Ruqyah & Hijamah BD

Ruqyah & Hijamah BD ✅✅ Our Services:
✅ Jinn Possession [Al-mass
✅ Black Magic [As-Sihir
✅ Evil Eye [Al-Ayn
?
(1)

16/04/2025

রাসূলুল্লাহ (সাঃ) বলেছিলে, বদ নজর মানুষকে কবর পর্যন্ত আর উঠকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে যায়।।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
( আমিন)

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
31/03/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

06/03/2025

গ্রন্থঃ সূনান আবু দাউদ (ইফাঃ)
অধ্যায়ঃ ২২/ চিকিৎসা (كتاب الطب)
হাদিস নম্বরঃ ৩৮৩৯

باب مَا جَاءَ فِي الْعَيْنِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْعَيْنُ حَقٌّ ‏
১৫. বদ নজর সম্পর্কে।

আহমদ ইবন হাম্বল (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বদ-নজর লাগা একটি সত্য ব্যাপার।

রসূল (সঃ) বলেছেনঃ

العين تدخل الرجل القبر وتدخل الجمل القدر

বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উটকে পাতিলে । (সহীহ আল জামেঃ ১২৪৯)

বদ নজর থেকে বাঁচার দুয়া 👇

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

আয়ুযুবি কালিমাতিল্লাহিত্তাম্মাহ, মিন কুল্লি শায়তনিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি য়ায়নিন লাম্মাহ।

আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি।

সহিহ বুখারী (তাওহীদ): ৩৩৭১, আধুনিক প্রকাশনীঃ ৩১২১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩১২৯)

হাদিসগুলোর মানঃ সহীহ।

27/02/2025

মানুষের বদনজর শুধু সম্পর্ক না, শরীর সৌন্দর্য, শান্তি, ক্যরিয়ার, সব নষ্ট করে দিতে পারে🙂💔

09/02/2025
23/01/2025

যারা দীর্ঘ দিন ধরে মাথা ব্যাথা, কোমরে ব্যাথা, পায়ে ব্যাথা নিয়ে ভোগছেন। তাদের জন্য হিজামা একটি উত্তম চিকিৎসা হতে পারে।

18/01/2025

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হিজামা লাগিয়েছেন ।
সহীহ বুখারী -৫৬৯৯ ।

15/09/2024

বরকত ময় ফজর।
আলহামদুলিল্লাহ।

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ❝ আমি একজন ব্যক্তিকে চিনি যে জু'মআর দিননবীজি ﷺ এর উপর ১০০০বার দুরুদ صلى الله عليه و سلم প...
05/09/2024

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

❝ আমি একজন ব্যক্তিকে চিনি যে জু'মআর দিন
নবীজি ﷺ এর উপর ১০০০
বার দুরুদ صلى الله عليه و سلم পাঠ করে এবং বহু বছর ধরে সে এমন করছে যা কখনও বাদ দেয়নি।
একদা আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এত দুরুদ পাঠ করে কি ফায়েদা পেয়েছ?

তার জবাবঃ
আল্লাহর কসম!
আমি নবী ﷺ এর উপর দুরুদ পাঠ করে আল্লাহর কাছে হাজত পূরণের জন্য প্রার্থনা করি, দিনের সূর্য অস্ত হওয়ার আগেই আল্লাহর রহমতে আমার উদ্দেশ্য পূরণ হতে শুরু করে... ❞

- শায়েখ নাবুলুসী হাফিজাহুল্লাহ
দু:খ কষ্টের একটা ফলপ্রসূ ঔষধ হলো আল্লাহর সাথে সম্পর্ক...

এক ব্যাক্তির পত্রের জবাবে হযরত থানভী লিখেন, তাওবা ইস্তেগফার করো।

আর প্রতিদিন অন্ততপক্ষে ৫০০ বার 'লা-হাওলা-ওয়ালা-কুওয়াতা ইল্লা বিল্লাহ' পড়তে থাকো।
সব বালা-মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ..

এই দুয়াটি জান্নাতের খনি থেকে প্রাপ্ত এবং ৯৯ রোগের ঔষধ। তারমধ্যে সর্বাপেক্ষা লঘু রোগ হচ্ছে দুশ্চিন্তা।

মোট কথা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো। তিনি ছাড়া অন্য সবকিছু থেকে চোখ সরিয়ে নাও। সুখ দু:খ তাঁর হাতে। তাঁকে রাজী করে ফেলো। সব মুসিবত তিনিই দূর করে দিবেন।

সরাসরি কোরআন এবং হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং দোজাহানের সফলতার জন্য ২টি মোক্ষম হাতিয়ারঃ
১. অনবরত ইস্তেগফার। হাঁটতে, চলতে, বসতে, গাড়িতে, বাড়িতে, মোটকথা যতক্ষণ ফুরসত (সুযোগ) পাওয়া যায় ততক্ষণ
সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লহ .

২. দরূদ পড়া। যত বেশি পারা যায়। ১ বার দরূদ পাঠের বিনিময়ে ১০ বার রহমত বর্ষিত হয়।সবচেয়ে ছোট দুরুদ :
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সহজ দুটি আমল

( পড়ার সময় মন থেকে অনুভব করে পড়বেন)

© সংগৃহীত... ( সবাই শেয়ার করুন)

22/08/2024

দেবিদ্বারে রাতেই ভেঙ্গে পড়তে পারে গোমতী নদী রক্ষা বাঁধ, জারি করা হচ্ছে রেড অ্যালার্ট...
আল্লাহ তুমি রহম কর।

21/08/2024

রাসুলুল্লাহ সাঃ বলেছেনঃ "যদি কেউ কোনো গণক, গায়েবী বিষয়ের সংবাদদাতা বা ভবিষ্যদ্বক্তার নিকট গমন করে তাকে কিছু জিজ্ঞেস করে তবে ৪০ দিবস পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। (মুসলিম, আস-সহীহ ৪/১৭৫১)
যদি কেউ এরূপ জ্যোতিষী গণক রাশিবিদ, ফকির ইত্যাদি গোপন জ্ঞান এর দাবিদারকে সত্যিই গায়েবী বা গোপন জ্ঞানের অধিকারী বলে বিশ্বাস করে তবে তা শির্ক আকবর বলে গণ্য। আর যদি বিশ্বাস করে যে গোপন বা গাইবি জ্ঞান ও ভাগ্য বা ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহর জন্য, অন্য কেউ তা জানে না বা জানতে পারে না, কিন্তু কৌতুহলবশত প্রশ্ন করে তবে তা কঠিন পাপ ও শির্ক আসগার।

এখানে উল্লেখ্য যে, ইলম দ্বারা চোর ধরা বা অনুরূপভাবে কুরআন বা দুআর মাধ্যমে গায়েবের কথা জানার চেষ্টা করাও 'কাহানাত' বলে গণ্য। কারো কিছু চুরি হলে তিনি চুরিকৃত দ্রব্য ফেরত পাওয়ার জন্য দুয়ার তদবির করতে পারেন। কিন্তু কে চুরি করেছে বা চুরিকৃত দ্রব্য কোথায় আছে তা জানার জন্য জাগতিক উপকরণ ছাড়া গায়েব জানার চেষ্টা করার কোনো সুযোগ নেই।

বাংলাদেশে দিন প্রচারের অন্যতম প্রধান প্রতিষ্ঠান সারসিনার পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহ...
16/07/2024

বাংলাদেশে দিন প্রচারের অন্যতম প্রধান প্রতিষ্ঠান সারসিনার পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাঁর সকল দিনি খেদমতকে কবুল করুন। তার পরিবার এবং স্বজনদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন।

Address

Kumar Para, Manik Pir Road, Sylhet (Opposite Of Manik Pir Majar)
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah & Hijamah BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah & Hijamah BD:

Share