
29/06/2025
NEONATAL SURGERY
জেজুনাল অ্যাট্রেশিয়া (Jejunal Atresia)
জেজুনাল অ্যাট্রেশিয়া একটি জন্মগত অসংগতি, যেখানে নবজাতকের ক্ষুদ্রান্ত্রের জেজুনাম অংশ আংশিক বা সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এই সমস্যার ফলে খাবার এবং হজম রস স্বাভাবিকভাবে অন্ত্রে প্রবাহিত হতে পারে না।
লক্ষণসমূহ:
জন্মের পরপরই বমি (সবুজ রঙের হতে পারে)
পেটে ফাঁপা ভাব
মেকোনিয়াম (প্রথম মল) না হওয়া বা দেরিতে হওয়া
খাওয়াতে অনীহা
নির্ণয়: প্রধানত এক্স-রে এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। এক্স-রেতে "ডবল বাবল সাইন" দেখা যেতে পারে।
চিকিৎসা: এই অবস্থার একমাত্র চিকিৎসা হলো অপারেশন। অস্ত্রোপচারের মাধ্যমে বন্ধ অংশ কেটে ফেলে দুইটি সুস্থ অংশকে জোড়া লাগিয়ে দেওয়া হয় (anastomosis)। অপারেশনের পর নবজাতককে কিছুদিন এনজি টিউব এবং আইভি ফ্লুইডে রাখা হয়।
পরবর্তী যত্ন: অস্ত্রোপচারের পর শিশু ধীরে ধীরে স্বাভাবিক খাওয়াদাওয়ায় ফিরে আসে। নিয়মিত ফলোআপ প্রয়োজন হতে পারে।