As-Shifa Nursing Health Care Point

As-Shifa Nursing Health Care Point Registered Nurse (BNMC)
BSc In Nursing ( SUST )

সুপ্রিয় সিলেটবাসী এখন ঘরে বসে মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে আমরা আছি আপনার পাশে। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করে থাকি

আমাদের সেবাসমূহঃ-
১।ডক্টরের পরামর্শ অনুযায়ী অভিজ্ঞ সিনিয়র নার্স দ্বারা বাসায় গিয়ে স্যালাইন/ইনজেকশন পুশ করা (IV/IM)।
২। জ্বর পরিমাপ করা।
৩। ব্লাড প্রেশার পরিমাপ,
৪। ডায়াবেটিস পরীক্ষা করা।
৫।ইনসুলিন দেয়া।
৬। ক্যানোলা(Cannula)করা
৭।শরীরের অক্সিজেন পরিমাপ করা।
৮।

প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন খাওয়ানো হয়।
৯। রোগীকে অথবা রোগীর স্বজনকে পরামর্শ প্রধান করা।
১০। সকল প্রকার প্রাথমিক চিকিৎসা প্রধান।

20/07/2023

চারদিকে ডেঙ্গু জ্বরের প্রকটতা বেড়েছে।
জ্বরের সাথে নীচের ৭ টির যে কোন ২ টি থাকলেই ডেঙ্গু সন্দেহ করবেন এবং ডাক্তারের দ্রুত পরামর্শ নিবেন।

১. তীব্র মাথাব্যাথা
২. চোখে ব্যাথা (বিশেষ করে পিছনের দিকে)
৩. হাড় বা মাংসে ব্যাথা
৪. বমি বমি ভাব
৫. বমি
৬. চামড়ায় ফুসকূড়ি (rash)
৭. গ্ল্যান্ড ফুলে যাওয়া
৮. নীচের যে কোনো ওয়ার্নিং সাইন

মারাত্মক ডেঙ্গুর সতর্ক সংকেত (Warning signs)
=====
ডেঙ্গু জ্বরের প্রথম লক্ষন দেখা দেবার ৩ থেকে ৭ দিনের মধ্যে কেউ কেউ মারাত্মক ডেঙ্গুর সংকটাপন্ন অবস্থায় চলে যেতে পারেন।

জ্বর কমে যাওয়া মানে এই নয় যে রোগ শেষ। বরং এটা হতে পারে শেষের শুরু। জ্বর ভাল হয়ে যাবার ২৪ থেকে ৪৮ ঘন্টা পরই বরং ব্লাড প্রেসার কমতে কমতে রোগী শকে চলে যেতে পারে বা লিভার, কিডনী, ফুসফুস, ব্রেন damage এর লক্ষন শুরু হতে পারে। এটা রক্ত ক্ষরনেরও কাল। এ সময়ে তাই নিয়মিত বিরতিতে ব্লাডপ্রেসার চেক করতেই হবে।

সতর্ক সংকেত বা Warning sign গুলি নিম্নরূপঃ

১. তীব্র পেট ব্যাথা।
২. ক্রমাগত বমি (দিনে তিনবার বা তার চেয়ে বেশি)
৩. দাঁতের মাড়ি থেকে রক্তপাত
৪. রক্তবমি
৫. শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস
৬. অত্যধিক দূর্বলতা, অবসাদ বা অস্থিরতা।
৭. ল্যবরেটরী টেষ্টে একই সঙ্গে PCV (hematocrit) বেড়ে যাওয়া ও Platelet দ্রুত কমতে থাকা।
৮. ব্লাড প্রেসার ডেঙ্গু পূর্ববর্তী অবস্থা থেকে কমে যাওয়া।

এ সতর্ক সংকেতগুলি নজরে রাখতে হবে এবং এর এক বা একাধিক দেখা দিলেই আপনাকে জরুরী বিভাগ/হাসপাতাল/চিকিৎসকের কাছে যেতে হবে।

(তথ্যসূত্রঃ WHO, CDC)

08/06/2023
Happy International Nurses Day 2023‘‘১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। এবারের প্রতিপাদ্য-আমাদের নার্সঃ আমাদের ভবিষ্যৎ”।
12/05/2023

Happy International Nurses Day 2023

‘‘১২ মে আন্তর্জাতিক নার্স দিবস।
এবারের প্রতিপাদ্য-
আমাদের নার্সঃ আমাদের ভবিষ্যৎ”।

09/05/2023

গুরুত্বপূর্ণ ঔষধ সমূহ সবাই বাসায় রাখতে পারেন (যে কোন সময় কাজে লাগবে)

#জ্বর থাকলে প্যারাসিটামল বা নাপা ৫০০ এমজি, ট্যাবলেট ভরা পেটে ১+১+ ১ বার।

#সর্দি থাকলে এন্টিহিস্টামিন ট্যাবলেট যেমন ডেসলর

১০ এমজি ১+০+১ বা এলাকট্রল ১০ এমজি ১+০+১ অথবা

ফেক্সোফেনাডিন ৬০ এমজি ১+০+১ বার যেকোন ১ টি খাবেন।

#গ্যাস্ট্রিকের ঔষধ খেতে পারেন ওমিপ্রাজল ২০ এমজি ১+০+১ খালি পেটি ২ বেলা।।

#পাতলা_পায়খানা বা পেটের সমস্যায় Tab. Merto 400 mg 1+1+1 ভারা পটে ৩ বেলা খাবেন।

#শুকনা_কাশি হলে সিরাপ Ambrox ২ চামচ করে তিন বেলা খাবেন।

াশি হলে সিরাপ মিউকোলিট ২ চামচ করে ৩ বেলা খাবেন।।

#হালকা শ্বাসকষ্ট হলে Tab Monas 10 mg প্রতি রাতে ১ টি।

#যেকোনো পেট ব্যাথা বা পিরিয়ডের পেট ব্যাথা হলে viset 50 mg বা Algin 50 mg ভরা পেটে।

#শরীর ব্যাথা হলে- Napa Extra বা Napa Extend

#বুকে চাপ চাপ ব্যাথা হলে Ecosprin 75 mg

#পাতলা পায়খানা বা আমাশয় হলে Flazyl 400mg বা Filmet 400 mg.

#প্রচন্ড মাথা ব্যথা হলে Tufnil 200 mg

#দাঁতে ব্যথা হলে Rolac 10 মগ অথবা Tory 90 mg

#ঠান্ডা, সর্দি, কাশি, এলার্জি হলে- Rupa 10 mg বা Fexo 120 mg

#বমি হলে Emistat 8 mg

#হঠাৎ প্রেসার বেড়ে গেলে Tenoloc 50 mg অথবা Amdocal 5 mg

বি: দ্র: এমার্জেন্সি সিচুয়েশনে ওষুধগুলো খাবেন। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াই শ্রেয়। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

Copy from: Join Uddin Joy

02/05/2023





Asthma is a common lung 🫁 condition that causes intermittent breathing difficulties.

It is important for people living with asthma to avoid triggers, including:
🤧 Viral infections (colds)
🚬 Cigarette smoke
😷 Air pollution
🌳 Grass & Tree Pollen
🧼 Strong soaps, perfume

22/04/2023

Assalamualaikum
Eid ul Fitr Mubarak 🌙

عيد مبــــــــــــــــــــارك 🌙

تَقَبــَّــلَ اللـــّٰــــهُ ِمنّٰا ومِنـْـــكُمْ.

টনসিলাইটিস (Tonsillitis) কেন হয়, লক্ষণ কি, প্রতিকার কি ইত্যাদি সম্পর্কে আলোচনাঃ 🗣️কারনসমূহঃ👇''''''''''''''''''''''''''''...
02/04/2023

টনসিলাইটিস (Tonsillitis) কেন হয়, লক্ষণ কি, প্রতিকার কি ইত্যাদি সম্পর্কে আলোচনাঃ 🗣️

কারনসমূহঃ👇
''''''''''''''''''''''''''''''''''''''''''
✔ ঋতুকালীন ঠান্ডা গরম।
✔ অতিরিক্ত ঠান্ডা পানি ও খাবার গ্রহন।
✔ গুড়া জাতীয় খাবার বেশি খাওয়া।
✔ খাবারের পর ব্রাশ না করা।
✔ ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন।

লক্ষণসমূহঃ👇
''''''''''''''''''''''''''''''''''''''''''
☞তীব্র গলা ব্যথা।‌‌‌
☞ মাঝারি থেকে তীব্র জ্বর।
☞ শরীর ও মাথা ব্যথা।
☞ খাবার বা ঢোক গিলতে সমস্যা।
☞ গলার স্বরের পরিবর্তন।
☞ অনেক সময় টনসিলের গায়ে পুজ দেখা যায়।
☞ মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে।

প্রতিরোধমূলকঃ🗨️
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
১। মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা।
২। নিয়মিত দাঁত ব্রাশ করা।
৩। অতিরিক্ত ঠান্ডা পানি ও খাবার বর্জন।
৪। কুসুম গরম পানির সাথে লবন দিয়ে কুলি করা।
৫। গলায় মাফলার ব্যবহার করা।
৬। গুড়া জাতীয় খাবার কম খাওয়া বা পরিহার করা।

চিকিৎসা :👨‍⚕️
অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা।









#চিকিৎসা
#টনসিল

29/03/2023

কেন আপনার অতিরিক্ত চিনি খাওয়া উচিত নয় !!

• দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা
• ঘুমের অভাব
• বার্ধক্য
• হার্টের অসুখ
• লিভারের রোগ
• ডায়াবেটিস
• হজমের গোলমাল
• ওজন বেড়ে যাওয়া
• কিডনিতে স্টোন
• গাউট




23/03/2023

Assalamualaikum

Ramadan Mubarak🌙

1444 Hijri

মুখের রোগ প্রতিরোধ করার জন্য এখানে 4 টি উপায় রয়েছে:🦷 ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ব্রাশ করুন🥗 কম শর্করাযুক্ত ...
21/03/2023

মুখের রোগ প্রতিরোধ করার জন্য এখানে 4 টি উপায় রয়েছে:
🦷 ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ব্রাশ করুন
🥗 কম শর্করাযুক্ত সুষম খাবার খাওয়া
🚭 তামাকের ব্যবহার বন্ধ করা
🥤 অ্যালকোহল সেবন হ্রাস করা

Source : WHO

As-Shifa Nursing Health Care Point



ক্যান্সার হল বিশ্বের মৃত্যুর অন্যতম প্রধান কারণ - 2020 সালে প্রায় 10 মিলিয়ন মৃত্যুর জন্য দায়ী এই ক্যান্সার - যদিও সমস...
16/03/2023

ক্যান্সার হল বিশ্বের মৃত্যুর অন্যতম প্রধান কারণ - 2020 সালে প্রায় 10 মিলিয়ন মৃত্যুর জন্য দায়ী এই ক্যান্সার - যদিও সমস্ত ক্যান্সারের চিকিৎসা করা যায় এবং অনেকগুলি প্রতিরোধ বা নিরাময় করা যায়।
সবচেয়ে সাধারণ কেন্সারগুলি হল:
🔸 স্তন ক্যান্সার
🔸 ফুসফুসের ক্যান্সার
🔸 কোলোরেক্টাল ক্যান্সার / পায়খানার রাস্তায় ক্যান্সার
🔸 প্রোস্টেট ক্যান্সার
🔸 পাকস্থলীর ক্যান্সার

Source: WHO

-Shifa Nursing Health Care Point



Cancer is one of the world’s leading causes of death - accounting for nearly 10 million deaths in 2020 - despite the fact that all cancers can be treated and many can be prevented or cured.

The most common cancers are:
🔸 breast
🔸 lung
🔸 colorectal
🔸 prostate
🔸 stomach

বাংলাদেশে মোট রেজিস্টার্ড নার্স-মিডওয়াইফ আছেন ৮৫,০১৯ জন,এর মধ্যে রেজিস্টার্ড মিডওয়াইফ আছেন ৭,১৮১জন, রেজিস্টার্ড বেসিক বি...
16/03/2023

বাংলাদেশে মোট রেজিস্টার্ড নার্স-মিডওয়াইফ আছেন ৮৫,০১৯ জন,এর মধ্যে রেজিস্টার্ড মিডওয়াইফ আছেন ৭,১৮১জন, রেজিস্টার্ড বেসিক বিএসসি নার্স ৭,৯২৪ জন ও ডিপ্লোমা রেজিস্টার্ড নার্স আছেন ৬৯,৯১৪ জন।

~বিএনএমসি(ফেব্রুয়ারি ২৮,২০২৩)

-Shifa Nursing Health Care Point


Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when As-Shifa Nursing Health Care Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to As-Shifa Nursing Health Care Point:

Share