নার্সিং একটি মহৎ পেশা

নার্সিং একটি মহৎ পেশা নার্সিং এর সকল ধরনের তথ্য ও খবর প্রকাশ

Bangladesh Medical University তে প্রথমবারের মতো শুরু হচ্ছে Nursing থেকে PhD করার সুযোগ
13/12/2025

Bangladesh Medical University তে প্রথমবারের মতো শুরু হচ্ছে Nursing থেকে PhD করার সুযোগ

যারা বলে “নার্সিং খুব সহজ” — এই কথাগুলো তাদের জন্য প্রতিবাদ।_নার্সিংকে যারা হালকাভাবে নেন, তারা একবার আমাদের পরীক্ষার হল...
13/12/2025

যারা বলে “নার্সিং খুব সহজ” — এই কথাগুলো তাদের জন্য প্রতিবাদ।

_নার্সিংকে যারা হালকাভাবে নেন, তারা একবার আমাদের পরীক্ষার হলটা দেখুন।
SSC–HSC বোর্ড পরীক্ষার থেকেও কড়া নিয়মে, দূরে দূরে বসিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হয়। আমরাও এমন সিট প্ল্যানে পরীক্ষা দিয়েছি—বরং তার থেকেও বেশি কঠিন অবস্থায়।

_আমাদের এখানে
৩৩ বা ৪০ পেয়ে পাশ নেই।
৬০% এর নিচে মানেই ফেল।
পুরো পরীক্ষা ইংলিশ মিডিয়াম—বাংলা বলে কিছু নেই।
১০০ এর মধ্যে ৫৯ পেলেও ফেল।

_একই বিষয়ের উত্তর লিখতে হয় দুইটা আলাদা গ্রুপের খাতায়।
ডিপ্লোমা নার্সরা ৩ বছরে ৩টা বোর্ড পরীক্ষা,
BSc নার্সরা ৪ বছরে ৪টা বোর্ড পরীক্ষা দেয়।
এর সাথে বাধ্যতামূলক ভাইভা, সেখানেও আলাদা করে পাশ করতে হয়।

_আর এত কিছুর পরও শেষ না।
স্টুডেন্ট লাইফ শেষ হলে লাইসেন্স পরীক্ষায় পাশ না করলে আপনি নার্স না।
পাশ না করলে আপনাকে ভুয়া নার্স বলা হয়—এই বাস্তবতা কেউ কি জানে?

_তবুও কিছু মানুষ হুট করে বলে—
“ইনজেকশন দিতে পারলেই তো নার্স!”

_এই অবমাননাই প্রমাণ করে—আপনারা নার্সিং সম্পর্কে কিছুই জানেন না।

_নার্স মানে শুধু ইনজেকশন না।
নার্স মানে জ্ঞান, দক্ষতা, সিদ্ধান্ত, দায়িত্ব আর জীবন বাঁচানোর ক্ষমতা।

_আরেকটা কথা না বললেই নয়- যারা সরকারি কলেজ / ইন্সটিটিউটে পড়াশোনা করে তাদের পড়াশোনা করতে টাকা পয়সা একটু কম খরচ হয়।
আর যারা বেসরকারি নার্সিং কলেজ / ইনস্টিটিউটে পড়ে
তাদের পরিবার জানে আর আল্লাহ জানে কত লক্ষ লক্ষ টাকা যে কোর্স ফি দিতে হয়।🙂

_যারা নার্সিংকে সহজ বলে, তারা আসলে অজ্ঞতার পরিচয় দেয়।
_ ঘাম ঝরানো পরিশ্রমকে অবহেলা করা বন্ধ করুন।
_ সম্মান না দিতে পারলে, অন্তত ছোট করবেন না।

নার্সিং সহজ না
নার্সিং সম্মানের
এই কথাটা মনে রাখুন।

নিয়োগ বিজ্ঞপ্তিবিএসসি নার্স বেশি নেয়। এই নিয়োগ খুব দ্রুত সম্পন্ন হয়। বড়জোর ২ মাস লাগবে।আগ্রহীরা আবেদন করুন। শুধু প্রিলি ...
13/12/2025

নিয়োগ বিজ্ঞপ্তি

বিএসসি নার্স বেশি নেয়। এই নিয়োগ খুব দ্রুত সম্পন্ন হয়। বড়জোর ২ মাস লাগবে।আগ্রহীরা আবেদন করুন। শুধু প্রিলি হয়(টেকনিক্যাল) তারপর মৌখিক পরীক্ষা হয়।২০২৩ সালে মাত্র ৬০ টি টেকনিক্যাল এমসিকিউ ইংরেজিতে এসেছিল।

আসসালামু আলাইকুম সকলের জন্য রইলো আন্তরিক শুভ সকাল! কামনা করি, নতুন দিনের আলো যেন প্রতিটি মানুষের মুখে হাসি ফোটায়। সবাই ...
13/12/2025

আসসালামু আলাইকুম
সকলের জন্য রইলো আন্তরিক শুভ সকাল! কামনা করি, নতুন দিনের আলো যেন প্রতিটি মানুষের মুখে হাসি ফোটায়। সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই প্রার্থনা করি।

Big thanks to Yäsmin Akhter Sumïfor all of your support! Congrats for being top fans on a streak 🔥!
13/12/2025

Big thanks to Yäsmin Akhter Sumï

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

08/12/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

08/12/2025

✨ PCOD—মেয়েদের নীরব কিন্তু বড় সমস্যা!

আপনি কি জানেন? আজকাল ২০-৪০ বছরের প্রায় প্রতিটি ৩ জনে ১ জন নারী PCOD (Polycystic O***y Disease) সমস্যায় ভুগছেন!
ডিম্বাশয় ঠিকভাবে কাজ না করলে শুধু মাসিকই অনিয়মিত হয় না—সমস্যা দেখা দেয় চুল, ত্বক, ওজন এবং ভবিষ্যৎ গর্ভধারণ ক্ষমতায়ও।

🔍 PCOD কী?

PCOD হলো এমন একটি অবস্থা যেখানে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয়, হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয় এবং Ovulation বা ডিম্বপাত অনিয়মিত হয়ে যায়।

❗ PCOD-এর কারণে যা যা সমস্যা দেখা দিতে পারে—

🔹 মাসিক অনিয়ম / মাসিক মিস
🔹 চুল পড়ে যাওয়া বা হেয়ার থিনিং
🔹 মুখে ব্রণ, ত্বকে ডার্ক পিগমেন্টেশন
🔹 ওজন বেড়ে যাওয়া ও কমাতে কষ্ট হওয়া
🔹 Mood swings, মানসিক অস্থিরতা
🔹 গর্ভধারণের সম্ভাবনা কমে যাওয়া

⚠️ PCOD হওয়ার প্রধান কারণ:

➡️ হরমোনের ভারসাম্যহীনতা
➡️ অনিয়মিত খাদ্যাভ্যাস ও অস্বাস্থ্যকর জীবনধারা
➡️ কম ঘুম / অতিরিক্ত স্ট্রেস
➡️ ওজন বৃদ্ধি বা Obesity
➡️ ইনসুলিন রেজিস্ট্যান্স

💡 PCOD নিয়ন্ত্রণে কী করবেন?

✔ নিয়মিত ব্যায়াম করুন (৩০–৪০ মিনিট)
✔ চিনি, ফাস্টফুড ও জাঙ্কফুড কমান
✔ পর্যাপ্ত ঘুম ও কম স্ট্রেস
✔ ওজন নিয়ন্ত্রণে রাখুন
✔ প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন

❤️ নিজের প্রতি যত্নশীল হন।
PCOD নিয়ন্ত্রণযোগ্য—সঠিক লাইফস্টাইলই হলো সবচেয়ে বড় ওষুধ!

২০২৫-২০২৬ অর্থবছরে ৯৪১ জন নার্সের পদ সৃজন।দেখে নিন কোন হাসপাতালে কতটা পদ বাড়ানো হলো
08/12/2025

২০২৫-২০২৬ অর্থবছরে ৯৪১ জন নার্সের পদ সৃজন।
দেখে নিন কোন হাসপাতালে কতটা পদ বাড়ানো হলো

Assalamualikum Good night
08/12/2025

Assalamualikum
Good night

24/11/2025

Assalamualikum
Good night everyone

Address

Lamabazar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when নার্সিং একটি মহৎ পেশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram