08/03/2022
ভালো কিছুর প্রত্যাশায় ❤️❤️❤️ Shadow Humanity Social Organization 💝💝💝
বরকতপূর্ণ রামাদান মাস উপলক্ষে পেইজের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে প্রতিবারের ন্যায় বেশ কিছু কর্মকান্ড। বিগত সময়গুলোতে যারা আমাদের সাথে ছিলেন তারা আমাদের রামাদান প্রজেক্টগুলো সম্পর্কে অবগত আছেন আশা করি। এবছর আমাদের রামাদানকে কেন্দ্র করে আমাদের আয়োজনগুলো হচ্ছে,
১. সোনামনিদের সাথে ইফতার
২. এতিমখানায় সাহরী ও ইফতার
৩. মুসাফিরদের জন্য খেজুর ও শরবত
৪. আল কুর'আন বিতরণ
৫. মসজিদে কার্পেট ও জায়নামাজ বিতরন
১. সোনামনিদের সাথে ইফতারঃ তিন শতাধিক সোনামনিদের সাথে নিয়ে একদিনের ইফতারের আয়োজন করা হবে এই প্রজেক্টের আওতায়। বিগত বছরগুলোতে আমরা সুন্দরভাবে এই প্রজেক্টটি বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সোনামনিদের জন্য করা হবে এই আয়োজন।
যায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সম পরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।” [সুনানে তিরমিযি, ৮০৭]
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন: “রোজাদারকে ইফতার করানো দ্বারা উদ্দেশ্য হচ্ছে- তাকে পেট ভরে তৃপ্ত করানো।” [আল ইখতিয়ারাত, পৃষ্ঠা: ১৯]
আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য সাওমপালনকারী সোনামনিরা যেন তৃপ্তিমত ইফতার করতে পারে।
ইফতারের আয়োজনে থাকবেঃ চিকেন বিরানী/খিচুড়ি, খেজুর, সালাদ, পানীয়/শরবত ইত্যাদি।
২. এতিমখানায় সাহরী ও ইফতারঃ এতিম সোনামনিদের জন্য সাহরী ও ইফতারের আয়োজন করা হবে এই প্রজেক্টের আওতায়। এতিম সোনামনিরা যেন পেট ভরে তৃপ্তিমত খেতে পারে আমরা সেই ব্যবস্থা করতে চাই। এই প্রজেক্টটির আওতায় আমরা সুবিধাবঞ্চিত এতিমখানার সোনামনিদের মাঝে রামাদানের বাজার পৌছে দেবো ইন শা আল্লাহ।
আল্লাহ বলেন, ‘তারা আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও (আল্লাহর ভালোবাসায়) অভাবী, এতিম ও বন্দিকে আহার্য দান করে। (এবং তারা বলে) শুধু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের আহার্য দান করি। বিনিময়ে তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না।’ (সুরা দাহর, ৮-৯)
রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো এতিমকে আপন মাতা-পিতার সঙ্গে নিজেদের (পারিবারিক) খাবারের আয়োজনে বসায় এবং (তাকে এই পরিমাণ আহার্য দান করে যে) সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ’ (মুসনাদে আহমাদ, ১৮২৫২)
এই প্রজেক্টে সাহরী ও ইফতারের খাবার হিসেবে থাকবেঃ চাল, ছোলা, মুড়ি, চিনি, খেজুর, সেমাই, দুধ, পোলাও চাল, পেয়াজ, তেল, ট্যাং সহ আরো অনেক কিছুই।
৩. মুসাফিরদের জন্য পানীয় (শরবত) ও খেজুরঃ এই প্রজেক্টের আওতায় আমরা বিভিন্ন মসজিদ্গুলোতে শরবত ও খেজুরের ব্যবস্থা করবো মুসাফিরদের জন্য। মসজিদ্গুলোতে মুসাফিররা ইফতারের সময় যেন তৃপ্তিমত শরবত ও খেজুর খেতে পারে এই ব্যবস্থা করা হবে।
খেজুরের ব্যবস্থা বেশ কিছু বছর যাবত আল্লাহর এক বান্দা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দান করুন।
আপনাদের ইচ্ছেনুযায়ী দান করতে পারবেন ইন শা আল্লাহ।
৪. আল কুর'আন বিতরণঃ প্রতি মাসেই এই পেইজের পক্ষ থেকে বিভিন্ন সুবিধাবঞ্চিত মাদ্রাসা ও হিফজখানায় হাফেজী কুর'আন বিতরণ করা হয়। রামাদানেও আমাদের এই বিতরণ অব্যাহত থাকবে।
৫. মসজিদে কার্পেট ও জায়নামাজ বিতরনঃ-
আমরা এ উদ্যোগটি এবারই ১ম নিয়েছি। আমরা বাছাইকৃত কিছু মসজিদে কার্পেট ও জায়নামাজ বিতরন করবো ইন শা আল্লাহ।
আমাদের প্রজেক্টগুলোতে সাহায্য পাঠাতে পারবেন এভাবেঃ-
১. আর্থিক সাহায্যের মাধ্যমেঃ
বিকাশঃ-
01789783006 (personal)
01781591959 (Personal)
রকেট ও নগদঃ-
01781591959
যেকোনো তথ্য, প্রশ্ন, মতামত থাকলে আমাদের পেইজে মেসেজ ও অথবা কল দিতে পারেন 01789783006 এই নাম্বারে।
**প্রজেক্ট সংক্রান্ত সকল তথ্য আমাদের পেইজের টাইমলাইনে পর্যায়ক্রমে পাবলিশ করা হবে ইন শা আল্লাহ।
#গতবছরের রমজান মাসের সকল কার্যক্রমও পাবেন আমাদের পেইজের টাইমলাইনে।