জন্য কুইন্স হাসপাতালে এখন সব ধরণের জটিল এভি ফিস্টুলা (Brachio-Basilic Transposition Fistula, Graft AV Fistula ইত্যাদি) তৈরি করছেন আমাদের দক্ষ ভাস্কুলার সার্জারী টিম।
ডায়ালাইসিস রোগীদের জন্য একটি সঠিক ও দীর্ঘস্থায়ী ফিস্টুলা জীবন বাঁচানোর অন্যতম প্রধান ভরসা। আর এই জটিল ফিস্টুলা সার্জারি এখন আপনার শহরেই হচ্ছে, কুইন্স হাসপাতাল, সিলেট-এ।
আমাদের লক্ষ্য “আপনার শহরেই বিশ্বমানের ভাস্কুলার সেবা।”
সার্জারির জন্য রয়েছে আমাদের রয়েছেন ঢাকা থেকে আগত একদল ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ।
#ডাঃ_মুহাম্মদ_ইব্রাহীম_খলিলুল্লাহ্
এম.বি.বি.এস,
এম.এস (ভাস্কুলার সার্জারী)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সবেক পিজি হাসপাতাল), ঢাকা
কনসালটেন্ট ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সার্জন
কুইন্স হসপিটাল, সিলেট।
নিয়মিত রোগী দেখছেনঃ
প্রতি বৃহস্পতি ও শুক্রবার
বিকেল ০৪:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
কুইন্স হসপিটাল
📍 সুবিদবাজার, সিলেট
অ্যাপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন:
০১৭৩০ ৭০০ ৮৯৮, ০১৩১৮ ২১০ ২৭৭