Ruqyah & Hijamah BD

Ruqyah & Hijamah BD ✅✅ Our Services:
✅ Jinn Possession [Al-mass
✅ Black Magic [As-Sihir
✅ Evil Eye [Al-Ayn
?
(2)

05/08/2025

মাইগ্রেনজনিত মাথা ব্যথার জন্য হিজামা খুবই কার্যকরী একটি চিকিৎসা।

21/07/2025

যারা শরীরে ব্যথার জন্য নিয়মিত মেডিসিন খাচ্ছেন যা আপনার কিডনির জন্য হুমকি তৈরি করছে।
আপনারা চাইলে ব্যথার জন্য হিজামা করতে পারেন যা আপনার জন্য নিরাপদ।
হিজামার জন্য যোগাযোগ করুন +880 01721-414851 এই নাম্বারে ।।

17/07/2025

সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জা-দুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!

ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভ-য়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তা-ন্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃ-তদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত — এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে?

পুলিশ সেই কালো জা-দুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জা-দুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃ-ত্যু! কোন কিছুই বাদ নেই।

ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজা-দুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"

কালো জা-দুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জা-দু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জা-দু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"
সুবহানআল্লাহ!!

যে মেয়েটার উপর কালো জা-দুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"
উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠাণ্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোন আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোন ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিভছে — আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোন সমস্যা! এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন!"

তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ‌"আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন, অথবা দুয়া করেন, যেটার বদৌলেতে আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জা-দুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন?"

ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মত রিমাইন্ডার!
তিনি তখন শেয়ার করলেন যে, সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির- আযকারগুলো বাদ দেন না — অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমলগুলো! সকালে একবার এবং সন্ধ্যায় একবার — তার কখনোই এটা মিস্ যায় না আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারাহ পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন।

©

17/07/2025

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবৈধ ঝাড় ফুক, তাবিজ কবজ ও তেওয়ালা (আসক্ত করা যাদু) নিশ্চই শিরকের অন্তর্ভুক্ত।

15/07/2025

সুন্নাহ তারিখে হিজামা চলছে।
এপয়েন্টমেন্ট নিতে কল করুন
01721414851

01/07/2025

দুষ্ট জ্বীন থেকে বেঁচে থাকার দোয়া

لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير"

30/06/2025

وننزل من القرآن ما هو شفاء ورحمة
للمؤمنين
আর আমার অবতরণ করা কোরআনের আয়াতে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত।

হিজামা হবে ইউরিক এসিড থেকে বাঁচার উত্তম চিকিৎসা।
22/06/2025

হিজামা হবে ইউরিক এসিড থেকে বাঁচার উত্তম চিকিৎসা।

22/06/2025

যাদু কুরআনের কাছে কিছুই না। আল্লাহ্ তায়ালা বলেন " মূসা (আ:) বললেন - তোমরা কি এ হক সম্পর্কে এমন কথা বলছো যখন ওটা তোমাদের নিকট পৌঁছল ? এটা কি জাদু ? অথচ জাদুকররা সফলকাম হয় না"। (সূরা ইউনুস )

এজন্য যারা জাদুগ্রস্থ হবেন তারা কুরআনের ট্রিটমেন্ট ( রুকইয়া)। করবেন। ইনশাআল্লাহ্ শিফা পাবেন।

16/04/2025

রাসূলুল্লাহ (সাঃ) বলেছিলে, বদ নজর মানুষকে কবর পর্যন্ত আর উঠকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে যায়।।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
( আমিন)

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
31/03/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

06/03/2025

গ্রন্থঃ সূনান আবু দাউদ (ইফাঃ)
অধ্যায়ঃ ২২/ চিকিৎসা (كتاب الطب)
হাদিস নম্বরঃ ৩৮৩৯

باب مَا جَاءَ فِي الْعَيْنِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْعَيْنُ حَقٌّ ‏
১৫. বদ নজর সম্পর্কে।

আহমদ ইবন হাম্বল (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বদ-নজর লাগা একটি সত্য ব্যাপার।

রসূল (সঃ) বলেছেনঃ

العين تدخل الرجل القبر وتدخل الجمل القدر

বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উটকে পাতিলে । (সহীহ আল জামেঃ ১২৪৯)

বদ নজর থেকে বাঁচার দুয়া 👇

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

আয়ুযুবি কালিমাতিল্লাহিত্তাম্মাহ, মিন কুল্লি শায়তনিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি য়ায়নিন লাম্মাহ।

আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি।

সহিহ বুখারী (তাওহীদ): ৩৩৭১, আধুনিক প্রকাশনীঃ ৩১২১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩১২৯)

হাদিসগুলোর মানঃ সহীহ।

Address

Kumar Para, Manik Pir Road, Sylhet (Opposite Of Manik Pir Majar)
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah & Hijamah BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah & Hijamah BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram