Dr josim Treatment

Dr josim Treatment রোগ নয় প্রতিরোধ,ঔষধ নয় পথ্য

Cerebral Attack or Stroke - কি?-------------------------------------------------ব্রেনের কোন অংশে রক্ত চলাচল বন্ধ বা বাধা...
21/12/2024

Cerebral Attack or Stroke - কি?
-------------------------------------------------
ব্রেনের কোন অংশে রক্ত চলাচল বন্ধ বা বাধার ফলে যে সমস্যার সৃষ্টি হয় - তা-ই স্ট্রোক.
স্ট্রোক দু রকমের - আর তা হলো :
* মেজর স্ট্রোক.
* মিনি স্ট্রোক.

মেজর স্ট্রোক :
--------------------
মেজর স্ট্রোক অবশ্য আবার দু'রকমের হয় :
* Ischaemic Stroke - ইসস্কোমিক স্ট্রোক.
* Haemorragic Stroke -হেমারেজিক স্ট্রোক.

০১.Ischaemic Stroke- ইসস্কোমিক স্ট্রোক.

ইসস্কোমিক স্ট্রোক :
-------------------------
মস্তিস্কের এ্যার্টারির মধ্যে কোন জায়গায়
কোলেস্টেরল জমে রক্ত চলাচল বন্ধ হয়ে
এ স্ট্রোক সৃষ্টি হয়..
হার্টের কোন রোগ থেকে ও এ স্ট্রোক হয়.অবশ্য এ স্ট্রোক আবার দু রকমের পরিলক্ষিত হয়.
যেমন তা হলো :
# এম্বোলিক স্ট্রোক - Embolic Stroke.
# থ্রম্বোটিক স্ট্রোক - Thromtic Stroke.

০২.Haemorragic Stroke -
হেমারেজিক স্ট্রোক :
-----------------------------------------
হেমারেজিক স্ট্রোক :
মস্কিস্কের কোন এ্যার্টারি চিন্ন হলে মস্তিস্কের মধ্যে রক্তপাত আরম্ভ হয়ে যে সমস্যার সৃষ্টি করে.
তা-ই হেমারেজিক স্ট্রোক।
এ রোগে আক্রান্ত রোগীদের জীবন সংকটাপন্ন হয়
তাড়াতাড়ি. অবশ্য তড়িৎ সুচিকিৎসা পেলে আরোগ্যও হয়.যদিও তা ধীর গতিতে।

মিনি স্ট্রোক :
------------------
সাধারনত ০৪ ধরনের দেখা যায়.
০১.ট্রানজিয়েন্ট ইস্কেমিক এ্যাটাক-(T.I.A).
০২.রিভার্সেবল ইস্কেমিক নিউরোলজিক্যাল ডেফিসিট.
০৩.ল্যাকিউনার স্ট্রোক.
০৪.পোস্টপার্টাম ভেনাস থম্বোসিস.

* ট্রানজিয়েন্ট ইস্কেমিক এ্যাটাক :
------------------------------------------
হঠাৎ করে মস্তিস্কের কোন অংগে ১০ মিনিট থেকে ২৪ ঘন্টার জন্য রক্ত চলাচলে বিঘ্ন হয়ে এ ধরনের স্ট্রোক দেখা দিতে পারে. এ সময় রোগী একচোখে দেখতে পায়না. কিংবা শরীরের একাংশ নাড়তে পারে না.অবশ্য কিছু সময় পর পুনরায় দেখতে পায়।
(চলমান)

26/11/2024

জানুন,মানুন,সুস্থ থাকুন
আপনার সুস্থতায়
এএমটিআই মেডিসিন সেন্টারে
চলে আসুন পরামর্শ গ্রহণ করুন।
ডা. জসিম

13/11/2024

ইনশাআল্লাহ আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হোমিওপ্যাথিক চিকিৎসকদের পক্ষে ডা. মোঃ নজরুল ইসলাম ভুঁইয়া স্যার প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে উকিলের মাধ্যমে আর্গুমেন্ট দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। স্যারের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসকদের কোন সমস্যা হবে না। তবুও অনাকাঙ্ক্ষিত কিছু হলে যে যে অবস্থায় আছেন নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকুন।
"বিএমডিসি আইন-২০১০ এর আওতায় এলোপ্যাথিক চিকিৎসায় স্যাকমো, প্যারামেডিকেল, সহকারী চিকিৎসকদের পাশাপাশি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ ও পূর্বাপর সরকার কর্তৃক জারিকৃত অধ্যাদেশ-১৯৮৩, বিধি-বিধান দ্বারা নিবন্ধীত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে " ডা. " পদবী লেখা বন্ধকরন ও এতদবিষয়ে সৃষ্ট ষড়যন্ত্র প্রতিকারের লক্ষ্যে বিজ্ঞ আইনজীবীর পরামর্শে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।"

বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে এগিয়ে আসতে কখনো দ্বিধাগ্রস্ত হবেন না। জয় হোক হোমিওপ্যাথিক চিকিৎসার।

01/10/2024

ডা. জসিম উদ্দিন স্যার এর পুরো ভিডিও টি আপনার সফলতায় দেখেন এবং আপনারাও চাইলে প্রাকৃতিক ঔষধ এর মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারেন।
যোগাযোগ এর ঠিকানা :- টিলাগড় পয়েন্ট ( পুলিশ বক্স এর বিপরীতে) সিলেট।
মোবাইল :- ০১৩১২৭৯৭৩৫৬

08/08/2024
ছাত্র আন্দোলনের কমান্ডার আপনাদের এই ত্যাগ, অবদান আমরা কোনদিন ভুলার মতো না.!অভিনন্দন,ভালোবাসা এবং শ্রদ্ধা আপনাদের প্রতি.❤...
08/08/2024

ছাত্র আন্দোলনের কমান্ডার আপনাদের এই ত্যাগ, অবদান আমরা কোনদিন ভুলার মতো না.!
অভিনন্দন,ভালোবাসা এবং শ্রদ্ধা আপনাদের প্রতি.❤️‍🩹

❤️‍🔥 আত্মীয় হয়েও আপনি যা করলেন সম্পর্কের চাইতে দেশ ও দেশের জন্য মানুষ। অনেক ধন্যবাদ স্যার, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কে...
08/08/2024

❤️‍🔥 আত্মীয় হয়েও আপনি যা করলেন সম্পর্কের চাইতে দেশ ও দেশের জন্য মানুষ। অনেক ধন্যবাদ স্যার, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কে না নেওয়ার জন্য। দেশের মানুষের শেষ আশ্রয়স্থল ছিল বাংলাদেশ সেনাবাহিনী। জাতির এই ক্লান্তিলগ্নে অভিভাবক হিসেবে সঠিক সিদ্ধান্তের জন্য দেশবাসী আপনার জন্য দোয়া করছে।

আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা গর্বিত। আমরা যেন সব সময় গর্বের সাথে পরিচয় দিতে পারি। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মাতৃভূমি রক্ষার্থে দেশের জনগণের স্বার্থে সবসময় জনগণের সাথেই আছে এবং থাকবে। ইনশাআল্লাহ।🤝আল্লাহ আপনার ও আপনাদের সকলের নেক হায়াত দান করুক।আমিন।

বিজ্ঞপ্তিসেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর ঢাকা, ০৭ আগস্ট ২০২৪ (বুধবার):  সর্বসাধারণের অবগতির জন্য জানানো য...
07/08/2024

বিজ্ঞপ্তি

সেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর

ঢাকা, ০৭ আগস্ট ২০২৪ (বুধবার): সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোন নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখিন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুনঃ

বরিশাল বিভাগ

১। বরিশাল
০১৭৬৯০৭২৫৫৬
০১৭৬৯০৭২৪৫৬

২। পটুয়াখালী
০১৭৬৯০৭৩১২০
০১৭৬৯০৭৩১২২

৩। ঝালকাঠি
০১৭৬৯০৭২১০৮
০১৭৬৯০৭২১২২

৪। পিরোজপুর
০১৭৬৯০৭৮২৯৮
০১৭৬৯০৭৮৩০৮

চট্টগ্রাম বিভাগ

১। নোয়াখালী
০১৬৪৪-৪৬৬০৫১
০১৭২৫-০৩৮৬৭৭

২। চাঁদপুর
০১৮১৫-৪৪০৫৪৩
০১৫৬৮-৭৩৪৯৭৬

৩। ফেনী
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪

৪। লক্ষীপুর
০১৭২১-৮২১০৯৬
০১৭০৮৭৬২১১০

৫। কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০

৬। ব্রাক্ষণবাড়ীয়া
০১৭৬৯-৩২২৪৯১
০১৭৬৯-৩৩২৬০৯

৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা
০১৭৬৯১০৭২৩১
০১৭৬৯১০৭২৩২

৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত)
০১৭৬৯২৪২০১২
০১৭৬৯২৪২০১৪

ঢাকা বিভাগ

১। মাদারীপুর
০১৭৬৯০৭২১০২
০১৭৬৯০৭২১০৩

২। কিশোরগঞ্জ
০১৭৬৯১৯২৩৮২
০১৭৬৯২০২৩৬৬

৩। টাঙ্গাইল
০১৭৬৯২১২৬৫১
০১৭৬৯২১০৮৭০

৪। গোপালগঞ্জ
০১৭৬৯-৫৫২৪৩৬
০১৭৬৯-৫৫২৪৪৮

৫। রাজবাড়ী
০১৭৬৯-৫৫২৫১৪
০১৭৬৯-৫৫২৫২৮

৬। গাজীপুর
০১৭৮৫৩৪৯৮৪২
০১৭৬৯০৯২১০৬

৭। মুন্সিগঞ্জ
০১৭৬৯০৮২৭৯৮
০১৭৬৯০৮২৭৮৪

৮। মানিকগঞ্জ
০১৭৬৯০৯২৫৪০
০১৭৬৯০৯২৫৪২

৯। নারায়ণগঞ্জ
০১৭৩২০৫১৮৫৮

১০। নরসিংদী
০১৭৬৯০৮২৭৬৬
০১৭৬৯০৮২৭৭৮

১১। শরিয়তপুর
০১৭৬৯০৯৭৬৬০
০১৭৬৯০৯৭৬৫৫

১২। ফরিদপুর
০১৭৬৯০৯২১০২
০১৭৪২৯৬৬১৬২

ঢাকা মহানগর

১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী
০১৭৬৯০১৩১০২
০১৭৬৯০৫৩১৫৪

৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং

আসুন জেনে নেই গর্ভাবস্থায় ফলিক এসিডের প্রয়োজনীয়তা।গর্ভবতী মায়েদের জন্য ফলিক এসিড বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই বি - ভিট...
07/08/2024

আসুন জেনে নেই
গর্ভাবস্থায় ফলিক এসিডের প্রয়োজনীয়তা।

গর্ভবতী মায়েদের জন্য ফলিক এসিড বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই বি - ভিটামিন শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের জন্মগত ত্রুটি এড়াতে বিশেষ ভূমিকা রাখে এবং এটা ভ্রুণ ও প্ল্যাসেন্টার বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। শিশুর জন্মগত ত্রুটি এড়াতে এর ভূমিকা অনেক।

তাই গর্ভধারণের তিনমাস আগে থেকে দৈনিক ৪০০ মাইক্রো গ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা জরুরি। তবে এটি প্রাকৃতিক খাবার থেকে গ্রহণ করা বেশি ভালো। যেসকল খাবারে ফলিক অ্যাসিড পাওয়া যায় সেগুলো হলো:

✅ মালটাতে ভিটামিন সি এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ফলিক এসিড পাওয়া যায় ৷ এই ফলটি প্রায় সারা বছরই পাওয়া যায়। এটি সুস্বাদু ও সহজলভ্য একটি ফল।

১০০ গ্রামের একটি মাল্টাতে ৫৫ মাইক্রো গ্রাম ফলিক এসিড রয়েছে। যা একজন গর্ভবতী মায়ের জন্য ১৪ শতাংশ পর্যন্ত ফলিক এসিডের চাহিদা পূরণ করে।

এছাড়াও এতে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

✅ কলা একটি সহজলভ্য ফল এবং এটি সারা বছরই পাওয়া যায়। কলায় রয়েছে পটাসিয়াম, ভিটামিন বি৬। পাকা কলাতে প্রায় সকল প্রকার ভিটামিন ও মিনারেল থাকে৷ অন্যান্য ফলের থেকে পাকা কলাতে রয়েছে উচ্চমাত্রার ফলিক এসিড। যা গর্ভবতী মায়েদের দৈনিক চাহিদার অনেকাংশ পূরণ করে থাকে।

১০০ গ্রাম পাকা কলাতে ২৩.৬ মাইক্রো গ্রাম ফলিক এসিড রয়েছে। এছাড়াও দুধ, মধু, সবুজ শাক-সবজি ও রঙিন, ডাল ও বিভিন্ন বীজে পর্যাপ্ত পরিমাণে ফলিক এসিড পাবেন।

তবে শুধু খাবার থেকে দৈনিক ৬০০ মাইক্রোগ্রাম ফলিক এসিড পাওয়াটা কঠিন হওয়ায় আপনি প্রতিদিন সম্পূরক হিসেবে অন্তত ৪০০ মাইক্রোগ্রাম ফলিক এসিড সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

02/08/2024

গাহি অধীকার আদায়ের গান
মানুষ মানুষের জন্য
মানুষ দিতে জানে প্রাণ!

ডা. মোহাম্মদ জসিম উদ্দীন

02/08/2024

দুষী বানানো যায় খুব সহজে
কিন্তুু সত্য উদগাঠন করা খুবই কঠিন!

ডা. মোহাম্মদ জসিম উদ্দীন

দেশের চলমান পরিস্থিতিতে যে সকল শিক্ষার্থীরা আ'হ'ত ও নি'হ'ত হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তোমাদের ভেদ করে ...
02/08/2024

দেশের চলমান পরিস্থিতিতে যে সকল শিক্ষার্থীরা আ'হ'ত ও নি'হ'ত হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

তোমাদের ভেদ করে যাওয়া প্রতিটি বু'লে'ট এই হৃদয়ে র'ক্ত'ক্ষ'র'ণ করেছে যা কোন ভাবেই এই স্বাধীন দেশে কাম্য নয়। দয়া করে তাদের মতামতকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে তাদের সাথে কথা বলুন।

অ'কা'লে যেন আর কোন প্রা'ণ ঝড়ে না পরে। সেইসাথে আ'ট'ক'কৃ'ত শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত মু'ক্তি'দা'নে'র অনুরোধ করছি।

গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসা!গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসার জন্য ইনসুলিন ইনজেকশন সবচেয়ে নিরাপদ। এ সময় ডায়াবেটিসের চি...
31/07/2024

গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসা!

গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসার জন্য ইনসুলিন ইনজেকশন সবচেয়ে নিরাপদ। এ সময় ডায়াবেটিসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ সেবন না করা ভালো।

তবে অনেকের ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন হয় না। শুধু খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং মাঝারি ধরনের শারীরিক ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা সম্ভব।

সঠিক পরিমাণে ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত। রোগীকে অবশ্যই একটি নির্দিষ্ট খাদ্যতালিকা মেনে চলতে হবে। খাদ্যতালিকায় দৈনিক ৪০ শতাংশ আমিষ, ৪০ শতাংশ শর্করা ও ২০ শতাংশ চর্বিজাতীয় খাবার বা ফ্যাট থাকতে পারে।

ডায়াবেটিসের রোগীদের গর্ভাবস্থায় নিয়মিতভাবে হালকা হাঁটার অভ্যাস থাকা ভালো, তবে কোনো অবস্থাতেই কোনো ভারী ব্যায়াম নয়।

সন্তান প্রসবের পর বেশির ভাগ নারীর শর্করা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। কিন্তু তবু প্রসবের ছয় সপ্তাহ পর মায়ের রক্তে আবার ওজিটিটি পরীক্ষা করতে হবে এবং পরবর্তী সময়ে স্বাভাবিক থাকলেও প্রতিবছর কমপক্ষে একবার করে পরীক্ষা করা ভালো।

কারণ, গর্ভকালীন ডায়াবেটিস হলে পরবর্তী সময়ে টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করতে পারেন।
ডা.মোহাম্মদ জসিম উদ্দীন
মেডিসিন, কোলোরেক্টাল ও সিমটোলজিস্ট স্পেশালিষ্ট।
মাইনোর সার্জারীতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।

রোগী দেখার সময়:
শনি, থেকে বৃহস্পতিবার
সকাল ১০টা - দুপুর২ টা, বিকাল ৪ টা - রাত ৯.৩০ মিনিট।

Niacinamide কিভাবে আপনার স্কিন কেয়ারে ব্যবহার করবেন?আমরা সাধারণত কোন পন্যে এমন কোন উপাদান পাইনা যা আমাদের স্কিনের সব ধরণ...
14/07/2024

Niacinamide কিভাবে আপনার স্কিন কেয়ারে ব্যবহার করবেন?

আমরা সাধারণত কোন পন্যে এমন কোন উপাদান পাইনা যা আমাদের স্কিনের সব ধরণের সমস্যার সমাধান এক সাথে করবে। Niacinamide এমন এক উপাদান যা আপনার ত্বকের অনেক ধরণের সমস্যা যেমন অ্যাকনে, সিবাম ব্যালেন্স, rosacea এমনকি স্কিন ব্যারিয়ারকে শক্তিশালী করতে সাহায্য করে।

Niacinamide কি?
Niacinamide এর আরেকটি নাম হচ্ছে ভিটামিন বি৩। এই ভিটামিন টি সহজেই পানির সাথে মিশে যায় এবং আমাদের স্কিনের প্রাকৃতিক উপাদানের সাথে মিশে কাজ করে। এই ভিটামিন টি আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। আর এটি আমাদের শরীরে নিজে নিজে তৈরি হয়না। তাই আমাদের সেসব খাবার খাওয়া উচিত যেসব খাবারে এই ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে, যেমন – লিভার বা মাশরুম ইত্যাদি।

শুধু তাই নয়, আমাদের স্কিনে ধুলাবালির কারণে যেসব ক্ষতি হয়েছে Niacinamide তা দূর করে। এছাড়া Niacinamide আমাদের স্কিনের অন্যান্য যেসব ক্ষতি হয়েছে তা দূর করতেও সাহায্য করে।

কেন Niacinamide ব্যবহার করা উচিত ?
Niacinamide আপনার অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন- Retinol, peptides, hyaluronic acid, AHA, BHA, Vitamin C এবং সমস্ত ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট এর সাথে একসাথে ব্যবহার করা যায়।

আমাদের স্কিনে যে প্রাকৃতিক ময়েশ্চার আছে তা নানা কারণে চলে যায়। Niacinamide তা পুনরায় ফিরিয়ে আনতে সাহায্যে করে। তাছাড়াও ত্বকের ডিহাইড্রেশন ফিরিয়ে আনতে সাহায্য করে। যখন আমাদের স্কিনের ceramide আস্তে আস্তে শেষ হতে থাকে ঠিক তখনই আমাদের ত্বক অনেক বেশি সেনসিটিভ হয়ে যায় আর দেখা দেয় নানা ধরণের সমস্যা। যাদের স্কিন অনেক বেশি ড্রাই, টাইট ও চামড়া উঠে যায় তারা Niacinamide তাদের স্কিন কেয়ার রুটিনে যোগ করতে পারেন।

তাছাড়া Niacinamide হাইপারপিগমেনটেশন দূর করতে, অ্যাকনে দূর করতে, অয়েল ব্যালেন্স করতে এবং পোরস দূর করতে সাহায্য করে এবং স্কিন বেরিয়ার শক্তিশালী করতে সাহায্য করে।



Niacinamide কিভাবে আপনার স্কিন কেয়ারে ব্যবহার করবেন?
Niacinamide এর একটি ভালো গুন হচ্ছে এই উপাদানটি সহজেই যেকোনো স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করা যায়। Niacinamide ব্যবহার করে আপনি রোদেও যেতে পারবেন এবং এটি আপনার ত্বককে সেনসিটিভ করবেনা।

যেহেতু Niacinamide এ high ph level রয়েছে। তাই ভালো ফলাফলের জন্য রাতের বেলা Niacinamide ব্যবহার করুন। আপনি সপ্তাহে ২ বার এই Niacinamide ব্যবহার করতে পারেন।
আরো জানতে সাথে থাকুন লাইক কমেন্টে ও শেয়ারের মাধ্যমে।
বিস্তারিত জানতে কল করুন ০১৩১২৭৯৭৩৫৬

 #এ #এম #টি #আই #মেডিসিন #সেন্টার।
08/07/2024

#এ #এম #টি #আই #মেডিসিন #সেন্টার।

জুনিয়র ডাক্তার ভকইদের জন্য আজকের আলোচনা ★বায়োকেমিক বার টি ঔষধের সংক্ষিপ্ত পরিচয়:★বায়োকেমিক ঔষধ গ্রহণ করলে দেহ রোগমুক্ত ...
04/07/2024

জুনিয়র ডাক্তার ভকইদের জন্য আজকের আলোচনা

★বায়োকেমিক বার টি ঔষধের সংক্ষিপ্ত পরিচয়:
★বায়োকেমিক ঔষধ গ্রহণ করলে দেহ রোগমুক্ত হয় । এই ঔষধগুলো সাধারণত পাউডার অথবা ট্যাবলেট রূপে পাওয়া যায় । শক্তির মাত্রা ৩এক্স,৬এক্স,১২এক্স ইত্যাদি ।
★ট্যবলেটগুলি সাধারণত ৩/৪টি করে দিনে ৩/৪ বার খেতে হয় । গরম পানিতে গুলে খেলে এর ক্রিয়া ভালভাবে হয় । সম্ভব না হলে চিবিয়েও খাওয়া যায় ।

★আবার এই ১২টি ঔষিই হোমিওপ্যাথি পদ্ধতিতে শক্তিকৃত করে হোমিওপ্যাথি মতে (সদৃশ্য বিধান) রোগীর দেহে প্রয়োগ করা হয় । সেক্ষেত্রে শক্তির মাত্রা ৩/৬/৩০/২০০/১০০০/১০,০০০/১০০,০০০ এই রকম ।

★আমরা এই মহা মুল্যবান ১২টি ঔষধের ক্রিয়া আলোচনা করব ।

💠১/ ক্যালকেরিয়া ফ্লোর
পরিচয় : ক্যালসিয়াম ফ্লোরাইড,ফ্লোরম্পার ।

🔸প্রয়োগ ক্ষেত্র – চোখের ছানি, কোমর ব্যথা, মচকা ব্যথা, স্তনে গুটি, দাঁত উঠতে দেরি হওয়া, দাঁতের ক্ষয় ও প্রদাহ, চামড়া ফাটা, সহজেই রক্তপাত, বংশগত সিফিলিস,এ্যাডিনয়েডস ।

💠২/ ক্যালকেরিয়া ফস
পরিচয় : ক্যালসিয়াম ফসফেট,ফসফেট অফ লাইম ।

🔸প্রয়োগ ক্ষেত্র – স্নায়ুর দুব©লতা, মৃগী, অন্ত্রের প্রদাহ, পরিপোষণ বা মেটাবলিজমের ত্রুটি, দাঁত উঠতে দেরি হওয়া, ক্ষয়রোগ, পায়খানার সাথে অভুক্ত দ্রব্য, পেটে বায়ু । ডায়াবেটিস রোগীদের অস্তিভঙ্গ, মস্তিস্কের অবসাদ, ব্রাইটস ডিজিস, রসযুক্ত চম©রোগ ।

💠৩/ ক্যালকেরিয়া সালফ
পরিচয় : ক্যালসিয়াম সালফেট,জিপসাম, প্লাস্টার অফ প্যারিস ।

🔸প্রয়োগ ক্ষেত্র – ফোঁড়া, কাবা©ঙ্কল, পুঁজযুক্ত ব্রণ, পোড়া ঘাঁ, চুলকানি, ফিস্টুলা, গ্রন্থিস্ফীতি, স্নায়বিক দুব©লতা, জনন ইন্দ্রিয়ের দুব©লতা, পরিবত©শীল মানসিকতা, পায়ের তালুতে জ্বালা-পড়া এবং চুলকানি, অ্যালোপ্যাথিক ঔষধ খাওয়ার পর শারীরিক দুব©লতা।

💠৪/ ফেরাম ফস
পরিচয় : ফেরোসো ফেরিক ফসফেট, ফসফেট অফ আয়রণ ।

🔸প্রয়োগ ক্ষেত্র – অ্যানিমিয়া, রক্তপাতের ফলে রক্তাল্পতা, নাড়ীর গতি দ্রুত, মাথার যন্ত্রণা, জিভের প্রদাহ, জিভ লেপাকৃত অথবা রক্তাভ, অক্ষুধা, দেহের ওজন এবং শক্তি কমে যাওয়া, শিশুদের মানসিক ও দৈহিক বল হ্রাস, শীণ©তা, ক্ষুধামান্দ্য ।

💠৫/ ক্যালি মিউর
পরিচয় : পটাসিয়াম ক্লোরাইড ।

🔸প্রয়োগ ক্ষেত্র – হাটে©র দুব©লতা, বুক ধড়ফড় করা, হৃদপিণ্ড বৃদ্ধি পাওয়া, পেরিকাডা©ইটিস, থ্রম্বসিস, গ্রন্থ বৃদ্ধি, ফুসফুস প্রদাহ, নিউমোনিয়া, পিত্ত নিঃসরণ কম হওয়ার ফলে অজীণ©, অক্ষুধা, গলক্ষত, লিভারের দুব©লতা ।

💠৬/ ক্যালি ফস
পরিচয় : পটাসিয়াম ফসফেট ।

🔸প্রয়োগ ক্ষেত্র – মানসিক দুব©লতা, মানসিক বিপয©য়, মানসিক অবসাদ, মানসিক কারণে মাথার যন্ত্রণা, মস্তিস্কের দুব©লতা ও অবসাদ, পেটে বায়ু এবং সে কারণে হৃদপিণ্ডের অপক্রিয়া, দুগ©ন্ধযুক্ত পায়খানা, উঠে দাড়ালে মাথা ঘোরা, সেরিব্রাল অ্যানিমিয়া, জননাঙ্গের দুব©লতা ।

💠৭/ ক্যালি সালফ
প্রয়োগ ক্ষেত্র – হাম,বসন্ত চম©পীড়া, বুকে ঘড়ঘড় শব্দযুক্ত হাঁপানী, বিকালের জ্বর,চমে©র উপর ইহার ক্রিয়া অনেক বেশি,স্রাব আঠালো, সবুজবণে©র, দুগ©ন্ধযুক্ত, ইহার অভাবে চম© থেকে খুশকি উঠে ।

💠৮/ ম্যাগ ফস
পরিচয় : ম্যাগনেসিয়াম ফসফেট ।

🔸প্রয়োগ ক্ষেত্র – বিভিন্ন প্রকার ব্যথা ও যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, স্নায়ুশূল, স্প্যাজমেডিক পেইন, স্মৃতিশক্তিহীনতা, চিন্তাশক্তির দুব©লতা, স্নায়বিক দুব©লতা, দাঁড়ানো অবস্থায় এবং চলতে চলতে মলত্যাগের ইচ্ছা । এই ঔষধটি স্নায়ুকোষে পুষ্টি জোগায় ।

💠৯/ ন্যাট্রাম মিউর
পরিচয় : সোডিয়াম ক্লোরাইড ।

🔸প্রয়োগ ক্ষেত্র – নুন বেশি খাওয়ার প্রবণতা, কোষ্টকাঠিন্য, মাথা যন্ত্রণা (হাপানি সহ), সদি© কাশির প্রবণতা, হাঁচি, নাক দিয়ে কাঁচা পানি পড়া, হিস্টিরিয়াম, সংজ্ঞালোপ, টাইফয়েড, জ্বরে প্রলাপ বকা, পেটে শূল বেদনা, লিভারের গোলযোগ, বোধ শক্তির অভাব, ক্রিমি, মস্তিস্কের দুব©লতা ।

💠১০/ ন্যাট্রাম ফস
পরিচয় : সোডিয়াম ফসফেট ।

🔸প্রয়োগ ক্ষেত্র – অম্লরোগ, পাকস্থলী এবং অন্ত্রের গোলযোগ, শিশুদের অতিরিক্ত দুধ খাওয়ানোর ফলে ল্যাকটিক এসিড বৃদ্ধি পাওয়া, গনোরিয়া জিভে হালকা প্রলেপ, বুকের বাঁদিকে ব্যথা (নিপ্ল এর নীচে) ডান কাধে বাত জনিত ব্যথা, স্বপ্নদোষ ব্যতিত ধাতুক্ষয়, অপথ্যালমিয়া, কান থেকে রস পড়া ।

💠১১/ ন্যাট্রাম সালফ
পরিচয় : সোডিয়াম সালফেড, প্লবারস সল্ট ।

🔸প্রয়োগ ক্ষেত্র – গ্যাসট্রাইটিস, পেটে বায়ু, পেটে ব্যথা, লিভারের গোলমাল, নখের গোড়ায় প্রদাহ এবং পুজ, অবসাদ, তন্দ্রলুতা, আঁচিল - চোখের চার পাশে, মাথায়, মুখে, বুকে ও মলদ্বারে, নেফ্রাইটিস, মেরুদন্ডে ব্যথা, ঘাড়ে ব্যথা, সেক্রামে ব্যথা ।

💠১২/ সাইলিসিয়া
পরিচয় : সিলিকা, সিলিসিক অক্সাইড ।

🔹প্রয়োগ ক্ষেত্র – রিকেট, বাতরোগ, প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, মধ্য কানের প্রদাহ, দেহের কোথাও পুঁজ, গেঁটেবাত, কোষ্টকাঠিন্য, অম্ল, অজীণ©, পুরানো কাশি
আসুন আমাদের চেম্বারে গ্রহণ করুন আমদের পরামর্শ।
০১৩১২৭৯৭৩৫৬/০১৭১০১৮৫৫৮০

Address

Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801979185580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr josim Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category