
07/07/2024
বিভাগীয় শহর সিলেটে
জ্বীন কনফারেন্স
(জ্বীন, যাদু, হিংসা ও বদনজর বিষয়ক)
অংশ গ্রহনকারীদের জন্য থাকছে:
১। জ্বীন, যাদু, হিংসা ও বদনজর বিষয়ক আলোচনা
২। এসেসমেন্ট বা রোগ নির্ণয়
৩। ট্রিটমেন্ট প্লান বা ব্যবস্থা পত্র।
৪। কাউন্সিলিং
৫। চা ও বিস্কুট
৬। দুপুরের খাবার ( লাঞ্চ)
৭। পুরুষ ও মহিলাদের অংশ গ্রহন সুবিধা।
দায়িত্বে থাকবেনঃ
মুহতারাম আব্দুছ ছবুর চৌধুরী (keynote speaker)
মুহতারাম শামস আল-রিফাত (keynote speaker)
নাইমুল ইসলাম নাঈম
যুবাইর বিন হাফিজ
আলী আহমদ চৌধুরী ফাহাদ
এবং অন্যান্য সহকর্মীবৃন্দ
সবধরনে জটিল, কঠিন ও পুরাতন সমস্যাগ্রস্থরা অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের তারিখঃ ২০ জুলাই ২০২৪; শনিবার
সময়ঃ সকাল ১০টা হতে বিকাল ৫ টা ইন শা আল্লাহ
রেজিষ্টেশন ফিঃ ৩৫০/= (তিনশত পঞ্চাশ টাকা)
বিকাশ পারসোনাল: 01911528595
স্থানঃ কনফারেন্স হল, হোটেল ফরচুন গার্ডেন, নাইরপুল, সিলেট।
যোগাযোগঃ 01704992056; 01715525747
*আগ্রহীরা বিকাশ করে নিম্নের লিংকে ফরম পুর্ন করুন*
লিংক: https://forms.gle/ij79byyEpGQzg8b9A
ফরম জমা দেয়ার শেষ তারিখঃ ১৯ জুলাই ২০২৪
জনসচেতনতায়ঃ হিজামা এন্ড রুকইয়া ফাউন্ডেশন
(Since 2013)
প্লিজ ভিজিটঃ
https://hijamaruqyahbd.com/
program breakdown:
আলোচনাঃ
সকাল ১০ হতে লাঞ্চ পর্যন্ত
১। জ্বীন, যাদু হিংসা ও বদনজর নিয়ে আলোচনা।
২। কিভাবে রোগ নির্ণয় করা হয়।
৩। কিভাবে যাদুকররা রোগনির্ণয় করে।
৪। যাদুকরদের চিকিৎসা পদ্ধতি।
৫। সুন্নাহ সম্মত চিকিৎসা পদ্ধতি।
৬। কাউন্সিলিং নেগেটিভ এন্ড পজেটিভ।
৭। রুকইয়ার নামে প্রতারনা হতে সাবধান।
৮। কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে জীনের ক্ষতি থেকে বাঁচাবেন
practical
লাঞ্চের পর হতে শেষ পর্যন্ত চলবে ইন শা আল্লাহ
৯। এসেসমেন্ট এন্ড গাইডলাইন (ঐচ্ছিক)
& RUQYAH FOUNDATION BD
#হিজামা এন্ড #রুকিয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ
Ruqyah BD
#হিজামা_রুকিয়াহ
2013
, & , , #হিজামা #সিলেট , #বাংলাদেশ হিজামা, #রুকিয়াহ , #কালো জাদু, #জিনের #চিকিৎসা, #রুকিয়াহ, #ভুত, #জিন, #রুকাইয়া, #রুকিয়া , #বিবাহ_যাদু
#কালো #জাদু, #কালো_জাদু , #যাদু_টোনা,
#শেয়ার করে অন্যকে জানিয়ে দিতে পারেন...
can share with others...