Medi Corner

Medi Corner We strive to offer you the best pharmaceutical products.

নাপা (Napa) বাংলাদেশের একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় প্যারাসিটামল জাতীয় ওষুধ, যা এসকেএফ (Square Pharmaceuticals Ltd.) কোম্...
25/07/2025

নাপা (Napa) বাংলাদেশের একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় প্যারাসিটামল জাতীয় ওষুধ, যা এসকেএফ (Square Pharmaceuticals Ltd.) কোম্পানি উৎপাদন করে। এটি ব্যথানাশক এবং জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয়। নিচে নাপা ওষুধের উপকারিতা ও অপকারিতা নিয়ে তুলে ধরা হলো:

🔶 নাপা কী?

নাপা মূলত Paracetamol (500mg) বা শিশুদের ক্ষেত্রে 120mg/5ml Syrup—এই উপাদানযুক্ত একটি ওষুধ যা ব্যথানাশক ও জ্বরনাশক হিসেবে কাজ করে। এটি ট্যাবলেট, সিরাপ এবং এক্সটেন্ড বা এক্সট্রা ভার্সনে বাজারে পাওয়া যায়।

✅ নাপার উপকারিতা:

1. জ্বর কমানো:
ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণে জ্বর হলে নাপা শরীরের তাপমাত্রা কমাতে কার্যকর।

2. ব্যথা উপশমে সহায়ক:
মাথাব্যথা, দাঁতের ব্যথা, মাসল পেইন, জয়েন্ট ব্যথা ইত্যাদিতে দ্রুত আরাম দেয়।

3. সেফ এবং সহজলভ্য:
সাধারণ মাত্রায় ব্যবহার করলে এটি তুলনামূলকভাবে নিরাপদ, এমনকি শিশুদের জন্যও।

4. ঠান্ডা-জ্বরের ক্ষেত্রে কার্যকর:
সাধারণ ফ্লু বা সর্দি-কাশির সঙ্গে থাকা জ্বর বা ব্যথার জন্যও ব্যবহার করা যায়।

5. পেটের সমস্যায় সহনশীল:
অন্য ব্যথানাশক যেমন Ibuprofen বা Diclofenac-এর মতো পেটে গ্যাস বা অম্বলের সমস্যা সৃষ্টি করে না।

⚠️ নাপার অপকারিতা / পার্শ্বপ্রতিক্রিয়া:

1. অতিরিক্ত সেবনে লিভার ক্ষতি:
নির্ধারিত ডোজের বেশি সেবন করলে লিভারের স্থায়ী ক্ষতি হতে পারে, এমনকি জীবনঘাতীও হতে পারে।

2. অ্যালার্জি:
কিছু ব্যক্তির শরীরে পারাসিটামলের প্রতি অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে (চুলকানি, র‍্যাশ, শ্বাসকষ্ট)।

3. দীর্ঘমেয়াদে ব্যবহারে ঝুঁকি:
নিয়মিত ও দীর্ঘদিন ব্যবহার করলে শরীরে ওষুধ প্রতিরোধ (Drug Tolerance) তৈরি হতে পারে।

4. কিডনি সমস্যায় সতর্কতা:
যাদের কিডনি দুর্বল, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়।

📝 সতর্কতা ও ব্যবহার বিধি:

শিশুদের জন্য শুধু Napa Syrup ব্যবহার করতে হবে এবং বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে।

প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ১ ট্যাবলেট (500mg) প্রতি ৪-৬ ঘণ্টা অন্তর সেবন করা যায়।

২৪ ঘণ্টায় ৪ গ্রাম (৮টি 500mg ট্যাবলেট)-এর বেশি খাওয়া বিপজ্জনক।

গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রেও সঠিক পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

নাপা একটি নির্ভরযোগ্য ওষুধ যা সঠিকভাবে ব্যবহারে জ্বর ও ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর। তবে এর অপব্যবহার বা অতিরিক্ত মাত্রা গ্রহণ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই সঠিক ডোজ মেনে ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নাপা ব্যবহার করাই উত্তম।

জনস্বার্থে - Medi Corner









স্ক্যাবিস বা খোসপাঁচড়া: সাবধানতার সময় এখনই!স্ক্যাবিস একধরনের পরজীবী সংক্র-মণ, যার প্রধান লক্ষণ হলো ত্বকে ফুসকুড়ি ও প্রচণ...
05/07/2025

স্ক্যাবিস বা খোসপাঁচড়া: সাবধানতার সময় এখনই!
স্ক্যাবিস একধরনের পরজীবী সংক্র-মণ, যার প্রধান লক্ষণ হলো ত্বকে ফুসকুড়ি ও প্রচণ্ড চুলকানি—বিশেষ করে রাতে, কারণ তখন পরজী-বীগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে।

✅ পরিবারের একজন আক্রান্ত হলে, সবারই চিকিৎসা প্রয়োজন।
✅ ব্যবহৃত জামা-কাপড়, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে।
✅ চিকিৎসায় Tetrasol Solution সহায়ক হতে পারে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
📌 আর্টিকেলটি শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।


#ফটোগ্রাফি



Eid Mubarak!Wishing you and your family a joyous and blessed Eid-ul-Fitr!  💙
30/03/2025

Eid Mubarak!

Wishing you and your family a joyous and blessed Eid-ul-Fitr! 💙

31/07/2024

শহরের অধিকাংশ দোকান যে সময় বন্ধ মেডি কর্নার
আপনাদের সেবায় আমারা নিয়োজিত।
সকাল ১০ টা থেকে রাত ১ টা পর্যন্ত খোলা থাকে।

[বি দ্রঃ শহরের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ]

মেডি কর্ণারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।
16/06/2024

মেডি কর্ণারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।

22/05/2024

আপনাদের সেবায় আমারা নিয়োজিত।

সকাল ১০ টা থেকে রাত ১ টা পর্যন্ত খোলা থাকে।

এই রমজানে সবার প্রতি রইলো শুভেচ্ছা 💟
12/03/2024

এই রমজানে সবার প্রতি রইলো শুভেচ্ছা 💟

23/12/2023

এই শীতে ঘরে বসেই অর্ডার করুন আপনার প্রয়োজনীয় ওষুধ.......

মেডি কর্নার ফার্মেসি
মিরাবাজার পয়েন্ট, সিলেট

09/08/2023

Address

Mira Bazar Point
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 01:00
Tuesday 10:00 - 01:00
Wednesday 10:00 - 01:00
Thursday 10:00 - 01:00
Friday 10:00 - 13:00
Saturday 10:00 - 13:00
Sunday 10:00 - 01:00

Telephone

+8801992262695

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medi Corner:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram