Dr. Zia Uddin Ahmed Sami

Dr. Zia Uddin Ahmed Sami MBBS, MS (Pediatric Surgery )
Assistant Professor
Parkview Medical College, Sylhet.

NEONATAL SURGERY জেজুনাল অ্যাট্রেশিয়া (Jejunal Atresia)জেজুনাল অ্যাট্রেশিয়া একটি জন্মগত অসংগতি, যেখানে নবজাতকের ক্ষুদ্...
29/06/2025

NEONATAL SURGERY

জেজুনাল অ্যাট্রেশিয়া (Jejunal Atresia)

জেজুনাল অ্যাট্রেশিয়া একটি জন্মগত অসংগতি, যেখানে নবজাতকের ক্ষুদ্রান্ত্রের জেজুনাম অংশ আংশিক বা সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এই সমস্যার ফলে খাবার এবং হজম রস স্বাভাবিকভাবে অন্ত্রে প্রবাহিত হতে পারে না।

লক্ষণসমূহ:

জন্মের পরপরই বমি (সবুজ রঙের হতে পারে)

পেটে ফাঁপা ভাব

মেকোনিয়াম (প্রথম মল) না হওয়া বা দেরিতে হওয়া

খাওয়াতে অনীহা

নির্ণয়: প্রধানত এক্স-রে এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। এক্স-রেতে "ডবল বাবল সাইন" দেখা যেতে পারে।

চিকিৎসা: এই অবস্থার একমাত্র চিকিৎসা হলো অপারেশন। অস্ত্রোপচারের মাধ্যমে বন্ধ অংশ কেটে ফেলে দুইটি সুস্থ অংশকে জোড়া লাগিয়ে দেওয়া হয় (anastomosis)। অপারেশনের পর নবজাতককে কিছুদিন এনজি টিউব এবং আইভি ফ্লুইডে রাখা হয়।

পরবর্তী যত্ন: অস্ত্রোপচারের পর শিশু ধীরে ধীরে স্বাভাবিক খাওয়াদাওয়ায় ফিরে আসে। নিয়মিত ফলোআপ প্রয়োজন হতে পারে।

11/05/2025
08/05/2025

নবজাতক ও শিশুর জটিল অপারেশনে নির্ভরযোগ্য নাম — ডা. জিয়া উদ্দিন আহমেদ সামি

ডা. জিয়া উদ্দিন আহমেদ সামি এমবিবিএস, এমএস (শিশু সার্জারি) ডিগ্রিধারী একজন অভিজ্ঞ শিশু সার্জন। তিনি নবজাতক, শিশু ও কিশোরদের জটিল সার্জিকাল সমস্যার চিকিৎসায় বিশেষভাবে পারদর্শী।

বর্তমানে তিনি পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যারের চেম্বার রয়েছে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে, রিকাবীবাজার, সিলেট।

রোগী দেখার সময়:
শনিবার থেকে বুধবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা (শুক্রবার বন্ধ)
সিরিয়ালের জন্য: 017823017020
ওয়েবসাইট: www.ibnsinahospitalsylhet.com

শিশুর সার্জারি বিষয়ে পরামর্শ বা অপারেশনের জন্য ডা. সামি স্যারের অভিজ্ঞতার উপর আস্থা রাখতে পারেন নিশ্চিন্তে।
#ডাক্তারিসহায়তা






I am now also available at Shubhanighat IBN SINA, Room no: 430, Visiting time: 3-5 pm
08/05/2025

I am now also available at Shubhanighat IBN SINA, Room no: 430, Visiting time: 3-5 pm

"হাইড্রোসিল অথবা একশিরা "শিশুদের ক্ষেত্রে জন্মের  পরপরই অন্ডকোষের আশেপাশে পানি জমা থাকে, অথবা বাড়ন্ত বয়সে  অনেক সময় অ...
10/03/2025

"হাইড্রোসিল অথবা একশিরা "

শিশুদের ক্ষেত্রে জন্মের পরপরই অন্ডকোষের আশেপাশে পানি জমা থাকে, অথবা বাড়ন্ত বয়সে অনেক সময় অন্ডকোষের আশেপাশে ফোলা নিয়ে আমাদের কাছে আসেন সেটা নিয়ে অভিভাবকরা প্রায় দুশ্চিন্তাগ্রস্থ হন।

কখন চিকিৎসা নিতে হবে?
সাধারণত দেড় বছর বয়সের আগে আমরা হাইড্রোসিল এর জন্য অপারেশন করিনা, যদি খুব বড় হয়ে যায় যা অন্ডকোষ কে ক্ষতিগ্রস্ত করতে পারে তখন তাড়াতাড়ি চিকিৎসা নিতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেড় থেকে দুই বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করা যায় । দুই বছরের মধ্যে যদি না কমে তাহলে অপারেশনের জন্য আমরা উপদেশ দেই।

অপারেশনের জন্য হাসপাতালে কতদিন থাকতে হয়?

সাধারণত রোগীরা সকালে হসপিটালে এসে ভর্তি হয় এবং অপারেশনের পাঁচ থেকে ছয় ঘন্টা পর বাসায় চলে যেতে পারে।

ডা:জিয়া উদ্দিন আহমেদ সামি
এমবিবিএস, এম এস
সহকারী অধ্যাপক
পার্ক ভিউ মেডিকেল কলেজ
চেম্বার: ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার,রিকাবি বাজার।
রুম নাম্বার ৪০৫

"ঠোঁট কাটা এবং তালুকাটা "জন্মের পর অনেক বাচ্চাদের দেখা যায় ঠোঁটকাটা ও তালু কাটা  থাকে, শুধু ঠোটকাটা থাকে অনেক বাচ্চার অ...
02/03/2025

"ঠোঁট কাটা এবং তালুকাটা "

জন্মের পর অনেক বাচ্চাদের দেখা যায় ঠোঁটকাটা ও তালু কাটা থাকে, শুধু ঠোটকাটা থাকে অনেক বাচ্চার অথবা অনেক বাচ্চার শুধু তালুকাটা। অনেকের দুইটাই থাকে, এইসব বাচ্চাদের অপারেশনের একটা নির্দিষ্ট সময় আছে। জন্ম থেকে পাঁচ মাস বয়সে করতে হয় ঠোঁট কাটার অপারেশন এবং দশ মাস বয়সে করতে হয় তালু কাটার অপারেশন। নির্দিষ্ট বয়সের মধ্যে অপারেশন করে করে নিলে বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যায়। এজন্য সচেতনতার দরকার এবং শিশু সার্জারি বিশেষজ্ঞের সাথে সঠিক সময়ে যোগাযোগ করা উচিত।

মায়া(ছদ্মনাম),১০ বছর বয়সে হটাৎ অসুস্থ হয়ে পরে , প্রথমে পেটে ব্যথা ও বমি   নিয়ে একজন শিশুবিশেষজ্ঞের সাথে দেখা করে, উন...
16/09/2024

মায়া(ছদ্মনাম),১০ বছর বয়সে হটাৎ অসুস্থ হয়ে পরে , প্রথমে পেটে ব্যথা ও বমি নিয়ে একজন শিশুবিশেষজ্ঞের সাথে দেখা করে, উনার পরামর্শে প্রাইভেটহাসপাতালে ভর্ত্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরও রোগ ধরতে না পারায় আরেক জন শিশু বিশেষজ্ঞের পরামর্শে অন্য হাসপাতালে চিকিৎসা নিতে ভর্ত্তি হওয়ার পর ও অসুখ ধরাপরে না । এর মধ্যে ২ সপ্ত্তাহ চলে গেসে, মুখে খাবার খেলেই পেট ব্যথা ও বমি শুরু হয়ে যায় । নিরুপায় হয়ে ঢাকা এভারকেয়ার হাসপাতালে যায়,সেখানে কিছু চিকিৎসা নিয়ে আবার সিলেটে আসেন। আমার সরণাপন্ন হলে আমি ডায়াগনসিস করি Acute Appendicitis, মেশিনের মাধমে(Laparoscopic appendectomy ) অপারেশন করার পর থেকে আলহামদুলিল্লাহ ভাল হয়ে বাসায় যায় । রুগীও খুশী , আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে তার রুগমুক্তির উপায় হিসেবে বেছে নেওয়ার জন্য।

Ileocolic intussusception..Manual reduction performed…
16/09/2024

Ileocolic intussusception..
Manual reduction performed…

Vestigial tail / Human tail…..Excised on the 3rd day of life..
16/09/2024

Vestigial tail / Human tail…..
Excised on the 3rd day of life..

Address

Sylhet

Opening Hours

Monday 15:00 - 17:00
Tuesday 15:00 - 17:00
Wednesday 15:00 - 17:00
Thursday 15:00 - 17:00
Saturday 15:00 - 17:00
Sunday 15:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zia Uddin Ahmed Sami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category