Dehotori

Dehotori Dehotori.com এর মধ্যে আপনি ডাক্তারের সিরিয়াল ও পরামর্শ নিতে পারবেন এবং মসজিদ, মন্দিরে দান করতে পারবে।

04/06/2025

🫀 হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-
হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম।

✅ হার্টের কাজঃ
পুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে প্রায় ৭২ বার পাম্প করে।
হার্ট, প্রতিদিন প্রায় ১ লক্ষ বার পাম্প করে থাকে।
হার্ট একবার পাম্প করলো মানে পুরো বডি তে ব্লাড পৌঁছে গেলো।

✅ হার্ট এর অসুখ কী :-
হার্ট এর অসুখ মানে আর্টারি তে চর্বি জমে যাওয়া, কোলেষ্টেরোল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া।
এমন পরিস্থিতি তৈরি হলে ধীরে ধীরে হার্ট এর ব্লাড সাপ্লাই ক্ষমতা কমে যায়।
এটাকেই বলা হয় হার্টের অসুখ।
বর্তমানে হার্টের অসুখ টি বিশ্বের সব চেয়ে বড় অসুখ।
যেদিন হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেদিন হার্ট টাও বন্ধ হয়ে যাবে, মানে হার্ট এট্যাক হয়ে যাবে। হার্ট এর আর্টারি গুলো 3-4 mm মোটা হয়।

✅ হার্ট এ ব্লকেজ হতে কত সময় লাগে?
বছরের পর বছর ধরে ধীরে ধীরে হার্ট ব্লকেজ তৈরী হয়।
মানুষ জন্মের পর পর ই ব্লকেজ তৈরী শুরু হয় না।
18-20 বছর বয়স থেকে এই ব্লকেজ তৈরী হতে শুরু করে।
70%, 80%, 90% ব্লকেজ তৈরী হতে কম করে 30-40 বছর সময় লাগে।
50% ব্লকেজ হয়ে গেলেও মানুষ কোনো কষ্ট অনুভব করে না।
কারণ ব্লাড সাপ্লাই এর জন্য আরও 50% বাকি থাকে।

✅ ব্লাড সাপ্লাই এর জন্য হার্ট এর প্রয়োজন 10%, 20%, 30% জায়গা।
10% প্রয়োজন যখন মানুষ বসে থাকে।
20% প্রয়োজন যখন হাঁটা চলা করে।
30% প্রয়োজন যখন মানুষ দৌড়ায়।
যেদিন মানুষের ব্লকেজ 70% এর বেশি হয়ে যায় সেদিন থেকে মানুষ হার্ট এর সমস্যা অনুভব করতে থাকে। সেদিন থেকে কষ্ট শুরু হয়ে যায়।

✅ যদি দৌড়ালে বুকে ব্যাথা অনুভব হয় তবে বুঝতে হবে ব্লকেজ 70% ক্রস করেছে।
যদি হাঁটতে গিয়ে ব্যাথা হয় তাহলে বুঝতে হবে ব্লকেজ 80%।
যদি সামান্য 10 ধাপ হাঁটলেই ব্যাথা হয় তবে বুঝতে হবে ব্লকেজ 90%।

✅ এখানে বোঝা গেলো হার্ট এর পেশেন্ট 70% ব্লকেজ না হওয়া পর্যন্ত কোনো সমস্যা সাধারণত বুঝতে পারে না।

✅ হাঁটতে গিয়ে ব্যাথা হলে এই পর্যায়কে বলা হয় "এনজাইনা।"
2%/year ব্লকেজ তৈরী হতে শুরু করে 20 বছর বয়সের পর থেকে।
*** লেখাটা পড়ে হার্ট এর অসুখ সম্পর্কে বুঝতে সময় লাগলো মাত্র কয়েক মিনিট, কিন্তু আপনি যদি কোন হাসপাতাল কিংবা ক্লিনিক যান তাহলে উনারা আপনাকে এতো বিস্তারিত বোঝাবে না, শুধু বলবে আপনার "করোনারী আর্টারি ডিজিজ "এ আক্রান্ত।

✅ আধুনিক উপায়ে ব্লকেজ পরীক্ষা, যেটা ও সঠিক নয়ঃ
আধুনিক যুগের ক্যার্ডিওলোজিস্ট রা ব্লকেজ এর পার্সেন্টেজ বোঝার জন্য তার ঢুকিয়ে এনজিওগ্রাফি করেন, যেটাতে রেজাল্ট আসে রাউন্ড ফিগার যেমন 70%, 80%, 90%।
আমাদের মতে যেটা সঠিক নয়। কারণ সঠিক হলে রাউন্ড ফিগার না হয়ে হতো 70.25%, 80.03%, 90.৮১%।

✅ হার্ট এট্যাক মানে কি?
70% ব্লকেজ এর পর ধীরে ধীরে ব্লকেজ বাড়তে থাকে। এই ব্লকেজ এর উপর একটা পর্দা থাকে এবং ব্লকেজ বাড়ার সাথে সাথে পর্দাটির উপরেও চাপ তৈরী হতে থাকে।
এই চাপ বাড়তে বাড়তে একদিন হঠাৎ পর্দাটা ছিঁড়ে যায়।
পর্দা ছিঁড়ার সাথে সাথে পর্দার নিচে থাকা কেমিক্যাল রক্তে গিয়ে মিশে যার ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায়।
রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় "ক্লট"।
এটি আর্টারির রাস্তা পুরো পুরি ব্লক করে দেয়। ব্লক 100% হয়ে যায়, হার্ট এ রক্ত পৌঁছতে পারে না তখন এটাকেই বলা হয় "হার্ট অ্যাটাক"।

✅ হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায়ঃ
ব্লকেজ 70%, 80%, 90% হয়ে গেলেও চেষ্টা করতে হবে ব্লকেজকে রুখে দেয়া।
ব্লকেজ না বাড়লে পর্দাটা ছিঁড়বে না, হার্ট অ্যাটাকও হবে না।
আরও ভালো হয় পর্দার নিচে জমে থাকা কিছু চর্বি যদি ধীরে ধীরে বের করে দেয়া যায়। সেজন্য নিয়মিত কমকরে হলেও ৪০ মিনিট হাঁটতে হবে। চর্বি জাতীয় খাদ্য বর্জন করতে হবে, ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে।
শরীরে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে।

নিয়মিত যা যা খাবেন।     #স্বাস্থ্যসচেতনতা
14/05/2025

নিয়মিত যা যা খাবেন।
#স্বাস্থ্যসচেতনতা

     #স্বাস্থ্যসচেতনতা
13/05/2025

#স্বাস্থ্যসচেতনতা

ঘুম বৃদ্ধির উপায়।       #স্বাস্থ্যসচেতনতা
11/05/2025

ঘুম বৃদ্ধির উপায়।
#স্বাস্থ্যসচেতনতা

 #হেয়ালথটিপ্স
11/05/2025

#হেয়ালথটিপ্স

হাঁপানির কারণসমূগ।
07/05/2025

হাঁপানির কারণসমূগ।

 #হেয়ালথটিপ্স      #স্বাস্থ্যসচেতনতা
03/05/2025

#হেয়ালথটিপ্স #স্বাস্থ্যসচেতনতা

গাজনের উপকারীতা...
13/04/2025

গাজনের উপকারীতা...

আপনার শরীরে নিচের উপসর্গগুলো দেখা দিলে, দেরি না করে রক্তে সুগার পরীক্ষা করিয়ে নিন:1️⃣ বারবার প্রস্রাব হওয়া2️⃣ চোখে ঝাপসা...
13/04/2025

আপনার শরীরে নিচের উপসর্গগুলো দেখা দিলে, দেরি না করে রক্তে সুগার পরীক্ষা করিয়ে নিন:

1️⃣ বারবার প্রস্রাব হওয়া
2️⃣ চোখে ঝাপসা দেখা
3️⃣ অতিরিক্ত ক্ষুধা লাগা
4️⃣ ঘন ঘন পানি পিপাসা লাগা
5️⃣ ওজন হ্রাস পাচ্ছে হঠাৎ করে
6️⃣ অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা
7️⃣ ক্ষত ধীরে ভালো হওয়া
8️⃣ হাত-পায়ে ঝিনঝিন বা অবশভাব

এই উপসর্গগুলো ডায়াবেটিসের পূর্বাভাস হতে পারে!
⏰ সময়মতো পরীক্ষা করানোই বুদ্ধিমানের কাজ।

#ডায়াবেটিস #স্বাস্থ্যসচেতনতা #হেয়ালথটিপ্স

বিভিন্ন ভিটামিনের উৎস
06/04/2025

বিভিন্ন ভিটামিনের উৎস

এখন থেকে পূর্বের সময় অনুযায়ী  সকাল ১০টা থেকে দুপুর ০১টা (শাহজালাল মেডিকেল সার্ভিসেস মিরের ময়দান) এবং  বিকাল ০৫টা  থেকে র...
06/04/2025

এখন থেকে পূর্বের সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ০১টা (শাহজালাল মেডিকেল সার্ভিসেস মিরের ময়দান) এবং বিকাল ০৫টা থেকে রাত ০৯টা পর্যন্ত (মাউন্ট এডোরা হাসপাতাল আখালিয়ায়) চেম্বার করা হবে।

☎️সিরিয়ালের জন্য কল করুনঃ ০১৭১৬-৬৮১৯২৯ (সকাল ৯টায় এবং রাত ৯টায়)

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Dehotori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dehotori:

Share