Veterinarian Dr. Abdul Majid Ujjal

Veterinarian Dr. Abdul Majid Ujjal Dr. Abdul Majid Ujjal
DVM; MS (Microbiology)
BCS (Livestock)
Veterinary Surgeon
Bishwanath, Sylhet.

শুক্রবারের সকালটা সাধারণত একটু দেরিতেই শুরু হয়। কিন্তু আজ সেই আলসেমির সুযোগ ছিল না। ঘুম থেকে উঠে মোবাইল ডাটা অন করতেই দে...
01/08/2025

শুক্রবারের সকালটা সাধারণত একটু দেরিতেই শুরু হয়। কিন্তু আজ সেই আলসেমির সুযোগ ছিল না। ঘুম থেকে উঠে মোবাইল ডাটা অন করতেই দেখি বিশ্বনাথের শাহজিরগাও থেকে একজন খামারি অনলাইনে নক করেছেন। অনলাইনে পিক চেক করে দেখি উনার গরু মৃতপ্রায় অবস্থায় আছে। সাথে সাথে উনার সাথে যোগাযোগ করি। বিপত্তি বাধে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি। শেষপর্যন্ত খামারি গাড়ির ব্যবস্থা করে দিলে বৃষ্টি বাধা উপেক্ষা করে দ্রুত উনার বাড়িতে পৌঁছে চিকিৎসা প্রদান শুরু করি। প্রায় ঘন্টা দেড়েকের চিকিৎসার পর আপাতত প্রাথমিক ধকল কাটিয়ে উঠতে পেরেছে।

তৃণমূলের খামারিদের সম্পদ বলতে এই দুই-একটা গরু/ছাগল থাকে। এরমধ্যে কোন একটা এক্সিডেন্ট ঘটে গেলে তাদের পক্ষে সেই ক্ষতি কাটিয়ে উঠা অনেক কঠিন হয়ে যায়।

একজন ভেটেরিনারিয়ান হিসেবে আমার চেষ্টা থাকে সেইসব খামারিদের বিপদে সঠিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসা।

30/07/2025

প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরোনোর আগেই পুরোদস্তুর খামারি। বাড়িতে বাবার সাথে ৭০০ সোনালী মুরগির খামার দেখাশোনা করেন। বাবার ব্যবসায়িক ব্যস্ততায় নিজেই এসেছিলেন চিকিৎসা ও পরামর্শ নেয়ার জন্য। এতো বড় মোবাইল নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে মুরগির বর্তমান অবস্থার ভিডিও আমাকে দেখানো। অন্যথায় মোবাইল ব্যবহার করেন না বলে জানিয়েছেন।
বাস্তবতা যত কঠিনই হোক পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ সহ সবরকমের সেবা নিশ্চিত করে আপাতত বিদায় দিলাম।

"দ্যা ফাইটার" এসেছিলেন অসুস্থ শরীর নিয়ে ডাক্তার সাহেবের সাথে দেখা করার জন্য। দ্রুত উনার শারিরীক সুস্থতা কামনা করছি।
29/07/2025

"দ্যা ফাইটার" এসেছিলেন অসুস্থ শরীর নিয়ে ডাক্তার সাহেবের সাথে দেখা করার জন্য।

দ্রুত উনার শারিরীক সুস্থতা কামনা করছি।

কিছুদিন পূর্বে সুন্দর আলীর একটা গাভী অসুস্থ হয়ে যায়। অভাব অনটনের সংসারে গাভীর চিকিৎসা করানোর মতো ব্যবস্থা উনার ছিল না। শ...
24/07/2025

কিছুদিন পূর্বে সুন্দর আলীর একটা গাভী অসুস্থ হয়ে যায়। অভাব অনটনের সংসারে গাভীর চিকিৎসা করানোর মতো ব্যবস্থা উনার ছিল না। শেষ পর্যন্ত এলাকার মানুষের মুখে আমার কথা শুনে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গাভীর অবস্থা বর্ননা করে চিকিৎসা নেন। যাবার সময় সরকারি মেডিসিন এর পাশাপাশি আমার পক্ষ থেকেও উনাকে কিছু মেডিসিন দিয়ে দেই।

আজ উনি এসেছেন উনার গাভীর সুস্থতার খবর আমার কাছে পৌঁছে দিতে , পাশাপাশি নিখাদ ভালোবাসা হিসেবে নিয়ে এসেছেন উনার খামারের অন্য একটি গাভীর খাঁটি দুধ।

দিনশেষে এই নিখাদ ভালোবাসাটুকু এই সেক্টরে কাজ করার প্রেরণা।

21/07/2025

ডিম ও ব্রয়লার মুরগির দর পতনে পোলট্রি খাতের হাজার হাজার প্রান্তিক খামারি সীমাহীন ক্ষতির মুখে পড়েছেন। একইভাবে অকল....

বিশ্বনাথ উপজেলার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসেবে প্রথম বারের মতো  বিদ্...
17/07/2025

বিশ্বনাথ উপজেলার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসেবে প্রথম বারের মতো বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন। আশাকরি সামনের দিনগুলোতে সকলের প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের অগ্রণী ভূমিকা থাকবে।

15/07/2025

গবাদিপশুর কৃমির ওষুধে রেজিস্টেন্স (Anthelmintic Resistance) একটি গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক সমস্যা, বিশেষ করে খামার ব্যবস্থাপনায়। এটি তখনই ঘটে যখন কৃমিরা দীর্ঘ সময় ধরে একই ধরনের ওষুধের প্রভাবে অভ্যস্ত হয়ে পড়ে এবং আর সেই ওষুধে মারা না গিয়ে বেঁচে যায়।

🔍 মূল কারণসমূহ:
➤একই ধরনের কৃমিনাশক বারবার ব্যবহার করা।
➤নির্দিষ্ট ডোজ না মেনে কম বা অতিরিক্ত ডোজ ব্যবহার করা।
➤অপ্রয়োজনে বা নিয়মিত ব্যবস্থাপনা ছাড়া ওষুধ প্রয়োগ।
➤পুরো পশুর পাল নয়, কিছু পশুকে আলাদা করে চিকিৎসা করা।
➤খামারে বায়োসিকিউরিটি না মেনে বাইরে থেকে পশু আনা।

⚠️ ফলাফল:
✔কৃমির প্রকোপ কমে না, বরং বৃদ্ধি পায়।
✔পশুর ওজন কমে, উৎপাদন কমে যায় (দুধ, মাংস ইত্যাদি)।
✔খরচ বাড়ে, অথচ সুফল পাওয়া যায় না।
✔খামারে দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যবস্থায় ক্ষতি হয়।

✅ সমাধান ও করণীয়:
✪ গোবর পরীক্ষা করে ওষুধের কার্যকারিতা যাচাই করা।
✪ ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন শ্রেণির কৃমিনাশক ব্যবহার করা (drug rotation)। যেমন:
Benzimidazoles (Albendazole)
Imidazothiazoles (Levamisole)
Macrocyclic lactones (Ivermectin)
✪ ওষুধ ব্যবহারের আগে পশুর ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা।
✪ শুধুমাত্র প্রয়োজনে ও ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার।

📞 পরামর্শ ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
ডা. আব্দুল মজিদ উজ্জল
ভেটেরিনারি সার্জন, বিশ্বনাথ উপজেলা
📱 01751-823283
📧 ujjal.dvm@gmail.com

বিশ্বনাথ উপজেলার আল-আজম হাই স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠান পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসেবে প্রথম সাধারণ সভায় অ...
15/07/2025

বিশ্বনাথ উপজেলার আল-আজম হাই স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠান পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসেবে প্রথম সাধারণ সভায় অংশগ্রহণ। উক্ত সভায় প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থীদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়। আশাকরি সকলের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠান শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

🎯 Precision Livestock Farming (PLF)“বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে খামার ব্যবস্থাপনা”📌 PLF কী?Precision Livestock Farming...
12/07/2025

🎯 Precision Livestock Farming (PLF)

“বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে খামার ব্যবস্থাপনা”

📌 PLF কী?

Precision Livestock Farming (PLF) হলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবাদিপশুর স্বাস্থ‌্য, উৎপাদন, আচরণ এবং পরিবেশগত অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার একটি স্মার্ট সিস্টেম।

প্রযুক্তি ও কাজ:

🎯 Motion Sensors

গরুর চলাফেরা ও আচরণ পর্যবেক্ষণ

🌡️ Temperature Sensors

শরীরের তাপমাত্রা ও রোগের পূর্বাভাস

📷 Video Monitoring

হিট ডিটেকশন, প্রসবকালীন পর্যবেক্ষণ

🐄 Smart Halters/Collars

দৈনিক খাদ্যগ্রহণ ও রুমিনেশন ট্র্যাকিং

📊 AI-Driven Software

রোগ শনাক্ত, ওষুধ প্রয়োগ সময় নির্ধারণ

✅ PLF এর সুবিধা:

✅ রোগের আগে-ভাগে সনাক্তকরণ
✅ দুধ উৎপাদনে ধারাবাহিকতা ও গুণগত মান নিশ্চিত
✅ স্বয়ংক্রিয় স্বাস্থ্য নজরদারি ও সময়মত চিকিৎসা
✅ খাদ্য খরচ ও ওষুধের অপচয় কমানো
✅ খামারে মানুষের উপর নির্ভরতা কমিয়ে স্বয়ংক্রিয়তা আনা

🌍 আন্তর্জাতিক ব্যবহারের উদাহরণ:

নেদারল্যান্ডস: প্রতিটি গরুর জন্য স্মার্ট কলার ব্যবহৃত হচ্ছে।

চীন: বায়োফিডব্যাক প্রযুক্তি দিয়ে গরুর শারীরিক চাপ বিশ্লেষণ।

ইউরোপ: গরুর কল্যাণ নিশ্চিতে "animal welfare AI" সফটওয়্যার চালু।

🇧🇩 বাংলাদেশে PLF এর সম্ভাবনা:

বড় খামারে ডিজিটাল হিট ডিটেকশন এবং দুধ মিটারিং চালু হচ্ছে।

উন্নত জাত ব্যবস্থাপনায় স্মার্ট বায়োটেক ও সেন্সর প্রযুক্তির প্রাথমিক প্রয়োগ।

সরকারের One Health ও ডিজিটাল বাংলাদেশ নীতির সাথে PLF একীভূত হতে পারে।

🌍 Mastitis Detector Machine: বিশ্বের আধুনিক ও উন্নত প্রযুক্তি।ম্যাস্টাইটিস গরুর একটি সাধারণ কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিকর...
09/07/2025

🌍 Mastitis Detector Machine: বিশ্বের আধুনিক ও উন্নত প্রযুক্তি।

ম্যাস্টাইটিস গরুর একটি সাধারণ কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিকর রোগ। বিশ্বের উন্নত দেশগুলো—যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, জার্মানি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—এই রোগ প্রতিরোধে Mastitis Detector Machine ব্যবহার করছে অনেক আগে থেকেই।আমাদের দেশে এখনও অনেক খামারে রোগ শনাক্তে প্রচলিত পদ্ধতি ব্যবহার হয়, যা সময়সাপেক্ষ এবং অনির্ভরযোগ্য।
Mastitis Detector Machine ব্যবহারে আমরা আন্তর্জাতিক মানের চিকিৎসা ও খামার ব্যবস্থাপনায় এক ধাপ এগিয়ে যেতে পারি।

ম্যাস্টাইটিস রোগটি দ্রুত শনাক্ত করা সম্ভব হলে চিকিৎসা অনেক সহজ হয় এবং চিকিৎসা খরচ অনেকাংশে কমে যায়। তাই খামারি ভাইদের উচিৎ আপনাদের খামারে রুটিন অনুযায়ী প্রতি মাসে অন্তত একবার এই রোগের টেস্ট করে নেয়া।

📞 পরামর্শ ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
ডা. আব্দুল মজিদ উজ্জল
ভেটেরিনারি সার্জন, বিশ্বনাথ উপজেলা
📱 01751-823283
📧 ujjal.dvm@gmail.com

Address

Sylhet
3100

Telephone

+8801521235795

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veterinarian Dr. Abdul Majid Ujjal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Veterinarian Dr. Abdul Majid Ujjal:

Share