06/07/2025
🩺 Septoplasty (নাকের হাড় বাঁকার অপারেশন): জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাক দিয়ে নিঃশ্বাস নিতে সমস্যা? হতে পারে আপনার নাকের হাড় বাঁকা বা টার্বিনেট (নাকের ভেতরের মাংসপিণ্ড) বড় হয়ে গেছে। এই সমস্যা থাকলে আপনি নিয়মিত নাক বন্ধ থাকা, সবসময় নাকের ড্রপ ব্যবহার করার অভ্যাস, হাড় বাঁকার কারণে নাক দিয়ে রক্তপাত, মাথাব্যথা, সাইনাসের সমস্যা, নাক ডাকা সহ ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার সমস্যা ইত্যাদি উপসর্গে ভুগতে পারেন। এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে Septoplasty নামক নাকের অপারেশন।
---
🔍 সমস্যার মূল কারণঃ
✔️ নাকের হাড় বাঁকা
✔️ টার্বিনেট (নাকের পাশের মাংসপিণ্ড) বড় হওয়া
---
⚙️ সমাধান কী?
👉 অপারেশনের মাধ্যমে নাকের ভিতরের বাঁকা হাড় ও টার্বিনেট ঠিক করে নিঃশ্বাসের রাস্তা খুলে দেওয়া হয়
👉 এই অপারেশন সম্পূর্ণ অজ্ঞান (জেনারেল এনেস্থেসিয়া) অথবা স্থানীয় অবশ করেও করা যায়
---
🛌 অপারেশনের পর যা যা জানার দরকার:
🔸 প্রথম ২৪ ঘণ্টা নাকে প্যাক ব্যান্ডেজ থাকবে – তখন মুখ দিয়ে শ্বাস নিতে হবে,তবে আধুনিক চিকিৎসায় রোগী চাইলে Merocel/Nasocel নামক টিউব দেয়া যায়। ANS প্যাকের পরিবর্তে টিউব দেয়া হলে রোগীর জন্য আরামদায়ক হয়,তাই অপারেশনের আগে আপনার চিকিৎসকের সাথে এ ব্যাপারে কথা বলে নিবেন।
🔸 ব্যান্ডেজ খুলে দেওয়ার পর হালকা রক্তপাত হতে পারে, যা স্বাভাবিক এবং সাময়িক
🔸 অপারেশন এর সময় নাকের দুই পাশে প্লাস্টিকের স্পিন্ট দেওয়া হয়, যা সাধারণত ৭ দিন পর খুলে দেওয়া হয়
🔸 এই সময় নাক ঝাড়া যাবে না, শেখানো নিয়মে পরিষ্কার করতে হবে এবং চিকিৎসা পত্রে দেয়া ড্রপ ব্যবহার করতে হবে
---
💬 সাধারণ কিছু প্রশ্ন ও উত্তরঃ
১. অপারেশনে কত সময় লাগে?
🕒 ৫০ মিনিট থেকে ১ ঘণ্টা
২. হাসপাতালে কতদিন থাকতে হবে?
🏥 সাধারণত ১ থেকে ২ দিন
৩. বাইরে কি কোন কাটা দাগ থাকবে?
❌ না, অপারেশন হয় সম্পূর্ণ নাকের ভেতর দিয়ে, বাইরে কোন কাটা ছেঁড়া করা হয় না
৪. রোগটি কি ফিরে আসবে?
🔁 সাধারণত এরকম কোন সম্ভাবনা নেই, তবে অতিরিক্ত নাকের এলার্জি সমস্যা থাকলে অপারেশন এর আগে রোগীর সাথে Counselling করে নেয়া হয়। সাধারণত নাকে এলার্জীর সমস্যা না থাকলে হাড় বাকা অপারেশনের পরে রোগীর আর কোন সমস্যা হয় না অর্থাৎ পুনরায় ফিরে আসার সম্ভাবনা নেই।
৫. অপারেশন টিমে কারা থাকবেন?
👨⚕️ইএনটি সার্জন ও তার সহকারী দল
💉 এনেস্থেসিওলজিস্ট
🏥 অপারেশন থিয়েটারের সাপোর্ট স্টাফ
৬. অপারেশনের পর আমি কবে থেকে স্বাভাবিক কাজে ফিরতে পারবো?
🗓️ সাধারণত ৭–১৪ দিনের মধ্যে, এই সময় নিচু হয়ে কয়েকদিন কাজ করতে নিষেধ করা হয়।
---
⚠️ মনে রাখবেন:
সব অপারেশনেই কিছু ঝুঁকি থাকে। তবে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় এসব ঝুঁকি আজকাল অত্যন্ত নগণ্য। একজন অভিজ্ঞ ই.এন.টি সার্জনের তত্ত্বাবধানে এই অপারেশন অত্যন্ত নিরাপদভাবে সম্পন্ন হয়।
---
✅ সুস্থ নিশ্বাসে ফিরুক জীবনের স্বস্তি
👉 নিজের ও প্রিয়জনের স্বাস্থ্য বিষয়ে সচেতন হোন
📞 প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন
---
👨⚕️ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ
🔷 ডাঃ মোঃ আব্দুল হাফিজ শাফী
📌 এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
📌 এফসিপিএস (ই.এন.টি)
📌 আবাসিক সার্জন (ই.এন.টি)
📌 সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
🏥 চেম্বার:
পপুলার মেডিকেল সেন্টার এন্ড হসপিটাল
📍 সোবহানীঘাট, সিলেট
🏢 রুম নং: ৩৫৪ (৩য় তলা)
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ:
📱 01511148386
---
📣 আপনার নাকের সমস্যার সঠিক সমাধান পেতে আজই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
#নাকেরঅপারেশন #স্বাস্থ্যসচেতনতা #নাকেরচিকিৎসা #সিলেটচেম্বার #শাফী