Dr. Md. Mahmudur Rahman Chowdhury

Dr. Md. Mahmudur Rahman Chowdhury MBBS(SOMC)
BCS(Health)
FCPS(Medicine, Course)
MD( Chest Disease, Resident)
MCGP
Serial: 01894865067

আমরা কিভাবে এতো সহজে ভুলে যাচ্ছি?কিভাবে এখনো বৈষম্য হয়?কিভাবে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বহাল তবিয়...
15/10/2024

আমরা কিভাবে এতো সহজে ভুলে যাচ্ছি?
কিভাবে এখনো বৈষম্য হয়?
কিভাবে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে?
কিভাবে এখনো বিভিন্ন জায়গায় অনিয়ম, চাঁদাবাজি, সিন্ডিকেট বিদ্যমান?
কিভাবে আন্দোলনে অংশগ্রহণকারীরা বিভক্ত হয়ে পড়েছে?
এতগুলো প্রশ্নের উত্তর কে দিবে?

দাওয়াত প্রদান ⬇️দাওয়াত গ্রহণ⬇️স্টেজ এ পারফর্ম⬇️ধন্যবাদ জ্ঞাপন ⬇️মামলা ⬇️গ্রেফতার এভাবে দাওয়াত দিয়ে নিয়ে গ্রেফতার কর...
11/10/2024

দাওয়াত প্রদান
⬇️
দাওয়াত গ্রহণ
⬇️
স্টেজ এ পারফর্ম
⬇️
ধন্যবাদ জ্ঞাপন
⬇️
মামলা
⬇️
গ্রেফতার
এভাবে দাওয়াত দিয়ে নিয়ে গ্রেফতার করানোর তীব্র নিন্দা জানাই।
এটা সুস্পষ্ট বৈষম্য।
তবে এখান‌ থেকে কিছু শিক্ষনীয় বিষয় আছে।
শিক্ষা-১: ধর্ম যার যার, উৎসব তার তার।
শিক্ষা-২: ধর্মীয় উৎসব সার্বজনীন হতে পারে না।
শিক্ষা-৩: ইসলাম এ হালাল-হারাম সুস্পষ্ট, জায়েজ-নাজায়েয সুস্পষ্ট, অন্য ধর্মের উৎসবে যেখানে শিরক হয়, যেটাকে ইসলাম নাজায়েজ বলে সাব্যস্ত করে, সেখানে পারফর্ম করার কোনো সুযোগ নেই।

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ 👉আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ৪৪ তম ব্যাচের...
08/10/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ

👉আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ৪৪ তম ব্যাচের (২০০৫-২০০৬ সেশন) সদা হাস্যোজ্জ্বল প্রাণচঞ্চল বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ মাহমুদুল্লাহ সাইফের ব্রেইন টিউমার (কর্ডমা) ডায়োগনসিস হয়ে অপারেশন হয় গত ৩০.০৮.২৪ তারিখে।

👉অপারেশনের পর উনার Iatrogenic Hemothorax Develop করে এবং Recurrent Meningitis Followed By Sepsis এ আক্রান্ত হয়ে বিগত একমাস ধরে Bangladesh Specialized Hospital এর নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে আছেন।

👉 উনার আরো কতদিন আইসিইউ তে থাকা লাগবে নিশ্চিত করে বলতে পারছেন না দায়িত্বরত চিকিৎসকগণ।

👉ইতিমধ্যে উনার চিকিৎসা বাবদ খরচ হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে মোট খরচের পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাবে। যা উনার মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

👉আপনারা সাহায্যের হাত বাড়িয়ে না দিলে হয়তো চিকিৎসা বন্ধ করা লাগতে পারে যে কোন সময়। ইতিমধ্যে লক্ষ লক্ষ টাকা অপরিশোধিত হয়ে আছে।

⁉️ডাঃ মাহমুদুল্লাহর দুটি অবুঝ শিশু ( সালমান ৬ বছর, সাফওয়ান ১.৫ বছর) চেয়ে আছে কখন আব্বু বলে ডাক দিবে।

💘আমরা লক্ষাধিক চিকিৎসক থাকতে দুটি অবুঝ শিশু তাদের পিতাকে আব্বু বলে ডাকার সুযোগ থেকে বঞ্চিত হলে সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক।

❤️ মানুষ মানুষের জন্য।
জীবন জীবনের জন্য।

🪙"অবশ্যই দান-সদকা মানুষের হায়াত বৃদ্ধি করে, অপমৃত্যু থেকে বাঁচায় এবং মানুষের কাছ থেকে অহংকার ও অহমিকা দূর করে দেয়।" -আল হাদিস [মুজামুল কবির: ১৩৫০৮)

❤️আসুন, আমরা সকলে মিলে আমাদের কলিগ, বড়ভাই, ছোটভাই ডাঃ মাহমুদুল্লাহ এর জন্য সহযোগিতার হাত সম্প্রসারিত করি। আমাদের সাধ্য অনুযায়ী তার পাশে দাড়াই।

🔴🔴 ব্যাংক একাউন্ট:

👉Dr Sadeka Shakila
( Wife of Dr Mahmudullah )
1261580023571
Dutch Bangla Bank
Elephant Road Branch

👉Dr Md Anwar Hussain
20502150201673316
Islami Bank Bangladesh
Elephant Road Branch

👉Dr Mehedi Hasan
1535104576382001
Brac Bank
Elephant Road Branch

🔴🔴 বিকাশ + নগদ :
👉ডা. রনি: 01764755139
👉ডা. সিয়াম: 01521331344
👉ডা. মাহমুদুর রাহমান মাজেদ: 01670210267

🔴🔴 রকেট:
👉ডা. রনি: 01764755139
👉ডা. সিয়াম: 01521331344

নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে গড়তে হবে।আজ মালয়েশিয়া, সিংগাপুর , ইন্দোনেশিয়া আমাদের এক কাতারে থাকা স্বত্বেও কতদূর এ...
01/10/2024

নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে গড়তে হবে।
আজ মালয়েশিয়া, সিংগাপুর , ইন্দোনেশিয়া আমাদের এক কাতারে থাকা স্বত্বেও কতদূর এগিয়ে আছে।
আমরা বাংগালরা আছি অতীতকে আঁকড়ে ধরে।
পিছনে ফিরে তাকানোর সময় নেই।
নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার দৃঢ় শপথ নেওয়ার এখনি সময়।

যারাই এসব নিয়ে ক্যাচাল করবে, চেতনার ত্যানা প্যাঁচাবে, ধরে নিতে হবে এরা অযোগ্য, দেশকে কিছু দেওয়ার মতো যোগ্যতা তাদের নেই, এসব নিয়ে ক্যাচাল করে যদি কিছু হালুয়া রুটি পাওয়া যায় আরকি!!! মূলত এরাই দেশের জন্য ক্ষতিকর।

আমি মুসলমান।
আমি বাংলাদেশী।
আমি বাঙালি।
আমি আমার সমস্ত যোগ্যতা দিয়ে ন্যায় ও ইনসাফের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অংশীদার হতে চাই!

26/09/2024

গুম, ক্রসফায়ার, মিথ্যা মামলা ও রিমান্ডের বিষয়ে প্রশ্ন না তুলে কেন পরিচয় প্রকাশে করেননি? "এই প্রশ্ন করা মজলুমের ওপর আবারো নতুন করে জুলুম"
এস এম ফরহাদ

13/09/2024

১৯৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে রফিক আজাদ কর্তৃক রচিত বিখ্যাত বাংলা কবিতা
ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো

ভীষন ক্ষুধার্ত আছিঃ উদরে, শারীরবৃত্ত ব্যেপে
অনুভূত হতে থাকে – প্রতিপলে – সর্বগ্রাসী ক্ষুধা
অনাবৃষ্টি যেমন চরিত্রের শস্যক্ষেত্রে জ্বেলে দেয়
প্রভূত দাহন – তেমনি ক্ষুধার জ্বালা, জ্বলে দেহ
দু’বেলা দু’মুঠো পেলে মোটে নেই অন্য কোনও দাবি
অনেক অনেক-কিছু চেয়ে নিয়েছে, সকলেই চায়ঃ
বাড়ি, গাড়ী, টাকাকড়ি- কারো বা খ্যাতির লোভ আছে;
আমার সামান্য দাবিঃ পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর-
ভাত চাই-এই চাওয়া সরাসরি – ঠান্ডা বা গরম,
সরূ বা দারুণ মোটা রেশনের লাল চাল হ’লে
কোনো ক্ষতি নেই মাটির শানকি ভর্তি ভাত চাইঃ
দু’বেলা দু’মুঠো পেলে ছেড়ে দেবো অন্য সব দাবি!
অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা-
চাইনি তো নাভিনিম্নে পড়া শাড়ি, শাড়ির মালিক;
যে চায় সে নিয়ে যাক – যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও –
জেনে রাখোঃ আমার ও সব এ কোনও প্রয়োজন নেই।

যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি,
তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কান্ড ঘটে যাবে;
ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট, আইন-কানুন –
সমুখে যা পাবো খেয়ে নেবো অবলীলাক্রমে;
যদি বা দৈবাৎ সম্মুখে তোমাকে, ধর, পেয়ে যাই –
রাক্ষুসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে।
সর্বপরিবেশগ্রাসী হ’লে সামান্য ভাতের ক্ষুধা
ভয়াবহ পরিনতি নিয়ে আসে নিমন্ত্রণ করে!

দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে
অবশেষে যথাক্রমে খাবোঃ গাছপালা, নদী-নালা,
গ্রাম-গঞ্জ, ফুটপাথ, নর্দমার জলের প্রপাত,
চলাচলকারী পথচারী, নিতম্ব-প্রধান নারী,
উড্ডীন পতাকাসহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ী-
আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ।
ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো।

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে ...
01/09/2024

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।

এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়।

একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।

তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি।

অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।

একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।

আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।

আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।

তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।

কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।

সর্বপরি আমি মনে করি যেখানে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার এবং হাজার হাজার মানুষকে ঘুম খুন হত্যা করা হয়েছে সেইখানে এইসব সাধারণ ব্যাপার।

- Shahriar Ahmed Sadib

25/08/2024

এই মুহূর্তে যে জিনিসটা নিয়ে আওয়াজ তোলা সবচেয়ে জরুরী।
রাষ্ট্র সংস্কার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
বিসিএস এর তথাকথিত ইন্ডিয়ান অথর্ব রিক্রুটমেন্ট সিস্টেম এর আমুল সংস্কার।
কৃষি, স্বাস্থ্য, ইন্জিনিয়ার, শিক্ষা, প্রশাসন, পুলিশ সব সেক্টরের জন্য একই খিচুড়ি-মার্কা রিক্রুটমেন্ট সিস্টেম পরিবর্তন করতে হবে।
PSC অবশ্যই থাকবে তার জায়গায়, কাজ করবে সম্পূর্ণ স্বাধীনভাবে।
তবে রিক্রুটমেন্ট হবে সেক্টরভিত্তিক, ঐ সেক্টরের সেরা মানুষগুলো নিয়ে।
তথাকথিত কেরানি রাষ্ট্র আর চাই না।
Skilled, experienced মানুষদের passion এবং commitment কে কাজে লাগিয়ে একটা কল্যাণ রাষ্ট্র চাই।

আহ! ডাক্তারদের জীবন!চোখের সামনেই শত্রু মিত্র সবাইকে আপন করে চিকিৎসাসেবা দিতে হয়। আল্লাহ্‌ সবাইকে হেদায়েত দান করুন।
24/08/2024

আহ!
ডাক্তারদের জীবন!
চোখের সামনেই শত্রু মিত্র সবাইকে আপন করে চিকিৎসাসেবা দিতে হয়।
আল্লাহ্‌ সবাইকে হেদায়েত দান করুন।

24/08/2024
22/08/2024

আসসালামু আলাইকুম,
আপনারা অবগত আছেন যে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর জন্য ডাক্তারদের প্রাণপ্রিয় সংগঠন National Doctors Forum (NDF) ফাণ্ড রাইজ করছে। নিজে Contribute করুন, সম্ভব না হলে বিশ্বস্ত এই মাধ্যমকে শেয়ার এর মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিন।ট

★★আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।
(তিরমিজি, হাদিস নং ২৯৪৫)★★

আপনি আপনার সাধ্যমতো এগিয়ে আসুন।
★★ব্যাংক একাউন্ট:
Md Nazmul arefin, acc no MSA 20501020208962805
Local office branch
IBBL
★★বিকাশ/নগদ: (Send Money)
+8801711483756
রেফারেন্সে বন্যা/Flood লিখে দিন।

Regards:
Prof.Dr. Khoiber Ali
Social welfare secretary
Central NDF

Address

Sylhet

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801894865067

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Mahmudur Rahman Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Mahmudur Rahman Chowdhury:

Share