মুসলিম সুইটমিট বৈরাগী বাজার

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • মুসলিম সুইটমিট বৈরাগী বাজার

মুসলিম সুইটমিট বৈরাগী বাজার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুসলিম সুইটমিট বৈরাগী বাজার, Pharmacy / Drugstore, Sylhet.

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
26/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

এই ছবি দুটির পার্থক্য করতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না, কমনসেন্স থাকলেই হবে...!১ম ছবিতে, একজন বিখ্যাত ফাইন্যান্স এক্সপ...
11/04/2025

এই ছবি দুটির পার্থক্য করতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না, কমনসেন্স থাকলেই হবে...!

১ম ছবিতে, একজন বিখ্যাত ফাইন্যান্স এক্সপার্ট বিলিয়ন ডলার বিনিয়োগ এর সামিট করার পরও বলছেন, ১৫ হাজার লোকের কর্মসংস্থান। দিস ইস ফ্যাক্ট, বাস্তব. .! উনি কথা বলছেন স্ট্যাটিসটিক্যালী, অংক কষে। ভোটের জন্য উন্মাদ হয়ে আষাঢ়ে গল্প শোনানোর কোন প্রয়োজন তার নেই।

আর ২য় ছবিতে, একজন প্রাক্তন অর্থনীতির শিক্ষক, আমার এক সময়ের পছন্দের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। কথা বলছেন পচনধরা, হাস্যকর রাজনৈতিক নেতাদের মত, কোনরকম ডাটা ছাড়া, ব্যাকগ্রাউন্ড স্ট্যডি ছাড়া..!
আফসোস, তারা এখনও এই দেশের মানুষকে আকাশ কুসুম গল্প শোনায়..!

ভাই, কেউ যদি এই দেশে আজকে কয়েকশত বিলিয়ন ডলারও ইনভেস্ট করে, আগামীকালই ১ লক্ষ লোকের চাকরি হয়ে যাবে না। একটা ম্যানুফেক্চারিং প্লান্ট বানাইতে এক - দের বছরের বেশি সময় লাগে, তার পরে চাকরি হওয়া শুরু হয়। আপনারা দয়া করে নতুন ওবায়দুল কাদের হইয়েন না, এই সব বস্তা পঁচা কথাবার্তা এই দেশের মানুষ শুনতে চায় না..!

Copy post

28/07/2024

ফেইসবুক, ইউটিউব, টিকটককে উনারা হুশিয়ার করে দিয়েছেন।
এখন ইনারা আপনার কথা শুনবেনা..

--বলদ 😡

যদি মৃত্যু এসে পড়েনিয়ে যাবো এ হাহাকার,আমার সিজদা আজও বাকিওগো প্রথম ক্বিবলা আমার।তাজা রক্ত দিয়ে আজওলেখা হয়নি ভালোবাসা,আল-...
19/10/2023

যদি মৃত্যু এসে পড়ে
নিয়ে যাবো এ হাহাকার,
আমার সিজদা আজও বাকি
ওগো প্রথম ক্বিবলা আমার।

তাজা রক্ত দিয়ে আজও
লেখা হয়নি ভালোবাসা,
আল-আকসা আল-আকসা
আল-আকসা আমার আকসা।
😥😥😥😥

__মুজাহিদ বুলবুল

এতিম হয়ে যাওয়ার আজ ২১ বছর!এখনও দেখি কত মুরব্বি মানুষ ধবধবে সাদা দাড়ি।কারো হাতে লাঠি। কারো হাতে খরচের ব্যাগ। হনহন করে হাঁ...
25/08/2023

এতিম হয়ে যাওয়ার আজ ২১ বছর!

এখনও দেখি কত মুরব্বি মানুষ ধবধবে সাদা দাড়ি।
কারো হাতে লাঠি। কারো হাতে খরচের ব্যাগ। হনহন করে হাঁটছেন বাজারের ব্যস্ত গলিতে।

ভাবলাম—হে মনিব!
পচাত্তর পেরিয়ে যাওয়া এমনকি আশির কোটায় বয়স এমন মানুষও দিব্যি বাজার করছেন। আমার ষাটোর্ধ বাবাকেই কেনো তুলে নিতে হবে?

নিয়েছেন যখন, আমার বাবাকে ক্ষমা করুন। জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। কেননা আমার বাবা তো কারো ক্ষতি করেননি। মহান শিক্ষকতার পেশায় বাচ্চাদের মানুষ করে গড়ে তুলতে জীবন বিলিয়ে দিয়েছেন। ধর্ম, সমাজ ও পারিবারিক দায়বদ্ধতায় ছিলেন অতুলনীয়।
কলবে ঈমান ছিলো।
কন্ঠে দৈনিক কুরআন ছিলো। কপালে সিজদাহ্ দাগ ছিলো।
আদর্শ শিক্ষক ও বাবার বৈশিষ্ট্য ছিলো।
মানুষের কল্যাণ কামনা ছিলো সহজাত।
দুখিদের প্রতি ছিলো ঔদার্যবোধ।
মসজিদের খেদমতেও আন্তরিকতা ছিলো।

সবাই খুব দুআ করবেন আমার বাবার জন্য।

রাব্বিরহামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা!

সদৃশীকরণ: Md Sadikur Rahman

আশাকরি আপনি হয়তো ঈদের লখতে কিছু টাকা পেয়েছেন,হয়তো ঈদের শপিংও করে ফেলেছেন।কিন্তু জানেন কি,আপনার কাছে বাজারের ভেরাইটিজ ষ্ট...
19/04/2023

আশাকরি আপনি হয়তো ঈদের লখতে কিছু টাকা পেয়েছেন,
হয়তো ঈদের শপিংও করে ফেলেছেন।
কিন্তু জানেন কি,
আপনার কাছে বাজারের ভেরাইটিজ ষ্টোরের মহাজন, কিংবা ঔষধের দোকানি টাকা পায়। যারা আপনার অভাবের সময় আপনাকে বাকিতে মাল দিয়েছিলো।
তাদের হয়তো ঈদ নির্ভর করছে
আপনি টাকা দিবেন সেই আশায়,
কারণ তাদের মাথায় দোকান ভাড়া, কারেন্ট বিল, কর্মচারিদের বেতন,
এমপ্লোয়িরা হয়তো আশা করে বসে আছে মহাজন ঈদ বোনাসতো অবশ্যই দিবেন।
কিন্তু এই সবকিছুই নির্ভর করছে আপনার লেনদেনের উপর,
যা কিনা আপনি বেমালুম ভুলে গিয়ে ঈদ নিয়ে ব্যস্ত।

অপারগদের জন্য আমার এই কথাগুলো না।
সমস্যা থাকতেই পারে,
কিন্তু যাদের স্বভাবের অভাব
দয়া করে একটু বিবেকের দরজা খোলা রেখে ভাবুনতো দোকানি তার নগদে কিনা প্রডাক্ট আপনাকে বাকিতে দিয়ে কি অপরাধটা করেছে?

আমরা শ্রেষ্ঠ জীব হিসাবে সহযোগিতা আশা করতেই পারি।
সকলের সহযোগিতায়
সকলের ঈদ হোক আনন্দের।

জ্ঞাতার্থে__
নাজাত মেডিসিন কর্ণার
বৈরাগীবাজার, বিশ্বনাথ, সিলেট।

Address

Sylhet

Telephone

01719895635

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুসলিম সুইটমিট বৈরাগী বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share