24/07/2025
নর্থ ইষ্ট মেডিকেল কলেজে বিডিএস ১১তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম...
নর্থ ইষ্ট মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট সিলেট ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৪.০৭.২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর ইউনিট প্রধান অধ্যাপক ডাঃ এস এ এম ইমরান হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ব্যবস্থাপনা পরিচালক নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।
মেডিকেল এডুকেশন ইউনিটে অনুষ্টিত উক্ত সভায় সভা পরিচালনা করেন ডাঃ নুর-ই- জান্নাত ইসরাত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মৌলানা মামুনুর রশীদ চৌধুরী, ইমাম ও খতিব, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম এবং অধ্যাপক ডাঃ এ.এফ.এম নাজমুল ইসলাম, উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ), নর্থইষ্ট মেডিকেল কলেজ, সিলেট।
কলেজ পরিচিতি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ডাঃ নাজিয়া আক্তার অনাবি।
সভায় শিক্ষক মন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ হামিদা খাতুন, বিভাগীয় প্রধান, এনাটমি বিভাগ, অধ্যাপক ডাঃ সৈয়দা উম্মে ফাহমিদা মালিক, বিভাগীয় প্রধান, বায়োকেমেস্টি বিভাগ। ডাঃ সৈয়দা তাসমিয়া কাওসার সহযোগী অধ্যাপক, সাইন্স অব ডেন্টাল মেটেরিয়ালস বিভাগ।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১০তম ব্যাচের পুজা এবং নবীন ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, ফারিয়া করিম ও অমিত দে, অবিভাবকদের পক্ষে কাজী মোঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, গভর্নিং বডির চেয়ারম্যান, (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, তোমরা সেরা প্রতিষ্ঠানকেই বেচে নিয়েছ। চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন নিয়মিত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
সভাপতির বক্তব্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট প্রধান অধ্যাপক ডাঃ এস এ এম ইমরান হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিকতা, টিমওয়ার্ক ও সহপাঠীদের প্রতি শ্রদ্ধাবোধ এসব গুণাবলি ধারণ করে নিজেকে একজন আদর্শ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হবে।