Dr josim Treatment

Dr josim Treatment রোগ নয় প্রতিরোধ,ঔষধ নয় পথ্য

26/04/2025

ঢাকায় একটা জরুরী কাজে আছি সবাই দোয়া করবেন।অনেকের ফোন ধরতে পারছিনা মনে কস্ট নিবেননা।

এরি নাম জীবন।
12/04/2025

এরি নাম জীবন।

09/04/2025

আমরা সিলেটি, রয়েছে আমাদের ব্যক্তিত্ব, যে ভাষায় ফিরে পাই আমাদের মাতৃত্বের জীবন।

07/04/2025
31/03/2025

এরই নাম জীবন...................!

বোস বাবু চেয়েছিলেন বাঙালির বিজ্ঞানচর্চা বাংলাতেই হোক। জনপ্রিয় একটা উক্তি আছে তার। "যারা বলেন বাংলায় বিজ্ঞানচর্চা হয় না, ...
23/02/2025

বোস বাবু চেয়েছিলেন বাঙালির বিজ্ঞানচর্চা বাংলাতেই হোক। জনপ্রিয় একটা উক্তি আছে তার। "যারা বলেন বাংলায় বিজ্ঞানচর্চা হয় না, তারা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না।"
দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে এতকাল পরেও বাংলায় বিজ্ঞানচর্চা খুব একটা আলোর মুখ দেখেনি। উচ্চ পর্যায়ে আমাদের বিদেশি বইপত্র ছাড়া গতি নেই। আর মাধ্যমিক পর্যায় পর্যন্ত বাংলা ভাষায় লিখিত যে বইগুলো আছে তাদের মান নিয়ে কথা বলতেও ধৈর্য লাগে। ইদানিং একটা প্রথা চালু হয়েছে। প্রতিশব্দ প্রথা। একদল মানুষের ধারণা বাংলায় বিজ্ঞান চর্চার অর্থ হলো ইংরেজি শব্দগুলোর বাংলা প্রতিশব্দ বের করা। ইন্টারনেটের বাংলা অন্তরজাল, অক্সিজেনের বাংলা অম্লজান, পরা কণা, অপরা কণা, ফেসবুকের হয়তো মুখবই। কাজের জায়গায় তো কাজ নেই, আরেক জায়গায় তবলা পেটানো। বিজ্ঞান চর্চার জন্য দরকার যথেষ্ট পরিমাণ জ্ঞানভান্ডার, সেই জ্ঞান ভান্ডার তো সমৃদ্ধ হচ্ছে না, হচ্ছে না বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব করে তোলা। গণ্ডির বাইরে থেকে যে লেখকগণ বাংলায় বিজ্ঞান চর্চার জন্য অবদান রেখে চলেছেন তাদেরকে ধন্যবাদ।

আজ ২১শে ফেব্রুয়ারি, বসন্তের ডাকে গাছে গাছে রক্ত ফুল। জ্বলন্ত শিখার মতো তার রঙ। অপেক্ষার প্রহর গুনছে... কবে তার স্ফুলিঙ্গ মশাল হয়ে আলো ছড়াবে...এটা এখন সময়ের দাবী। যে জাতি মায়ের তথা নিজের ভাষাকে সঠিকভাবে চর্চা করতে পারেনা তারমত হতভাগা আর কে আছে জগতে? আসুন আগে নিজেকে চিনি নিজের ভাষাকে সম্মান করি।
(সংগৃহীত সংযোজন)
ডা. মোহাম্মদ জসিম উদ্দীন

14/02/2025

যার আড়াই ইন্ধি নিয়ন্ত্রণে (২.৫০’) তার জীবন ৯৯% নিরাপদ।

27/01/2025

বাশ ঝাড়ে বাশ যখন পোক্ত বা বয়স হয়ে যায় তখন এটাকে কেটে কোন না কোন কাজে লাগানো হয় তাতে তার একটা দাম থাকে! আর মানুষের বয়স যখন বাড়ে এখানে এতো বৈষম্যের কারণ কি?
ডা. জসিম

14/01/2025

With Mahnoor's Perfume – I just got recognized as one of their top fans!

Cerebral Attack or Stroke - কি?-------------------------------------------------ব্রেনের কোন অংশে রক্ত চলাচল বন্ধ বা বাধা...
21/12/2024

Cerebral Attack or Stroke - কি?
-------------------------------------------------
ব্রেনের কোন অংশে রক্ত চলাচল বন্ধ বা বাধার ফলে যে সমস্যার সৃষ্টি হয় - তা-ই স্ট্রোক.
স্ট্রোক দু রকমের - আর তা হলো :
* মেজর স্ট্রোক.
* মিনি স্ট্রোক.

মেজর স্ট্রোক :
--------------------
মেজর স্ট্রোক অবশ্য আবার দু'রকমের হয় :
* Ischaemic Stroke - ইসস্কোমিক স্ট্রোক.
* Haemorragic Stroke -হেমারেজিক স্ট্রোক.

০১.Ischaemic Stroke- ইসস্কোমিক স্ট্রোক.

ইসস্কোমিক স্ট্রোক :
-------------------------
মস্তিস্কের এ্যার্টারির মধ্যে কোন জায়গায়
কোলেস্টেরল জমে রক্ত চলাচল বন্ধ হয়ে
এ স্ট্রোক সৃষ্টি হয়..
হার্টের কোন রোগ থেকে ও এ স্ট্রোক হয়.অবশ্য এ স্ট্রোক আবার দু রকমের পরিলক্ষিত হয়.
যেমন তা হলো :
# এম্বোলিক স্ট্রোক - Embolic Stroke.
# থ্রম্বোটিক স্ট্রোক - Thromtic Stroke.

০২.Haemorragic Stroke -
হেমারেজিক স্ট্রোক :
-----------------------------------------
হেমারেজিক স্ট্রোক :
মস্কিস্কের কোন এ্যার্টারি চিন্ন হলে মস্তিস্কের মধ্যে রক্তপাত আরম্ভ হয়ে যে সমস্যার সৃষ্টি করে.
তা-ই হেমারেজিক স্ট্রোক।
এ রোগে আক্রান্ত রোগীদের জীবন সংকটাপন্ন হয়
তাড়াতাড়ি. অবশ্য তড়িৎ সুচিকিৎসা পেলে আরোগ্যও হয়.যদিও তা ধীর গতিতে।

মিনি স্ট্রোক :
------------------
সাধারনত ০৪ ধরনের দেখা যায়.
০১.ট্রানজিয়েন্ট ইস্কেমিক এ্যাটাক-(T.I.A).
০২.রিভার্সেবল ইস্কেমিক নিউরোলজিক্যাল ডেফিসিট.
০৩.ল্যাকিউনার স্ট্রোক.
০৪.পোস্টপার্টাম ভেনাস থম্বোসিস.

* ট্রানজিয়েন্ট ইস্কেমিক এ্যাটাক :
------------------------------------------
হঠাৎ করে মস্তিস্কের কোন অংগে ১০ মিনিট থেকে ২৪ ঘন্টার জন্য রক্ত চলাচলে বিঘ্ন হয়ে এ ধরনের স্ট্রোক দেখা দিতে পারে. এ সময় রোগী একচোখে দেখতে পায়না. কিংবা শরীরের একাংশ নাড়তে পারে না.অবশ্য কিছু সময় পর পুনরায় দেখতে পায়।
(চলমান)

Address

Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801979185580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr josim Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category