Dr S Ahmed

Dr S Ahmed সঠিক সময়ে চিকিৎসা রোগের তীব্রতা কমিয়?

27/10/2024

Pregnancy Drug Index – জেনে নিন গর্ভবতীকে কোন ঔষধ দিবেন

আমরা ডাক্তারী করতে গিয়ে অনেক সময় প্রেগন্যান্ট মাদারদের ড্রাগ প্রেসক্রাইব করতে ভয় পাই ৷ কারণ আমরা জানি অধিকাংশ ড্রাগ প্রেগন্যান্সির জন্য ক্ষতিকর!!

এই প্রবলেমের কথা মাথায় রেখে আমি US FDA র দেয়া pregnancy index থেকে প্রেগন্যান্সির সময়ে কি ড্রাগ দেয়া যাবে বা যাবে না …সেটার একটা লিস্ট দেয়ার চেষ্টা করছি৷

আগে চলুন প্রেগন্যান্সি ক্যাটাগরি গুলো জেনে নেই….

US FDA প্রেগন্যান্সির সময় ড্রাগ প্রেসক্রাইবের ক্ষেত্রে ৬ টা ক্যাটাগরিতে ভাগ করেছে –

১) Category A :
এই ড্রাগ গুলো প্রেগন্যান্ট মাদারের উপর ডিরেক্ট স্টাডি করে দেখা ফিটাসের উপর এর কোন ক্ষতিকর রিস্ক নাই ৷

২) Category B :
এই ক্যাটাগরির ড্রাগ গুলো কোন হিউম্যান ট্রায়াল হয়নি কিন্তু এনিম্যাল ট্রায়েলে ফিটাসের উপর কোন ক্ষতিকর প্রভাব দেখা যায়নি ৷ এই ক্যাটাগরির ড্রাগও নিশ্চিন্তে দেওয়া যাবে প্রেগন্যান্ট মাকে ৷

৩)Category C :
এই ক্যাটেগরির ড্রাগ গুলো এনিম্যাল স্টাডিতে এ্যাডভার্স ইফেক্ট পাওয়া গেছে.(টেরাটোজেনিক /এমব্রায়োডাল/অন্যকিছু) ৷ কিন্তু এই ড্রাগ গুলো নিয়ে কোন হিউম্যান ট্রায়াল নাই ৷ রিস্ক বেনিফিট রেশিও হিসেব ছাড়া প্রেসক্রাইব করা ঠিক হবে না ৷

৪) Category D :
এই ক্যাটাগরির ড্রাগ গুলো হিউম্যান ফিটাল রিস্কের ডিরেক্ট এভিডেন্স খুজে পাওয়া গেছে , কিন্তু প্রেগন্যান্ট মাদারের লাইফ বাঁচাতে অন্য কোন অল্টারনেটিভ ড্রাগ পাওয়া না গেলে এটা দেয়া একসেপটেবল ৷

৫) Category X :
এই ড্রাগ গুলো সম্পূর্ণ রুপে টেরাটোজেনিক ৷

৬) Category N:
এই ড্রাগ নিয়ে এখনো কোন হিউম্যান অর এ্যানিম্যাল ট্রায়াল হয়নি ৷

চলুন এবার প্রচলিত ড্রাগ গুলোর প্রেগন্যান্সি ক্যাটেগরি দেখি–

*Vitamins:
———–
1)Thiamine HCl …………………………A
2)Folic acid………………………………..A

*Anti-hypertensive:
——————–
1)Atenolol…………………………………..D
2)Misoprostol…………………………….X
3)Losartan ……………………………….C
4) losartan +Thiazide ……………C+D

*Anti-platelets:
———————-
1)Clopidogrel ……………………………..B
2)Clopidogrel+Aspirin …………….B+D

*Anti-histamin:
—————
1)Ketotifen ………………………………..C
2)cetirizine …………………………………B
13)Ambroxol HCl ……………………….N

*Anti-Bacterial:
————–
1)Penicillin ……………………………….B
2)Amoxicillin …………………………….B
3)Co amoxiclav………………………….B
4)Fluclox

07/07/2024

আসসালামু আলাইকুম!
আজকে আমি কিছু কথা লিখতে যাচ্ছি, আমার আপনার আশেপাশের বা আপনার পরিচিত মানুষদের হঠাৎ করে গাল, মুখ স্বাস্থ্য ফুলে যাওয়ার ব্যাপারে। মনে হতে পারে খুব অপ্রয়োজনীয় কথা, কিন্তু এই প্রজন্মের মধ্যে বিশেষ করে যুবক,যুবতীর মধ্যে এইটার বিস্তার অধিক।
যারা মোটা হওয়ার জন্য খুব খুব ইচ্ছা নিয়ে মহান সৃষ্টিকর্তার এতো সুন্দর সৃষ্টিকে নিজ হাতে ধ্বংস করেন, বিভিন্ন ফার্মেসীর ব্যাবসায়ী বিশেষজ্ঞদের কাছ থেকে বা উনাদের পরামর্শে বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে নিজেকে মোটাতাজা করতেছেন! আফসোস লাগে দেখলে আপনারা আদৌ জানেন কি সাময়িক এই চেহারার পরিবর্তন আপনাকে যে মৃত্যুর দিকে ধাবিত করছে?

এইসব জীবনঘাতী ওষুধ এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আমি নিম্নে তুলে ধরলামঃ
★ আপনার দেহের গুরুত্বপূর্ন অঙ্গ( কিডনি, লিভার) বিকল করে দিবে।
★ এসব ওষুধ ব্যবহারের ফলে দেহে অতিরিক্ত সোডিয়াম লবণ জমে গিয়ে রক্তচাপ বেড়ে যায়, হাত-পা, মুখ ফুলে যায়, ঘাড়ে চর্বি জমে, পটাসিয়াম ও ক্যালসিয়াম কমে গিয়ে মাংসপেশির দুর্বলতা, খিঁচ ধরা ও হাড়ের ক্ষয় হয়। এ ছাড়া ডায়াবেটিস ও পেপটিক আলসারের ঘা শুকাতে দেরি হয়, পুরনো কিছু রোগ নতুন করে দেখা দেয়, নারীদের দাড়ি-গোঁফ গজায় ইত্যাদি অনেক উপসর্গ দেখা দেয়।
★ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আপনাকে মৃত্যুর দিকে এগিয়ে নিবে।
➡️ যারা মোটা হতে চান, তাদের উদ্দেশে আবারও বলছি, মোটা হওয়ার কোনো ওষুধ নেই। অধিক চর্বিযুক্ত খাবার-গ্রহণে, বংশগত কারণেও কিছ-কিছু অসুখে মানুষ মোটা হয়। আর মনে রাখবেন, মোটা হওয়া কোনো ভালো ব্যাপার নয়!
অতএব আপনাদের দায়িত্ব আপনার পরিবার পরিজন কে সচেতন করা, এইসব অসাধু ব্যাবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করা ও নিজে এইসব অহেতুক মোটা হওয়ার ইচ্ছা মন থেকে পরিহার করা।
নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন।

16/04/2024

মাংস বা কলিজার সাথে লেবু চিপে খেলে শরীরে আয়রনের এর পরিমান বাড়ে।ভিটামিন সি আয়রন এবসর্পশন বাড়ায়।

16/04/2024

🔰🔰ডায়রিয়া রোগীদের জন্য টিপস

হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় ডায়রিয়ার রোগী বেড়েছে।ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য কিছু পরামর্শ দেয়া হলো।

➡️নবজাতকদের বেশি বেশি করে বুকের দুধ খাওয়ান
➡️প্রতিবার পাতলা পায়খানার পর বাচ্চার যত কেজি ওজন তত চা চামচ ওরস্যালাইন খাওয়ান
➡️প্রচুর পরিমানে তরল খাবার খান বা পান করুন
➡️ডাবের পানি,কলা বেশি করে খান এতে শরীরে লবনের ঘাটতি কমবে।শরীর সতেজ থাকবে।

প্রয়োজনে চিকিৎসকের শরনাপন্ন হোন।

05/12/2023

শীত চলে এসেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে শিশুদের সর্দি কাশিও বেড়েই চলেছে। এদিকে নাকে তেল দেয়া আর নাক ঝাড়ার ট্রেডিশনও মাথাচাড়া দিয়ে উঠেছে। এগুলো অত্যন্ত বিপদজনক।

সর্দিতে নাক দিয়ে পানি ঝরলে শিশুদেরকে নাক ঝাড়তে নিষেধ করুন এবং নাক মুছতে শেখান। নাকের দুই পাশে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নাকের পানি নিংড়ে বের করা যেতে পারে, তবে নাক ঝাড়া একেবারেই নিষেধ। নাক ঝাড়লে কান পাকা, কান ব্যাথা এবং সাইনুসাইটিস হবার সম্ভাবনা বেড়ে যায়।

আর নাকে তেল দিলে, তেলের একটা ফোঁটাও যদি ফুসফুসে চলে যায় তাহলে এসপিরেশন, নিউমোনিয়া এমনকি শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। সময় থাকতে সচেতন হোন।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr S Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share