13/12/2025
যারা বলে “নার্সিং খুব সহজ” — এই কথাগুলো তাদের জন্য প্রতিবাদ।
_নার্সিংকে যারা হালকাভাবে নেন, তারা একবার আমাদের পরীক্ষার হলটা দেখুন।
SSC–HSC বোর্ড পরীক্ষার থেকেও কড়া নিয়মে, দূরে দূরে বসিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হয়। আমরাও এমন সিট প্ল্যানে পরীক্ষা দিয়েছি—বরং তার থেকেও বেশি কঠিন অবস্থায়।
_আমাদের এখানে
৩৩ বা ৪০ পেয়ে পাশ নেই।
৬০% এর নিচে মানেই ফেল।
পুরো পরীক্ষা ইংলিশ মিডিয়াম—বাংলা বলে কিছু নেই।
১০০ এর মধ্যে ৫৯ পেলেও ফেল।
_একই বিষয়ের উত্তর লিখতে হয় দুইটা আলাদা গ্রুপের খাতায়।
ডিপ্লোমা নার্সরা ৩ বছরে ৩টা বোর্ড পরীক্ষা,
BSc নার্সরা ৪ বছরে ৪টা বোর্ড পরীক্ষা দেয়।
এর সাথে বাধ্যতামূলক ভাইভা, সেখানেও আলাদা করে পাশ করতে হয়।
_আর এত কিছুর পরও শেষ না।
স্টুডেন্ট লাইফ শেষ হলে লাইসেন্স পরীক্ষায় পাশ না করলে আপনি নার্স না।
পাশ না করলে আপনাকে ভুয়া নার্স বলা হয়—এই বাস্তবতা কেউ কি জানে?
_তবুও কিছু মানুষ হুট করে বলে—
“ইনজেকশন দিতে পারলেই তো নার্স!”
_এই অবমাননাই প্রমাণ করে—আপনারা নার্সিং সম্পর্কে কিছুই জানেন না।
_নার্স মানে শুধু ইনজেকশন না।
নার্স মানে জ্ঞান, দক্ষতা, সিদ্ধান্ত, দায়িত্ব আর জীবন বাঁচানোর ক্ষমতা।
_আরেকটা কথা না বললেই নয়- যারা সরকারি কলেজ / ইন্সটিটিউটে পড়াশোনা করে তাদের পড়াশোনা করতে টাকা পয়সা একটু কম খরচ হয়।
আর যারা বেসরকারি নার্সিং কলেজ / ইনস্টিটিউটে পড়ে
তাদের পরিবার জানে আর আল্লাহ জানে কত লক্ষ লক্ষ টাকা যে কোর্স ফি দিতে হয়।🙂
_যারা নার্সিংকে সহজ বলে, তারা আসলে অজ্ঞতার পরিচয় দেয়।
_ ঘাম ঝরানো পরিশ্রমকে অবহেলা করা বন্ধ করুন।
_ সম্মান না দিতে পারলে, অন্তত ছোট করবেন না।
নার্সিং সহজ না
নার্সিং সম্মানের
এই কথাটা মনে রাখুন।