Famous Pharmacy

Famous Pharmacy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Famous Pharmacy, Medical supply store, Shubanighat Point, Sylhet.

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 🎆🎇🎊
01/01/2022

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 🎆🎇🎊

****বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয়****অক্সিমিটার দিয়ে আপনি বাসায় বসে সহজেই অক্সিজেন, পালস মাপতে পারবেন।✅এখনই অর্ডার করুন☎01...
08/08/2021

****বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয়****

অক্সিমিটার দিয়ে আপনি বাসায় বসে সহজেই অক্সিজেন, পালস মাপতে পারবেন।

✅এখনই অর্ডার করুন
☎01302-712672

👉 উপকারিতাঃ
✔️ ফিঙ্গার পালস অক্সিমিটার হাসপাতাল, বাসাবাড়ী অথবা ক্রীড়াক্ষেত্রে ব্যবহারের জন্য আদর্শ অক্সিমিটার
✔️রক্তে অক্সিজেনের সরবরাহ সঠিকভাবে পরিমাপ করে
✔️অটো পাওয়ার ইন্ডিকেটর
✔️ইন্ডাকশন লো ভোল্টেজ ইন্ডিকেটর
✔️অটোমেটিক পাওয়ার অফ (৮ সেকেন্ড পর)
✔️লার্জ LCD ডিসপ্লে পোর্টেবল ও কম্প্যাক্ট ডিজাইন।
বি.দ্রঃ আমাদের কাছে আছে অরিজিনাল JUMPER অক্সিমিটার।

07/08/2021

সারাদেশে গণহারে ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন কমন প্রশ্নঃ

* আমার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি বা হাপানী আছে। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন। এসব রোগ যাদের আছে, তারা সবার আগেই ভ্যাক্সিন নেয়া উচিত। কারণ এরা রিস্ক জোনে আছে।

* আমার কোভিড পজিটিভ ছিল বা লক্ষ্মণ ছিল তবে পরীক্ষা করাইনি। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন তবে পজিটিভ হওয়া বা জ্বর কাশি লক্ষ্মণ দেখা দেয়ার ২৮ দিন পর।

* গর্ভবতী মা এবং দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা ভ্যাক্সিন নিতে পারবে?
#উত্তরঃ বাচ্চা দুধ খায় এমন মা রা যেকোন সময় ভ্যাক্সিন নিতে পারবে। তবে গর্ভবতী মা রা গর্ভের ১৩ থেকে ৩৩ সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন নিতে পারবে যা সম্পূর্ণ নিরাপদ।

* ভ্যাক্সিন দিলে নাকি হার্টের সমস্যা হচ্ছে বা অনেকে মারা যাচ্ছে?
#উত্তরঃ সামান্য জ্বর বা ব্যথা দেখা দেয়া যেকোন ভ্যাক্সিনের কমন সাইড ইফেক্ট। মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি ভ্যাক্সিন দেয়ার পর সামান্য হার্টের প্রদাহ দেখা দিয়েছিল, তবে দ্রুত সুস্থও হয়ে গিয়েছে। অতএব এসব অমুলক চিন্তা থেকে বিরত থাকাই মঙ্গল।

* আমি রক্তদাতা বা ডোনার। ভ্যাক্সিন দেয়ার বা রক্ত দেয়ার নির্দেশনা কি?
#উত্তরঃ ভ্যাক্সিনও দিতে পারবেন, ব্লাডও ডোনেট করতে পারবেন। তবে ভ্যাক্সিন দেয়ার ২৮ দিন পর রক্ত দান করতে পারবেন। ২৮ দিনের ভেতরে নয়।

* ভ্যাক্সিন দেয়ার পরও আমার পুনরায় জ্বর, শরীর ব্যথা। এর কারণ?
#উত্তরঃ ভ্যাক্সিন দেয়ার পরও করোনা আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে করোনার প্রভাব খুবই কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়। তাছাড়া জ্বরের কারণ অন্যান্য রোগ যেমন ডেঙ্গু বা টাইফয়েডও হতে পারে।

তথ্যসূত্রঃ WHO, CD

💢কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের  কার্যকারিতা কতটুকু?? #গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓👉 গর্ভের...
27/07/2021

💢কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু??

#গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 গর্ভের ১৪-৩৩ সপ্তাহের মধ্যে যে কোন ধরনের কোভিড১৯ ভ্যাক্সিন নিতে পারবেন। (যদি সরকার অনুমোদন দেয়)।

#গর্ভের_শিশু_কি_সুরক্ষা_পাবে❓
👉 ১৪-৩৩ সপ্তাহের মধ্যে ২ ডোজ ভ্যাক্সিন গ্রহণ সম্পন্ন করতে পারলে মায়ের শরীরে তৈরি হওয়া এন্টিবডি রক্তের মাধ্যমে গর্ভের শিশুর শরীরে যাবে এবং শিশু করোনাভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা পাবে।

#মা_এবং_বাচ্চার_কোন_ক্ষতি_হবে_কিনা⁉️
👉 গবেষণায় (BMJ) দেখা গিয়েছে এখন পর্যন্ত যে সব দেশে গর্ভবতী মায়েরা টীকা পেয়েছেন তাদের ক্ষেত্রে মায়েদের ভ্যাক্সিন পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়া (যেটা সবারই হতে পারে) ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি।
এবং বাচ্চার কোন সমস্যা হয়েছে বলেও গবেষণায় প্রমান পাওয়া যায়নি।

#দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 অবশ্যই পারবেন এবং মায়ের কাছ থেকে বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে এন্টিবডি গিয়ে বাচ্চাকে সুরক্ষা দিবে।
এতে মায়ের (ভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া বাদে) এবং বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।

#গর্ভবতী_এবং_দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নেয়ার_আগে_বা_পরে_কোন_সতর্কতা_অবলম্বন_করবেন_কিনা❓
👉 না। তেমন কোনো সতর্কতার দরকার নাই। স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

#ভ্যাক্সিন_নেয়ার_পরে_কি_ধরনের_পার্শ্বপ্রতিক্রিয়া_হতে_পারে❓
👉 জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যাথা, ক্লান্তি লাগা, ভ্যাক্সিন দেয়ার জায়গায় মাংসপেশিতে ব্যাথা বা লাল হয়ে যাওয়া। এগুলো যে কারোরই হতে পারে।

#যে_সব_মায়েদের_ডায়াবেটিস_উচ্চরক্তচাপ_হাঁপানী #কিডনি_রোগ_আছে_তারা_কি_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 হ্যাঁ। তারাও নিতে পারবেন তবে ভ্যাক্সিন নেয়ার আগে এসব রোগ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করে তারপর ভ্যাক্সিন নিতে পারবেন। সেজন্য নিয়মিত চিকিৎসা নিতে হবে এবং ভ্যাক্সিন নেয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

#কারা_ভ্যাক্সিন_নিতে_পারবেন_না❓
জ্বর, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যান্সার আক্রান্ত রোগী যিনি কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাচ্ছেন, ২ সপ্তাহের মধ্যে অন্য কোন ভ্যাক্সিন নিলে, যাদের প্রকট এলার্জির সমস্যা এবং যাদের ভ্যাক্সিনের কোনো একটি উপাদানে এলার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে (আগে যদি এমন হয়ে থাকে)।

ফেমাস ফার্মেসীর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।  ঈদ মোবারক♥️
14/05/2021

ফেমাস ফার্মেসীর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক♥️

03/05/2021
02/05/2021

ঘরে বসে মেডিসিন পেতে আপনার প্রেসক্রিপশনের ছবিটি আমাদের পেইজে ইনবক্স করুন। অভিজ্ঞ ফার্মাসিস্ট দ্বারা আমরা মেডিসিন সেবা দিয়ে থাকি...

নতুন ধরনের করোনার লক্ষণ জেনে নিন
30/04/2021

নতুন ধরনের করোনার লক্ষণ জেনে নিন

29/04/2021

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█

* করোনায় আরো ৭৭ জনের মৃত্যু; মোট প্রাণহানি ১১,৩০৫
* নমুনা পরীক্ষা ২৮,২০৬; নতুন রোগী ২,৯৫৫
* গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ১০.৪৮%
* এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭,৫৪,৬১৪ জন
* ২৪ ঘন্টায় সুস্থ ৫,৩৯২ জন; মোট সুস্থ ৬,৭২,৩১৯ জন

29/04/2021

প্রিয় গ্রাহকগন
আজ থেকে আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি পুনরায় যথারীতি চালু হতে যাচ্ছে...

Address

Shubanighat Point
Sylhet
3100

Telephone

+8801302712672

Website

Alerts

Be the first to know and let us send you an email when Famous Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram