02/11/2025
সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত পাইওনিয়ার হসপিটালের সম্মানিত অংশীদারদেরকে গতকাল পহেলা নভেম্বর পাইওনিয়ার হসপিটালের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডা: মো: ফজলুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হসপিটালের ফাইনান্স ডিরেক্টর ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান বাবু, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা: খুর্শেদা তাহমীন সীমু, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: শওকত উদ্দিন আহমদ, অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা: মাহফুজ আনোয়ার অমিত, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব কাওছার আহমদ টিপু ও জনাব মুশফিক উস সামাদ চৌধুরী।
পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকরা হলেন:
*ডার্মাটোলোজি*
ডা: আফরোজা রশীদ নিপা
সহযোগী অধ্যাপক,ডার্মাটোলোজি বিভাগ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
*মেডিসিন*
ডা: মোহাম্মদ গোলাম রব মাহমুদ (শোয়েব)
অধ্যাপক,মেডিসিন বিভাগ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।
*ইউরোলোজি*
ডা: আশরাফুল ইসলাম রানা
সহকারী অধ্যাপক,ইউরোলোজি বিভাগ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
*গাইনী এন্ড অবস*
ডা: উম্মুল সিফাত রিযওয়ানা রহমান (রুবি)
সহকারী অধ্যাপক,গাইনী এন্ড অবস বিভাগ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
ডা:: সায়কা রেহনুমা
সহকারী অধ্যাপক,গাইনী এন্ড অবস বিভাগ
শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট
*শিশু সার্জারি*
ডা: জিয়াউদ্দিন আহমদ সামী
সহযোগী অধ্যাপক,শিশু সার্জারি বিভাগ
পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
ডা: শবনম রাশেদী
সহকারী অধ্যাপক,শিশু সার্জারি বিভাগ।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
*রক্তরোগ (হিমাটোলোজি)*
ডা: মোহাম্মদ নাজমুল ইসলাম
সহযোগী অধ্যাপক,হিমাটোলোজি বিভাগ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
*কার্ডিওলজি:*
ডা: সোহেল আলম
সহযোগী অধ্যাপক,হ্রদরোগ বিভাগ
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল,সিলেট।
*শিশু বিভাগ*
ডা: তাফহীমা তারিন
সহকারী অধ্যাপক,শিশু বিভাগ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।
ডা: শারমীন বক্ত
সহকারী অধ্যাপক,শিশু বিভাগ
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।