12/10/2020
=====================
#'বন্ধ্যাত্বে'_হোমিও_চিকিৎসা
=====================
হোমিও চিকিৎসা অনেক পুরানো চিকিৎসা পদ্ধতি হিসাবে মানুষের কাছে বেশ সমাদৃত। আজও এই চিকিৎসার প্রচুর জনপ্রিয়তা রয়েছে। বিশেষ কিছু রোগের ক্ষেত্রে এটি 'মহৌষধ' হিসাবে কাজ করে।
'বন্ধ্যাত্ব' একটি বিশেষ রোগ। অনেক স্ত্রী আছেন যারা বিয়ের বেশ কয়েক বছর পরও গর্ভধারনে অক্ষম। সেই অক্ষমতা স্বামী কিংবা স্ত্রী, অথবা উভয়েরই কোন বিশেষ কারনে হয়ে থাকে। কিন্তু আমরা অনেকেই জানিনা যে, বন্ধ্যাত্বে উন্নতমানের হোমিও চিকিৎসা রয়েছে।
আমার প্রায় ২১ বছরের অভিজ্ঞতায় দেখেছি, আমার কাছে চিকিৎসা নিয়ে বেশ কিছু নিঃসন্তান দম্পতি সচরাচর বিয়ের ৫/৬ বছর পর, এমনকি ১০/১১ বছর পরও সন্তানের মা হয়েছেন।
আলহামদুলিল্লাহ!
আমরা জানি, রোগের চিকিৎসা করা সুন্নাত, শিফাহ দেওয়ার মালিক স্বয়ং আল্লাহ তা'আলা। সুতরাং হোমিও চিকিৎসায় বিশ্বাসী হয়ে এবং একটু ধৈর্য্য ধরে যদি চিকিৎসা চালিয়ে যান, তবে অল্পদিনেই আল্লাহ আপনাকেও একটি সুস্থ সন্তান উপহার দিতে পারেন।
আমার এখানে বন্ধ্যাত্ব ছাড়াও অন্যান্য যেসকল সেবা দেয়া হয়, তাহলো----
*নারীদের নতুন ও পুরাতন সকল রোগের চিকিৎসা;
*নারী-পুরুষ ও শিশুদের টনসিল, সাইনাস, পলিপাস, মাইগ্রেন, টিউমার, পুরাতন সর্দিকাশি, হাম, বসন্ত, যে কোন ধরনের বাত, পাইলস, জন্ডিস, কান পাকা, আঁচিল প্রভৃতি রোগের চিকিৎসা।
যোগাযোগের ঠিকানা
___________________
ডা. মিসেস নাইমুল জান্নাত............. (ডি.এইচ.এম.এস)
রাজিন হোমিও হল
হাওয়া পাড়া, সিলেট।
মোবাইল-
০১৭১৮২৫১০৪৮
০১৯৫০২১২৬২৭
[বিঃদ্রঃ--- করোনা'র কারনে দূর দুরান্ত থেকে কেউ সরাসরি যোগাযোগ করতে অসুবিধা হলে মোবাইলের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন।]