North East Medical College Dental Unit

North East Medical College Dental Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from North East Medical College Dental Unit, Medical and health, Gohorpur Road, Sylhet.

North East Medical College Dental Unit was founded in 2014 through the united efforts of North East Medical(Pvt)Ltd company.This is the first private educational institute for Dental Graduates in sylhet division.

ক্যান্সার জয়ের গল্প ---------------------------------কুয়েত প্রবাসী, গোলাপগন্জ নিবাসী- কয়েস মিয়া ,বয়স ৪৬ বছর  । ২০২৩ সালে...
12/08/2025

ক্যান্সার জয়ের গল্প
---------------------------------

কুয়েত প্রবাসী, গোলাপগন্জ নিবাসী- কয়েস মিয়া ,বয়স ৪৬ বছর ।
২০২৩ সালের এপ্রিল মাসে
প্রবাসে থাকাকালীন অবস্থায় -দীর্ঘদিন যাবৎ জিহবার ঘা নিয়ে ভুগছিলেন ।

তারপর তিনি দেশে চলে আসেন । দেশে এসে জিহবার ঘা এর জন্য
নর্থ ইস্ট মেডিকেল কলেজ ,ডেন্টাল ইউনিটের
ইউনিট প্রধান এবং ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা :এস এ এম ইমরান হোসেনের শরনাপন্ন হোন।

তারপর স্যার রোগীকে প্রাথমিকভাবে দেখার পর রোগীর -জিহ্বার ঘা থেকে গোশত নিয়ে পরীক্ষা (Incisional Biopsy) করার পরামর্শ দেন।

গোশত পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যায় - যে রোগীর জিহ্বার ঘা প্রকৃতপক্ষে ক্যান্সার ( Squamous Cell Carcinoma )

তারপর রোগীকে অপারেশন করার জন্য পরামর্শ দেয়া হয় । অপারেশনের সময় আমরা রোগীর জিহ্বার ঘায়ের অংশ ফেলে দেই এবং হাত থেকে গোশত নিয়ে জিহবায় ( Microvascular Surgery) প্রতিস্থাপন করি। আমাদের কাছে চিকিৎসা সম্পন্ন করে রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যান এবং কুয়েতে ফেরত গিয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেন ।।

আজ ২০২৫ সালের ১২ ই আগষ্ট রোগী আমাদের কাছে আবারও ফলোআপে আসেন এবং তিনি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন। । ।

(রোগীর অনুমতি সাপেক্ষে ছবি দেওয়া হয়েছে)

12/08/2025

ক্যান্সার জয়ের গল্প
---------------------------------

কুয়েত প্রবাসী, গোলাপগন্জ নিবাসী- কয়েস মিয়া ,বয়স ৪৬ বছর ।
২০২৩ সালের এপ্রিল মাসে
প্রবাসে থাকাকালীন অবস্থায় -দীর্ঘদিন যাবৎ জিহবার ঘা নিয়ে ভুগছিলেন ।

তারপর তিনি দেশে চলে আসেন । দেশে এসে জিহবার ঘা এর জন্য
নর্থ ইস্ট মেডিকেল কলেজ ,ডেন্টাল ইউনিটের
ইউনিট প্রধান এবং ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা :এস এ এম ইমরান হোসেনের শরনাপন্ন হোন।

তারপর স্যার রোগীকে প্রাথমিকভাবে দেখার পর রোগীর -জিহ্বার ঘা থেকে গোশত নিয়ে পরীক্ষা (Incisional Biopsy) করার পরামর্শ দেন।

গোশত পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যায় - যে রোগীর জিহ্বার ঘা প্রকৃতপক্ষে ক্যান্সার ( Squamous Cell Carcinoma )

তারপর রোগীকে অপারেশন করার জন্য পরামর্শ দেয়া হয় । অপারেশনের সময় আমরা রোগীর জিহ্বার ঘায়ের অংশ ফেলে দেই এবং হাত থেকে গোশত নিয়ে জিহবায় ( Microvascular Surgery) প্রতিস্থাপন করি। আমাদের কাছে চিকিৎসা সম্পন্ন করে রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যান এবং কুয়েতে ফেরত গিয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেন ।।

আজ ২০২৫ সালের ১২ ই আগষ্ট রোগী আমাদের কাছে আবারও ফলোআপে আসেন এবং তিনি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন। । ।

(রোগীর অনুমতি সাপেক্ষে ছবি এবং ভিডিও দেওয়া হয়েছে)

অদ্য ১১ আগস্ট ২০২৫ ইং তারিখে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপ...
11/08/2025

অদ্য ১১ আগস্ট ২০২৫ ইং তারিখে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম। নতুন অধ্যক্ষকে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান
* ইউনিট প্রধান অধ্যাপক ডা. এস. এ. এম. ইমরান হোসেন,
* ডাঃ ফুয়াদ রেজওয়ান কবির (সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ডেন্টাল এনাটমি বিভাগ),
* ডাঃ ওসমান আহমেদ ইমন (সহকারী অধ্যাপক, অর্থোডন্টিক্স বিভাগ) সহ উপস্থিত কর্তব্যরত চিকিৎসকবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তাবৃন্দ ।

https://www.facebook.com/share/p/15viTyGtzf/
03/08/2025

https://www.facebook.com/share/p/15viTyGtzf/

সিলেটে নানা আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান পালিত | July Renaissance | Sylhet | Channel 24Welcome to the Off...

ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন.।
02/08/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন.।

নর্থ ইষ্ট মেডিকেল কলেজে বিডিএস ১১তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম... নর্থ ইষ্ট মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট  সিলেট  ২০২৪-...
24/07/2025

নর্থ ইষ্ট মেডিকেল কলেজে বিডিএস ১১তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম...

নর্থ ইষ্ট মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট সিলেট ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৪.০৭.২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর ইউনিট প্রধান অধ্যাপক ডাঃ এস এ এম ইমরান হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ব্যবস্থাপনা পরিচালক নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।
মেডিকেল এডুকেশন ইউনিটে অনুষ্টিত উক্ত সভায় সভা পরিচালনা করেন ডাঃ নুর-ই- জান্নাত ইসরাত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মৌলানা মামুনুর রশীদ চৌধুরী, ইমাম ও খতিব, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম এবং অধ্যাপক ডাঃ এ.এফ.এম নাজমুল ইসলাম, উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ), নর্থইষ্ট মেডিকেল কলেজ, সিলেট।

কলেজ পরিচিতি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ডাঃ নাজিয়া আক্তার অনাবি।

সভায় শিক্ষক মন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ হামিদা খাতুন, বিভাগীয় প্রধান, এনাটমি বিভাগ, অধ্যাপক ডাঃ সৈয়দা উম্মে ফাহমিদা মালিক, বিভাগীয় প্রধান, বায়োকেমেস্টি বিভাগ। ডাঃ সৈয়দা তাসমিয়া কাওসার সহযোগী অধ্যাপক, সাইন্স অব ডেন্টাল মেটেরিয়ালস বিভাগ।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১০তম ব্যাচের পুজা এবং নবীন ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, ফারিয়া করিম ও অমিত দে, অবিভাবকদের পক্ষে কাজী মোঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, গভর্নিং বডির চেয়ারম্যান, (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, তোমরা সেরা প্রতিষ্ঠানকেই বেচে নিয়েছ। চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন নিয়মিত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

সভাপতির বক্তব্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট প্রধান অধ্যাপক ডাঃ এস এ এম ইমরান হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিকতা, টিমওয়ার্ক ও সহপাঠীদের প্রতি শ্রদ্ধাবোধ এসব গুণাবলি ধারণ করে নিজেকে একজন আদর্শ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হবে।

https://m.facebook.com/story.php?story_fbid=769760785405367&id=100071143575399&mibextid=RtaFA8
21/07/2025

https://m.facebook.com/story.php?story_fbid=769760785405367&id=100071143575399&mibextid=RtaFA8

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ,উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

সিলেট নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড, পরিবারের পক্ষ থেকে আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন।

.
&college #উত্তরা_বিমান_দুর্ঘটনা #শোকাহত

Address

Gohorpur Road
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when North East Medical College Dental Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to North East Medical College Dental Unit:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram