
01/08/2025
শুক্রবারের সকালটা সাধারণত একটু দেরিতেই শুরু হয়। কিন্তু আজ সেই আলসেমির সুযোগ ছিল না। ঘুম থেকে উঠে মোবাইল ডাটা অন করতেই দেখি বিশ্বনাথের শাহজিরগাও থেকে একজন খামারি অনলাইনে নক করেছেন। অনলাইনে পিক চেক করে দেখি উনার গরু মৃতপ্রায় অবস্থায় আছে। সাথে সাথে উনার সাথে যোগাযোগ করি। বিপত্তি বাধে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি। শেষপর্যন্ত খামারি গাড়ির ব্যবস্থা করে দিলে বৃষ্টি বাধা উপেক্ষা করে দ্রুত উনার বাড়িতে পৌঁছে চিকিৎসা প্রদান শুরু করি। প্রায় ঘন্টা দেড়েকের চিকিৎসার পর আপাতত প্রাথমিক ধকল কাটিয়ে উঠতে পেরেছে।
তৃণমূলের খামারিদের সম্পদ বলতে এই দুই-একটা গরু/ছাগল থাকে। এরমধ্যে কোন একটা এক্সিডেন্ট ঘটে গেলে তাদের পক্ষে সেই ক্ষতি কাটিয়ে উঠা অনেক কঠিন হয়ে যায়।
একজন ভেটেরিনারিয়ান হিসেবে আমার চেষ্টা থাকে সেইসব খামারিদের বিপদে সঠিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসা।