03/05/2024
'সিলেটবাসীর স্বাস্থ্যসেবায় নতুন ধারা' শ্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা পাইওনিয়ার হসপিটাল সেই প্রতিষ্ঠালগ্ন থেকেই পাইনিয়ার পরিবারের সদস্যদের সফলতাকে মূল্যায়ন করার রীতি চালু করেছিল।
সেই ধারাবাহিকতায় গত রাতে পদোন্নতি প্রাপ্ত পাইওনিয়ার পরিবারের তিনজন গুরুত্বপূর্ণ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠিত হলো।
খোলা আকাশের নীচে শীতল হাওয়ায় স্নিগ্ধতা ছড়ানো এক মনোমুগ্ধকর পরিবেশে আমরা বরণ করি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: শওকত উদ্দিন আহমদ, শহীদ শামসুদ্দিন আহমদ জেলা হাসপাতাল,সিলেট( সদর হাসপাতাল)এর শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা: সৈয়দ মোর্তজা আলী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালে প্রাক্তন কনসালট্যান্ট;বর্তমানে হবিগঞ্জ মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা: এস এম মাহফুজ আনোয়ার অমিতকে।
পাইওনিয়ার হসপিটালের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত অভিভাবক জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোশাররফ হোসেন স্যার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইওনিয়ার হসপিটালের ডায়াগনস্টিক বিভাগের ইনচার্জ ডা: অমিত, ডা:রবিন, ডা: ফয়সল প্রমুখ।
আমরা পদোন্নতি প্রাপ্ত শ্রদ্ধেয় সকল চিকিৎসকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
'