 
                                                                                                    08/12/2024
                                            জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই টিকা হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী একটি চিকিৎসা ব্যবস্থা। এই টিকা নেওয়া মেয়েদের প্রায় ৯০ শতাংশের মধ্যে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমে গেছে বলে গবেষণায় দেখা গেছে। বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডাব্লিউএইচও) রিপ্রেজেন্টেটিভ ডা. বর্ধন জং রানা বলেন, “টিকা জীবন বাঁচায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেন, “ক্যান্সারজনিত মৃত্যুর ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সার বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ।
মোট ৩ ডোজ 
১ ম ডোজ ০ তম দিন 
২য় ডোজ ৩০ তম দিন
৩য় ডোজ ১৮০ তম দিন 
শ্রীমঙ্গলে দিতে এখনই ইনবক্স করুন।
 CALL @ 01772004331 
FROM Pauls medical equipment shop 
FREE VACCINATION CHARGE 
ONLY VACCINE PRICE WILL BE COUNTABLE  
 .                                        
 
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  