28/09/2025
পায়ের নিচে সাপের মতো দাগ! পড়ুন সাবধানে…
সন্ধ্যার অন্ধকারে ছোট বোনটা কাঁদতে কাঁদতে এসে বলল —
“ভাইয়া, দেখো তো… আমার পায়ের চামড়ায় কেমন যেন সাপের মতো দাগ পড়ে গেছে… আর চুলকায় ঘুমই আসে না।”
আমি প্রথমে ভেবেছিলাম, হয়তো কোনো সাপ কামড়েছে।
কিন্তু দাগটা দিন দিন সর্পিল হয়ে ছড়িয়ে পড়ছিল…
এবার ভয় আমার রক্ত কাঁপাচ্ছিল। 😱
চিকিৎসক দেখেই বুঝলাম — এটা কোনো সাপের কামড় নয়।
এটি Cutaneous Larva Migrans — পরজীবী লার্ভার ত্বকের নিচে হেঁটে বেড়ানোর ভয়ঙ্কর চিহ্ন।
গ্রামের মানুষ একে ভয়ঙ্কর নামে ডাকে — “পেট রগা”।
কীভাবে হয় এই ভয়ংকর রোগ?
যখন শিশুরা খালি পায়ে দূষিত বালিতে খেলে,
যখন আমরা খালি পায়ে নদী-তীর বা মাটিতে হাঁটি,
কুকুর বা বিড়ালের মলে থাকা হুকওয়ার্ম লার্ভা ত্বকের নিচে প্রবেশ করে।
ওরা সাপের মতো হেঁটে বেড়ায়, এবং আমাদের চামড়ায় রেখে যায় লাল, সর্পিল দাগ।
দিনে দিনে দাগগুলো আরও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়ে…
লক্ষণগুলো:
চরম চুলকানি
সর্পিল লাল দাগ
সাধারণত পা, আঙুল বা পায়ের পাতা আক্রান্ত
দিন দিন ছড়িয়ে পড়া
শিশুদের খালি পায়ে মাটি বা বালিতে হাঁটতে দেবেন না
পোষা প্রাণীর নিয়মিত ডিওয়ার্মিং করুন
আক্রান্ত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
Albendazole বা ivermectin জাতীয় ওষুধ দ্রুত আরোগ্য আনে
একটি শেয়ার হয়তো আপনার সন্তানের মতো কারো পা রক্ষা করতে পারে।